03/01/2026
যে হাতগুলো আমাদের আগলে রেখেছে সারাজীবন, আজ শীতে সেই হাতগুলো যেন একটু স্বস্তিতে থাকে। ❤️ বয়সের ভারে আর শীতের তীব্রতায় বাবা-মায়ের শরীর অনেক সময় শক্ত হয়ে আসে, নিজের কাজ নিজে করাও তখন তাঁদের জন্য কঠিন হয়ে পড়ে।
শরীর কিছুটা স্থবির হলেও, অকুপেশনাল থেরাপির মাধ্যমে বাবা-মা ফিরে পেতে পারেন তাঁদের চিরচেনা সচলতা ও আত্মনির্ভরশীলতা। যে হাতগুলো আমাদের আগলে রেখেছে সারাজীবন, আজ সময় তাঁদের স্বস্তি দেওয়ার।
📍 সি এস কেয়ার ভালোবাসা আর যত্নে বিশেষ চাহিদায় ১৩ বছরের পথচলা।
হেল্পলাইনঃ ০১৭৭৯-৯৯০০৬৬
#অকুপেশনালথেরাপি