সরকার হোমিও ফার্মেসী

সরকার হোমিও ফার্মেসী এখানে হোমিও সফটাওয়ার দিয়ে আধুনিক পদ্ধতিতে সকল বয়সের বিভিন্নরকম জটিল কঠিন রোগের সুচিকিৎসা দেয়া হয়।
(1)

হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে পুরুষ এবং মহিলা বন্ধ্যাত্বের চিকিৎসা করা সম্ভব। হোমিওপ্যাথিতে রোগীর কিছু পরীক্ষা...
12/03/2025

হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে পুরুষ এবং মহিলা বন্ধ্যাত্বের চিকিৎসা করা সম্ভব। হোমিওপ্যাথিতে রোগীর কিছু পরীক্ষা এবং লক্ষণের ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয়। এবার দেখা যাক এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও কারন সমুহঃ

পুরুষ বন্ধ্যাত্ব
পুরুষ বন্ধ্যাত্বের ক্ষেত্রে কিছু সাধারণ কারণ হলো:
- স্পার্মের গুণমানের সমস্যা
- হরমোনের অস্বাভাবিকতা
- শারীরিক বা মানসিক চাপ
- জীবনযাত্রার অনিয়ম।

মহিলা বন্ধ্যাত্ব
মহিলা বন্ধ্যাত্বের কারণে বিভিন্ন হতে পারে, যেমন:
- ovulation সমস্যা
- ডিম্বাশয় বা জরায়ুর সমস্যা
- হরমোনের অস্বাভাবিকতা
- মানসিক চাপ।

চিকিৎসা প্রক্রিয়াঃ
হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করার আগে স্বাস্থ্যের পূর্ণ ইতিহাস নিতে হবে। একজন অভিজ্ঞ হোমিওপ্যাথ চিকিৎসক রোগীর লক্ষণ ও শারীরিক অবস্থার ভিত্তিতে ব্যক্তিগতকৃত চিকিৎসা পরিকল্পনা করবেন।

চিকিৎসার শুরুতেই যে বিষয়গুলো মনে রাখা জরুরিঃ
- হোমিওপ্যাথিক চিকিৎসা ধীর গতির এবং ফল দেখতে সময় লাগতে পারে।
- চিকিৎসার শুরুতে অবশ্যই একজন পেশাদার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
- হোমিওপ্যাথিক চিকিৎসার পাশাপাশি জীবনযাত্রার পরিবর্তন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামও গুরুত্বপূর্ণ।

এগুলো সাধারণ নির্দেশনা এবং প্রতিটি রোগীর ক্ষেত্রে আলাদা চিকিৎসা পরিকল্পনার প্রয়োজন হতে পারে।

ডাঃ জি, আর, সেতু সকার
সরকার হোমও ফার্মেসী
০১৭১৫-২৪৯৫২৮

10/03/2025

আচ্ছালামু আলাইকুম
আশা করি সকলে সুস্থ আছেন।

প্রসঙ্গ টিউমার ঃটিউমার কথা বলতে আমরা সাধারণত বুঝি শরীরের যে কোন অংশে মাংসে অথবা হারে উঁচু হয়ে ফুলে ওঠা। টিউমার সাধারণত ...
23/08/2023

প্রসঙ্গ টিউমার ঃ
টিউমার কথা বলতে আমরা সাধারণত বুঝি শরীরের যে কোন অংশে মাংসে অথবা হারে উঁচু হয়ে ফুলে ওঠা।
টিউমার সাধারণত দু’ধরনের হয়। এক ধরনের টিউমার শুধু এক জায়গাতে বৃদ্ধি পেয়ে এক জায়গাতেই বসে থাকে। এদের বলে বিনাইন টিউমার। এরা তেমন ক্ষতিকারক নয়।
আরেক প্রকার টিউমারের ভেতর থাকা অস্বাভাবিক কোষগুলো রক্ত কিংবা লিম্ফ্ নামক কিছু রাসায়নিক পদার্থের মাধ্যমে শরীরের অন্য কোনো অংশে গিয়ে জমা হয়ে সেই অংশের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটায়, নতুন কোনো টিউমার তৈরি করে, সেখানে তখন তাদের বলে ম্যালিগন্যান্ট টিউমার। এ ম্যালিগন্যান্ট টিউমারকে অন্যভাবে বলে ক্যান্সারাস টিউমার।

তাই শরীরের কোন জায়গায় অস্বাভাবিকতা দেখা দিলে হ্যালা না করে ডাক্তারের পরামর্শ নিন।

ডাঃ জি, আর, সেতু সরকার।
মহেন্দ্রনগর বাজার, লালমনিরহাট।
০১৭১৫২৪৯৫২৮

প্রসঙ্গ স্তন টিউমার ঃমানবদেহের অন্যান্য অঙ্গের মতো কোষেরও একটা স্বাভাবিক ভাবে বৃদ্ধির প্রক্রিয়া রয়েছে। কিন্তু কিছু সময় স...
17/08/2023

প্রসঙ্গ স্তন টিউমার ঃ

মানবদেহের অন্যান্য অঙ্গের মতো কোষেরও একটা স্বাভাবিক ভাবে বৃদ্ধির প্রক্রিয়া রয়েছে। কিন্তু কিছু সময় স্তনের কিছু কোষ অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেতে শুরু করে। এই অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত কোষ বিভাজনই একপর্যায়ে মাংসের পিন্ডের মতো বা চাকায় পরিণত হয়। এই চাকা বা পিণ্ডই স্তন টিউমার। বয়সন্ধির পর থেকে যে কোন বয়সে এটা হতে পারে।

স্তন টিউমারের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে শক্ত পিণ্ডের মতো অনুভব করা। অর্থাৎ রোগী নিজেই স্তনে একধরনের অস্বাভাবিক শক্ত অবস্থা অনুভব করবেন।

স্তনের বোঁটায় অস্বাভাবিকতা দেখা দেওয়া। যেমন কালো হয়ে শক্ত হওয়া বা ভেতরে ঢুকে যাওয়া।

স্তনের নির্দিষ্ট স্থানের চামড়ায় চুলকানি হওয়া বা স্তনের নির্দিষ্ট স্থানের চামড়ার রং বদলে যাওয়া।

এ ছাড়া ভিন্ন ভিন্ন রোগীর ক্ষেত্রে লক্ষণ ভিন্ন হতে পারে। যেমন স্তন ব্যথা করা, স্তনের বোঁটায় ঘা হওয়া, অত্যধিক চুলকানো, চাকা বা পিণ্ডের মতো অনুভব করা ইত্যাদি।

অধিকাংশ ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আমাদের মা বোনরা লজ্জায় বলতে চায় না। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করলে স্বল্প সময় নিরাময় হয়। সঠিক সময়ে চিকিৎসা না করার কারণে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে।

যোগাযোগ করুন ঃ
ডাঃ জি, আর, সেতু সরকার।
মহেন্দ্রনগর বাজার, লালমনিরহাট।
০১৭১৫২৪৯৫২৮

02/04/2023

প্রসঙ্গ হার্টের রোগ:
হার্টের সমস্যা বর্তমান সময়ের একটি কমন রোগ। চিন্তার বিষয় হলো রোগী হার্টের ৯০% ব্লোক হওয়ার পরো কোন সমস্যা বুঝতে পারে না। ব্যাথা শুরু হলে ডাক্তার দেখাতে গিয়ে অনেক পরিক্ষা নিরেক্ষার পর বুঝতে পারে হার্ট ৯০% থেকে ৯৫% ব্লোক হয়ে গেছে। প্রথমিক পর্যায়ে একগাদা ঔষধ অথবা ক্ষেত্রবিশেষে ওপেনহার্ট সার্জারী প্রয়োজন পারে।

অথচ হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর সার্বিক রোগ লিপি বিশ্লেষণ করে চিকিৎসা করলে, খুব সহজে সম্পুর্ন সুস্থ করে তোলা যায়।

যৌন সমস্যা বর্তমান সময়ের একটি কমন রোগ। কেউ বিয়ে করে দাম্পত্য জীবনে চরম অশান্তিতে ভুগছেন, আর কেউবা বিয়ে করতেই ভয় পাচ্ছেন।...
11/03/2023

যৌন সমস্যা বর্তমান সময়ের একটি কমন রোগ। কেউ বিয়ে করে দাম্পত্য জীবনে চরম অশান্তিতে ভুগছেন, আর কেউবা বিয়ে করতেই ভয় পাচ্ছেন। অনেকে রংবেরঙের চটকদার বাহারি বিজ্ঞাপন দেখে চিকিৎসা নিয়ে প্রতারণার শিকার হচ্ছেন।

অনেক কারনেই এই যৌন দুর্বলতা আসে, তন্মধ্যে কিছু নিজের ভুলের কারনে আর কিছু যৌন অনাচার, অসাস্থকর জীবন যাপন, নেশাদ্রব্য গ্রহন সহ রাসায়নিক বিষযুক্ত খাদ্য গ্রহন।

রোগের সঠিক কারন, রোগটির ধরন, কতদিন থেকে ভুগছেন, ববর্তমানের অবস্তা, অতিত ইতিহাস ইত্যাদি সবকিছু জেনে একজন অভিজ্ঞ ডাক্তারই পারেন সঠিক ঔষধ নির্ধারণ করতে।

হোমিও চিকিৎসা নিন সুস্থ থাকুন।
ডা: জি আর সেতু সরকার।
01715-249528

আমাদের দৈনন্দিন খাদ্য অভ্যাস, অনিয়মিত জীবন যাপন, মানুষিক দুশ্চিন্তা ইত্যাদি কারণে ফ্যাটি লিভারের সমস্যা ভয়াভহ রুপ ধারন ক...
07/03/2023

আমাদের দৈনন্দিন খাদ্য অভ্যাস, অনিয়মিত জীবন যাপন, মানুষিক দুশ্চিন্তা ইত্যাদি কারণে ফ্যাটি লিভারের সমস্যা ভয়াভহ রুপ ধারন করতেছে।

যারা এই ফ্যাটি লিভার সমস্যায় ভুগছেন তারা যোগাযোগ করুন। 01715-249528

আপনি কি থাইরয়েড সমস্যায় ভুগছেন?হোমিও  চিকিৎসায় সহজে থাইরয়েড ভালো হয়।
06/03/2023

আপনি কি থাইরয়েড সমস্যায় ভুগছেন?
হোমিও চিকিৎসায় সহজে থাইরয়েড ভালো হয়।

সরকার হোমিও ফার্মেসীর পক্ষ হতে সবাইকে ফাল্গুনী শুভেচ্ছা।
14/02/2023

সরকার হোমিও ফার্মেসীর পক্ষ হতে সবাইকে ফাল্গুনী শুভেচ্ছা।

06/02/2023

সুস্থ থাকার জন্য ঘুম একটি গুরুত্বপূর্ণ নেয়ামত। দৈনিক ৮ ঘন্টা ঘুমালে অনেক রোগের হাত থেক রক্ষা পাওয়া যায়। মানুষিক দুশ্চিন্তা সহ আরো বহুবিধ কারণে ঘুমের ব্যাঘাত ঘটে। দীর্ঘদিন এ অবস্থা চলতে চলতে বিভিন্ন রোগ শরীরে বাসা বাধে।

Address

Mohendronagar Bazar
Lalmonirhat
5500

Opening Hours

Monday 10:00 - 12:00
16:00 - 20:00
Tuesday 10:00 - 12:00
16:00 - 20:00
Wednesday 10:00 - 12:00
16:00 - 20:00
Thursday 10:00 - 12:00
16:00 - 20:00
Saturday 10:00 - 12:00
16:00 - 20:00
Sunday 10:00 - 12:00
16:00 - 20:00

Telephone

+8801715249528

Alerts

Be the first to know and let us send you an email when সরকার হোমিও ফার্মেসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সরকার হোমিও ফার্মেসী:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category