11/03/2023
অফিশিয়াল ট্যুর (সিঙ্গেল)
বেশ কিছু বছর ধরে বাংলাদেশে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে। যার নাম অফিশিয়াল ট্যুর ( সিঙ্গেল)।তো আমি আজকে এই আসিয়াল ট্যুর (সিঙ্গেল) কিছু কথা বলতে চাই। চেষ্টা করব খুব ছোট করে লিখতে বড়লেখা পড়তে আমরা অনেকেই পছন্দ করি না। কিন্তু আমি চাই আমার এই লিখাটা বেশিরভাগ মানুষই পড়ুক।
তো এই অফিশিয়াল ট্যুর টা কি?মেইনলি অফিস কিছু নির্দিষ্ট উপলক্ষে অফিশিয়াল ট্যুর অ্যারেঞ্জ করে থাকে।আমরা অফিশিয়াল ট্যুরকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে নিতে পারি।
প্রথমত,অফিসিয়াল কাজ।
দ্বিতীয়তঃ রিফ্রেশমেন্ট /রিল্যাক্সেশন।
আজকে আমি দ্বিতীয় ক্যাটাগরির ট্যুরগুলো নিয়ে কথা বলবো। যেগুলো অ্যারেঞ্জ করা হয়
সাধারণত অফিস এমপ্লয়ার /এমপ্লয়ীদের কে কাজে আগ্রহী করে তোলার জন্য,
এমপ্লয়ার /এমপ্লয়ীদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ,
এই ট্যুর অ্যারেঞ্জ করে থাকে। আরেকটা বিষয় থাকে বেস ক্যাম্প।
উপলক্ষ যাইহোক, উদ্দেশ্য থাকে একটাই এমপ্লয়ার/ এমপ্লয়ীদের রিফ্রেশমেন্ট, রিলাক্সেশন ।যেহেতু মানুষের ৭০% রোগ মনোদৈহিক (যে শারীরিক রোগটা মনের সাথে রিলেটেড) একটা মানুষ যখন মেন্টালি রিলেক্স থাকে রিফ্রেশ থাকে তখন সে ফিজিক্যালি ফিট থাকে।এবং সে তার ১০০% আউটপুট দিতে পারে। মেইনলি অফিস সেজন্যই এমপ্লয়ার/ এমপ্লয়ীদের রিফ্রেশমেন্ট এন্ড রিলাক্সেশন ট্যুর অ্যারেঞ্জ করে থাকে।যাতে অফিস এমপ্লয়ার /এমপ্লয়ীদের থেকে বেস্ট পারফরমেন্স আদায় করে নিতে পারে।বেস ক্যাম্প মানে কিন্তু সরাসরি এটাই। অফিসের টেলেন্টেড পারসনরা ট্যুরে যাবেন রিফ্রেশ এবং রিল্যাক্স হবেন যার মাধ্যমে ব্রেন থেকে বের হয়ে আসবে বেস্ট আইডিয়া। এবং অফিসের এই উদ্যোগটা খুবই প্রশংসনীয় । তো এটা নিয়ে কারো কোনো আপত্তি থাকার কোনো যৌক্তিকতা নেই। অফিস এমপ্লয়ি /এম্প্লয়ারদের থেকে বেস্ট পারফরম্যান্স আদায় করে নেবে এটাই স্বাভাবিক। এবং এখানে আমারও কোন আপত্তি নেই।
কিন্তু বিপত্তিটা ঘটলো তখনই যখন আমি এই অফিশিয়াল ট্যুর কে একটু কাছে থেকে দেখার চেষ্টা করলাম। এবং একটু গভীরে যে অবজার্ভ করলাম।
কিছুদিন আগে আমি গিয়েছিলাম সেন্ট মার্টিন। আমাদের ফ্যামিলি ট্যুর ছিল।আমি,আমার হাসবেন্ড এবং সাথে ছিল আমাদের সাত বছরের রাজকন্যা।
সেইন্ট মার্টিনে আমার রুমটা ছিল একদম সমুদ্রের পাশে। লং জার্নির পর শরীরটা বেশ টায়ার্ড লাগছিল জানালার পাশে বসে ছিলাম সমুদ্র দেখার জন্য । চোখে পরল দশ-বারোজন ছেলের একটা গ্রুপ। একজন পানিতে নামেননি।উনি সমুদ্রের পাড়ে ভেজা বালিতে প্রিয় মানুষের নাম লিখছিলেন এবং বারবার ঢেউ নামটা মুছে দিচ্ছিল,উনি বারবার লিখছেন এবং পুরো বিষয়টি ভিডিও করছিলেন।উনি আদর্শ প্রেমিক। দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিল।বাকি সবাই সমুদ্রে নেমেছিল। দেখে মনে হচ্ছিল তাদের বয়স ৩০ এর আশেপাশে।আমাদের দেশে সাধারণত ছেলেরা ২৫ থেকে ৩০ এর মধ্যেই বিয়ে করে ফেলেন।তবে এক্সেপশন তো সব জায়গায় রয়েছে।
তাদেরকে দেখে ভদ্র ফ্যামিলির মার্জিত ছেলে মনে হচ্ছিল। সমুদ্রের পানিতে আনন্দ করছিল। কিন্তু কিছুক্ষণ পর তারা আপত্তিকর অঙ্গভঙ্গির মাধ্যমে আনন্দ শুরু করল। আমার সমুদ্র দেখা তখনকার মত শেষ হলো আমি জানালার পাশ থেকে সরে আসলাম।
ভাবলাম, সাথে বউ বাচ্চা থাকলে কি এভাবেই আনন্দ করতেন তারা?
বিকেলে আমরা তিনজন বের হলাম সমুদ্র দেখতে। ভালো লাগছিল পরিবেশটা। চোখে পড়ল একটা টং দোকান। আমার মেয়ে চিপস খাবে এবং আমার হাজব্যান্ড কোক খাবেন। আমরা দোকানের দিকে গেলাম। আমার হাজব্যান্ড আমাকে বলল "ফ্রি এন্টারটেইনমেন্ট"। একটু সামনে তাকিয়ে দেখলাম পানির একদম কাছে। কয়েকটা মেয়ে ফটোসেশন করছিল। মেয়েগুলোর ড্রেস-খুব মার্জিত ছিল সেটাও বলবো না ---আবার খুব বেশি অশ্লীল ছিল সেটাও বলা যায়না ।তারা স্কার্ট পরেছিলো হাটুর নীচ পর্যন্ত। পোশাক গুলো বেশ ফিটিং ছিল ।
ফিরে তাকালাম টং দোকানের দিকে।সাত থেকে আটজন ছেলেমানুষ দেখতে পেলাম। যাদের বয়স সবারই আনুমানিক ত্রিশোর্ধ্ব। এবং সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই ফটোসেশনের দিকে। চেহারা দেখে বোঝা যাচ্ছে উনারা সবাই বেশ উপভোগ করছেন। এই গ্রুপের কাউকেই আমি উশৃংখল বলতে পারি না বরং সবাই বেশ মার্জিত।
সাথে বউ বাচ্চা থাকলে কি এভাবেই উপভোগ করতেন তারা?
