Sakafi

Sakafi Welcome to Sakafi! Here you will find all your facial product needs. Browse through the product list

31/05/2024

alone time

সবাই কেমন আছেন জানতে আসলাম
05/01/2023

সবাই কেমন আছেন জানতে আসলাম

আপনি কি জানেন সিদরাতুল মুনতাহা কী?........আসুন জেনে নেই!সিদরাতুল মুনতাহাঃআরবী ‘সিদরাহ’ শব্দের অর্থ হচ্ছে কুল বা বরই গাছ,...
10/10/2022

আপনি কি জানেন সিদরাতুল মুনতাহা কী?........
আসুন জেনে নেই!
সিদরাতুল মুনতাহাঃ
আরবী ‘সিদরাহ’ শব্দের অর্থ হচ্ছে কুল বা বরই গাছ, আর ‘মুনতাহা’ শব্দের অর্থ হচ্ছে শেষ সীমানা। সুতরাং, ‘সিদরাতুল মুনতাহা’ অর্থ হচ্ছেঃ একেবারে শেষ সীমানায় অবস্থিত বরই গাছ।
এই গাছটি সাত আসমানের উপরে, একেবারে শেষ সীমানায় অবস্থিত, যা অত্যন্ত সুন্দর ও সুসজ্জিত। এই গাছটিকে 'সিদরাতুল মুনতাহা' বলা হয় কারণ এটা হচ্ছে আল্লাহ তা'আলার আরশ ও তাঁর সমগ্র সৃষ্টির মাঝে একটা সীমানা বা বাউন্ডারী।
সিদরাতুল মুনতাহার উর্ধে কোন ফেরেশতা গমন করতে পারে না, এমনকি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত কোন ফেরেশতাও না। সিদরাতুল মুনতাহার উর্ধ্বে আল্লাহর আরশে মু'আল্লাকা অবস্থিত।
মিরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম-কে জিব্রাঈল আ’লাইহিস সালাম 'সিদরাতুল মুনতাহা' পর্যন্ত পৌঁছে দিয়ে একা রেখে চলে যান, কারণ সিদরাতুল মুনতাহার সীমানা অতিক্রম করে আরশের দিকে অগ্রসর হলে আল্লাহ তাআলা’র নূরে জিব্রাঈল আ’লাইহিস সালাম-এর ডানাগুলো পুড়ে যেত।
আর তাঁর যাওয়ার অনুমতিও ছিলো না।
আল্লাহ তা'আলা যত ওয়াহী (আদেশ বা বিধানাবলী) নাযিল করেন, তা আরশ থেকে প্রথমে সিদরাতুল মুনতাহায় নাযিল করা হয়। অতঃপর সেখান থেকে ওয়াহী বহনকারী সংশ্লিষ্ট ফেরেশতাদের মাধ্যমে তা দুনিয়াতে প্রেরিত হয়।
অনুরূপভাবে, বান্দাদের আমলনামা সমূহ প্রথমে 'সিদরাতুল মুনতাহায়' নিয়ে আসা হয়। অতঃপর, এখান থেকে আল্লাহর দরবারে পেশ করা হয়। ফেরেশতা বা নবী-রাসুল কেউই সিদরাতুল মুনতাহার স্থান অতিক্রম করতে পারেননি, একমাত্র আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম ছাড়া।
মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম ফিরে এসে সিদরাতুল মুনতাহা সম্পর্কে বলেছিলেন,
'আমি সিদরাতুল মুনতাহা দেখলাম। এর ফল (বরই) যেন ‘হাজার’ নামক স্থানের (বড়) মটকার ন্যায়। আর তার পাতা যেন হাতীর কানের মতো বড়।
সিদরাতুল মুনতাহার মূল থেকে চারটি ঝরনা প্রবাহিত হয়েছে। দুইটি ঝরণা ভেতরে, আর দুইটি ঝরণা বাইরে। এই (চারটি ঝরণা) সম্পর্কে আমি জিবরাঈলকে জিজ্ঞাসা করলাম।
তিনি বললেন, ভেতরের দুইটি ঝরণা জান্নাতে অবস্থিত। আর বাইরের ঝরণা দুইটির একটি হল (ইরাকের) ফুরাত, আর অপরটি হল (মিশরের) নীল নদ।
সুবহানাল্লাহি ওবিহামদিহি।

✨✨✨𝐍𝐞𝐰 𝐀𝐫𝐫𝐢𝐯𝐚𝐥✨✨✨🥰🥰✨𝐘𝐞𝐫𝐩𝐚𝐥𝐥 𝐓𝐡𝐚𝐢𝐥𝐚𝐧𝐝 𝐃𝐚𝐢𝐥𝐲 𝐕𝐢𝐭𝐚𝐦𝐢𝐧 𝐁𝐨𝐨𝐬𝐭𝐞𝐫 𝐌𝐚𝐬𝐤🥰🥰✨𝐅𝐢𝐫𝐬𝐭 𝐓𝐢𝐦𝐞 𝐢𝐧 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡🇧🇩Yerpall Thailand Daily Vitam...
27/09/2022

✨✨✨𝐍𝐞𝐰 𝐀𝐫𝐫𝐢𝐯𝐚𝐥✨✨✨

🥰🥰✨𝐘𝐞𝐫𝐩𝐚𝐥𝐥 𝐓𝐡𝐚𝐢𝐥𝐚𝐧𝐝 𝐃𝐚𝐢𝐥𝐲 𝐕𝐢𝐭𝐚𝐦𝐢𝐧 𝐁𝐨𝐨𝐬𝐭𝐞𝐫 𝐌𝐚𝐬𝐤🥰🥰✨

𝐅𝐢𝐫𝐬𝐭 𝐓𝐢𝐦𝐞 𝐢𝐧 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡🇧🇩

Yerpall Thailand Daily Vitamin Booster Mask অনেক বেশি ভালো এবং premium ingredients দিয়ে তৈরী।এটা হচ্ছে আপনার Skin এর জন্য Super Food.এটা তে অনেক ধরনের Natural sources Use করা হয়েছে।

এটা আপনার Skin কে অনেক অনেক বেশি Healthy করবে।এটা সব ধরনের Harmful chemicals Free একটা Mask.

Yerpall হচ্ছে Thailand এর খুব renowned একটা Organic Brand.😍

Yerpall Thailand Daily Vitamin Booster Mask Basically একটা Sleeping Mask যেটা আপনার Skin কে Deeply Repair করতে Help করবে।Skin Food এর মতো কাজ করবে,Acne থাকলে Acne Reduce করবে,Skin কে Soft,Smooth & Healthy করবে।😍😍

যাদের Skin প্রচুর পরিমানে Damage হয়ে গেছে তাদের জন্য এটি একটি Blessing এর মতো কাজ করবে।এক কথায় বলা যায় এটা Damage Skin Repair করার Boss.এটা আপনার Skin কে Rejuvenating করবে,Repair করবে। Acne Spots এবং দাগ দূর করতে সাহায্য করবে।Skin Buttery Soft করবে।Rashes Reduce করবে & moisturise করবে।

সব ধরনের Skin এর জন্য Suitable including Super Sentitive skin !!! তাছাড়াও যাদের অনেক ব্রণ আছে তাদের জন্যও বেশ উপকারী 😍😍

Thailand 🇹🇭  এর অনেক অনেক রিভিউ সহ পোস্ট দিলাম RCC Whitening Night Cream and Repairing Night creamMade in Thailand যারা ...
24/09/2022

Thailand 🇹🇭 এর অনেক অনেক রিভিউ সহ পোস্ট দিলাম
RCC Whitening Night Cream and Repairing Night cream
Made in Thailand

যারা স্কিনটা ব্রণেরদাগহীন, ব্রাইটেনিং ও গ্লোয়িং করতে চাচ্ছেন তাদের জন্য ১০০%কার্যকরী এবং নিরাপদ RCC Cream ।
এইটিতে ২ ta ক্রিম আছে Whitening Night Cream ও Repairing Night Cream

কার্যকারিতাঃ
🌜🌜ব্রণের দাগ যাবে
🌜🌜মেছতা যাবে
🌜🌜 স্কিন রিপেয়ার করবে
🌜🌜ত্বক উজ্জ্বল করবে

অর্ডারের জন্য ইনবক্স করুন

New sunscreen best ekta products.  Fast 20 order a 200 tk discount
23/09/2022

New sunscreen best ekta products. Fast 20 order a 200 tk discount

Address

Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Sakafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram