Doctoraloy

Doctoraloy Healthcare Anytime Anywhere

🩺 রিপোর্ট দেখার জন্য আলাদা টাকা? না, আমি সেই পথে হাঁটি নাআজ বিকেলে এক মধ্যবিত্ত পরিবারের রোগী এলেন।দুই সপ্তাহ আগে তাঁর ছ...
18/08/2025

🩺 রিপোর্ট দেখার জন্য আলাদা টাকা? না, আমি সেই পথে হাঁটি না

আজ বিকেলে এক মধ্যবিত্ত পরিবারের রোগী এলেন।
দুই সপ্তাহ আগে তাঁর ছেলের জ্বরের জন্য আমি চিকিৎসা দিয়েছিলাম।
আজ শুধু রিপোর্ট হাতে নিয়ে বললেন—
“ডাক্তার সাহেব, এটা দেখে বলবেন কিছু হয়েছে কি না?”

চোখে লজ্জার ছাপ, হাতে টাকা গুঁজে দেওয়ার চেষ্টা।
আমি হাসলাম—
“আপনি তো ভিজিট দিয়ে চিকিৎসা নিয়েছেন, রিপোর্ট দেখা আলাদা টাকা লাগে না। বসুন, বলি।”

তিনি অবাক হয়ে বললেন—
“সবাই তো আবার টাকা নেয়!”
আমি হালকা গলায় উত্তর দিলাম—
“সবাই নেয় বলে আমাকেও নিতে হবে—এমন তো কোনো নিয়ম নেই। আমি বিশ্বাস করি, চিকিৎসা শুধু ব্যবসা নয়।”

হয়তো আমি কিছু টাকার লোভ ছাড়লাম,
কিন্তু বিনিময়ে পেলাম এক জোড়া কৃতজ্ঞ চোখ আর আন্তরিক দোয়া—
যা কোনো ফি দিয়ে মাপা যায় না।

যে যাই বলুক, যত কিছুই বুঝাক—
রোগী দেখার ভিজিট নেওয়ার পর, শুধু রিপোর্ট দেখার জন্য টাকা নেওয়া আমার বিবেক মানে না।

একটি নিষ্পাপ শিশুর অন্ত্রভাগ, যেখানে বাসা বেঁধেছিল শত শত কৃমি…শেষ পর্যন্ত সেই অন্ত্রটাই কেটে বাদ দিতে হলো।ছবিতে যেটা দেখ...
21/07/2025

একটি নিষ্পাপ শিশুর অন্ত্রভাগ, যেখানে বাসা বেঁধেছিল শত শত কৃমি…
শেষ পর্যন্ত সেই অন্ত্রটাই কেটে বাদ দিতে হলো।

ছবিতে যেটা দেখছেন,
তা মাত্র ৭ বছরের একটি শিশুর অন্ত্র (intestine)।
অসংখ্য কৃমির কারণে অন্ত্রটি ব্লক হয়ে যায়—intestinal obstruction
রক্ত চলাচল বন্ধ হয়ে অন্ত্র পঁচে গিয়েছিল।
অবস্থা গুরুতর হওয়ায় অপারেশন করে পুরো অংশটাই কেটে ফেলে দিতে হয়েছে।

---

⚠️ আপনি জানেন কি?
কৃমি শুধু পেট ব্যথা বা রুগ্নতা নয়, এটি শিশুর মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে।

---

কৃমি প্রতিরোধে যা করণীয়:

🔸 শিশুর বয়স ১ বছর পেরুলেই প্রতি ৪ মাস অন্তর কৃমিনাশক সেবন করাতে হবে।
🔸 রেজিস্ট্রার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ ঠিক করুন।
🔸 কৃমির ওষুধ খাওয়ানোর জন্য ঠান্ডা-গরম, আকাশের মেঘ, সময়—এগুলো সবই কুসংস্কার।
🔸 স্বাস্থ্যবিধি মেনে শিশুদের হাত ধোয়া, নখ কাটা, পরিচ্ছন্নতা বজায় রাখা অপরিহার্য।

---

যেকোনো ধরনের পেট ব্যথা, বমি, খাবারে অনীহা, ওজন কমে যাওয়া—এসব কৃমির লক্ষণ হতে পারে। দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হোন।

---

আপনার সন্তানের একটি অদৃশ্য শত্রু—কৃমি, যেটা আপনার সামান্য সচেতনতায় প্রতিহত করা সম্ভব।

---

আপনার পাশে আছি আমি –
👨‍⚕️ ডা. আব্দুর রহমান
এমবিবিএস – শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
এফসিপিএস (অর্থোপেডিক্স) এফপি

সিসিডি – বারডেম
পিজিটি – সার্জারি
ট্রেইনি,
ময়মনসিংহ মেডিকেল কলেজ

---

📍 চেম্বার – সময় ও ঠিকানা:

🔹 ত্রিশাল সরকার ডায়াগনস্টিক সেন্টার
প্রতি সোম ও বৃহস্পতিবার |
দুপুর ৩.৩০ টা – রাত ৮টা

🔹 মাটির মায়া মেডিকেল,
মাহমুদপুর/মুখী ব্রীজ সংলগ্ন, ভালুকা
প্রতি রবিবার | বিকেল ৩টা – সন্ধ্যা ৭টা

---

“ভালো থাকুক প্রতিটা নিষ্পাপ শিশু।”
#ডা_আব্দুর_রহমান #সচেতনতা #কৃমিনাশ
Dr-Abdur Rahman

"ফলাফল যাদের আসেনি, তারাও মানুষ… শুধু রোল নাম্বারে লিখা হয়নি!"কেউ কেউ এক চুমুক কফির মতো সহজে পেয়ে যায়,আর কেউ রাত জেগে কা...
21/07/2025

"ফলাফল যাদের আসেনি, তারাও মানুষ… শুধু রোল নাম্বারে লিখা হয়নি!"

কেউ কেউ এক চুমুক কফির মতো সহজে পেয়ে যায়,
আর কেউ রাত জেগে কাঠখড় পুড়িয়ে–শুধু দেখেই যায়, ছুঁতে পারে না।
এটাই বাস্তবতা। এটাই বিসিএস।

আমি অনেক সিনিয়র ভাইকে দেখেছি,
যারা পিতা-মাতার স্বপ্নকে বুকে আগলে রেখে একের পর এক বিসিএস দিয়ে গেছেন…
প্রত্যেকবার, “এবার বুঝি হবে” – এই আশা নিয়ে।
তবুও হয়নি।
অন্যদিকে এমনও দেখেছি, যিনি হয়তো রিভিশনের সময়ও ঠিক করে পাননি, তবুও হয়ে গেছে।

তাই বলি…
এই পরীক্ষা কেবল মেধা নয়, এটা একটা ভাগ্যের সমীকরণ।

যারা হয়নি এবার, আপনারা ব্যর্থ নন।
আপনাকে আল্লাহ এখনো জীবিত রেখেছেন,
তাহলে নিশ্চয়ই আপনার জন্য আরও ভালো কিছু রেখেছেন।
হতাশ হবেন না।

আর যারা হয়েছেন, আপনাকে অভিনন্দন।
তবে একটু সহানুভূতির চোখে তাকান আপনার পাশের জনটার দিকে।
সে আপনার মতোই ক্লাস করেছিল, বই কিনেছিল, স্বপ্ন দেখেছিল… শুধু তার রোল নাম্বারটা আজ পোস্টে নেই।

যারা পারেনি, তারা কম ভালো ডাক্তার নয়।
তাদেরও সিলেটের রোড এক্সিডেন্টে রোগী দেখে চশমা ঝাপসা হয়ে যায়,
তাদেরও নড়াইলের কোনো পাড়াগাঁয়ে রাত কাটে শুধু একটা ডেলিভারি বাঁচাতে।

তারা শুধু আজ লিখিততালিকায় নেই। কিন্তু ইতিহাসে আছে।

স্মরণ রাখুন –
আপনাকে যে বানিয়েছেন, তিনি আপনার গন্তব্য ঠিক জানেন।
এই ফলাফল শুধু একটি নম্বর নয়, এটি আপনার দৃষ্টিভঙ্গিরও পরীক্ষা।
চোখে জল আসতে পারে, কিন্তু হৃদয় ভেঙে ফেলবেন না।
আল্লাহ চুপ থাকেন, ভুলে যান না।

ফলাফল মানেই ফয়সালা নয়।
আসমানের কলম এখনো চলছে… অপেক্ষা করুন।

---

#চেষ্টা_চলুক
✅ শেয়ার করুন, যদি মনে করেন এই কথাগুলো কোনো একজন ভাঙা হৃদয়ের জন্য দরকার।

লেখা :-
Dr. Abdur Rahman

06/07/2023

ঢাকা মেডিকেল কলেজে পড়বার সময় আমার মা আমাকে সপ্তাহে ১০০ টাকা দিতেন যাতায়াত ভাতা আর ৫০০ টাকা দিতেন মাসে অন্যান্য খরচের জন্য। সব মিলিয়ে ৯০০ টাকা। আমার সারা মাসে যাতায়াতের টাকা লাগত ৩০০ ।

সরাসরি মিনিবাসে চানখারপুল বা বখশিবাজার যেতে আসতে মীরপুর থেকে দিনে ১০ টাকা। মুড়ির টিন (বড় বাস) চড়লে ৬ টাকা , ছাত্র আই ডি কার্ড দেখালে হাফ ভাড়া, ৩ টাকা। তাই প্রতিবার মাসএর শেষ সপ্তাহের শুরুতে ১০০ টাকা পেলেই আমি চলে যেতাম নিউমার্কেট। হেঁটে যেতাম যাতে পয়সা বাঁচে,আর জমানো পুরো টাকা দিয়ে বই কিনতাম।

একবার সেরকম বই কিনে পকেটে আছে ১২ টাকা। রিকশা দিয়ে বাড়ী ফেরার সিদ্ধান্ত নিলাম। তখন ২য় বর্ষে পড়ি। রিকশাওয়ালা অতিরিক্ত ভাড়া চাইতে থাকায় আমি হেঁটে কলাবাগান চলে আসলাম। কলাবাগান থেকে আমার বাসার রিকশা ভাড়া ছিল আট টাকা। কেন যেন কোন রিকশা সেদিন আর যেতে রাজী হয় না।

আমি রাগ করে হেঁটে চলে এলাম আসাদগেট। এবার একজন রাজী হলো যেতে কিন্তু ভাড়া তখনো বেশী। পকেটের ১২ টাকাই সে চায়, আমি সিদ্ধান্ত নিলাম হেঁটেই বাড়ী ফিরবো।

ঠিক কলেজ গেট আর শ্যামলীর সংযোগস্থলে আসতেই দেখি রাস্তায় দাঁড়িয়ে এক দিনমজুর কাঁদছেন আর বলছেন,
“আল্লাহ তোমার দুনিয়ায় কি কেউ নাই আমাকে একবেলা ভাত খাওয়ায়।”

আমি তার সাথে কথা বলে মনে হলো তিনি সত্যি কথা বলছেন। সকালে এসেছিলেন তুরাগ নদীর ওপার থেকে বসিলা হয়ে। দেরী হয়ে যাওয়ায় কাজ পান নি। কাঁদতে কাঁদতে বললেন:

“আজকে না খেলে তো কালকেও কাজ করতে পারবো না।”
উল্টোদিকের হোটেলে তাকে নিয়ে যেতে তিনি বললেন , কই মাছ দিয়ে ভাত খাবেন। হোটেলওয়ালা বললো, ভাত আর কই মাছ ১২ টাকা দাম। পকেটের সব টাকা দিয়ে তাকে ভাত আর কই মাছ খাওয়ালাম। তিনি হাততুলে আমাকে দোয়া করলেন, আমার স্পষ্ট মনে আছে।

“আল্লাহ,আমার ভাইটার জীবনে যেন কোনদিন ভাতের অভাব না হয়।”

আমি বাকি রাস্তা হেঁটে মীরপুরে আমার বাড়ীতে ফিরলাম।
আমার পকেটে বহুদিন টাকা ফুরিয়ে গেছে। (যখন এভাবে বই বা খেলনা কিনেছি) এমনকি বিদেশেও একবার এমন হয়েছিল। পকেটে টাকা নাই। থাকতে হবে আরো দুই দিন। খিদে লাগার সাথে সাথে কেউ না কেউ , আমাকে খাবার সেধেছে। আমার জীবনে এখনো ভাতের অভাব হয় নাই।
সেদিন কেন এতটা পথ হেঁটেছিলাম?

এখন বুঝি , আমি স্বেচছায় হাঁটি নাই। সেই দিনমজুরের দোয়া কবুল হয়েছিল। আমি হেঁটেছিলাম , কারন আল্লাহ সেদিন আমার মাধ্যমে তাকে ভাত পাঠিয়েছিলেন।
তাকে আরেকবার খুঁজে পেলে আমার জন্য দোয়া করতে বলতাম।

বলতাম , আল্লাহকে বলেন ভাই
“আমার ভাইটা যেন প্রিয় মানুষের ভালবাসার মধ্যে মরতে পারে। ”

-ডাঃ আব্দুর নূর তুষার।
September 3, 2016

“ঈদ মোবারক”তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম...
29/06/2023

“ঈদ মোবারক”
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম...

26/06/2023
25/06/2023

যশোরে এইডসে আক্রান্ত ১৪৬ জন
!

নিউজলিংক কমেন্ট সেকশনে!

সরকারী হাসপাতালে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি দেখুন...নানান অসুখ-বিসুখের কারণে আমরা প্রায়ই সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে যা...
25/06/2023

সরকারী হাসপাতালে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি দেখুন...

নানান অসুখ-বিসুখের কারণে আমরা প্রায়ই সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে যাই। কিন্তু সরকারী হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অনেক ভোগান্তির শিকার হতে হয় আমাদের।

সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে আপনি যেন কোন ধরণের হয়রানির শিকার না হন এবং নিশ্চিন্তে সঠিক সেবা পেতে পারেন,সেজন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা খাকছে ডক্টরালয়ের আজকের লাইভে। চোখ রাখুন রাত ৯ টা ৩০ মিনিটে ডক্টরালয়ের পেইজে।

সরকারী হাসপাতালে অযথা ভোগান্তি না পোহাতে লাইভটি শেষ পর্যন্ত দেখুন...

আলোচক:
ডা. আব্দুর রহমান
এমবিবিএস, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল,শের-ই-বাংলা নগর, ঢাকা।
মেডিকেল অফিসার, ডেলটা মেডিকেল কলেজ, মিরপুর-০১, ঢাকা।
জেনারেল ফিজিশিয়ান, ডক্টরালয়।

👉লাইভটি নিজেও দেখুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Doctoraloy

গুরুত্বপূর্ণ এই লাইভটি দেখতে চোখ রাখুন আজ রাত ৮ টা ৩০ মিনিটে ডক্টরালয়ের পেইজে....
24/06/2023

গুরুত্বপূর্ণ এই লাইভটি দেখতে চোখ রাখুন আজ রাত ৮ টা ৩০ মিনিটে ডক্টরালয়ের পেইজে....

24/06/2023

একজন খুনের গল্প

২০১৩ সালের ১৮ই জুন। ইভনিং সিফট করে বাড়ি ফিরছি, পথে ছোট দেবরের কল,

' ভাবী, মুন্নীকে ওটিতে নিচ্ছে, রাত ১১: ৩০ এ সিজার করবে।'

দুপুরে মুন্নী বাচ্চার মুভমেন্ট কম পাচ্ছিলো তাই আল্ট্রাসাউন্ড করা হয়। অলিগোহাইড্রামনিওস ছিলো তাই সিজারের সিদ্ধান্ত নেয়া হয়।

সিজারের জন্য সময়টা কিছুটা প্রতিকূল মনে হচ্ছিলো যদিও ইমার্জেন্সি বলে তেমন কিছু বলার ছিলোনা আমার, শুধু আমি এতো রাতে এটেন্ড করতে পারবোনা বলে খারাপ লাগছিলো কারণ আমার নিজেরও তখন সেকেন্ড ট্রাইমেস্টার চলছিলো, ডিউটি করে কিছুটা ক্লান্ত ছিলাম।

সবকিছু ঠিকঠাক হচ্ছিলো, নারায়ণগঞ্জের মুক্তি ক্লিনিকে ডা:কামরুন্নাহার দীপা ১১:৫০ মিনিটে সিজার করেন মুন্নীর। আমাকে জানানো হয় মেয়ে হয়েছে। বাচ্চাকে দেখিয়েছে বাচ্চা ভালো আছে।

রাত ১২:৩০ এ আমাকে ফোন দিয়ে মেজো জা জানালো যে ডাক্তার বলছে রক্ত লাগবে। রুগী আনস্ট্যাবল।ব্লাড প্রেসার কম।

রাত ১২:৪৫ এ আবার কল দিয়ে আমাকে একজন এনেসথেসিস্টকে ফোনে ধরিয়ে দেয় আমার দেবর। তিনি অত্যন্ত বিনয়ের সাথে আমাকে জানান,

' আপা, রুগী একটু খারাপ হয়ে গেছিলো , আমরা ইটি টিউব দিয়ে দিয়েছি, ব্লাড প্রেসার কম , কিছু ব্লাড লস হয়েছে, আমরা দেখছি আপা।'

এতোটুকু শোনার পর আমার মাথা কাজ করছিলোনা, মুন্নীর পুরো এন্টিন্যাটাল চেক আপে এমন কিছু ছিলোনা যার কারণে সিজার হবার আধ ঘন্টার ভেতর তার কার্ডিয়াক এরেস্ট হতে পারে! আমি যখন কিছুই মেলাতে পারছিনা তখন আমাকে ওটি থেকে আবার আমার মেজো জা ফোন দিয়ে জানায় যে মুন্নীকে ডাক্তার ঢাকা নিয়ে যেতে বলছে, এখানে রুগী ম্যানেজ করা সম্ভব না। এবং এও জানায় যে ওটির ভেতর বালতি ভরা রক্ত , মুন্নীর বিছানা রক্তে ভেসে যাচ্ছে।

আমি ল্যাব এইড এ কর্মরত বিধায় তাদের দ্রুত সেখানে নিয়ে আসতে বলি।

রাত ৩ টায় ঢাকা মেডিক্যাল এর ইমার্জেন্সি থেকে আমার দেবরের ফোন থেকে তার বন্ধু জানায় যে...

' মুন্নী নেই।'

তারা রুগীকে ঢাকা আনার পথেই তাদের সন্দেহ হয় যে রুগী আছে কিনা! এবং তাই তারা দ্রুত প্রথমে যখন ঢাকা মেডিক্যাল এর ইমার্জেন্সিতে মুন্নীকে নিয়ে যায় তখন তারা তাকে ব্রট ডেথ বলে ডিক্লেয়ার দেন।

এ বছর ১৯ জুন মুন্নীর মৃত্যুর ১০ বছর পূরণ হলো। মানহার বয়স হলো ১০ বছর। মুন্নী ওর মেয়ে মানহার মুখ দেখে যেতে পারেনি। মা আর মেয়ের জন্ম আর মৃত্যুর সময় পার্থক্য মাত্র ৩ ঘন্টা!

সবাই অনেক কিছু লিখছেন সেন্ট্রাল নিয়ে, সংযুক্তা নিয়ে। আমার আজ মনে হলো আমি লিখবো।

ডা: কামরুন্নাহার দীপাকে নিয়ে।

ডা:দীপাকে আমরা আইনের আওতায় নিতে পারিনি কারণ সে রাতে তিনি আমাদের এই শোকে ফেলে পেছনের দরজা দিয়ে ঠিক ই বাড়ি ফিরে গিয়েছিলেন। আমরা তাকে শো কজ করেছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে কিন্ত পরবর্তীতে তার প্রভাবশালী মনোভাবের কারণে , মুন্নীর বাবা পোস্টমর্টেম এবং অন্যান্য আইনি জটিলতায় যেতে না চাওয়ার কারণে আমরা ঘটনাটিকে নিয়ে বেশীদূর যেতে পারিনি। নইলে আজ হয়তো এমন আরেক সংযুক্তার গল্প আমাকে লিখতে হতোনা!

এতোক্ষণ গল্পের আবেগীয় অংশে ছিলাম, এখন আসুন যৌক্তিক অংশে আসি।

# রাত ১২ টায় একজন ডাক্তার কেনো তার ইমার্জেন্সি ওটি রাখলেন যখন তিনি বিকেলেই জানতে পেরেছিলেন তার রুগীর অলিগোহাইড্রামনিওস? রাত ১২ টা একটা ইমার্জেন্সি ওটি করার জন্য কতোটা যৌক্তিক?

# ডাক্তার দীপা কেনো অসময়ের অপারেশনে সব ধরণের ব্যাক আপ রাখলেন না? আমাদের ধারণা তিনি ইন্টারনাল আর্টারি কেটে ফেলেছিলেন এবং তা রিপেয়ারের চেষ্টাও করেন নি।

# তিনি কেনো আমাদের ঐ মুহুর্তে সবকিছু এক্সপ্লেইন না করে মৃত প্রায় রুগীকে অন্য হাস্পাতালে রেফার করতে বললেন?

এমন অনেক প্রশ্ন ডা: কামরুন্নাহার দীপাকে করতে চেয়েছিলাম। তিনি একজন এস্কেপিস্ট, একজন চরম ইরেস্পন্সিবল ইনহিউম্যান গাইন্যাকোলজিস্ট। উনাদের মতো চিকিৎসকদের আমি নিজে চিকিৎসক হয়েও খুনী বলে গালি দিতে ইচ্ছে করে।

আমরা শুধুমাত্র মুন্নীর বাবা মায়ের তার মেয়েকে নিয়ে কাঁটাছেড়া করা থেকে অনিচ্ছার কারণে এই ডা:দীপাকে
শাস্তির আওতায় আনতে পারিনি।

তিনি ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন।কতটা আস্পর্ধা তার!!

আজ এতোগুলো বছর পর জানাতে ইচ্ছে হলো আরোও একজন খুনির নাম...

ডা: কামরুন্নাহার দীপা।

কেউ পারলে তাকে লিখাটা ট্যাগ করে দেবেন।

মিমি হোসেন।
শেবাচিম , ২৬তম।

23/06/2023

মাত্র ৫ টি কাজের মাধ্যমে আপনার কিডনি সুস্থ্য রাখুন...

প্রতিদিনই হু হু করে বাড়ছে সিকেডি ও কিডনি ফেইলিউর এর সমস্যা।
ডায়ালাইসিসের ব্যায় বহন করতে গিয়ে নিঃস্ব হচ্ছে কত অসহায় পরিবার।
কিডনি চিকিৎসা প্রচন্ড ব্যায়বহুল বলে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অনেক মানুষ। অথচ একটু সচেতন হলে কিডনির বিভিন্ন রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারি।

তাই কিডনি রোগাক্রান্ত হওয়ার আগেই চলুন জেনে নেই, কিভাবে কিডনি সুস্থ্য রাখবো...

আলোচক: ডা. আব্দুর রহমান।
মেডিকেল অফিসার, ডেলটা মেডিকেল কলেজ, মিরপুর-১, ঢাকা।
এমবিবিএস, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতা, ঢাকা।
জেনারেল ফিজিশিয়ান, ডক্টরালয়।

Doctoraloy
Healthcare anytime anywhere

23/06/2023

#লাইভ_আপডেট

অনিবার্য কারণবশত আজকের লাইভটি স্যার করতে পারছেন না। আজকের নির্ধারিত লাইভটি আগামীকাল রাত ৯ টায় হবে ইনশাআল্লাহ।

#এডমিন_পোস্ট

Address

Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Doctoraloy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctoraloy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram