Living Foundation - Health & Research

Living Foundation - Health & Research "সেবামুলক সামাজিক বিপনন"
সুস্থতার নতুন পথ, আপনার ঘরে.. Live in Nature, Live with Nature, Live well...

Our activities... 💓
07/02/2024

Our activities... 💓

শেষ হল ৩ দিনের এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ২৩কোয়ান্টাম ফুল বডি এনালাইজার মেশিন এর উপর ট্রেনিং।
14/09/2023

শেষ হল ৩ দিনের এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ২৩

কোয়ান্টাম ফুল বডি এনালাইজার মেশিন এর উপর ট্রেনিং।

Its a nice night stay with VIP facility.Official Meeting & Get together after Eid,  PHA Bhobon Audiotorium in Gonosastho...
18/05/2023

Its a nice night stay with VIP facility.

Official Meeting & Get together after Eid,
PHA Bhobon Audiotorium in Gonosastho Zone at Nobinogor, Savar, Dhaka.

🪴১০০% ন্যাচারাল, রাসায়নিক মুক্ত, বিজ্ঞান সম্মত উপায়ে উতপাদিত অল্টারনেটিভ মেডিসিন এর মাধ্যমে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রি...
27/02/2023

🪴১০০% ন্যাচারাল, রাসায়নিক মুক্ত, বিজ্ঞান সম্মত উপায়ে উতপাদিত অল্টারনেটিভ মেডিসিন এর মাধ্যমে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন চিকিৎসা পদ্ধতি ইতিমধ্যে মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ।

সেই ধারাবাহিকতায় সারা দেশে জেনুইন গ্রুপ গত ৭ বছর বাণিজ্যিক ভাবে ব্যবসা পরিচালনার পর এবার
👉 সেবামুলক, 👉অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০২২ সালে "" লিভিং ফাউন্ডেশন "" নামে যাত্রা শুরু করেছে।

গত ৪ মাসে ময়মনসিংহ সদরে স্বল্প পরিসরে আমাদের সামাজিক স্বাস্থ্য সেবা বিক্রয় কাজের পরীক্ষামূলক কাজ সফল ভাবে সম্পাদনের পর এবার বড় আকারে বিক্রয় কাজ সম্প্রসারন, এলাকা ভিত্তিক বেকার কর্মসংস্থান এর লক্ষে, প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার মাধ্যমে প্রাকৃতিক বা অল্টারনেটিভ চিকিৎসা পণ্য, খাদ্য পুষ্টি পণ্য সরাসরিভাবে সাধারন মানুষের কাছে আরো ছড়িয়ে দিতে বিক্রয় বিপনন কাজের জন্য এলাকা ভিত্তিক সেলস টিম নিয়োগ আবশ্যক হয়েছে ।

🟡 ময়মনসিংহ জেলার সকল থানার স্থায়ী বাসিন্দাদের জন্য কাজের সুযোগ খোলা হলো....

🚫 বি : দ্র : -- চাকুরি প্রদানের জন্য আমাদের অফিসে কারো সাথে কোন প্রকার আর্থিক জামানত বা লেনদেন করা হয় না।

❌ পড়াশুনা করছেন বা চলছে এমন কেউ আবেদন করবেন না, *** করতে পারবেন কিন্তু এখানে ফুল টাইম সময় দিয়ে কাজ করতে হবে। তাই শুধু পড়ালেখা থেমে গেছে বা শেষ করেছেন এমন যারা তারা আসাই উত্তম ।

❌ কেউ এটাকে কোনো অস্থায়ী সাস্থ্য প্রজেক্ট বা প্রোগ্রাম মনে করবেন না, যারা নিজের বাড়ি বা এলাকায় থেকে জীবনভর স্থায়ী কাজ করতে চান, শুধু তারাই আসবেন ।

❌ আমরা কোনো রকম লোন/ঋণ দান , সুদের কিস্তি প্রোগ্রামের সাথে জড়িত নাই, শুধুই সাস্থ্য সেবা নিয়ে আমাদের কাজ ।

💢 প্রার্থিকে নিজ এলাকায় বসবাসকারি হতে হবে। সম্পূর্ণ বেকার নিজ বাড়িতে বা এলাকার বাইরে যেতে পারেন না, এমন ছেলে, মেয়ে বা বউ যারা বাড়ি থেকেই কিছু করতে চান, প্রাপ্ত বয়স্ক, (২০-৫০) এমন নারী / পুরুষ মানুষরা আসবেন ।

🕙 প্রতিদিন সকাল ১০ থেকে দুপুর ১ পর্যন্ত, এর মাঝে কাগজ পত্র নিয়ে সরাসরি অফিসে চলে আসুন।

👉সেবা কর্মী ( নারী/পুরুষ ) :- সাকুল্যে ৮০০০-১২০০০/- স্থায়ীকরনে।

🕳️দায়িত্ব :- নিজ দায়িত্বপ্রাপ্ত হয়ে নিজের বা আশেপাশে এলাকায় বসবাসকারী মানুষ এর বিভিন্ন রোগ জেনে তাদের স্বাস্থ্য পরামর্শ দিয়ে তার উপর আমাদের নিজস্ব প্রাকৃতিক ঔষধ ও পুষ্টি পন্য বিক্রয় করে সুস্থ্য করার মতো সেবামূলক কাজে নিজেকে নিয়জিত করার মানসিকতা থাকতে হবে ।
দৈনিক , সাপ্তাহিক ও মাসিক বিক্রয় রিপোর্ট প্রদান করা।

👉টিম কো অর্ডিনেটর বা টিম ম্যানেজার ( নারী/পুরুষ ):- প্রতি টিমের জন্য ১ জন -- ১০০০০- ১৪০০০/- স্থায়ীকরনে ।

🕳️দায়িত্ব :- নিজ এলাকায়, ইউনিয়ন বা থানা এরিয়া থেকে কর্মী নিয়োগ দিয়ে নিজের টিম গঠন করে দায়িত্বপ্রাপ্ত হয়ে সকল সেবা কর্মীর কাজ তদারকি করা, তাদের কাজের সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক রিপোর্টিং, কাজ সহজ ও দ্রুত করতে চাহিদা মতো এলাকায় মেডিক্যাল(বিক্রয়) ক্যাম্পেইন আয়োজন করা, পণ্যের স্টক মেইনটেইন , প্রান্তিকে সাপ্লাই, বিক্রিত টাকা সংগ্রহ করে অফিসে জমা ও সেবাকর্মীর বিক্রয় লক্ষ্য অর্জন নিশ্চিত করা।

🕙🕐🕙🕐🕙🕐🕙🕐🕙🕐🕙🕐🕙🕐🕙

আগ্রহীদের খুব দ্রুত নিজেদের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হলো ।

👉আপনার ২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও এনএইডি কপি নিয়ে অফিসে চলে আসুন, অফিসে নিজস্ব ফরম এ আবেদন করতে হবে ।

🏘️ ঠিকানা ::-- লিভিং ফাউন্ডেশন, ময়মনসিংহ ব্রিজ মোড় থেকে ৩০০ গজ দক্ষিনে, কৃষি বিশ্ববিদ্যালয় রোড, টুরিস্ট পুলিশ সুপার কার্যালয়ের পিছনের বাসা ।

প্রাথমিক সাক্ষাৎকারে নির্বাচিত হবার পর চূড়ান্ত বাছাই পর্যায়ে চেয়ারম্যান এর সার্টিফিকেট, আপনার বাবা , মা বা অভিভাবকের ছবি , এনএইডি সহ স্বাক্ষর , এবং আর ২ জন স্বাক্ষীর স্বাক্ষর করা স্ট্যাম্পে অঙ্গীকারনামা সহ জমা দিতে হবে । চাকুরি প্রদানের জন্য কোন প্রকার আর্থিক জামানত বা লেনদেন করা হয় না।

📷 বি দ্র :: =
যে এলাকা বা এরিয়াতে আগে টিম হয়ে যাবে সেখানেই কাজ আগে শুরু হবে, প্রাথমিক বাছাই এরপর প্রশিক্ষন দিয়ে কাজ শুরু হবে। শুরুতে অস্থায়ী হিসেবে কাজের পর স্থায়ী হিসেবে নিয়োগ পাবে সবাই ।

👉 যারা পার্টটাইম খুঁজেন তারা জবের বাইরে আলাদাভাবে কাজ করতে পারবেন ।

সরাসরি সাক্ষাৎকারে বাকি আরো বিস্তারিত জানানো হবে ।

পণ্য সম্পর্কে ধারনা পেতে নিচের পোস্ট এ ঢুকে দেখুন

https://www.facebook.com/sasthoponno/

01/02/2023

চলছে জানুয়ারী মাসের সেল ক্লসিং।

সব সেবা কর্মীদের মেডিসিন বহন করতে আজ ব্যাগ দেওয়া হল। 👜👜

নতুন বছরের প্রথম দিন শুরু করলাম, কর্মিদের  ডিসেম্বর এর বেতন দিয়ে, সবাই দোয়া করবেন..... 🤲🤲🤲
01/01/2023

নতুন বছরের প্রথম দিন শুরু করলাম, কর্মিদের ডিসেম্বর এর বেতন দিয়ে, সবাই দোয়া করবেন..... 🤲🤲🤲

ছবিটা আমার নজর কেড়েছে (?)সকলের জানা উচিৎ (!)০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।০২. আপনার কিড...
01/12/2022

ছবিটা আমার নজর কেড়েছে (?)
সকলের জানা উচিৎ (!)

০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।

০২. আপনার কিডনি কখন আতঙ্কিত; যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

০৩. আপনার গলব্লাডার ভীত; যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

০৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত; যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

০৫. বৃহদান্ত্র আতঙ্কিত; যখন আপনি ভাজা-পোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

০৬. ফুসফুস তখন ভীত; যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

০৭. লিভার ভীত; যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

০৮. হৃদপিন্ড ভীত; যখন আপনি বেশি লবণ এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

০৯. প্যানক্রিয়াস আতঙ্কিত; যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত; যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।

১১. আপনার মস্তিষ্ক ভীত; যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

সুতরাং আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন।

~ সংগৃহীত

মানুষ ফলমূল ছেড়ে সিঙ্গাড়া-পুরি খায়! তারপর পেট খারাপ করে অসুস্থ হয়ে  হাসপাতালে যায়।হাসপাতালে শুয়ে শুয়ে আত্মীয়স্বজনের আনা ...
05/11/2022

মানুষ ফলমূল ছেড়ে সিঙ্গাড়া-পুরি খায়!
তারপর পেট খারাপ করে অসুস্থ হয়ে হাসপাতালে যায়।
হাসপাতালে শুয়ে শুয়ে আত্মীয়স্বজনের আনা ফলফলাদি খায়।
আর আত্মীয়রা হাসপাতালের পাশে বসে সিঙ্গাড়া-পুরি খায়।
এটাই জীবনচক্র।

ডায়াবেটিস-কোলেস্টেরলের যম!....... অতি পরিচিত এই গাছের উপরই ভরসা করেন আয়ুর্বেদিক চিকিৎসকরা...আজও প্রকৃতিতে এমন অনেক উপাদা...
31/10/2022

ডায়াবেটিস-কোলেস্টেরলের যম!.......

অতি পরিচিত এই গাছের উপরই ভরসা করেন আয়ুর্বেদিক চিকিৎসকরা...

আজও প্রকৃতিতে এমন অনেক উপাদান রয়েছে যা যে কোনও অসুখের প্রাথমিক চিকিৎসা করতে পারে।
প্রকৃতি তার ভাঁড়ারে সাজিয়ে রেখেছে সব রকমের নিরাময়— এ কথা খানিকটা সত্যি তো বটেই। সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসা বিজ্ঞান যে আধুনিক হয়েছে, উন্নত হয়েছে তার শিক্ষাও অনেকখানিই দিয়েছে প্রকৃতি।

আজও প্রকৃতিতে এমন অনেক উপাদান রয়েছে যা যে কোনও অসুখের প্রাথমিক চিকিৎসা করতে পারে। আমাদের চারপাশে এমন হাজার হাজার গাছ-গাছালি রয়েছে যাদের ফল, পাতা, কাণ্ড, শিকড় ও ফুল অবধি ঔষধি গুণে ভরপুর। এ রকমই একটি গাছ, বাংলার খুবই পরিচিত। তা হল সজনে। সজনে ডাঁটা এবং সজনে পাতা বাঙালির খুবই পছন্দের একটি খাদ্য। আর এরই মধ্যে রয়েছে হরেক গুণ।

💓 সজনের উপকারিতা—
সজনে ডাঁটা আমরা অনেকেই খেয়ে থাকি। কিন্তু সজনে পাতার উপকারিতাও কম নয়। সজনে পাতা চুল পড়া রোধ করে, রক্তশূন্যতা, বাত, থাইরয়েড, হাঁপানি, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, ডায়াবেটিস-সহ বহু রোগের ক্ষেত্রে কার্যকরী প্রভাব ফেলে। শুধু তাই নয়, সজনে পাতা ওজন কমানোর জন্যও উপকারী। আয়ুর্বেদ অনুসারে এই গাছটি অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

আয়ুর্বেদ চিকিৎসকরা মনে করেন, সজনে পুষ্টির ভাণ্ডার। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি ১ (থায়ামিন), বি ২ (রাইবোফ্লাভিন), বি৩ (নিয়াসিন), বি-৬, ফোলেট, অ্যাসকরবিক অ্যাসিড (ভিটামিন সি), ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং জিঙ্কের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান।

💓 সজনের বৈশিষ্ট্য---

এটিকে অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিইনফ্লেমেটরি, অ্যান্টিক্যানসার, অ্যান্টিডায়াবেটিক, অ্যান্টিফাঙ্গাল হিসেবে ব্যাখ্যা করা হয়। শুধু তাই নয়, এতে রয়েছে অ্যান্টিএজিং উপাদানও।

💓 উপকারিতা

সজনের একাধিক উপকারিতা রয়েছে—

১. হিমোগ্লোবিন উন্নত করতে সাহায্য করে।
২. রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে।
৩. লিভার এবং কিডনির দূষিত পদার্থ দূর করে।
৪. রক্ত বিশুদ্ধ করে, চর্মরোগ দূর করে।
৫. ওজন কমাতে সাহায্য করে।

💓 পাতা খাওয়ার উপকারিতা--

শুধু ডাঁটা নয়। সজনে পাতাতেও রয়েছে হাজার গুণ। সজনে পাতা খেলে—

১. বিপাক উন্নত হয়।
২. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।
৩. মানসিক চাপ, উদ্বেগ কমায়।
৪. থাইরয়েডের ক্রিয়া উন্নত করে।
৫. প্রসূতির বুকের দুধের উৎপাদন বাড়াতে সহায়ক।

💓 কী ভাবে খাওয়া যায়—

সজনে খাওয়ার বিষয়ে বাঙালিকে নতুন করে আর কী বা শেখানোর আছে! তবে চেনা পদের বাইরে সজনের তাজা পাতার রস খাওয়াও সমান উপকারী। অথবা শুকনো পাতা গুঁড়ো করে খাওয়া যায়।

সজনে পাতার গুঁড়ো রুটিতে মিশিয়ে খাওয়া যায়। স্মুদি বা এনার্জি ড্রিঙ্ক বানিয়ে খাওয়া যায়। মুসুর ডালেও মিশিয়ে নেওয়া যায়। সজনে ডাঁটার ভিতরের শুঁটি সিদ্ধ করে স্যুপের মতো পান করলে বাতের ব্যথা কম হতে পারে। যাঁরা ওজন কমাতে চান, তাঁদেরও উপকার হতে পারে।

💓 পার্শ্বপ্রতিক্রিয়া --

সজনে একটু গরম প্রকৃতির। সাধারণত শীতের শেষেই সজনে খাওয়া হয় এ দেশে। তবু, অ্যাসিডিটি, পাইলস, ভারী ঋতুস্রাব, ব্রণ ইত্যাদির সমস্যায় যাঁরা ভুগছেন তাঁরা সতর্কতা বজায় রাখতে পারেন। পিত্ত দোষ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াই ভাল।

শেষ হয়ে গেলো আজ আমাদের প্রথম পর্বের প্রশিক্ষণ পর্ব ।অত্যন্ত সুন্দর ভাবে, সকাল বিকাল চা নাস্তা ও দুপুরের ভারি খাবার  দিয়ে...
31/10/2022

শেষ হয়ে গেলো আজ আমাদের প্রথম পর্বের প্রশিক্ষণ পর্ব ।
অত্যন্ত সুন্দর ভাবে, সকাল বিকাল চা নাস্তা ও দুপুরের ভারি খাবার দিয়ে প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত করা হয়েছে ।
আগামীকাল 1 নভেম্বর থেকে শুরু ।

সকলের নতুন পথ চলায় পাশে থেকে এলাকার মানুষের সুস্থ জীবনের প্রত্যাশায় আগামীকাল থেকে সেবা কর্মীরা নামবে কাজে 💓।

30/10/2022

লাইফস্টাইল কেমন হওয়া উচিত?
সফল জীবনের উপায়...

মূলত কেমন?

সহজভাবে চিন্তা করলে লাইফস্টাইল হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের নিয়ম বা অভ্যাসগুলোর একটা সমষ্টি। আমাদের সবার প্রতিদিনের কাজ ও সাধারণ কিছু অভ্যাস এর ওপর ভিত্তি করেই আমাদের জীবনধারা বা লাইফস্টাইল বিষয়টি ব্যাখ্যা করা হয়।আমাদের সবারই যেহেতু প্রতিদিনের কাজ ও অভ্যাসগুলোর ভিন্নতা রয়েছে, সেহেতু আমাদের সবারই রয়েছে ভিন্ন ভিন্ন লাইফস্টাইল।

না।শিক্ষাক্ষেত্র ও কর্মক্ষেত্রে লাইফস্টাইল একইভাবে ভুমিকা না রাখলেও কিছু কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়।কর্মক্ষেত্রে সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বায়িত্বপরায়ণতা ও দক্ষতা।সকল কাজ ও দ্বায়িত্ব সামলানোর পর,দিনশেষে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার বিষয়টিও অনেক গুরুত্বপূর্ণ। একটি সুগঠিত লাইফস্টাইল মেনে না চললে যা প্রায় অসম্ভব হয়ে ওঠে।

কাজকে ফেলে না রাখা,সময়মতো কমর্ক্ষেত্রে যাওয়া,কাজকে অবহেলা না করা,সময়ের সঠিক ব্যাবহার করে নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা;এগুলো কর্মক্ষেত্রে সফলতা অর্জনের মূল হাততিয়ার।আর এগুলো দীর্ঘদিন চর্চা করতে থাকলে তা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়।যা কর্মক্ষেত্রে সুগঠিত ও কার্যকরী একটি লাইফস্টাইল তৈরিতে ভূমিকা রাখে।আর এমন লাইফস্টাইলই পারে কর্মক্ষেত্রের সফলতা সুনিশ্চিত করতে।

পরিশেষে-
লাইফস্টাইল শুধু দু’একটা জিনিস এর ওপর নয়,বরং আমাদের জীবনের প্রতিটি কাজের ওপর নির্ভর করে।সকল ভালো অভ্যাস যেমন;কথাবার্তায় মার্জিত ও বিনয়ী ভাব,পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা,মার্জিত পোশাকের ব্যাবহার ইত্যাদি আমাদের লাইফস্টাইলকে সুগঠিত ও মার্জিত রাখতে প্রধান ভূমিকা রাখে।একটি সুনির্দিষ্ট ও সুন্দর লাইফস্টাইলই পারে আমাদের জীবনকে সাফল্যমন্ডিত ও সুন্দর রাখতে।আমাদের উচিত আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের জীবনের লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আমাদের শারীরিক মানসিক উন্নতি ও কর্মক্ষেত্রের সফলতা নিশ্চিত করে একটি মার্জিত জীবন উপভোগ করা।

Address

24 RK Mission Road, (West Of Zela Somaj Seba Complex)
Mymensingh
2200

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801617234234

Alerts

Be the first to know and let us send you an email when Living Foundation - Health & Research posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Living Foundation - Health & Research:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram