Tree Doctor

Tree Doctor We provide information, service and training on urban agriculture. we sell quallity plants and related components within reasonable price.

12/01/2026

বেশিরভাগ ছাদবাগান শীতেই নষ্ট হয়ে যায় কারণটা জানেন?

শীতকাল মানেই বাগানের বিশ্রাম
এই ধারণাটাই সবচেয়ে বিপজ্জনক।

শীতের আর্দ্র আবহাওয়ায়
মাটি, শিকড় আর গাছের ভেতরে
নীরবে ক্ষতি শুরু হয়।
বাইরে সবুজ দেখালেও
ভেতরে গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।

এই সময় যদি সঠিক পরিচর্যা না হয়,
তাহলে কয়েক মাস পর
একই বাগান নতুন করে বানাতে হয়।

🌿 Green Savers এর Tree Doctor
শীতকালেই বাগান পর্যবেক্ষণ করে
আগেভাগে ঝুঁকি শনাক্ত করে।

ঠিক সময়ে ঠিক যত্ন নিলে
বাগানও বাঁচে, অতিরিক্ত খরচও বাঁচে।

📍 ঢাকার ভেতরে স্বল্প মূল্যে বাগান সেবা পেতে
👉 Send Message বাটনে ক্লিক করুন
📞 অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।

Tree Doctor সবসময় আছে আপনার পাশে।
+880 1909-110601
+880 1909-110600



#ছাদবাগান
#বাগানপরিচর্যা
#শীতকালীনবাগান
#গাছেরযত্ন
#ঢাকাবাগান


10/01/2026

মিরপুরের এই ছাদবাগানটা আমাদের ট্রি ডক্টর দেলোয়ার হোসাইন সেবা দিয়ে যাচ্ছে।
আজ আবার তিনি নিজেই এসে দেখাচ্ছেন
কিভাবে বাগান নিয়মিত মেনটেইন করলে সময়ের সাথে আরও সুন্দর হয়ে ওঠে।

ভার্টিক্যাল গার্ডেনিং হোক বা ফল-ফুলের গাছ,
গাছ মানে শুধু লাগানো নয়
গাছ মানে দায়িত্ব।

কারণ বাগান বানানো একদিনের কাজ,
কিন্তু বাগান বাঁচিয়ে রাখা একটা প্রক্রিয়া।

যেখানে বিজ্ঞান আছে,
অভিজ্ঞতা আছে,
আর আছে গাছের প্রতি যত্ন।

Tree Doctor সবসময় আছে আপনার পাশে।
+880 1909-110601
+880 1909-110600

08/01/2026

Hydroponics Mastering Course – ৩য় ব্যাচ

📅 অনলাইন ক্লাস:
১৫, ১৬, ১৭ জানুয়ারি ২০২৬ | রাত ৮:০০–৯:৩০ (Zoom)
👉 ক্লাস রেকর্ডিং প্রদান করা হবে
📍 ফিজিক্যাল ক্লাস:
২৪ জানুয়ারি ২০২৬ | সকাল ১১টা–দুপুর ১টা
স্থান- গ্রিন সেভার্স, ৫৯ মিয়া টাওয়ার, পশ্চিম আগারগাঁও, ঢাকা।

💰 কোর্স ফি: ২০০০ টাকা
🎉 বর্তমান অফার: প্রথম ২০ জন → ৪০% ছাড়ে ১২০০ টাকা
📲 বিকাশ (পেমেন্ট অপশনে গিয়ে পাঠাতে হবে): 01909110605
পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালেই আপনার এনরোলমেন্ট কনফার্ম হবে।

আমি আপনাকে Confirmation Message + ID Number পাঠিয়ে দেব।

কোর্স সংক্রান্ত যেকোন তথ্য জানতে
যোগাযোগ করুন :
+880 1909-110600
+880 1334-912179

06/01/2026

প্রয়াত মেয়র আনিসুল হক স্যার এর বাসার ছাদ বাগানের সবজি পরিচর্যায় Green Savers এর Tree Doctor

ঢাকার প্রয়াত মেয়র আনিসুল হক স্যার এর বাসার
ছাদ বাগানে পরিচর্যার দায়িত্বে ছিলেন
আমাদের অভিজ্ঞ ট্রি ডক্টর ইয়াসিন পাটোয়ারী।

এই ভিডিওতে তিনি দেখাচ্ছেন
👉 ছাদ বাগানে পালং শাক ঠিকভাবে পরিচর্যা না করলে কোথায় সমস্যা হয়
👉 কোন স্টেজে কী কেয়ার নিলে শাক থাকে ঘন, সবুজ আর স্বাস্থ্যকর

ছাদে সবজি চাষে সমস্যা হলে
সমাধান আসে অনুমান থেকে না,
আসে অভিজ্ঞতা আর সঠিক পরিচর্যা থেকে।

#ছাদবাগান
#পালংশাক







04/01/2026

আমের মুকুল ঝরে যাচ্ছে? সমাধান নিয়ে নিন আমাদের Tree Doctor এর থেকে

এখনই আমের মুকুলের সবচেয়ে সেনসিটিভ সময়।
এই স্টেজে ভুল বা অবহেলা মানেই
👉 মুকুল ঝরে যাওয়া
👉 ফলন কমে যাওয়া

আমাদের অভিজ্ঞ ট্রি ডক্টর ইয়াসিন পাটোয়ারী দেখাচ্ছেন
এই সময়ে ঠিক কোন কেয়ার নিলে
আম গাছের প্রোডাক্টিভিটি ধরে রাখা যায়।

👉 আপনার আম গাছ ঠিক আছে কিনা
এখনই বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

Tree Doctor সবসময় আছে আপনার পাশে।
+880 1909-110600

03/01/2026

প্রতিদিনের মতো আজও কাজ চলছে 🌿
ঢাকার খামারবাড়িতে Tree Doctor সার্ভিস।
আপনার বাগান নিয়ে ভাবছেন? এখনই নক দিন।

Tree Doctor সবসময় আছে আপনার পাশে।
+880 1909-110600

01/01/2026

ছাদে সবজি ফলাতে চাইলে পরিচর্যাটা এমনই হওয়া দরকার

ঢাকার উত্তরায় একটি ছাদবাগানে
আমাদের অভিজ্ঞ Tree Doctor
মোঃ দেলোয়ার হোসেন
বাস্তবভাবে গাছ দেখে, মাটি দেখে
পরিচর্যার প্রয়োজনগুলো ব্যাখ্যা করেছেন।

পেঁপে, টমেটো, বেগুন থেকে শুরু করে
শাক-সবজি আর ফুল
প্রতিটা গাছের যত্ন আলাদা।

আমরা গাছ বাঁচিয়ে রাখার সার্ভিস দেই।

Tree Doctor সবসময় আছে আপনার পাশে।
+880 1909-110600


#ছাদবাগান





আসুন ২০২৬ সালেআমরা সবাই পরিবেশ সম্মত আচরনে অভ্যস্ত হই।সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।Happy New Year 2026
31/12/2025

আসুন ২০২৬ সালে
আমরা সবাই পরিবেশ সম্মত আচরনে অভ্যস্ত হই।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
Happy New Year 2026

আমাদের ট্রি ডক্টরদের পরিকল্পিত ও নিয়মমাফিক কাজের ফলাফল দেখুন এই বাগানে ফুটে আছে চমৎকার রূপে। আপনার বাগানের পরিকল্পিত ও ...
29/12/2025

আমাদের ট্রি ডক্টরদের পরিকল্পিত ও নিয়মমাফিক কাজের ফলাফল দেখুন এই বাগানে ফুটে আছে চমৎকার রূপে।
আপনার বাগানের পরিকল্পিত ও নিয়মমাফিক সার্ভিস বা মেইনটেনেন্স করতে চাইলে বা যেকোনো ধরনের পরামর্শের জন্য ফোন করতে পারেন।
+88 01909 110600

29/12/2025

রাজধানীর পল্টনে Tree Doctor-এর বাস্তব বাগান পরিচর্যা

রাজধানীর পল্টনে একটি বাগানে
আমাদের অভিজ্ঞ Tree Doctor
মোঃ শাহাদাত হোসেন
সেখানে থাকা ফলের গাছ ও ফুলের গাছগুলো দেখে
কোন গাছে কী প্রয়োজন
তা বাস্তব উদাহরণসহ ব্যাখ্যা করেছেন।

ছাদ, ব্যালকনি কিংবা অফিস
প্রতিটা বাগানের প্রয়োজন আলাদা,
আর সেই অনুযায়ীই হওয়া উচিত পরিচর্যা।

Tree Doctor সবসময় আছে আপনার পাশে।
+880 1909-110600


#ছাদবাগান





ফসল আপনাদের, গাছ আপনাদের কিন্তু যত্ন করি আমরা।Tree Doctor প্রস্তুত আছে আপনার বাগানের ফুল ফসলের গাছ এর যত্ন নেওয়ার জন্য।...
28/12/2025

ফসল আপনাদের, গাছ আপনাদের কিন্তু যত্ন করি আমরা।
Tree Doctor প্রস্তুত আছে আপনার বাগানের ফুল ফসলের গাছ এর যত্ন নেওয়ার জন্য।

আপনার ছাদ বাগান, লন বা অফিসের যেকোনো ধরনের গাছ বা বাগান পরিচর্যার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

Tree Doctor সবসময় আছে আপনার পাশে।
+880 1909-110600

Address

Tejgaon

Alerts

Be the first to know and let us send you an email when Tree Doctor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tree Doctor:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram