11/08/2020
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে
প্রতিভাবান সংগঠনের স্বরচিত কবিতা প্রতিযোগিতা।
--------------------------------------------------------
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে প্রতিভাবান সংগঠন এর উদ্যোগে স্বরচিত কবিতা আহবান করা হচ্ছে।
এই প্রতিযোগিতায় বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে যেকোন ব্যাক্তি অংশগ্রহণ করতে পারবে।
কবিতা পাঠানোর শেষ সময়: ২৫ই অগাস্ট, ২০২০
ফলাফল প্রকাশ: ৩১ই অগাস্ট, ২০২০
ফলাফল সরাসরি প্রতিভাবান সংগঠন এর অফিসিয়াল পেইজে প্রকাশ করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে বিচারক প্যানেল বাছাই করবেন সেরা ১০ কবিতা। প্রতিভাবান সংগঠন এর পক্ষ থেকে সেই সেরা ১০ কবিতার কবিকে সার্টিফিকেট ও শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার নিয়মাবলিঃ-
১) নিজের লেখা স্বকীয় কবিতা হতে হবে।
২) কপিরাইট তথা সত্ত্বাধিকার সংক্রান্ত কোনো রিপোর্ট থাকলে, সেই কবিতা বাতিল বলে ঘোষণা করা হবে।
প্রতিযোগীদের প্রতিযোগিতায় অংশগ্রহন করার সুবিধার্থে দুইটি মাধ্যমে প্রতিযোগীদের থেকে কবিতা সংগ্রহ করা হবে:
১) ইমেইল
২) গুগল ফর্ম।
ইমেইল এর মাধ্যমে পাঠাতে, অব্যশ্যই আপনার সম্পূর্ণ নাম, ঠিকানা, ব্যাক্তিগত মোবাইল নাম্বার, লিঙ্গ উল্লেখ পূর্বক ছবি পাঠাতে হবে।
আমাদের ইমেইল এড্রেসে পাঠান: protivabanorg@gmail.com
অথবা,
গুগল ফর্মে কবিতা জমা দিতে লিংক অনুসরণ করুন: https://forms.gle/r3Urnu4vnWd2erpR8