02/10/2025
***সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল (০৩/১০/২০২৫), রোজ শুক্রবার সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের নিয়মিত ভ্যাক্সিনেশন কর্মসূচি চলবে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভ্যাক্সিনেশন কর্মসূচি চালু থাকবে।***
সন্ধানী, চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট (নতুন একাডেমিক ভবনের নিচতলায়, ফোন নংঃ ০১৮৪১৮৫৬৬২৫, ০২৩৩৩৩৫৬৬২৫) হেপাটাইটিস বি, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ভ্যাক্সিনেশন কর্মসূচীর আয়োজন করে থাকে।
#হেপাটাইটিস_বি
*ভ্যাক্সিনঃ HEPA B
*ডোজঃ ০, ১, ২, ১২ মাস
*মূল্যঃ (প্রতি ডোজ)
৫৫০ টাকা - (মেডিকেল স্টুডেন্ট, ডাক্তার, নার্স )
৬০০ টাকা - নন মেডিকেল
*স্ক্রিনিং চার্জ - ১০০টাকা (১ম ডোজের সময়)
#টাইফয়েড
*ভ্যাক্সিনঃ Vaxphoid
*ডোজঃ ১টি (৩ বছর পর পর একটি করে বুস্টার ডোজ দিতে হয়)
বয়স সীমাঃ ২ বছরের ঊর্ধ্বে।
*মূল্যঃ ৫০০ টাকা
#ইনফ্লুয়েঞ্জা
*ভাক্সিনঃ Influvax tetra
*ডোজঃ ১টি ( প্রতি বছর একটি করে দিতে হয়)
*মূল্যঃ ৯৫০ টাকা
#জরায়ুমুখক্যান্সার
* ভ্যাক্সিনঃ Papilovax
*ডোজঃ
১) ৯-১৪ বছর (২টি) - ০, ৬ মাস
২) ১৫-৪৫ বছর (৩টি) - ০, ১, ৬ মাস
*মূল্যঃ (প্রতি ডোজ)
২৪০০ টাকা - (মেডিকেল স্টুডেন্ট, ডাক্তার, নার্স)
২৫০০ টাকা - নন মেডিকেল
আসুন ঘাতকব্যাধি হেপাটাইটিস বি, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা এবং জরায়ুমুখ ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।
বি.দ্রঃ হেপা-বি ভ্যাক্সিন ভায়াল ফর্ম থেকে প্রি-ফিলড সিরিঞ্জ করা হয়েছে। তাই কোম্পানি কর্তৃক ভ্যাক্সিনের বাজার মূল্য ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটে মেডিকেল পার্সনদের জন্য ভ্যাক্সিনের মূল্য প্রতি ডোজ ৫৫০ টাকা এবং নন-মেডিকেল পার্সনদের জন্য ভ্যাক্সিনের মূল্য প্রতি ডোজ ৬০০ টাকা করা হয়েছে। ধন্যবাদ।