07/08/2021
করোনা: একদিনে ঢাকায় সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু;
সারাদেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৬১ জন মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি রোগী ১০১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সর্বোচ্চ শনাক্ত ৩ হাজার ৯৭৭ জনও হয়েছে এই বিভাগে। আজ শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া চট্টগ্রাম বিভাগের ৬২ জন, রাজশাহী বিভাগের আটজন, খুলনা বিভাগের ৪৫ জন, বরিশাল বিভাগের ১২ জন, সিলেট বিভাগের সাতজন, রংপুর বিভাগের ১০ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ১৩৬ জন। এরমধ্যে ঢাকা বিভাগে ৩ হাজার ৯৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৮৯ জন, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৫৭৭ জন, রাজশাহী বিভাগে ২৫৯ জন, রংপুর বিভাগে ১৫৯ জন, খুলনা বিভাগে ৪২৮ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন আর সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৩৫২ জন।
বাংলা ট্রিবিউন, শনিবার, ০৭ আগস্ট ২০২১।