SPKS Medical Institute

SPKS Medical Institute Welcom to SPKS Official page! Here you'll find all the update news regarding college admission, result,

Farewell Program ...
25/02/2016

Farewell Program ...

"এসপিকেএস মেডিকেল ইন্সিটিউট   এর নবীন বরণ, মেধাবৃত্তি ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান - ২০১৬ এর আলোকচিত্র...
13/02/2016

"এসপিকেএস মেডিকেল ইন্সিটিউট এর নবীন বরণ, মেধাবৃত্তি ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান - ২০১৬ এর আলোকচিত্র...

░▒▓█►▬জেনে নিন কোন ব্লাড গ্রুপে কোন রোগ হতে পারে !"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""►...
29/01/2016

░▒▓█►▬জেনে নিন কোন ব্লাড গ্রুপে কোন রোগ হতে পারে !
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
►জানা অজানা তথ্য:-
"""""""""""""""""""""""
এত দিন পজিটিভ না নেগেটিভ সেই নিয়ে মাথা ঘামাতো মানুষ। বিশেষ করে যদি হয় ‘ও’ নেগেটিভ। এটা জেনেও অবাক হবেন যে আপনার ব্লাড গ্রুপ ডেকে আনতে পারে বড় অসুখকে। তাই সাবধান! রোগ শরীরে বাসা বাঁধার আগেই আপনি সতর্ক হয়ে যায়। জেনে নিন কোন কোন রোগ থেকে সতর্ক হতে হবে আপনাকে?...
►"এ’-
গ্রুপের রক্ত রোগের সম্ভাবনা: - এই গ্রুপের রক্তের মানুষের ক্যানসারের সম্ভাবনা বেশি রয়েছে। যেমন অগ্নাশয়ের ক্যানসার এবং লিউকোমিয়া। এমনকী গুটি বসন্ত এবং ম্যালেরিয়াতেও আক্রান্ত হতে পারেন। ..
►‘বি’-
গ্রুপের রক্ত রোগের সম্ভাবনা:- এই গ্রুপের রক্ত যদি আপনার হয় তা হলে সাবধান। কারণ, এই গ্রুপের ক্ষেত্রে ১১% হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা।...
►‘এবি’
রোগের সম্ভাবনা: - এই ক্ষেত্রে হৃদরোগের সম্ভাবনা ২৩%। ‘বি’ গ্রুপের থেকে অনেকটাই বেশি। এই গ্রুপের রক্ত যাঁদের আছে ভবিষ্যতে তাঁদের বাক্ সমস্যা হতে পারে। মুখের স্নায়ু বা পেশী বিকল হয়ে যেতে পারে। হতে পারে স্বরযন্ত্রের সমস্যাও। সমস্যা হতে পারে স্মৃতিতে।...
►‘ও’-গ্রুপ
রোগের সম্ভাবনা: - এই গ্রপের মানুষেরা মিশ্র প্রকৃতির। এঁদের আলসার হওয়ার সমূহ সম্ভাবনা। সম্ভাবনা রয়েছে কলেরারও। তবে এই গ্রুপের রক্তের মানুষের নিশ্চিন্ত হওয়ারও বেশ কিছু কারণ রয়েছে। অগ্নাশয় ক্যানসার এবং ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা এঁদের প্রায় নেই বললেই চলে।

18/01/2016

আজ আমার চেম্বারে এক মেয়ে
এসেছিলো।
মেয়েটি দেখতে বেশ সুন্দরী ও
অবিবাহিত। বয়স সতের বছর। তার
সমস্যা ৬-৭ দিন ধরে তলপেটে ভীষণ
ব্যাথা। তাকে চেক করার সময় তার
তলপেটের মাঝ বরাবর একটা লম্বা
গাঢ় কালো দাগ দেখলাম।
মেয়েরা প্রেগন্যান্ট হলে এই দাগ
পড়ে। তার দাগ দেখে স্পষ্ট বুঝা
যাচ্ছিল কমপক্ষে তিন মাসের বাচ্চা
তার পেটে ছিল। তাকে এই বিষয়ে
জিজ্ঞেস করলে প্রথমে দ্বিধা করলেও
পরে সে গর্ভধারণের কথা স্বীকার
করে।
মেয়ের মুখ থেকে যা শুনেছি তার
সারমর্ম হলো "মেয়েটার এক ছেলের
সাথে প্রেম আছে। সেই সুবাদে তাদের
মাঝে ফিজিকাল রিলেশন তৈরি হয়।
কদিন আগে বান্ধবীদের সাথে সিলেট
যাবার কথা বলে মেয়েটি তার
প্রেমিকের সাথে সিলেট যেয়ে
তিনদিন থাকে। সেখানেই এই দুর্ঘটনা
ঘটে।
ঢাকায় ফেরার পর তার মাঝে
প্রেগন্যান্ট হবার লক্ষণগুলি প্রকাশ
পেতে থাকে। ধীরে ধীরে তার পেট
ফুলতে শুরু করে। কোন উপায় না দেখে
দুই মাস পর সুযোগ বুঝে সে এক
ক্লিনিকে যেয়ে গর্ভপাত করায়।"
এরকম আজ অহরহই ঘটছে। ডাস্টবিনে
নবজাতক ফেলে রাখার ঘটনা প্রায়ই
পত্রিকায় আসে। এভাবে হাজারো
নিষ্পাপ মানব শিশু অবৈধ সম্পর্কের
কারণে দুনিয়ার আলো-বাতাস দেখার
আগেই নির্মম পরিণতির শিকার হয়।
সরকার মেয়েদের বিয়ের বয়স ১৮
থেকে কমিয়ে "বিশেষ পরিস্থিতিতে"
১৬ বছর করেছে। এই "বিশেষ
পরিস্থিতি" হলো (১) কোন মেয়ে
পালিয়ে বিয়ে করলে (২) পালানোর
পর নিজ গৃহে ফিরতে অসম্মতি জানালে
(৩) গর্ভবতী হলে।
কিন্তু সেদিন বাংলাদেশ প্রতিদিনে
শিবলি নোমান লিখেছে যে "১৬
বছরের একটি মেয়ে পালিয়ে বিয়ে
করলে বা হঠাৎ গর্ভবতী হলে তাকে
বিয়ে দেয়া কিভাবে আইনসম্মত হতে
পারে?"
এদের কথা দেখে অবাক হতে হয়।
অবিবাহিত কোন মেয়ে কোন ছেলের
সাথে অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন
করলে বা গর্ভবতী হলে বা এবর্শন
করালে তাতে কোন দোষ হয় না। শুধু
দোষ ওই বিয়ের মাঝেই।
আসলে ছেলেমেয়ের মাঝে দেরীতে
বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে বিবাহ
বহির্ভূত অবৈধ সম্পর্কে উৎসাহ প্রদান
করা। কম বয়সে বিয়ে দিলে এদের
মানবতা উথলে পড়ে, কিন্তু একটি
জ্যান্ত শিশুকে হত্যা করলে এরা
নিশ্চুপ থাকে।
ইসলাম বালেগ হওয়া মাত্র
ছেলেমেয়ের বিয়ে দেয়াকে বৈধ বলে।
এতে মানুষের জৈবিক চাহিদাকে
স্বীকার করে নিয়ে এই চাহিদা
মেটানোর একটি বৈধ পথকে স্বীকৃতি
দেয়া হয়।
কিন্তু এসব তথাকথিত পরজীবীরা ঠিক
উল্টোটা করছে। সমাজে ইসলাম
বিরোধী পাশ্চাত্য বিকৃত নষ্ট কালচার
চালু করাই এদের মূল উদ্দেশ্য।
লিখেছেন ০-----০ ডা. আহসান
সাব্বির।

28/12/2015
06/10/2015

PH Scale :

PH scale is the range of PH that covers the range of acidity and alkalinity of a solution.

PH scale = 0 - 14
Neutral PH = 7
Acidic PH =less than 7.

06/10/2015

Importance of PH :

PH is the indicator of a solution whether it is acidic or basic.

06/10/2015

PH :

PH is defined as negative logarithm of hydrogen ion concentration to the base 10.

PH = -log(H+)
PH of blood is about 7.4.

06/10/2015

Base :

The substance that receive H+ is called base.

Example -- NaOH, KOH.

06/10/2015

Acid :

The substance that produces H+ when dissolved in water, is acid.

Example -- H2SO4, H2CO3,HCI.

Address

House #69, Road/06, Block/A, Pallabi, Mirpur 12
Mirpur
1218

Website

Alerts

Be the first to know and let us send you an email when SPKS Medical Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram