04/11/2025
কাঁধের ব্যাথায় হাত তুলতে পারছেন না? 🤔 সমাধান হতে পারে রোটেটর কাফ পুনর্বাসন!
যখন কাঁধে তীব্র ব্যাথা অনুভব হয়, হাত উপরে তুলতে বা রাতে পাশ ফিরে শুতে কষ্ট হয়, তখন এটি রোটেটর কাফ ইনজুরি (Rotator Cuff Injury) হতে পারে। এই ইনজুরি কাঁধের পেশীগুলোকে দুর্বল করে দেয় এবং আপনার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে।
রোটেটর কাফ ইনজুরিতে ফিজিওথেরাপি কেন অপরিহার্য?
সঠিক চিকিৎসা ছাড়া এই সমস্যা সহজে সারে না, বরং এটি দীর্ঘস্থায়ী হতে পারে। Regans Physiotherapy Disability and Rehabilitation Center-এ আমরা রোটেটর কাফ ইনজুরির জন্য বিশেষায়িত পুনর্বাসন সেবা প্রদান করি:
✅ ব্যাথামুক্ত করা: প্রদাহ এবং তীব্র ব্যাথা কমাতে বিশেষ কৌশল ব্যবহার।
✅ শক্তি পুনরুদ্ধার: নির্দিষ্ট ব্যায়ামের মাধ্যমে কাঁধের পেশীগুলোকে (Rotator Cuff Muscles) শক্তিশালী করা।
✅ সম্পূর্ণ সচলতা: কাঁধের নড়াচড়ার সীমাবদ্ধতা দূর করে স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনা।
অপারেশন এড়িয়ে চলতে অথবা অপারেশনের পরে দ্রুত সুস্থ হতে আজই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
📍 ঠিকানা: রিগ্যানস ফিজিওথেরাপি ডিসএবিলিটি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, মিরপুর ১১.৫, ঢাকা।
📞 যোগাযোগ: ০১৩০০২৮১৬৪, ০১৭০৪৭৫৩৫৯৮
#কাঁধেরব্যাথারচিকিৎসা #ফিজিওথেরাপি