Life care medicine shop -লাইফ কেয়ার মেডিসিন সপ

Life care medicine shop -লাইফ কেয়ার মেডিসিন সপ All Kinds of Medicine & Organic Food Available Here. Life Care Medicine Shop in an Online & Offline Business Platform in Mymensingh. Quality is not compromised.

You will find all kind of medicine & organic food available here. Stay with us by like our page to know more about our different products. Life Care Medicine Shop deliver the best quality medicine & organic food at the best prices. You can easily buy products from us. Our Product & Service

� ঔষধ
� অর্গানিক খাবার
� ডায়াবেটিক পরীক্ষা
� নেবুলাইজার
� ব্লাড প্রেশার
� ফিজিউথেরাপী
� হিজামা ও ওজন পরিমাপ করা হয় ।
� ভারতের ভিসা
� ডাক্তার এ্যাপয়েনমেন্ট
� ট্রান্সপোর্ট
� বিমানের টিকিট
� বাংলাভাষী এটেডেন্ট সুবিধা

.

ভাইরাল জ্বর নিয়ে কিছু তথ্য:১. যেকোনো ভাইরাস জ্বর ৩ থেকে ৫দিন টানা ১০২/১০৩°f আসতে পারে এবং কমলে, ১০১ এর নিচে নাও নামতে পা...
06/08/2025

ভাইরাল জ্বর নিয়ে কিছু তথ্য:

১. যেকোনো ভাইরাস জ্বর ৩ থেকে ৫দিন টানা ১০২/১০৩°f আসতে পারে এবং কমলে, ১০১ এর নিচে নাও নামতে পারে। কাজেই জ্বর শুরু হওয়ার পরের বেলাতেই বা পরের দিন জ্বর কেনো কমছে না, অস্থির হওয়া যাবে না।

২. একদিনে জ্বর কমিয়ে দেয়ার কোনো মেডিসিন বা ম্যাজিক ডাক্তারদের জানা নাই। ভাইরাস জ্বরে এন্টিবায়োটিক কোনো কাজে লাগে না যদি না কোন ইনফেকশনের সোর্স পাওয়া যায় যা অনেকসময় প্রকাশ পেতে ৩দিনও লেগে যায়।

৩. জ্বর হলে বাচ্চা খাওয়াদাওয়া ছেড়ে দিবে, বড়রাও দেয়। এই অরুচির প্রাথমিক কোনো চিকিৎসা নাই। সবার মতো আপনাকেও বুঝিয়ে শুনিয়ে অল্প অল্প করে পানি তরল জাউ স্যুপ শরবত বা বাচ্চা যেটা খেতে চায় ( এমন কিছু দিবেন না যা আবার বমি, পাতলা পায়খানা ঘটায়) তাই খাওয়াবেন। পেশাব যেন অন্তত ২৪ ঘন্টায় ৪ বার হয়। মুখে একদমই খেতে না পারলে, পেশাব কমে গেলে, বমি বন্ধ না হলে বা খিঁচুনি হলে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবেন।

৪. হালকা জ্বরে ( ১০০ থেকে ১০২°) গা মুছে দিবেন, মুখে ঔষধ খাওয়াবেন। একবার ঔষধ খাওয়ানোর পর আবার সিরাপ দিতে অন্তত ৪/৬ ঘন্টা অপেক্ষা করতে হবে। আর সাপোসিটারী দিতে হলে অন্তত ৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।

৫. বেশী জ্বরে ( ১০২° F এর উপরে গেলে) তাড়াতাড়ি জ্বর কমানোর প্রয়োজন হলে সাপোসিটার ব্যবহার করতে পারেন (যদিও এটা বাচ্চাদের জন্য অস্বস্তিকর), এতে জ্বর হয়তো সাময়িকভাবে ১০২ এর নিচে নামতে পারে তবে পুরোপুরি যাওয়ার সম্ভাবনা কমই ১ম তিনদিনের মধ্যে । একটা সাপোসিটারী দেয়ার ৮ ঘন্টার মধ্যে আরেকটা সাপোসিটারী দিতে পারবেন না। তবে ৪/৬ ঘন্টা পর সিরাপ দিতে পারেন।

৫. জ্বরের ঔষধ ডাবল ডোজে বা ঘন ঘন খাওয়ালে, এন্টিবায়োটিক দিলেই জ্বর ভালো হয়ে যাবে এমন না। ভাইরাসের পরিমানের উপর, কতদিন এরা এক্টিভ থাকে তার উপর জ্বরের স্থায়ীত্ব নির্ভর করে।

৬. জ্বরের ঔষধ ঘন ঘন খাওয়ানোর চেয়ে বাচ্চার যত্ন নিন, ভেজা গামছা বা সুতি কাপড় দিয়ে গা মুছে দিন, গরম ও নরম খাবার খাওয়ানোর চেষ্টা করুন, সবচেয়ে বড় কথা বাচ্চাকে বিশ্রাম নিতে দিন। ভালো ঘুমাতে দিন, ঘুমের মধ্যে জ্বর থাকলেও তাকে ঘুম ভাঙিয়ে জ্বরের ঔষধ খাওয়ানোর দরকার নাই।

৭. থার্মোমিটার দিয়ে মেপে জ্বর ১০০ বা বেশী পেলেই জ্বরের ঔষধ খাওয়াবেন। গায়ে হাত দিয়ে গরম লাগা, জ্বর ৯৮, ৯৯° ; জ্বরের আগে শীত শীতভাব, অস্থির হওয়া ইত্যাদি জ্বরের ঔষধ খাওয়ানোর কোন কারণ হতে পারে না।

কোষ্ঠকাঠিন্য কেন হয়? নানাবিধ কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এগুলোর মধ্যে সবচেয়ে কমন ও গুরুত্বপূর্ণ ৬টি কারণ হলো—খাবারের তা...
02/07/2025

কোষ্ঠকাঠিন্য কেন হয়?
নানাবিধ কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এগুলোর মধ্যে সবচেয়ে কমন ও গুরুত্বপূর্ণ ৬টি কারণ হলো—

খাবারের তালিকায় যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁশ না থাকা
পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা
শুয়ে-বসে থাকা ও শারীরিক পরিশ্রমের অভাব
পায়খানার বেগ আসলে তা চেপে রাখা
মানসিক চাপ, উদ্বেগ বা বিষণ্ণতা
ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া

কুষ্ঠ কাঠিন্য দূর করতে গুরুত্বপূর্ণ ঔষধ
Ezylife (Sodium Picosulfate)
পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য
যেকোনো কারণে সৃষ্ট সকল প্রকার কোষ্ঠকাঠিন্য প্রতিকারে
এছাড়াও সার্জারি প্রসব কালীন সময় ও রেডিওলজিক্যাল পরীক্ষার পুর্বে অন্ত্র পরিষ্কারে নির্দেশিত
খাওয়ার আগে অন্তত একজন ফার্মাসিস্ট এর কাছ থেকে ডোজ জেনে নিবেন।
আর্টিকেলটি শুধুমাত্র তথ্যমূলক। যেকোন ঔষধ গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

এই গুলো হলো  "স্ক্যাবিস" (Scabies), যা আমাদের দেশে মহামারী আকার ধারন করেছে। বাংলায় যাকে খোসপাঁচড়া বলে। স্ক্যাবিস হলে ত্...
29/06/2025

এই গুলো হলো "স্ক্যাবিস" (Scabies), যা আমাদের দেশে মহামারী আকার ধারন করেছে। বাংলায় যাকে খোসপাঁচড়া বলে। স্ক্যাবিস হলে ত্বকে প্রচণ্ড চুলকানি হয়, বিশেষ করে রাতে। এটি সংক্রামক বা ছোয়াচে রোগ এবং একজন থেকে আরেকজনে সহজেই ছড়াতে পারে।

স্ক্যাবিসের লক্ষণগুলো হলো:

তীব্র চুলকানি (বিশেষ করে রাতে)

ত্বকে ছোট ছোট ফোস্কা বা গর্তের মতো দাগ

আঙুলের ফাঁকে, কবজি, কোমর, বগল, ও যৌনাঙ্গের আশেপাশে বেশি হয়

চিকিৎসা:

চিকিৎসকের পরামর্শে স্ক্যাবিস নিরাময়ের জন্য ক্রিম বা লোশন (যেমন: Permethrin 5%) ব্যবহার করতে হয়

সংক্রমিত ব্যক্তি ও তার সংস্পর্শে আসা সবাইকে একসাথে চিকিৎসা নিতে হয়

কাপড়চোপড়, বিছানার চাদর, তোয়ালে ইত্যাদি গরম পানিতে ধুয়ে পরিষ্কার করতে।

এই গুলো হলো টিনিয়া পেডিস (Tinea Pedis). একটি ছত্রাকজনিত চর্মরোগ, যা সাধারণত পায়ের পাতায় বিশেষ করে পায়ের আঙুলের ফাঁকে হ...
15/05/2025

এই গুলো হলো টিনিয়া পেডিস (Tinea Pedis). একটি ছত্রাকজনিত চর্মরোগ, যা সাধারণত পায়ের পাতায় বিশেষ করে পায়ের আঙুলের ফাঁকে হয়ে থাকে। এটি "অ্যাথলেটস ফুট" (Athlete’s Foot) নামেও পরিচিত।

লক্ষণসমূহ:

পায়ের আঙুলের ফাঁকে চুলকানি ও লালচে ভাব

পানির মত ফোসকা বা ফুসকুড়ি

দুর্গন্ধযুক্ত পা

ত্বকে সাদা ভাব বা পিলিং

কারণ:

ট্রাইকোফাইটন (Trichophyton) নামক ছত্রাক দিয়ে হয়ে থাকে।

পা দীর্ঘ সময় ধরে আর্দ্রতা ও ঘেমে থাকলে

টাইট বা ঘামধরা জুতা পরিধান

কম পরিষ্কার-পরিচ্ছন্নতা

সংক্রমিত জায়গায় হাঁটা (যেমন: সুইমিং পুল, কমন বাথরুম)

প্রতিকার ও চিকিৎসা:

1. অ্যান্টিফাঙ্গাল ওষুধ:

ক্রিম (যেমন: ক্লোট্রিমাজল, টেরবিনাফিন)

প্রয়োজনে অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট

2. পা শুকনো রাখা: প্রতিবার ধোয়ার পর ভালভাবে শুকিয়ে নেওয়া।

3. জুতা ও মোজা নিয়মিত পরিবর্তন করা

4. কাপড় গরম পানিতে ধোয়া

5. স্যান্ডেল ব্যবহার করা যেখানে আর্দ্রতা বেশি থাকে

প্রয়োজন হলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের ডাক্তারের পরামর্শ নিতে পারেন।

🏝️ সাস্থই সকল সুখের মূল🏝️
12/05/2025

🏝️ সাস্থই সকল সুখের মূল🏝️

পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁ'য়া'চে রো'গ ‘স্ক্যা'বি'স’স্ক্যাবিস (Scabies) হলো একটি অত্যন্ত সংক্রামক চর্মরোগ, যা Sarcop...
30/04/2025

পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁ'য়া'চে রো'গ ‘স্ক্যা'বি'স’
স্ক্যাবিস (Scabies) হলো একটি অত্যন্ত সংক্রামক চর্মরোগ, যা Sarcoptes scabiei নামের এক ধরনের ক্ষুদ্র পরজীবী মাইট (mites) দ্বারা হয়ে থাকে। এটি মানব ত্বকের নিচে বাসা বাঁধে ও ডিম পাড়ে, ফলে ত্বকে তীব্র চুলকানি ও ফুসকুড়ির মতো লক্ষণ দেখা দেয়।


‎স্ক্যাবিস খুব সহজেই ছড়ায়, বিশেষ করে:

‎আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শে এলে
‎আক্রান্তের পোশাক, বিছানার চাদর, তোয়ালে ব্যবহারে

‎স্কুল, হোস্টেল, জেলখানা, হাসপাতালে - যেখানে অনেক মানুষ একসাথে থাকে, সেখানে দ্রুত ছড়ায়

‎লক্ষণ:

‎1. তীব্র চুলকানি, বিশেষ করে রাতে

‎2. হাতের আঙুলের ফাঁকে, কনুই, কবজি, কোমর, নাভির চারপাশে ও যৌনাঙ্গে ফুসকুড়ি বা গুটির মতো উদ্ভব

‎3. শিশুর ক্ষেত্রে মুখ, মাথা ও হাত-পায়ের তালু ও পাতায়ও হতে পারে

প্রতিরোধ:

‎ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা

‎অন্যের পোশাক বা তোয়ালে ব্যবহার না করা

‎জনসমাগম বা গাদাগাদি করে থাকা এড়ানো


‎এই মুহূর্তে যদি সত্যিই বাংলাদেশজুড়ে স্ক্যাবিস ছড়িয়ে পড়ে, তাহলে এটি একটি Public Health Emergency-এর মতো পরিস্থিতি হয়ে দাঁড়াতে পারে। সরকারি স্বাস্থ্য অধিদপ্তর, মিডিয়া, স্কুল-কলেজ, ও হাসপাতালগুলোকে একসাথে সচেতনতা তৈরি করতে হবে।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ❤️❤️
14/04/2025

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ❤️❤️

সবাইকে লাইফ কেয়ার মেডিসিন শপ এর পক্ষ থেকে অগ্রীম ঈদ মোবারক ✨🌙
30/03/2025

সবাইকে লাইফ কেয়ার মেডিসিন শপ এর পক্ষ থেকে অগ্রীম ঈদ মোবারক ✨🌙

মহান বিজয় দিবসসবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা
16/12/2024

মহান বিজয় দিবস
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

Address

Pandit Para, Zila School Mor
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life care medicine shop -লাইফ কেয়ার মেডিসিন সপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram