Regan's Physiotherapy, Disability & Rehabilitation Center-RPDRC

Regan's Physiotherapy, Disability & Rehabilitation Center-RPDRC Regan's Physiotherapy, Disability, and Rehabilitation Center (RPDRC) was established in July 2023.
(1)

Physiotherapy and Speech & Language Therapy Services Available Here. Another treatment process like Dry Needling, Hijama & Cupping Therapy Also avaliable.

28/12/2025
হঠাৎ মুখ বেঁকে যাওয়া বা বেলস পালসি নিয়ে চিন্তিত? 😟🖐️হঠাৎ সকালে ঘুম থেকে উঠে দেখলেন মুখের একপাশ বেঁকে গেছে, এক পাশের চোখ ...
28/12/2025

হঠাৎ মুখ বেঁকে যাওয়া বা বেলস পালসি নিয়ে চিন্তিত? 😟🖐️
হঠাৎ সকালে ঘুম থেকে উঠে দেখলেন মুখের একপাশ বেঁকে গেছে, এক পাশের চোখ বন্ধ হচ্ছে না কিংবা পানি পান করতে গেলে মুখ দিয়ে গড়িয়ে পড়ছে? এটি হতে পারে বেলস পালসি (Bell's Palsy)।

ভয় পাবেন না! সঠিক সময়ে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিলে বেলস পালসি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে আধুনিক রিহ্যাবিলিটেশন পদ্ধতির মাধ্যমে আপনার মুখের স্বাভাবিক হাসি ফিরিয়ে আনুন।

আমাদের সেবাসমূহ: ✅ ফেসিয়াল এক্সারসাইজ ও রি-এডুকেশন ✅ ইলেকট্রিক্যাল স্টিমুলেশন থেরাপি ✅ মাসল ম্যানিপুলেশন ✅ বিশেষজ্ঞ পরামর্শ ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন

আপনার বা আপনার প্রিয়জনের এমন সমস্যা দেখা দিলে অবহেলা না করে আজই যোগাযোগ করুন।

📍 ঠিকানা: রিগ্যান'স ফিজিওথেরাপি ডিসএবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার মিরপুর ১১.৫, ঢাকা (পুরানো ১১ নং বাস স্ট্যান্ডের সন্নিকটে)

📞 সিরিয়ালের জন্য কল করুন: 01301028164 01704753598

আপনার সুস্থতাই আমাদের কাম্য। ❤️

স্ট্রোক মানেই থেমে যাওয়া নয়, সঠিক চিকিৎসায় ঘুরে দাঁড়ানো সম্ভব! ❤️হেমিপ্লেজিয়া বা শরীরের একপাশ অবশ হওয়া নিয়ে দুশ্চিন্তা ন...
28/12/2025

স্ট্রোক মানেই থেমে যাওয়া নয়, সঠিক চিকিৎসায় ঘুরে দাঁড়ানো সম্ভব! ❤️

হেমিপ্লেজিয়া বা শরীরের একপাশ অবশ হওয়া নিয়ে দুশ্চিন্তা না করে সঠিক সময়ে ফিজিওথেরাপি শুরু করুন। রিগান’স ফিজিওথেরাপি আপনার বা আপনার প্রিয়জনের দ্রুত সুস্থতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের সেবা সম্পর্কে জানতে বা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ করুন:
📞 01301028164 📞 01704753598 📍 মিরপুর ১১.৫, ঢাকা।

কাঁধের ব্যথায় হাত নাড়াতে কষ্ট হচ্ছে? এটি হতে পারে 'ফ্রোজেন শোল্ডার' (Frozen Shoulder)! 🛑আপনার কি হাত উপরে তুলতে বা পিঠের...
28/12/2025

কাঁধের ব্যথায় হাত নাড়াতে কষ্ট হচ্ছে? এটি হতে পারে 'ফ্রোজেন শোল্ডার' (Frozen Shoulder)! 🛑

আপনার কি হাত উপরে তুলতে বা পিঠের দিকে নিতে প্রচণ্ড ব্যথা হয়? মনে হচ্ছে কি কাঁধ একদম জমে শক্ত হয়ে গেছে? অবহেলা করবেন না, সঠিক সময়ে ফিজিওথেরাপি চিকিৎসা আপনাকে ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন।

রেগানস ফিজিওথেরাপি ডিসএবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে আমরা ফ্রোজেন শোল্ডারের জন্য দিচ্ছি আধুনিক ও কার্যকর চিকিৎসা।

✅ আমাদের সেবাসমূহ:

বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা সরাসরি পর্যবেক্ষণ।

আধুনিক থেরাপিউটিক এক্সারসাইজ এবং ম্যানুয়াল থেরাপি।

ব্যথানাশক অত্যাধুনিক মেশিনের ব্যবহার।

দ্রুত মুভমেন্ট ফিরিয়ে আনার কার্যকর কৌশল।

আপনার কাঁধের জড়তা কাটিয়ে আত্মবিশ্বাসের সাথে হাত নাড়াতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

📍 ঠিকানা: রেগানস ফিজিওথেরাপি ডিসএবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার মিরপুর ১১.৫, ঢাকা।

📞 সিরিয়ালের জন্য কল করুন: 01301028164 01704753598

ব্যথামুক্ত জীবন গড়ুন, ফিজিওথেরাপির ওপর আস্থা রাখুন। 🌿

#ফিজিওথেরাপি #ফ্রোজেন_শোল্ডার #মিরপুর

শীতকালে মাংসপেশি ও অস্থিসন্ধির ব্যথা কেন বাড়ে? ❄️🦴শীতের ঠান্ডায় পেশি শক্ত হয়ে যায়, রক্ত সঞ্চালন কমে এবং পুরোনো বাত, ...
28/12/2025

শীতকালে মাংসপেশি ও অস্থিসন্ধির ব্যথা কেন বাড়ে? ❄️🦴

শীতের ঠান্ডায় পেশি শক্ত হয়ে যায়, রক্ত সঞ্চালন কমে এবং পুরোনো বাত, ঘাড়–কোমর ব্যথা, হাঁটু ব্যথা ও ফ্রোজেন শোল্ডারের সমস্যা বেড়ে যায়। সময়মতো সঠিক ফিজিওথেরাপি, নিয়মিত ব্যায়াম ও উষ্ণতা বজায় রাখলে এসব মাংসপেশি–হাড়ের রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ব্যথাকে অবহেলা নয়—শীতেও থাকুন সক্রিয় ও ব্যথামুক্ত।

Regan's Physiotherapy, Disability & Rehabilitation Center-RPDRC
01301-028164
Mirpur 11.5, Dhaka

চিকুনগুনিয়া পরবর্তী ব্যথার মূল কারণ হলো জয়েন্ট ও মাংসপেশীতে প্রদাহ (inflammation), রক্ত সঞ্চালনের ঘাটতি, মাংসপেশীর স্পাজ...
27/12/2025

চিকুনগুনিয়া পরবর্তী ব্যথার মূল কারণ হলো জয়েন্ট ও মাংসপেশীতে প্রদাহ (inflammation), রক্ত সঞ্চালনের ঘাটতি, মাংসপেশীর স্পাজম এবং pain mediator জমে থাকা। হিজামা থেরাপি এই কারণগুলোকেই লক্ষ্য করে কাজ করে।

🔹 1. রক্ত সঞ্চালন বৃদ্ধি (Improved Micro-circulation)
হিজামা করার সময় নেগেটিভ প্রেসার তৈরি হয়, ফলে আক্রান্ত জায়গায় রক্ত প্রবাহ বেড়ে যায়।
👉 বেশি রক্ত প্রবাহ মানে বেশি অক্সিজেন ও পুষ্টি → দ্রুত টিস্যু রিপেয়ার → ব্যথা কমে।

🔹 2. প্রদাহকারী উপাদান হ্রাস (Reduction of Inflammatory Mediators)
চিকুনগুনিয়ায় জয়েন্টে inflammatory substances জমে যায়।
👉 Wet cupping (Hijama) এই জমে থাকা তরল ও বর্জ্য বের হতে সাহায্য করে → inflammation কমে → pain sensation কমে।

🔹 3. মাংসপেশীর টান ও স্পাজম কমানো (Muscle Relaxation)
Cupping মাংসপেশীর উপর টান কমিয়ে দেয়।
👉 শক্ত মাংসপেশী রিল্যাক্স হলে nerve irritation কমে → ব্যথা হ্রাস পায়।

🔹 4. Nervous System Modulation (Gate Control Theory)
হিজামা ত্বকের sensory nerve গুলোকে উদ্দীপিত করে।
👉 এতে ব্যথার সংকেত (pain signal) মস্তিষ্কে যাওয়ার পথ আংশিকভাবে ব্লক হয় → ব্যথা কম অনুভূত হয়।

🔹 5. Lymphatic Drainage উন্নত করে
Cupping লিম্ফ ফ্লো বাড়ায়।
👉 জমে থাকা fluid ও waste বের হলে জয়েন্টের চাপ কমে → ব্যথা ও স্টিফনেস হ্রাস পায়।

🔹 6. Endorphin Release (Natural Painkiller)
থেরাপির সময় শরীর থেকে endorphin নিঃসৃত হয়।
👉 এটি প্রাকৃতিকভাবে pain threshold বাড়ায় → রোগী আরাম অনুভব করে।

হিজামা থেরাপি রক্ত সঞ্চালন বাড়ায় + প্রদাহ কমায় + মাংসপেশী রিল্যাক্স করে + স্নায়ুর ব্যথা সংকেত নিয়ন্ত্রণ করে, তাই চিকুনগুনিয়া-পরবর্তী জয়েন্ট ও মাংসপেশীর ব্যথা যুক্তিসংগতভাবে কমে।

REGAN'S Hijama & Cupping Therapy Department
📞 01301028164 | 01704753598

অ্যাজমা বোঝা: বাতাসের জন্য লড়াই 🫁এই চিত্রটি পরিষ্কারভাবে দেখায় কেন অ্যাজমা অ্যাটাকের সময় শ্বাস নেওয়া এত কঠিন হয়ে যা...
27/12/2025

অ্যাজমা বোঝা: বাতাসের জন্য লড়াই 🫁

এই চিত্রটি পরিষ্কারভাবে দেখায় কেন অ্যাজমা অ্যাটাকের সময় শ্বাস নেওয়া এত কঠিন হয়ে যায়।

উপরের ছবি (স্বাভাবিক এয়ারওয়ে):
এভাবেই আপনার ব্রংকিয়াল টিউব স্বাভাবিক অবস্থায় থাকার কথা। পথটি প্রশস্ত, পরিষ্কার ও শিথিল থাকে, ফলে বাতাস সহজেই ফুসফুসে ঢুকতে ও বের হতে পারে।

নিচের ছবি (অ্যাজমা অ্যাটাকের সময়):
অ্যাজমা বেড়ে গেলে একই সঙ্গে তিনটি সমস্যা বাতাস চলাচল বন্ধ করে দেয়—

প্রদাহ (Inflammation): এয়ারওয়ের ভেতরের আস্তরণ ফুলে যায় ও জ্বালা সৃষ্টি হয় (লাল অংশ)।

সংকোচন (Constriction): এয়ারওয়ের চারপাশের পেশি শক্ত হয়ে চেপে ধরে, ফলে নালি আরও সরু হয়ে যায়।

মিউকাস জমা (Mucus Buildup): শরীর ঘন ও আঠালো কফ তৈরি করে, যা বাকি অল্প জায়গাটুকুও বন্ধ করে দেয়।

এই তিনটির সম্মিলিত প্রভাবেই শ্বাসে শোঁ শোঁ শব্দ, বুকে চাপ ধরা, ও শ্বাসকষ্ট—এই পরিচিত উপসর্গগুলো দেখা দেয়।

পায়ের দীর্ঘমেয়াদী ব্যথা বা হাড়ের সমস্যায় ভুগছেন? সঠিক ফিজিওথেরাপি হতে পারে আপনার সমাধান!  রিগানস ফিজিওথেরাপি ডিস্যাবিলিট...
27/12/2025

পায়ের দীর্ঘমেয়াদী ব্যথা বা হাড়ের সমস্যায় ভুগছেন? সঠিক ফিজিওথেরাপি হতে পারে আপনার সমাধান!

রিগানস ফিজিওথেরাপি ডিস্যাবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার-এ আমরা এক্স-রে এবং অন্যান্য রিপোর্ট গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে প্রতিটি রোগীর জন্য আলাদা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি। ম্যানুয়াল থেরাপি এবং আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে আমরা ব্যথা নির্মূল ও দ্রুত সুস্থতায় কাজ করি।

আপনার বা আপনার প্রিয়জনের হাড়ের ব্যথা, জয়েন্ট পেইন কিংবা চলাফেরায় সমস্যা থাকলে আজই আমাদের বিশেষজ্ঞের পরামর্শ নিন।

📍 ঠিকানা: মিরপুর ১১.৫, ঢাকা।

সিরিয়াল বা বিস্তারিত জানতে কল করুন: 📞 01301028164 📞 01704753598

সুস্থ হয়ে উঠুন সঠিক চিকিৎসায়, ফিরে পান স্বাভাবিক চলন শক্তি।

#হাড়েরব্যথা #ফিজিওথেরাপি

স্ট্রোক: সময়মতো চিকিৎসাই জীবন বদলে দিতে পারেহঠাৎ হাত-পা অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া বা মুখ বেঁকে যাওয়া—এগুলো স্ট্রোকে...
27/12/2025

স্ট্রোক: সময়মতো চিকিৎসাই জীবন বদলে দিতে পারে
হঠাৎ হাত-পা অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া বা মুখ বেঁকে যাওয়া—এগুলো স্ট্রোকের লক্ষণ হতে পারে।

স্ট্রোক কোনো শেষ নয়; সঠিক সময় ও উপযুক্ত রিহ্যাবিলিটেশন ও ফিজিওথেরাপি নিলে রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
👉 দ্রুত শনাক্তকরণ
👉 নিয়মিত থেরাপি
👉 পরিবারের সহযোগিতা
এই তিনটিই সুস্থতার চাবিকাঠি।

Regans Physiotherapy Disability and Rehabilitation Center
📍 Mirpur 11.5, Dhaka
📞 01301028164 | 01704753598
♿ Rehabilitation for all, no one left behind

শীত এলেই আমার কোমর আর হাঁটুর ব্যথা এত বেড়ে যেত যে হাঁটতে কষ্ট হতো।Regan's Physiotherapy, Disability & Rehabilitation Cen...
27/12/2025

শীত এলেই আমার কোমর আর হাঁটুর ব্যথা এত বেড়ে যেত যে হাঁটতে কষ্ট হতো।
Regan's Physiotherapy, Disability & Rehabilitation Center-RPDRC -এ আসার পর নিয়মিত থেরাপি নিয়ে এখন ব্যথা অনেক কম, স্বাভাবিকভাবে হাঁটতে পারছি।
আলহামদুলিল্লাহ, খুবই উপকার পেয়েছি।”

✔ শীতজনিত জয়েন্ট ও মাংসপেশির ব্যথা
✔ হাঁটা–চলার সমস্যা
✔ ঘাড়, কোমর ও হাঁটুর দীর্ঘদিনের কষ্ট

👉 সঠিক Physiotherapy চিকিৎসায় সম্ভব সুস্থ জীবন।

🔥 শীতে ব্যথা নয়—বিশ্বাস রাখুন প্রফেশনাল ফিজিওথেরাপিতে।

📍 Regans Physiotherapy Disability and Rehabilitation Center
Mirpur 11.5, Dhaka
📞 01301028164 | 01704753598

Rehabilitation for All — No One Left Behind
#অপেক্ষা

Address

House-148, Road-2/1, Block-A, Pallabi, Mirpur 11. 5, Dhaka
Mirpur
1216

Telephone

+8801301028164

Website

Alerts

Be the first to know and let us send you an email when Regan's Physiotherapy, Disability & Rehabilitation Center-RPDRC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Regan's Physiotherapy, Disability & Rehabilitation Center-RPDRC:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram