02/10/2021
মলদ্বারে রক্ত যাওয়া মানেই কি পাইলস(Hemorrhoid) ?
মলদ্বার দিয়ে বিভিন্ন কারনে রক্ত যেতে পারে৷ তবে সাধারন মানুষ মলদ্বার দিয়ে রক্ত যাওয়াকে পাইলস মনে করে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারনা। পাইলস ছাড়াও অনেক রোগের কারনে মলদ্বার দিয়ে রক্ত যেতে পারে৷ যেমনঃএনাল ফিসার(পায়খানার রাস্তা ফেটে যাওয়া) ;মলদ্বারের কান্সার ইত্যাদি৷
গ্রামে গঞ্জে আবার অনেকে পাইলস কে অর্শ নামে চিনে৷
আজ আমি শুধু পাইলস নিয়ে আলোচনা করবো৷
পাইলস কি কারনে হতে পারে?
°পানি কম পরিমাণ পান করার কারনে৷
° শাক সবজি ও অন্যান্য আঁশযুক্ত খাবার কম খাওয়ার কারনে
°যাদের দীর্ঘদিন থেকে কোষ্ঠকাঠিন্য৷ এমন কি দীর্ঘদিন থেকে পাতলা পায়খানার জন্যেও হতে পারে৷
°মাংশ জাতীয় খাবার(আমাদের দেশের জন্য বিশেষ বিশেষ করে গরুর মাংস) অতিরিক্ত ফাস্ট ফুড,এবং চর্বি জাতীয় খাবার খাওয়া।
°যাদের ওজন স্বাভাবিক এর তুলানায় বেশি৷
°মহিলাদের গর্ভাবস্থার কারনে৷
°পায়খানার সময় অতিরিক্ত মলদ্বারে চাপ দেয়া।
°বংশগত পাইলস এর সমস্যা থাকলে৷
°যারা Weight bearing (ভারী কাজ) অথবা দীর্ঘ সময় দাড়িয়ে কাজ করেন৷
°সময় মত মল ত্যাগ না করা অথবা মল আটকিয়ে রাখা৷
ইত্যাদি কারণ৷
পাইলস এর লক্ষন সমূহঃ
°পায়খানার সময় রক্ত যাওয়া( সাধারণত ব্যাথা হীন রক্ত যাওয়া)
°মলত্যাগ এর সময় মলদ্বার দিয়ে কোনো ফোলা বাইরে বের হয়ে আসা৷
°মলদ্বারে অস্বস্তি ভাব অথবা জ্বালাযন্ত্রণা বা চুলকানি হওয়া।
° অনেক ক্ষেত্রে বাইরে বের হয়ে আর ভিতরে না ঢুকে তীব্র ব্যথা হতে পারে( Thrombosed piles)
পাইলস রোধ করার জন্য আমাদের কি করতে হবে?
°পানি বেশি পান করতে হবে৷
° পায়খানা নরম রাখতে হবে৷ আর এ জন্য
শাক সবজি বেশি খেতে হবে৷ এবং ,মাংশএবং চর্বিযুক্ত খাবার কম খেতে হবে৷
°অতিরিক্ত মসলাদার খাবার এবং ফাষ্টফুড কম খেতে হবে৷
°বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করা যাবেনা৷
° মল আটকিয়ে রাখা যাবেনা৷ সময় মতো নিয়মিত মলত্যাগ করতে হবে৷
° শরীরের অতিরিক্ত ওজন কমাতে হবে৷
পাইলস এর অপচিকিৎসা নিয়ে কিছু কথাঃ
আমি আমার প্রেক্টিস লাইফে প্রায়ই পাইলসের অপচিকিৎসার রোগী পায়৷ যেমন বিভিন্ন কবিরাজি ওষুধ খাওয়া অথবা বিভিন্ন কেমিক্যাল এবং এসিড জাতীয় পদার্থ দিয়ে মলদ্বার পুড়িয়ে ফেলা৷ যার ফলে রোগীদের অনেক কষ্ট সহ্য করতে হয়৷ এমন কি এসব ব্যাবহার এর ফলে মলদ্বারে পচন,অনেক ব্যাথা করা এবং দুর্গন্ধ সৃষ্টি হয়৷ আবার অনেকের মলদ্বার একেবারে চিকন হয়ে যায় যার ফলে মলত্যাগ এ খুবই কষ্ট হয়৷ আবার অনেকের মলদ্বার এর স্ফিংটার নষ্ট হয়ে পায়খানা আটকাতে পারেনা৷
এরকম অপচিকিৎসা নিয়ে আসলে পরবর্তীতে
এসব রোগীকে চিকিৎসা দিয়ে ভালো করতে আমাকে অনেক বেগ পেতে হয়৷ এবং রোগীর ও দীর্ঘমেয়াদি চিকিৎসা লাগে এবং রোগীর ভোগান্তিও অনেক বেড়ে যায়৷
তাই দয়া করে এসব অপ চিকিৎসা নিবেন না৷
মনে রাখবেন সব পাইলসই অপারেশন এর দরকার হয়না৷
প্রাথমিক অবস্থায় আসলে ওষুধের মাধ্যমেই ভালো হওয়া সম্ভব৷ আপনার অসুখ জটিল করবেন না৷
আর একটা কথা সব সময় মনে রাখবেন আপনি যতদিন বেচে থাকবেন ততোদিনই কিন্তু আপনাকে মলত্যাগ করতে হবে৷ আর মলদ্বার কিন্তু আপনার একটাই৷আর মলত্যাগ এ সমস্যা হলে কোনো কাজে মন বসাতে পারবেন না৷ কাজেই মলদ্বারের যত্ন নিন৷
আপনার সুস্থতা কামনা করছি৷
Ahsanul Habib
ডা.আহসানুল হাবিব( আসলাম)
এমবিবিএস ;এফসিপিএস(সার্জারী)
সার্জারী বিশেষজ্ঞ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল৷