E Natural life

E Natural life Our products are completely organic and 100% effective, our main goal is not business,

জামের ১০ টি উপকারিতা সম্পর্কে জেনে নিনজাম বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। ব্ল্যাক প্লাম‚ জাম্বুল‚ জাম্বোলান‚ জাম্বাস‚ ...
07/03/2023

জামের ১০ টি উপকারিতা সম্পর্কে জেনে নিনজাম বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। ব্ল্যাক প্লাম‚ জাম্বুল‚ জাম্বোলান‚ জাম্বাস‚ মালাবার প্লাম‚ রজামান‚ নেরেডু‚ কালা জামুন‚ নাভাল‚ জামালি‚ জাভা প্লাম ইত্যাদি নামে এটি পরিচিত। এই ফল জুন আর জুলাই মাসে পাওয়া যায়। জেনে নেওয়া যাক এই ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে।

জামে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর আয়রন থাকার ফলে রক্তে হিমোগ্লোবিন বেড়ে যায়। ফলে রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। যারা রক্তস্বল্পতায় ভুগছেন তাদের জন্য জাম খুবই ভালো।জামে ভিটামিন 'এ' আর 'সি' আছে। এছাড়াও এতে থাকে বিভিন্ন মিনারেল, যা আমাদের চোখ এবং ত্বকের জন্য খুব উপকারী।

জাম খেলে পেট ঠান্ডা হয়, ফলে দ্রুত হজম হয়ে যায়। যাদের অম্বলের সমস্যা আছে, তারা বেশি করে জাম খেলে উপকার পাবেন। অ্যাসট্রিনজেন্ট প্রপার্টি থাকার ফলে জাম ত্বক অয়েল ফ্রি রাখে। এছাড়াও অ্যাকনে আর কালো ছোপ দূর হয়।

জামে উপস্থিত অক্সিলিক অ্যাসিড‚ গ্যালিক অ্যাসিড‚ ম্যালিক অ্যাসিড‚ ট্যানিন‚ বেটুলিক অ্যাসিড ইনফেকশন দূরে রাখে। এছাড়াও জাম অ্যান্টি ম্যালেরিয়াল এবং অ্যান্টি ব্যাকটেরিয়ালও।

Add to wishlistHOME / ঘি ও তেলসরিষার তেল (১ লিটার) From: ৳  280.00ঢাকার মধ্যে ৫০ টাকাঢাকার বাহিরে ডেলিভারি বন্ধ আছে। লিট...
05/03/2023

Add to wishlist

HOME / ঘি ও তেল
সরিষার তেল (১ লিটার)

From: ৳ 280.00

ঢাকার মধ্যে ৫০ টাকা
ঢাকার বাহিরে ডেলিভারি বন্ধ আছে।

লিটার

Choose an option
সরিষার তেল (১ লিটার) quantity
1
ADD TO CART BUY NOW
SKU: 65-LIQUID-01
Categories: ঘি ও তেল, পপুলার
Tags: তেল, সরিষার তেল
DESCRIPTION
ADDITIONAL INFORMATION
REVIEWS (0)
কাচ্চি ঘানি (Cold pressed) এই প্রক্রিয়ায় সরিষার দানা সরাসরি পিষে এ থেকে তেল বের করা হয় এই তেল হয় খুব ঘন এবং ঝাঁঝযুক্ত। এই তেল সবচেয়ে বেশী স্বাস্থ্য উপকারী। এটা হজম শক্তি বাড়ায়, হৃদপিন্ড ভাল রাখে, চুল গজানোয় সাহায্য করে এবং শরীরের মাংশ শক্ত হয়ে যাওয়া (muscle stiffness) রোধ করে।

✅ সরিষার তেলের ১৩টি উপকারিতা যা অনেকেরই অজানাঃ
১। হজম প্রক্রিয়া: সরিষার তেল হজম প্রক্রিয়াকে সহায়তা করে এবং মেটাবলিক রেট বৃদ্ধি করে।

২। সরিষার তেল ব্যথা কমায়: সরিষার তেলে থাকা প্রদাহ বিরোধী (Anti-inflammatory) উপাদান ব্যথা কমাতে সাহায্য করে। হাঁটুর ব্যথা, অন্যান্য জয়েন্টের ব্যথা, আর্থ্রাইটিস (বাত) এবং রিউম্যাটিক এর ব্যথাও দূর করে।

৩। ক্যান্সার রোধ: এই তেলে থাকা গ্লুকোসিনোলেট (Glucosinolate) নামক উপাদান মলাশয় ক্যান্সার এবং অন্ত্রের ক্যান্সার রোধে সাহায্য করে।

৪। সরিষার তেল ফুসফুস পরিষ্কার রাখে: সরিষার তেল এক ধরণের ডিকঞ্জেস্টেন্ট বা শ্বাসতন্ত্র পরিষ্কারক। এই তেলের সাথে রসুন মিশিয়ে বুকে ও পিঠে লাগালে কফজনিত সমস্যার সমাধান হয়।

৫। হৃদিপিন্ড সুস্থ রাখে সরিষার তেল: সরিষার তেলে থাকা মনো আনস্যাচুরেটেড ফ্যাট এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট ভাল কোলেস্টেরল বৃদ্ধি ক’রে হৃদরোগের ঝুঁকি ৭০% কমিয়ে আনতে পারে।

৬। এজমা রোগে সরিষার তেল: এজমা এটাক (Asthma attack) হলে সরিষার তেল বুকে ঘষলে শ্বাস নেয়ার ক্ষমতা বেড়ে যায়। সবসময় এর ব্যবহার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

৭। ত্বক ও চুলের যত্নে সরিষার তেল: শীতের সময় এই তেল ত্বকে ব্যবহার করলে ত্বকের শুষ্কতা দূর হয় এবং শরীর গরম থাকে। এই তেলের ব্যাক্টেরিয়া এবং ফাঙ্গাস বিরোধী গুণাগুণ ত্বক ও চুলকে উজ্জ্বল করে তুলে। এই তেল ব্যবহার করলে ত্বক কখনই কালো হয় না বরং ত্বকের টোনের উন্নতি হয়।

৮। রাতে ঘুমাতে যাওয়ার আগে: রাতে ঘুমাতে যাওয়ার আগে নাভিতে কয়েক ফোঁটা সরিষার তেল দিলে সুফল পাওয়া যায়।

৯। স্মরণশক্তি বৃদ্ধি ও চেতনার উন্নয়নে: সরিষার তেল স্মরণশক্তি বৃদ্ধি ও চেতনার উন্নয়নে সহায়তা করে।

১০। মাসিকের ব্যথা: মেয়েদের মাসিকের ব্যথা এবং গ্যাস ও বদহজম জনিত পেটের ব্যথায় সরিষার তেল পেটে মালিশ করলে সুফল পাওয়া যায়।

১১। পোকামাকড় এবং মশা তাড়ানো: পোকামাকড় এবং মশা তাড়ানোর জন্য ঔষধ হিসাবে সরিষার তেল ব্যবহৃত হয়। এর গন্ধে পোকামাকড় কাছে ঘেঁষে না।

১২। ওজন কমাতে সরিষার তেল: রিবোফ্ল্যাভিন (Riboflavin) ও নায়াসিন (Niacin) সমৃদ্ধ সরিষার তেল শরীরে মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে।

১৩। দাঁতের স্বাস্থ্য রক্ষায়: সুস্থ দাঁত ও জিঞ্জাভাইটিস ও পেরিওডন্টাইটিস রোগ প্রতিরোধে সরিষার তেল সহায়ক।

১/২ চা চামচ সরিষার তেল + ১ চা চামচ হলুদের গুঁড়া + ১/২ চা চামচ লবন মিশিয়ে দাঁত ও মাড়িতে হালকা করে দু’বেলা ঘষুন।

মুলতানি মাটি একটি প্রাচীন উপাদান, যার উল্লেখ রয়েছে আয়ুর্বেদেও। রূপচর্চা এবং ত্বকের চিকিৎসার জন্য এটি বহু দিন ধরেই ব্যবহৃ...
04/03/2023

মুলতানি মাটি একটি প্রাচীন উপাদান, যার উল্লেখ রয়েছে আয়ুর্বেদেও। রূপচর্চা এবং ত্বকের চিকিৎসার জন্য এটি বহু দিন ধরেই ব্যবহৃত হয়। নিয়মিত ব্যবহার করলেও অনেকেই জানেন না এই মুলতানি মাটি কী।এটি এক ধরনের কাদামাটি। এটি জলের সঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করতে হয়। ত্বক উজ্জ্বল করতে, ব্রণ, দাগ ইত্যাদি কমাতে এই মাটির ফেসপ্যাক ব্যবহৃত হয়।

ত্বক থেকে ময়লা এবং তেল পরিষ্কার করতে, বলিরেখা এবং বার্ধক্যের ছাপ কমাতে দারুণ কাজে লাগে এই মাটির ফ্যাসপেক। এটি ত্বকের সমস্যায় খুবই উপকারী। বাজারে যে ধরনের বিউটি প্রোডাক্ট পাওয়া যায়, তার অনেকগুলির চেয়ে ভালো এই প্রাকৃতিক উপাদান।

আপনি কি অতিরিক্ত ওজন এবং  মেদ ভুড়ি নিয়ে চিন্তিত..? ন্যাচারাল উপায়ে ওজন কমানোর জন্য গ্রিন কফি, গ্রিন টি এবং জুস খেয়ে হয...
02/03/2023

আপনি কি অতিরিক্ত ওজন এবং মেদ ভুড়ি নিয়ে চিন্তিত..?
ন্যাচারাল উপায়ে ওজন কমানোর জন্য গ্রিন কফি, গ্রিন টি এবং জুস খেয়ে হয়ে উঠুন ফি'ট ১ মাসের কোর্স :৮-১০
২ মাসের কোর্স :১৫-২০
৩ মাসের কোর্স :২৫-৩০
এখনই ইনবক্স করুন অথবা সরাসরি কথা বলুন এই নাম্বারে 📞01827027559

আপনাদের ভালো রিভিউ আমার সব সময় আশা করি আলহামদুলিল্লাহ আমারও ভালো রিভিউ পেলাম ❤️
02/03/2023

আপনাদের ভালো রিভিউ আমার সব সময় আশা করি আলহামদুলিল্লাহ আমারও ভালো রিভিউ পেলাম ❤️

নাশপাতির পুষ্টিগুণ১০০ গ্রাম নাশপাতিতে ২৩৯ কিলোজুল বা ৫৭ কিলোক্যালরি শক্তি পাওয়া সম্ভব।মনোমারিক যৌগ যেমন আরবুটিন, ওলিয়া...
02/03/2023

নাশপাতির পুষ্টিগুণ

১০০ গ্রাম নাশপাতিতে ২৩৯ কিলোজুল বা ৫৭ কিলোক্যালরি শক্তি পাওয়া সম্ভব।

মনোমারিক যৌগ যেমন আরবুটিন, ওলিয়ানোলিক এসিড, আরসোলিক এসিড, ক্লোরোজেনিক এসিড, এপিক্যাটেচিন, রুটিন, ইত্যাদি প্রচুর পরিমাণে উপস্থিত এই নাশপাতিতে।

অন্যান্য ফলের তুলনায় এর যে পুষ্টিমান সর্বাধিক নজরকাড়া তা হলো এতে ফেনোলিক এসিডের উপস্থিতি।

নাশপাতিতে মিথাইলেটেড ফেনোলিক এসিড উপস্থিত এবং ৭০% ডিমিথাইলেটেড ফেনোলিক উপস্থিত যা অন্যান্য ফলের তুলনায় ২৩ শতাংশ কম। এটি ডিমিথাইলেটেড হয়ে সিরিনজিক এবং সিনাপিক এসিডে রূপান্তরিত হয়।

১০০ গ্রাম নাশপাতি থেকে কোন উপাদানটি কী পরিমাণে পাওয়া সম্ভব তা জেনে নিন নিচের ছক থেকে-

তেঁতুল জলে গোলমরিচ মিশিয়ে উষ্ণ গরম করুন, ৭ দিন খেয়ে উপকার দেখুন!রক্তাপ্লতার সমস্যা দূর করতে- রক্তাপ্লতার সমস্যায় কাজে দে...
01/03/2023

তেঁতুল জলে গোলমরিচ মিশিয়ে উষ্ণ গরম করুন, ৭ দিন খেয়ে উপকার দেখুন!

রক্তাপ্লতার সমস্যা দূর করতে- রক্তাপ্লতার সমস্যায় কাজে দেয় তেঁতুল। প্রসাবের সময়ে জ্বালা করলে পুরনো তেঁতুলের কাথ যথেষ্ট। পুরনো তেঁতুল জীবাণুনাশক ও পচন নিবারক। তাই মাছ-মাংশ রান্না করবার সময়ে খাদ্যগুণ বজায় রাখতে তেঁতুল ব্যবহার করতে পারেন। ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবেও ভাল কাজ করে তেঁতুল। বাতের ব্যথা ও ফোলার কষ্ট কমাতে তেঁতুল পাতার নির্যাস ফুটন্ত গরম জলে মিশিয়ে সেঁক দিন, আরাম পাবেন। শুধু তেঁতুল ফল নয়, এই গাছের ছালের নির্যাস পক্ষাঘাত রোগের চিকিৎসায় কাজে দেয়, এমনকি হাঁপানি রোগ সারাতেও ভূমিকা রাখে।

আলহামদুলিল্লাহ আবারো ভালো রিভিউ পেলাম 🥰আপনাদেরকে সঠিক গন্তব্যে পৌঁছানো আমাদের মূল লক্ষ্য 🥰
28/02/2023

আলহামদুলিল্লাহ আবারো ভালো রিভিউ পেলাম 🥰
আপনাদেরকে সঠিক গন্তব্যে পৌঁছানো আমাদের মূল লক্ষ্য 🥰

আলহামদুলিল্লাহ আবার ভালো রিভিউ পেলাম 🥰
28/02/2023

আলহামদুলিল্লাহ আবার ভালো রিভিউ পেলাম 🥰

Address

Muradpur

Alerts

Be the first to know and let us send you an email when E Natural life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram