Dr. Ruksana Akter - PT

Dr. Ruksana Akter - PT Assistant Professor & Principal (Acting), Mymensingh College of Physiotherapy & Health Sciences, Senior Consultant- BRSP
(1)

03/12/2025

ময়মনসিংহে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য— “প্রতিবন্ধিত......

হোক সামান্য, হোক অতি ক্ষুদ্র , তবুও পাশে আছি ॥এক চিলতে আলো জ্বালিয়ে , আলোকিত করতে চাই ,তোমার পৃথিবী ॥
03/12/2025

হোক সামান্য, হোক অতি ক্ষুদ্র , তবুও পাশে আছি ॥
এক চিলতে আলো জ্বালিয়ে , আলোকিত করতে চাই ,
তোমার পৃথিবী ॥

03/12/2025

৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস,
এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস , ২০২৫ উপলক্ষে , পৃথিবীর সকল সম্মানীত প্রতিবন্ধী ব্যক্তিদের জানাই - সুন্দর জীবনের বার্তা ,শুভেচ্ছা আর শুভকামনা।
একই সাথে , ধন্যবাদ জানাই সম্মানিত সকল পেশাজীবিদের যারা তাদের মেধা, পরিশ্রম আর স্বপ্ন দিয়ে একটু একটু করে আলেকিত করে চলেছেন তাদের পৃথিবী ।

প্রতিবন্ধীতা নয়, জয় করতে চাই জীবনকে । চাই স্বচলতা , চাই স্বনির্ভরতা , চাই কথা বলার স্বক্ষমতা॥

আমিও একইভাবে তোমাদের সাথে, একটু আলোর “কূপি বাতি “জ্বালিয়ে রেখে যেতে চাই পৃথিবীর একটি কোণে । অন্তত একজন মানুষ যেনো , সেই আলোর দেখা পায় । সেই প্রত্যাশায় প্রতিদিন

26/11/2025

✨ কোমর ব্যথায় কষ্ট পাচ্ছেন?
সঠিক যত্ন আর নিয়মিত ব্যায়ামেই মিলবে স্থায়ী সমাধান! 💪

✔ সঠিক পোসচার বজায় রাখুন
✔ হালকা স্ট্রেচিং করুন
✔ ভারী জিনিস তোলা avoid করুন
✔ নিয়মিত ফিজিওথেরাপি নিন

🏥 আজই যোগাযোগ করুন — বিশেষজ্ঞ ফিজিওথেরাপি সেবায় আমরা আছি আপনার পাশে।

23/11/2025

আমরা মানুষ — আমাদের ভিতরে দুঃখ-কষ্ট থাকবেই, এটাই স্বাভাবিক।
কিন্তু এই sadness-কে এমন জায়গায় নিতে নেই, যেখানে তা ডিপ্রেশনে পরিণত হয়।

20/11/2025

“শব্দহীন কান্না “
যেখানে গল্পের শুরু, যেখানে মায়ের ভেতরের শব্দহীন যুদ্ধ শুরু ॥

চলুন বদলে যাই, সমাজের প্রতিটি মানুষের মাঝে সচেতনতা গড়ে তুলি, মায়ের হাতটিকে আরও প্রসারিত করি- সাহসী করে তুলি ॥
একজন “মা”, একটি পৃথিবী ॥

🎉🎓 চূড়ান্ত পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ সকল স্নাতক ফিজিওথেরাপি চিকিৎসককেময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স...
19/11/2025

🎉🎓 চূড়ান্ত পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ সকল স্নাতক ফিজিওথেরাপি চিকিৎসককে
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! 💐
আপনাদের কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা ও একাগ্রতা আজ সফলতার আলোয় উদ্ভাসিত।
আগামীতে আরও বড় অর্জনের পথে আপনাদের জন্য রইলো অনন্ত শুভকামনা। 🌟

19/11/2025

🩺 ফিজিওথেরাপি vs অকুপেশনাল থেরাপি vs স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি 🗂️

ফিজিওথেরাপি: শরীরের মুভমেন্ট ও পেইন রিলিফের জন্য 💪

অকুপেশনাল থেরাপি: দৈনন্দিন কাজকর্ম সহজ করার জন্য 🏠

স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি: কথা বলা ও ভাষা শেখার উন্নতির জন্য 🗣️

আপনি কোন থেরাপিতে আগ্রহী? 🤔

17/11/2025

😴 আপনার কি পর্যাপ্ত ঘুম হচ্ছে না?
দিন দিন মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে? কাজে মনোযোগ দিতে পারছেন না?

👉 এসব থেকে মুক্তি পেতে হলে সঠিক নিয়মে Exercise করুন এবং বজায় রাখুন Proper Sleeping Routine।

✨ Healthy Sleep = Healthy Mind & Better Productivity

14/11/2025

🎓🩺 Physiotherapist এর চাকরির সুযোগ কোথায়?
ফিজিওথেরাপি শুধু একটি পেশা নয়—এটি আধুনিক স্বাস্থ্যসেবার একটি অপরিহার্য শাখা।
দেশ–বিদেশে দক্ষ Physiotherapist দের জন্য রয়েছে বিস্তৃত ও স্থায়ী কর্মসংস্থান:

🏥 হাসপাতাল ও ক্লিনিক
🧑‍⚕️ রিহ্যাবিলিটেশন সেন্টার
🏋️‍♂️ জিম ও ফিটনেস সেন্টার
🏠 হোম কেয়ার ও কমিউনিটি কেয়ার সার্ভিস
🤸‍♀️ স্পোর্টস টিম ও স্পোর্টস মেডিসিন ইউনিট
🏫 বিশেষ শিশু বিদ্যালয় ও থেরাপি সেন্টার
🏢 এনজিও ও হেলথ প্রজেক্ট
✈️ বিদেশের হেলথ ও রিহ্যাব সেক্টর

ফিজিওথেরাপি এমন একটি ক্যারিয়ার যেখানে দক্ষতা, মানবিকতা এবং আপডেটেড জ্ঞানের মাধ্যমে গড়ে ওঠে শক্তিশালী ভবিষ্যৎ। 🌟

10/11/2025

💡 Proper Referral System কেন এত জরুরি আমাদের সবার জন্য?
একজন রোগী যেন সঠিক সময়ে সঠিক চিকিৎসা পান — সেটা নিশ্চিত করার মূল চাবিকাঠি হলো একটি Proper Referral System 🏥
👉 এতে রোগী দ্রুত সঠিক বিশেষজ্ঞের কাছে পৌঁছাতে পারেন
👉 সময় ও খরচ দুটোই কমে
👉 চিকিৎসা হয় আরও নির্ভুল ও কার্যকর

🌿 ভালো চিকিৎসা মানে শুধু ওষুধ নয়, সঠিক সময়ে সঠিক রেফারেলও!



চাইলে আমি এটাকে আরও ছোট ও আকর্ষণীয় রিল ক্যাপশন বা পোস্ট ডিজাইন টেক্সট হিসেবে সাজিয়ে দিতে পারি — আপনি কোন ভার্সন চান?

Address

26/A Maskanda (Notun Bazar), Mymensinsgh
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ruksana Akter - PT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Ruksana Akter - PT:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram