30/04/2025
বিদায় সংর্বধনা: অনুষ্ঠানঃ
“যেতে নাহি দিব হায়;
তবুও যেতে দিতে হয়।”
“প্রতিটি বিদায় আশায় রাখে...
আবার হয়তো দেখা হবে পুনঃমিলনে ।।”
এমনি এক প্রত্যাশার মিলনমেলা বাস্তব হয়ে দেখা দিলো মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিদায় সংর্বধনা অনুষ্ঠান আয়োজনেঃ
অদ্য ৩০এপ্রিল ২০২৫খ্রিঃ বুধবার অত্র স্বাস্থ্য কমপ্লেক্স এর অধীনে বিগত সময়ে কর্মরত (সাবেক/সদ্য সাবেক) অবসরপ্রাপ্ত ও মৃতুবরণকারী স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, ও ইপিআই/মাঠকাজ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ (মৃতু-বরণকারীর উপস্থিত পরিবারবর্গ )-কে দেয়া হলো বিদায়ী সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা, ক্রেষ্ট ও সৌজন্য-উপহার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অত্র মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য প্রশাসনের এর ডায়নামিক কর্ণধার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ রাশেবুল হোসেন রুপম।
উক্ত অনুষ্ঠানের মুল-উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র রংপুর জেলার স্বাস্থ্য বিভাগীয় ফিল্ড সার্ভিস স্ট্রেংদেনিং ইনিশিয়েটিভ আইকোনিক ডেডিকেটেড পারসন ও অত্র স্বাস্থ্য কমপ্লেক্স এ মেডিকেল অফিসার( ডিজিজস্ কন্ট্রোল) জনাব ডাঃ এম এ হালিম লাবলু, এবং আরোও উপস্থিত ছিলেন অত্র স্বাস্থ্য কমপ্লেক্স এর সংশ্লিস্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বর্তমান ও সাবেক কর্মরতদের মাঝে বিদায়ী-বেদনা যেন রুপ নেয় অনাবিল আনন্দ-উল্লাসে। সকলে মিলে যেন আগের সেই কর্মজীবনের কর্ম-চাঞ্চলতার উদ্দীপনা পায় ফিরে।
উক্ত অনুষ্ঠানটিকে সফল করার জন্য সার্বিক সহযোগীতা করে স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন মিঠাপুকুর উপজেলা শাখা। ও সিএইচসিপি এসোসিয়েশন, মিঠাপুকুর উপজেলা শাখা।