03/08/2025
♦️♦️জন্মের পর নবজাতকের জীবনের প্রথম ভ্যাকসিনই হলো বিসিজি (BCG)।
↔️এটি টিউবারকিউলোসিস (TB) প্রতিরোধে কার্যকর একটি টিকা।
↔️সাধারনত জন্মের ২৪ ঘণ্টার মধ্যে এটি দেওয়া হয়।
↔️ টিকা দেওয়ার স্থান: সাধারণত বাম কাঁধে, ইনট্রাডার্মাল পদ্ধতিতে।
↔️কিছুদিন পর ওই স্থানে ফোঁড়া হয় ও দাগ থাকে — এটিই টিকার প্রমাণ।
↔️এটি সিরিয়াস TB যেমন মেনিনজাইটিস বা মিলিয়ারি TB থেকে নবজাতককে রক্ষা করে।
#নবজাতক #টিকা #টিবি #স্বাস্থ্য #শিশুর_যত্ন #ভ্যাকসিন_গুরুত্ব