সকাল বেলাটা আমাদের মেয়ে ঘুমাতো সেজন্য আমার হাসবেন্ড ব্রেকফাস্ট করে আসার পর আমি যেতাম( রুমে খাবার দিয়ে যাওয়ার সিস্টেম ছিলনা)। আমি সেন্টমার্টিন ছিলাম চার দিন। সেন্ট মার্টিন থেকে চলে আসার দিন । আমি ব্রেকফাস্ট এর জন্য গেলাম।রেস্টুরেন্ট ছিল আমাদের রুম থেকে এক মিনিটের পথ। এবং এই পথের মাঝখানে ছিল দুইটা বিচ চেয়ার,হেমক চেয়ার আর একটা সিটিং চেয়ার।এই জায়গাটাতে বসেছিল কিছু পুরুষ। আমি রুম থেকে বের হওয়ার সাথে সাথেই তাদের সবার কণ্ঠস্বর বেশ জোরালো হয়ে উঠলো। আমি বলবো না তারা কোনো অশ্লীল কথা বলছিল। তারা তাই বলছিল যে টপিকে তারা কথা বলছিলেন জাস্ট ওনাদের কণ্ঠস্বর জোরালো হয়ে গেল। এবং একজনের কন্ঠে গান বেজে উঠলো।গানটা আমার খুব পছন্দের এবং বেশিরভাগ বাঙালির এই গানটা খুব পছন্দ করে।খুব কম বাঙালি বা বাংলাদেশি আছেন যারা সমুদ্রের পাড়ে যেয়ে মৌসুমী ভৌমিকের "আমি শুনেছি সেদিন তুমি "এই গানটা গুনগুন করে গায়না। বা শুনে না।
তো গ্রুপের একজনের গান এর সাথে সাথে আরো কয়েকজন সুর ধরল। এবং যখন আমি ঠিক তাদেরকে ক্রস করছিলাম আনন্দে তারা হেসে উঠলো।দেখুন আমি খুব সুন্দরী মেয়ে নই।জাস্ট ঠিকঠাক। আমার বয়স 39। আমাকে দেখে উনাদের এত আনন্দ আমাকে কিছুটা অবাক করলো। আমি রেস্টুরেন্টে গিয়ে বসলাম খাবার দিতে বললাম । এবং আমি মানুষগুলোকে দেখে নিলাম। তাদের বয়স ছিল আনুমানিক ৪০ এর আশেপাশে এবং বেশির ভাগই ছিল চল্লিশোর্ধ। প্রায় সবার হাতেই ছিল সিগারেট।এখানে অনেকের ওয়াইফাই হয়তো জানেন উনার হাজবেন্ড সিগারেট খান না । উনাদেরকে দেখেই বোঝা যাচ্ছে ওনারা অফিসে বেশ ভালো পোস্টে আছেন। বেশ ভদ্র মার্জিত এবং এডুকেটেড। আবারও মনে বাজল সেই কথা সাথে বউ বাচ্চা থাকলে কি একই ভাবে আনন্দ করতেন তারা?
সেন্ট মার্টিন থেকে চলে আসার দিন এগারোটার দিকে চেক আউট করে নিয়েছিলাম আমাদের শিপ ছিল তিনটায়।অনেকটা সময় রুমের বাইরে রিসোর্টে ছিলাম।রিসোর্টে তিনজন মেয়েকে ঢুকতে দেখলাম। দূর থেকে দেখতে বেশ স্মার্ট মনে হলেও কাছ থেকে দেখে একটু কেমন যেন মনে হচ্ছিল। আমরা যখন লাঞ্চ করছিলাম শেফ এবং ওয়েটারদের কথা শুনে বুঝতে পারলাম ওই তিনটা মেয়ে ছিল কল গার্ল। যেহেতু অনেকটা সময় পেয়েছিলাম।আমি খেয়াল করলাম বেশিরভাগ পুরুষই ওই মেয়েদের দিকে একাধিকবার তাকিয়েছে।এবং অনেকে বারবার মাথা ঘুরিয়ে তাকাচ্ছিল।
চারদিন পর আমরা চলে আসলাম কক্সবাজার।কক্সবাজারে ও বেশকিছু অফিশিয়াল (সিঙ্গেল) ট্যুর আমি দেখেছি তাদের সম্পর্কে কথা বলে আমার লেখাটা বড় করলাম না।শুধু এতোটুকুই বলব সব অফিশিয়াল ট্যুরের রিফ্রেশমেন্ট এবং এন্টারটেইনমেন্ট এর ধরণটা মোটামুটি একই রকম। সত্যি কথা বলতে পুরুষদের এন্টারটেইনমেন্টের প্রধান উৎস নারী এবং নারীদের এন্টারটেইনমেন্টের প্রধান উৎস হচ্ছে পুরুষ।আল্লাহ আমাদেরকে এভাবেই তৈরি করেছেন। কথা হচ্ছে সেই নারী বা পুরুষ আমাদের জন্য বৈধ কিনা এন্টারটেইনমেন্টের ধরণটা আমাদের জন্য বৈধ কিনা।সত্যি কথা বলতে আল্লাহ আমাদের জন্য যেসব কাজ অবৈধ করেছেন এই কাজগুলোই সকল অশান্তির কারণ।
তো কক্সবাজারে দ্বিতীয় দিন কম্প্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে গেলাম। আগেই বলেছি আমাদের সাথে ছিল আমাদের রাজকন্যা।ও ঘুমে থাকতে আমরা ব্রেকফাস্ট করে নিতাম।তো আমি ছিলাম একা। আমি যেই টেবিলে ব্রেকফাস্ট করছিলাম তার অপজিটে একটা বড় গ্রুপ বসে ছিল। তাদের ফ্যামিলি ট্যুর। তাদের সদস্য সংখ্যা ছিল আনুমানিক ১২ থেকে ১৪ জন। তো আমার চেয়ারের ঠিক বরাবর আমার দিকে মুখ করে বসে ছিলেন একজন পুরুষ। আনুমানিক বয়স ৩৫/৩৭ হবে। এবং ওনার ঠিক পাশেই বসেছিলেন ওনার ওয়াইফ। উনি আমার দিকে তাকিয়েছে কিনা বলতে পারছি না। কিন্তু একটা ফিল হচ্ছিল। হয়তো তাকাচ্ছিল, অন্য কেউ আপনার দিকে তাকিয়ে থাকলে একটা ফিল হয়। সামথিং লাইক দ্যাট। কিছুক্ষণ পর ওনার ওয়াইফ উনাকে নিয়ে গেলেন অন্য একটা টেবিলে। এবং বসলেন উল্টোদিকে ঘুরে। এতক্ষণ আমি এবং উনারা মুখোমুখি বসে ছিলাম। এবং এখন এমনভাবে বসলেন যাতে আমি ওনাদের পেছনটা দেখতে পাচ্ছি। এবং তাদের সাথে জয়েন করলো তাদের ছেলে তার বয়স ৫ /৭ হবে।
এবার ফিরে আসি অফিসিয়াল ট্যুরে।তো প্রথমেই বলেছি অফিশিয়াল ট্যুর এর মেইন উদ্দেশ্য হচ্ছে এম এমপ্লয়ার /এমপ্লয়ীদের রিলাক্সেশন এবং রিফ্রেশমেন্ট । এবং এখানে যেতে হবে একা ফ্যামিলি ছাড়া।এবং এই ট্যুরে মেয়ে কলিগ অ্যালাউড হলেও বউ বাচ্চা এলাউড না। কারণ এটা হচ্ছে রিল্যাক্সিং এবং রিফ্রেশমেন্ট ট্যুর।
এবং আমার আপত্তি টা ঠিক এই জায়গায়। আমি উপরে যে কয়েকটা ঘটনা বর্ণনা করলাম তার পরিপ্রেক্ষিতেই বলছি।আমি আগেই বলেছি আমি যে কয়টা ঘটনা বলেছি এবং যেই গ্রুপগুলোকে আমি দেখেছি সবাই ছিল বেশ মার্জিত, ভদ্র। কিন্তু কথা হচ্ছে হাতের পাঁচ আঙুল যেমন সমান না। একটা গ্রুপে যদি ৭/১০ জন মানুষ থাকে। সবাই একইরকম হবে না এটাই স্বাভাবিক।এবং একটা ছেলে একটা মেয়েকে দেখলে, দেখতে ইচ্ছা হবে এটাও স্বাভাবিক। তারমধ্যে গ্রুপের কেউ যদি একটা মেয়েকে খুব সূক্ষ্মভাবে দেখে তাকে বিশ্লেষণ করে এবং কিছু উষ্ণ কথাবার্তা বলে। এটা অন্য সব ছেলেদের ভালো লাগবে এটাও স্বাভাবিক। কেউ হয়তো চুপ করে থেকে মজা নিবে। কেউ হয়তো কথার সাথে সাথে তাল মিলিয়ে কথা বলবে। কিন্তু ভালো সবারই লাগবে এটাই স্বাভাবিক।আসলে মানুষ অনৈতিক কাজ থেকে বিরত থাকে কয়েকটা কারনে।
প্রথমত: তার নিজের বিবেক।
দ্বিতীয়তঃ লজ্জা(লোকে কি বলবে! ফ্যামিলির লোক হতে পারে অথবা পাড়া-প্রতিবেশী।)
তৃতীয়তঃ ভয়। শাস্তির ভয়।
চতুর্থত :সুযোগের অভাব।
আমাদের সমাজে প্রথম ক্যাটাগরির লোক খুবই কম।শুধুমাত্র নিজের বিবেকের তাগিদে অন্যায় করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আমাদের সমাজে যারা খুব ভালো মানুষএবং ভদ্র।এরা ভালো এবং ভদ্র মূলত দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ কারণে। যখন অফিশিয়াল ট্যুরে যাওয়া হয় স্বাভাবিকভাবেই দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ কারণ অনুপস্থিত থাকে।বাকি থাকল প্রথম কারণ।
প্রথমত, আমাদের সমাজে প্রথম ক্যাটাগরির মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন।তবু যদি কেউ থেকেও থাকে।একটা মানুষ যখন টানা তিনদিন চারদিন দেখবে গ্রুপের অণ্য সবাই কমবেশি মজা নিচ্ছে।নারী, সিগারেট অথবা ওয়াইন।একটা সময় স্বাভাবিকভাবে তার মনে আসবে "কেন নয় "?এবং একটা সময় নিজেও মজা নিতে শুরু করবেন। উনি এই অফিশিয়াল ট্যুর থেকে উদ্বুদ্ধ হয়ে পরের বার বন্ধুদের সাথে (ফ্যামিলি ছাড়া) সিঙ্গেল ট্যুরে যেতেই স্বাচ্ছন্দ্যবোধ করবেন। তখন আর ফ্যামিলিকে নিয়ে ট্যুরে যেতে ভালো লাগবেনা বউ বাচ্চা নিতান্তই তাদের কাছে প্রেসার ছাড়া আর কিছুই মনে হবে না। এটাই স্বাভাবিক।এবং এমনটা হয়েছেও। এমন কিছু বাস্তব উদাহরণ আমি নিজের চোখেই দেখেছি।
এবার আসি বউয়ের কাছে।যদি কোন ওয়াইফ অলরেডি অফিসিয়াল ট্যুরে যে থাকেন ওনার সিচুয়েশন সেম।উনার কাছেও একটা সময় ফ্যামিলিকে প্রেসার ছাড়ার কিছু মনে হওয়ার কথা না। আর যেই ওয়াইফারা ফ্যামিলি ছেড়ে দূরে যেতে পছন্দ করেন না। একবার, দুইবার, তিনবার উনার কাছে মনে হবে যদি আমার হাজব্যান্ড ট্যুরে যেতে পারে আমাকে রেখে ফ্যামিলিকে রেখে " আমি কেন না?"
আর যারা হাউজওয়াইফ তারাও যে যার জায়গা থেকে সময়-সুযোগ বুঝে সুদে-আসলে উসুল করে নেয়। কারণ অফিশিয়াল ট্যুর বাধ্যতামূলক। এখানে ওয়াইফের কিছু বলার সুযোগ নেই। আমি এই পর্যন্ত এমন একটা ওয়াইফকেও দেখিনি।যিনি হাজবেন্ডের অফিসিয়াল ট্যুরে যাওয়াটা পছন্দ করেন। শুধু চুপ থাকতে বাধ্য হয়।(তবে যারা পরকীয়া করে তাদের বিষয়ে ভিন্ন) এবং এভাবে হাসবেন্ড ওয়াইফ এর মধ্যে তৈরি হতে থাকে অদৃশ্য একটা দেয়াল।
যদি রিফ্রেশিং রিল্যাক্সিং মানে হয় ফ্যামিলি ছাড়া সিঙ্গেল। তাহলে খুব সূক্ষ্মভাবে স্লোলি আমাদের মাথায় ঢুকে যাচ্ছে নাতো যে, "ফ্যামিলি একটা প্রেসার।"এবং ফ্যামিলির সাথে রিফ্রেশমেন্ট বা রিলাক্সেশন সম্ভব না।
আমার বারবার একটা কথাই মনে হচ্ছে। এই অফিশিয়াল ট্যুরগুলো ফ্যামিলিকে দূরে ঠেলে দিচ্ছে না তো??
এমনিতেই আমরা খুব কঠিন সময় পার করছি। পরকীয়ার ভিড়ে সংসার গুলো খুব অসহায় এবং নড়বড়ে হয়ে পড়েছে।
আমাদের সমাজ আসলে কোন দিকে যাচ্ছে এবং এই অফিশিয়াল ট্যুর গুলো কিসের সুযোগ করে দিচ্ছে?
মোটামুটি সব অফিসের এমডি,ডিরেক্টরদের বিভিন্ন সময় বিভিন্ন পার্টিতে মডেলদের সাথে দেখা যায়।ওনারা হাই সোসাইটির উচ্চস্তরের লোক। ওনাদের বিষয় গুলো আলাদা। অশান্তির পদতলে পিষ্ট হয় আমজনতা।
আমি এমন অফিসের কথা জানি। যেখান থেকে প্রতিমাসে এমপ্লয়ীদের অফিশিয়াল ট্যুর এ পাঠানো হয়। ট্যুরগুলা অ্যারেঞ্জ করা হয় বিভিন্ন উপলক্ষে ।এমন কি কোন মাসে একাধিকবার পাঠানো হয়।শুক্র-শনিবারও তাদের অফিসিয়াল কাজ থাকে। এবং প্রতিদিন বাসায় ফিরতে রাত ১১/১২ টা বেজে যায়। বেশিরভাগ অফিসি মনে করে ফ্যামিলির থেকে অফিসকে বেশি প্রায়রিটি দিতে হবে। এবং বেশিরভাগ পুরুষ ও তাই মনে করেন। মাঝে মাঝে অবাক হয়ে যাই। পরিবার, নিজের সংসার কে ভালো রাখার জন্য এবং নিজে ভালো থাকার জন্য কি মানুষ চাকরি করে? নাকি চাকরিটা টিকিয়ে রাখার জন্য সংসার করে?যেহেতু রাতে ঘুমানোর জন্য একটা জায়গা লাগে।
আমাদের কি এই টুলগুলোর নিয়ে খুব সূক্ষ্মভাবে ভাবা উচিত নয়?
অফিস যদি এমপ্লয়ার /এমপ্লয়ীদের রিফ্রেশমেন্ট চায় সেটা কি ফ্যামিলির সাথে হতে পারে না?রেপ্লেসমেন্ট এর জন্য ফ্যামিলিকে দূরে ঠেলতে হবে কেন?ফ্যামিলির সাথে রিফ্রেশমেন্টের সুযোগ করে দেয়া যায়না? যেই বাজেটটা অফিস অফিশিয়াল ট্যুরের জন্য খরচ করে এই বাজেটে এমপ্লয়ী /এমপ্লয়ার তার ফ্যামিলির সাথে সুন্দর সময় কাটাতে পারে।সত্যি কথা বলতে সেটাই সত্যিকারের রিফ্রেশমেন্ট। অনৈতিক কাজ গুলো আমাদের ক্ষণস্থায়ী মজা দিতে পারলেও দীর্ঘস্থায়ী অশান্তির কারণ।
অনেকেই আমার এই লেখাটার সমালোচনা করবেন এটাই স্বাভাবিক।তবে সমালোচকদের কাছে আমার একটাই অনুরোধ আমার লেখাটার সমালোচনা করার পর কিছু টাইম আপনি নিজেকে দেন। আমার এই লেখাটা নিয়ে নিজের সাথে নিজে আলোচনা করুন।আপনার সমালোচনার ধরনটা হয়ত পাল্টে যাবে। জীবন খুব সুন্দর। সংসার খুব সুন্দর যদি তাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ধরে রাখা যায়।মানুষ ভুলত্রুটির উর্ধ্বে নয় ভুল বুঝতে পেরে সংশোধন হয়ে যেতে পারলেই জীবনটাকে উপভোগ করা সম্ভব। দিনশেষে সবাই আমরা একটু সুখ চাই শান্তি চাই জীবনটাকে উপভোগ করতে চাই।
নেহা হক।