Josnar ALO-Inclusive Education for special Child

Josnar ALO-Inclusive Education for special Child Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Josnar ALO-Inclusive Education for special Child, Disability service, 26/A, Maskanda (Near at Notun Bazar), Mymensingh.

We provide necessary treatment to the disabled and autistic children as well as to provide special education according to the skills of the child and to turn the child into a human resource.

25/11/2025

🧩 “অটিজম নয়, আমরা দেখি সম্ভাবনা”
🌟 জোছনার আলো – আলোকিত হোক আপনার শিশুর ভবিষ্যৎ 🌟
আপনার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর দায়িত্ব নিবো আমরা।
বিশেষায়িত শিক্ষক, থেরাপি সেবা ও আদর্শ পরিবেশে আমরা গড়ে তুলি শিশুর আত্মবিশ্বাস, দক্ষতা ও স্বাধীনতা।

📞 যোগাযোগঃ
01321-213182, 01321-213176

📍 ঢাকা শাখা:
হাউস ৫, রোড ১, সেক্টর ৬, উত্তরা, ঢাকা-১২৩০

📍 ময়মনসিংহ শাখা:
মাসকান্দা (নতুন বাজার), ময়মনসিংহ সদর, ময়মনসিংহ

জোছনার আলো – ভালোবাসা, যত্ন আর সম্ভাবনার স্কুল।

🧠 মাল্টিপল স্ক্লেরোসিসে (MS) ভুগছেন?ধীরে ধীরে শরীরের শক্তি কমে যাচ্ছে? চোখে ঝাপসা দেখছেন? ভারসাম্য হারাচ্ছেন?মাল্টিপল স্...
22/11/2025

🧠 মাল্টিপল স্ক্লেরোসিসে (MS) ভুগছেন?
ধীরে ধীরে শরীরের শক্তি কমে যাচ্ছে? চোখে ঝাপসা দেখছেন? ভারসাম্য হারাচ্ছেন?
মাল্টিপল স্ক্লেরোসিস (Multiple Sclerosis) হলো স্নায়ুতন্ত্রের একটি দীর্ঘস্থায়ী রোগ, যেখানে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের মধ্যে থাকা নার্ভের আশেপাশের প্রটেকটিভ স্তর ক্ষতিগ্রস্ত হয়।
এর ফলে চলাফেরা, দৃষ্টিশক্তি, পেশির নিয়ন্ত্রণ ও ভারসাম্য বিঘ্নিত হয়।

⚠️ লক্ষণসমূহ:
✅ হাত-পায়ে দুর্বলতা বা অসাড়ভাব
✅ চোখে ঝাপসা বা ডাবল দেখা
✅ হাঁটতে কষ্ট বা ভারসাম্যহীনতা
✅ ক্লান্তি, মাথা ঘোরা, কথা বলতে সমস্যা
✅ আচরণগত পরিবর্তন ও মনোযোগের সমস্যা

✅ জোছনার আলোতে মাল্টিপল স্ক্লেরোসিস রোগীদের জন্য থাকছে:
🧘‍♀️ ফিজিওথেরাপি ও ব্যালান্স ট্রেনিং
🧠 নিউরো রিহ্যাব ও মোটর স্কিল উন্নয়ন
🗣️ স্পিচ থেরাপি (যদি দরকার হয়)
🧑‍🤝‍🧑 মানসিক কাউন্সেলিং ও পরিবারিক সহায়তা
📋 ঘরে যত্ন নেওয়ার গাইডলাইন

📍 ঠিকানা:
✅ ঢাকা শাখা: হাউস ৫, রোড ১, সেক্টর ৬, উত্তরা, ঢাকা-১২৩০
✅ ময়মনসিংহ শাখা: মাসকান্দা (নতুন বাজার), ময়মনসিংহ সদর
📞 হেল্পলাইন: 01321-213182, 01321-213176

🌟 জোছনার আলো – স্নায়ুজনিত সমস্যায় অভিজ্ঞতার ভরসা।

20/11/2025

“শব্দহীন” কান্না ॥

🗣️ আপনার শিশু ভাষাগত সমস্যায় ভুগছে?👶 কথা বলতে দেরি করছে? শব্দ ঠিকমতো উচ্চারণ করতে পারছে না?বাধা নয়, সমাধান সম্ভব!ভাষাগত ...
19/11/2025

🗣️ আপনার শিশু ভাষাগত সমস্যায় ভুগছে?
👶 কথা বলতে দেরি করছে? শব্দ ঠিকমতো উচ্চারণ করতে পারছে না?
বাধা নয়, সমাধান সম্ভব!
ভাষাগত জটিলতা থাকা মানেই সবকিছু থেমে যাবে না। সময়মতো সঠিক থেরাপি ও যত্নই পারে আপনার শিশুর কথা বলার জগৎকে উন্মুক্ত করতে।

🌈 জোছনার আলোতে আমরা আছি আপনার পাশে
আমাদের অভিজ্ঞ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা সহানুভূতির সঙ্গে কাজ করেন:

✅ দেরিতে কথা বলা
✅ শব্দ ভুল উচ্চারণ
✅ যোগাযোগে অসুবিধা (Autism, CP, Hearing loss)
✅ তোতলামি (Stammering)
✅ সামাজিক ভাষা দক্ষতা (Social communication delay)

📍 ঠিকানা:
✅ ঢাকা শাখা: হাউস ৫, রোড ১, সেক্টর ৬, উত্তরা
✅ ময়মনসিংহ শাখা: মাসকান্দা (নতুন বাজার), ময়মনসিংহ সদর

📞 হেল্পলাইন: 01321-213182, 01321-213176

💬 আপনার শিশুর প্রতিটি শব্দই তার ভবিষ্যতের ভিত্তি — তাকে কথা বলতে দিন, গড়ে তুলুন আত্মবিশ্বাস।

🌈 ভিন্নতা কোনো সীমাবদ্ধতা নয় – এটি সম্ভাবনার আরেক নামবিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ভালোবাসা, সম্মান ও বিকাশের প্রতিশ...
18/11/2025

🌈 ভিন্নতা কোনো সীমাবদ্ধতা নয় – এটি সম্ভাবনার আরেক নাম
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ভালোবাসা, সম্মান ও বিকাশের প্রতিশ্রুতি
জোছনার আলো-তে আমরা বিশ্বাস করি,
প্রতিটি শিশুর রয়েছে নিজস্ব ছন্দে বেড়ে ওঠার অধিকার।
আমরা আছি তাদের পাশে, বুঝতে, শেখাতে আর এগিয়ে নিতে।

✅ আমাদের সেবা সমূহ:
🧩 অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম ইত্যাদি শিশুদের জন্য
🗣️ স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি
🧠 অকুপেশনাল থেরাপি
💪 ফিজিওথেরাপি
📚 বিশেষ শিক্ষা ও একাডেমিক সহায়তা
👨‍👩‍👧 প্যারেন্ট কাউন্সেলিং ও হোম প্ল্যানিং

📍 ঠিকানা:
✅ ঢাকা শাখা: হাউস ৫, রোড ১, সেক্টর ৬, উত্তরা, ঢাকা-১২৩০
✅ ময়মনসিংহ শাখা: মাসকান্দা (নতুন বাজার), ময়মনসিংহ সদর

📞 হেল্পলাইন: 01321-213182, 01321-213176

🌟 জোছনার আলো – যেখানে ভিন্নতা হয়ে ওঠে সম্ভাবনার দীপ্ত আলো।

🩺 ফ্রি হেলথ ক্যাম্প – ২০ নভেম্বর, বৃহস্পতিবার ২০২৫👩‍⚕️ আপনার শিশুর স্বাস্থ্য ও বিকাশ যাচাইয়ের সেরা সুযোগ!জোছনার আলো আয়োজ...
16/11/2025

🩺 ফ্রি হেলথ ক্যাম্প – ২০ নভেম্বর, বৃহস্পতিবার ২০২৫
👩‍⚕️ আপনার শিশুর স্বাস্থ্য ও বিকাশ যাচাইয়ের সেরা সুযোগ!
জোছনার আলো আয়োজন করেছে এক দিনের বিশেষ হেলথ ক্যাম্প, যেখানে থাকছে:

✅ ফ্রি সেবা সমূহ:
🔹 শিশুদের বিকাশ যাচাই (Developmental Screening)
🔹 অটিজম ও বিশেষ চাহিদা শনাক্তকরণ পরামর্শ
🔹 স্পিচ থেরাপি ও ভাষাগত সমস্যা যাচাই
🔹 ফিজিও ও অকুপেশনাল থেরাপি পরামর্শ
🔹 প্যারেন্ট কাউন্সেলিং

📅 তারিখ: ২০ নভেম্বর, বৃহস্পতিবার ২০২৫
⏰ সময়: সকাল ১০টা – বিকেল সাড়ে ৩ টা
📍 স্থান:
✅ ঢাকা শাখা: হাউস ৫, রোড ১, সেক্টর ৬, উত্তরা

📞 রেজিস্ট্রেশন ও বিস্তারিত জানতে কল করুন:
01321-213182

🎉 সীমিত সিট – অগ্রিম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক!
👉 আজই বুক করুন আপনার সময়।

জোছনার আলো – বিশেষ শিশুদের জন্য বিশেষ care.

🧩 অটিজম কি?অটিজম হলো শিশুর মস্তিষ্কের বিকাশজনিত একটি সমস্যা, যার ফলে তার সামাজিক যোগাযোগ, আচরণ ও কল্পনা করার ক্ষমতায় সীম...
13/11/2025

🧩 অটিজম কি?
অটিজম হলো শিশুর মস্তিষ্কের বিকাশজনিত একটি সমস্যা, যার ফলে তার সামাজিক যোগাযোগ, আচরণ ও কল্পনা করার ক্ষমতায় সীমাবদ্ধতা দেখা যায়।
বিশেষজ্ঞরা একে Autism Spectrum Disorder (ASD) বলেন।

🧠 লক্ষণগুলো সাধারণত প্রকাশ পায় শিশুর জন্মের প্রথম ৩ বছরের মধ্যেই।
⚠️ অটিজমে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয় ৩টি প্রধান ক্ষেত্রে:
1️⃣ সামাজিক সম্পর্ক স্থাপনে বাধা
– অন্যের প্রতি আগ্রহ কম, চোখে চোখ রেখে কথা না বলা, অন্যের অনুভূতি বুঝতে না পারা।

2️⃣ যোগাযোগে সমস্যা
– কথা বলা শেখে দেরিতে বা শেখে না। হয়তো কিছু শব্দ বলে, কিন্তু আলাপ চালিয়ে যেতে পারে না। ইশারা বা মুখাবয়ব দিয়ে ভাব প্রকাশ করতে পারে না।

3️⃣ আচরণগত ভিন্নতা
– একই কাজ বা খেলা বারবার করে। অস্বাভাবিকভাবে জিনিসপত্র গুছিয়ে রাখে। হঠাৎ হঠাৎ রেগে যায় বা সাড়া না দেয়।

❓ আপনার সন্তানের আচরণ কি স্বাভাবিক শিশুদের চেয়ে ব্যতিক্রম মনে হচ্ছে?
👉 এক্ষুনি সঠিক মূল্যায়ন ও থেরাপি শুরু করুন। সময়মতো ব্যবস্থা নিলে উন্নতির সম্ভাবনা অনেক বেশি।

🏥 জোছনার আলোতে থাকছে অটিজম শিশুদের জন্য বিশেষ সেবা:
✅ বিকাশমূলক স্ক্রিনিং ও মূল্যায়ন
✅ স্পিচ থেরাপি
✅ অকুপেশনাল থেরাপি
✅ বিশেষ শিক্ষা
✅ জীবন দক্ষতা উন্নয়ন
✅ প্যারেন্ট কাউন্সেলিং

📍 ঠিকানা:
✅ ঢাকা শাখা: হাউস ৫, রোড ১, সেক্টর ৬, উত্তরা, ঢাকা-১২৩০
✅ ময়মনসিংহ শাখা: মাসকান্দা (নতুন বাজার), ময়মনসিংহ সদর
📞 যোগাযোগ: 01321-213182, 01321-213176

🌟 জোছনার আলো – যেখানে অটিজম নয়, দেখা হয় সম্ভাবনা।
❤️ প্রতিটি শিশুই বিশেষ। সঠিক পথে পাশে থাকুন আমরা।

12/11/2025

⚡ সায়াটিকায় ভুগছেন?
কোমর থেকে পায়ে টান, ঝিঁ ঝিঁ বা অসহ্য ব্যথা?
সায়াটিকা (Sciatica) হলো মেরুদণ্ডের নিচের অংশ থেকে শুরু হয়ে এক বা দুই পায়ে তীব্র ব্যথা ছড়িয়ে পড়ার সমস্যা। এটি মূলত স্নায়ু চাপে পড়লে হয় এবং সঠিক থেরাপি ও যত্নেই মিলতে পারে মুক্তি।

✅ জোছনার আলোতে থাকছে সায়াটিকার আধুনিক চিকিৎসা:
💆 ফিজিওথেরাপি ও স্পাইন থেরাপি
🧘 স্ট্রেচিং ও স্ট্রেংথ এক্সারসাইজ
🔥 হট-প্যাক ও ইলেকট্রো থেরাপি
📋 হোম এক্সারসাইজ প্ল্যান
👨‍⚕️ অভিজ্ঞ থেরাপিস্টদের তত্ত্বাবধানে সেবা

🏥 চিকিৎসা নিতে আজই চলে আসুন – জোছনার আলোয়
📍 আমাদের ঠিকানাঃ
✅ ঢাকা শাখা: হাউস ৫, রোড ১, সেক্টর ৬, উত্তরা
✅ ময়মনসিংহ শাখা: মাসকান্দা (নতুন বাজার), ময়মনসিংহ সদর

📞 যোগাযোগ: 01321-213182, 01321-213176

🌟 জোছনার আলো – ব্যথামুক্ত জীবনের প্রতিশ্রুতি।

10/11/2025

🗣️ আপনার সন্তানের সামাজিক যোগাযোগে সমস্যা?
সঠিক সমাধানে জোছনার আলো রয়েছে সবসময় আপনার পাশে।
🎯 আমরা স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপির মাধ্যমে শিশুদের সামাজিক দক্ষতা ও যোগাযোগে উন্নয়ন নিশ্চিত করি।
👶 আপনার সন্তানের বিকাশে সহায়তা পেতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন!
📍 ঠিকানা:
ঢাকা শাখা: হাউস ৫, রোড ১, সেক্টর ৬, উত্তরা
ময়মনসিংহ শাখা: মাসকান্দা (নতুন বাজার), ময়মনসিংহ সদর
📞 হেল্পলাইন: 01321-213182 | 01321-213176

Address

26/A, Maskanda (Near At Notun Bazar)
Mymensingh
2200

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 04:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801976402060

Alerts

Be the first to know and let us send you an email when Josnar ALO-Inclusive Education for special Child posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Josnar ALO-Inclusive Education for special Child:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

রংধনু (বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা ভিত্তিক শিক্ষা কার্যক্রম)

*প্রতবিন্ধী ও অটিস্টিক শশিুদরে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের পাশাপাশি শিশুর দক্ষতা অনুযায়ী বিশেষ শিক্ষা প্রদানরে মাধ্যমে শিশুদের মানব সম্পদে পরণিত করা।

বিজ্ঞান সম্মত উপায়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে অটিস্টিক ও প্রতবিন্ধী শিশু সনাক্তকরণ।

বিজ্ঞান সম্মত উপায়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে অটিস্টিক ও প্রতবিন্ধী শিশু সনাক্তকরণসনাক্তকারী অটিস্টিক শিশুর উপসর্গ অনুযায়ী সঠিক চিকিৎসা সেবা প্রদান। ।

বাড়িতে সঠিকভাবে পরিচর্যার জন্য শিশুর মাকে স্পেশাল ট্রেনিং প্রদান করা।