23/11/2025
আমরা সবাই জানি আমার আপনার আঙ্গুলের ছাপ একদম ইউনিক। একজনের সাথে আরেকজনের কোন মিল থাকে না।
কিন্তু এটা হয়তোবা অনেকেরই অজানা যে আমাদের শরীরের আরেকটি অঙ্গের ছাপও একদম ইউনিক।
আর সেটা হচ্ছে আমাদের জিভ।
জিভের উপরের টেক্সচারের খুবই ক্ষুদ্র ক্ষুদ্র প্যাটার্ন, প্যাপিলা ক্লাস্টার, বিভিন্ন খাঁজ এমন একটা ম্যাপ তৈরী করে যেটা একদম ইউনিক আমাদের প্রত্যেকের জন্য। একজনের সাথে আরেকজনের কোন মিল নেই। একটা বিল্ট-ইন প্রিন্ট যেটা আমরা জন্ম থেকেই পেয়ে এসেছি।
Biology is amazing!
Dr. Mark Pratyoy
Dental Surgeon