Medical students

Medical students We are medical students All of future doctors are here

Collectedকিছুকিছু সময় একটি রোগ diagnosis এর জার্নি কতটা দীর্ঘ হতে পারে.... সময়টা আজ থেকে প্রায় চার বছর আগের, ফাইনাল প্রফ...
24/09/2025

Collected
কিছুকিছু সময় একটি রোগ diagnosis এর জার্নি কতটা দীর্ঘ হতে পারে....
সময়টা আজ থেকে প্রায় চার বছর আগের, ফাইনাল প্রফ শেষ করে ইন্টার্নশিপ শুরু করেছি সদ্য। হঠাৎ এই রোগীর কল আসে আমার ফোনে, তিনি আমার একজন কাছের আত্নীয়, ৪০ বছর বয়স্ক নারী without any co-morbidities.

"সাব্বির ফ্রি আছ? আমার বাম হাতের একটা আঙ্গুলে তীব্র ব্যথা হচ্ছে একটু পরপর। সহ্য করতে পারছি না।" কাঁদতে কাঁদতে বললেন, "কী করতে পারি আমি?"

ব্যথার স্থায়িত্ব এক থেকে দুই সেকেন্ড, ব্যথার location - lateral side of the tip of left middle finger. ঠান্ডা পানি কিংবা কাজ করার সময় ঐ আঙ্গুলে হঠাৎ চাপ লাগলে Electric shock like pain হয়, which is severe in nature, patient described it as "worst pain ever in her life!"

যারা অভিজ্ঞ তারা হয়তো রোগটি ইতিমধ্যে ধরে ফেলেছেন। তবে আমি একদমই বুঝে উঠতে পারছিলাম না তখন। কথায় আছে না, what your mind doesn’t know, your eyes can't see it. তাই দেরি না করে সাথে সাথে কল দেই, তখনকার সময়ের আমাদের মেডিকেলের (CMC) মেডিসিন ওয়ার্ড-১৪ এর one of the most serious & genius fcps ট্রেইনী ডা. মহিউদ্দিন ভাইকে। সব বললাম উনাকে। ভাই বললেন,

"না দেখে বলা তো মুশকিল, তবে আমার মনে হচ্ছে critical limb ischemia. দেরি না করে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আয়, duplex study করা লাগতে পারে"

💦পর্ব ১:
পরদিন সকালে রোগীকে কুমিল্লা থেকে চট্টগ্রামে নিয়ে আসি। বলে রাখা ভালো, সম্পূর্ণভাবে বিশ্রামে থাকায় সেই রাতে ঐ বিভৎস pain attack আর হয়নি। আমি এর মধ্যে মেডিসিনের কয়েকজনের সাথে আলাপ করতে থাকি। বিস্তারিত সব শুনে তাদের কারো পরামর্শ- নিউরোলজির মতামত নেওয়ার জন্য আবার কারো পরামর্শ রিউমাটোলজির।

রোগী আসার পর তাকে নিয়ে চলে গেলাম শেভরনে (pvt), শরণাপন্ন হলাম নিউরোলজির একজন কনসালট্যান্টের, স্যার বিভিন্ন রকমের examination করে neuropathic pain ধরে ট্রিটমেন্ট দিয়ে এক মাস পর দেখা করতে বলেন আবার।
এরপর গেলাম রিউমাটোলজিস্টের কাছে। স্যার জিজ্ঞেস করলেন, গরম বা ঠান্ডার সাথে ব্যথার কোন সম্পর্ক আছে কিনা কিংবা যখন হাতে ঠান্ডা পানি লাগে তখন আঙ্গুলের কালার চেঞ্জ হয় কিনা। Relevant আরো কিছু examinations & query করে স্যার নিশ্চিত হলেন এটা Raynaud's না, even এটা rheumatological কোন case-ই না, বলে মতামত দেন এবং পূর্ববর্তী prescription ফলো করতে বলেন।
And btw, এর মাঝে baseline সকল investigations সব করা হয় which revealed NOT A SINGLE ABNORMALITIES.

এর মাধ্যমেই শেষ হয় চট্টগ্রাম পর্ব। সেই ঔষধগুলো খেয়ে রোগী কিছুদিন মোটামুটি ভাল থাকলেও, পরবর্তীতে প্রায়ই সেই এটাক উঠতে থাকে। রোগীর daily activities ভালোভাবেই ব্যাহত হতে থাকে। Neuropathic pain এর জন্য দেওয়া ঔষধ (pregabalin, amitriptyline) তেমন কোন কাজেই আসছিল না। সেই অসহ্য ব্যথার সাথেই বাস তার। এর মাঝে একদিন কুমিল্লাতে ফিজিক্যাল মেডিসিনের একজন কনসালট্যান্ট দেখাই, he diagnosed it as "SOMATOFORM PAIN DISORDER" and prescribed CARBAMAZAPIN. খেয়ে কিছুদিন সামান্য ভালো ফিল করলেও ultimately লাভ হয়নি কোনো।

এভাবেই চলে যায় কয়েক বছর।

💦পর্ব ২
এর মাঝে আমি ঢাকা মেডিকেলে fcps ট্রেইনিং শুরু করি। এটা নিয়ে পড়াশোনা করতে থাকি কিন্তু কোন clue খুজে পাইনা। আসলে মেডিসিন লাইনে যেসব বই আমরা পড়ি সেখানে এ ধরনের presentations এর সাথে যায় এমন রোগ পাচ্ছিলাম না খুব একটা। রোগীকে ঢাকায় নিয়ে আসি। রোগটা কী- সেটা আবিষ্কার না করে শান্তি পাচ্ছিলাম না।

কল দিলাম, DMC নিউরোলজিতে কর্মরত (ব্যাচমেট) ডা. রায়হানকে। রোগীসহ গেলাম ওর কাছে, কেইসটা নিয়ে ডিসকাশন করতে। Detailed history নেওয়া শুরু করলাম দুজন মিলে।

**জয়েন্টে কোন deformity আছে কিনা? দেখা গেল উনার হাতের দুইটা আঙ্গুল palmar surface বরাবর কিছুটা বেঁকে আছে। মাথায় আসলো, is it swan neck deformity due to Rheumatoid Arthritis (RA)?
কিন্তু RA তে এমন এক-দুই সেকেন্ডের ব্যথা কখনোই হয়না। রায়হান বললো Palindromic RA তে এমন Short duration এর episodic pain হতে পারে। বই খুলে দেখলাম it’s true. তবে সেই short duration এর স্থায়িত্ব এক-দুই সেকেন্ড নয়, hours to days....
তাছাড়া RA তে distal phalanges এর involvement তেমন হয়না। সুতরাং RA বা Palindrome RA পুরোপুরি মিলছে না। তবুও আমরা সিদ্ধান্ত নিই RA exclude করার জন্য RF, anti-CCP, CRP এগুলো করাবো।

**Patient এর back pain আছে কিনা জিজ্ঞেস করায়, বললো মাঝেমধ্যে হয়। কোন uveitis বা enthesitis নাই। আঙ্গুলে কোন ফোলা নেই, তবে যখন বেশি ব্যথা হয় তখন নাকি ফুলে উঠে মাঝেমধ্যে। So dactylitis ও বলা যাচ্ছে না ওইভাবে। তাও মিলানো যেহেতু যাচ্ছে না আমরা সিদ্ধান্ত নিই HLA-B27 করার to exclude Ankylosing spondylitis.

**Patient এর psoriasis এর কোন family history নেই। Psoriatic arthritis বলার জন্য যেই criteria ফলো করা হয় (CASPAR criteria), সেটাও যাচ্ছে না এই রোগীর সাথে।

এভাবেই অন্ধকারে ছুটোছুটি চলছিল। যাইহোক কথা বলতে বলতে Neurology তে মর্নিং রাউন্ড শুরু হয়ে যায়, সেদিন রাউন্ড দিচ্ছিলেন নিউরোর সহযোগী অধ্যাপক ডা. রিয়াজ মাহমুদ স্যার। যেহেতু রাউন্ড শুরু হয়ে গেছে, আমি এর মধ্যে চলে যাই আমাদের Rheumatology clinic এ, ভাবলাম তাদের একটা opinion নিই। ম্যাডাম সব শুনলেন, examine করলেন। Definitive কিছু না পেয়ে ম্যাডামও সেই investigation গুলো দিলেন যেগুলো আমরা ভাবছিলাম।

স্বাভাবিকভাবেই মানসিকভাবে সন্তুষ্ট হতে পারছিলাম না। কারণ রোগীর presentations এর সাথে এসব রোগ তেমন যাচ্ছিলো না। এর মাঝে হঠাৎ বন্ধু রায়হানের কল...

"সাব্বির এখনই স্যারের রুমের সামনে রোগীসহ যাও, আমি স্যারকে সব বলেছি, স্যার নামায শেষ করে রুমে যাবেন কিছুক্ষণের মধ্যে।"

তৎক্ষনাৎ চলে গেলাম স্যারের রুমের সামনে। স্যার এসে বললেন, "তোমার রোগী কই? উনার রোগ তো আমি ধরে ফেলেছি!"

স্যার ফোন দিয়ে সকল ট্রেইনি ও রেসিডেন্টদের (১০-১২ জন) স্যারের রুমে ডাকলেন। Examine করতে বললেন সবাইকে এবং definitive diagnosis জিজ্ঞেস করলেন। কিছু DD ছাড়া কারোই মাথায় definitive কিছু আসছিল না।
স্যার আশ্বস্ত করে বললেন, মাথায় না আসারই কথা এবং বললেন উনার ৩০ বছরের মেডিকেল লাইফে এটা উনার চতুর্থ কেইস। বিরল এই কেইস সম্পর্কে উনি প্রথম জানতে পারেন রিউম্যাটোলজি লিজেন্ড ডা. আতিক স্যারের সাথে কাজ করার সময়। আমাদের নেইল ব্যাডের নিচে যেই capillaries থাকে, তাকে ঘিরে থাকা smooth musles এর অতি ক্ষুদ্র একটি টিউমার এটি। যার symptoms হলো- very sharp, electric shock like pain triggered by cold or pressure and that disease is called "GLOMUS TUMOR", neuroma is an important dd here.

আমি স্তব্ধ হয়ে গেলাম শুনে! গত চার বছরে এই কেইসটা নিয়ে এই প্রথম কেউ এমন কিছু বললো যেটা শুনে আমি পুরোপুরি convicted হলাম।

স্যার রোগীকে রেফার করলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. তানভীর আহমেদ স্যারের কাছে। চার বছরের পুরো জার্নি স্যার শুনলেন আর একটু আক্ষেপ করেই বললেন, "আমরা যদি রোগীটিকে যথাসময়ে সঠিক জায়গায় রেফার করতে পারলাম তাহলে উনাকে হয়তো এতদিন ধরে এই কষ্ট সহ্য করতে হত না।" তবে এটা যেহেতু very rare disease (1 in 1.3 million), তাই অধিকাংশের এটা নিয়ে ধারণা না থাকাই স্বাভাবিক। যাইহোক স্যারও বললেন এটা GLOMUS TUMOR and surgical excision is the treatment of choice.

কিন্তু অপারেশনের আগে expert কোন Radiologist এর আন্ডারে MRI করতে হবে আঙ্গুলের। স্যারের পরামর্শে MRI করাই DMC Radiology and Imaging department এর হেড প্রফেসর ডা. আরএন সরকার রবিন স্যারকে দিয়ে। সেখানেও বিপত্তি, টিউমার ধরা পরছিল না। পরে contrast দেওয়ায় অবশেষে ধরা পরে ছোট্ট এই notorious টিউমার (ছবিতে আছে)।

আজ এক মাস হলো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে উনার অপারেশন হলো, ডা. তানভীর আহমেদ স্যারের মাধ্যমে। যেই রোগী ঢাকায় এসে বলেছিলেন আমি যেন তার আঙ্গুল কেটে ফেলার ব্যবস্থা করে দিই, সেই রোগীই আমাকে ফোনে জানিয়েছেন, তিনি আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ এবং সকল কাজ একা করতে পারছেন কোন প্রকার সমস্যা ছাড়াই।

এক কেজি সয়াবিন থেকে সর্বোচ্চ ২০০ মিলি তেল পাওয়া যেতে পারে। কিন্তু সয়াবিন মেশিনে ঢোকানোর আগে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে...
13/09/2025

এক কেজি সয়াবিন থেকে সর্বোচ্চ ২০০ মিলি তেল পাওয়া যেতে পারে। কিন্তু সয়াবিন মেশিনে ঢোকানোর আগে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে নেওয়া হয়। ফলস্বরূপ এক কেজি সয়াবিন (+কেমিক্যাল) থেকে মোটামুটি এক লিটার তেল পাওয়া যায় (যেটা আসলে ভোজনযোগ্য তেল নয়, কেমিক্যালের মিশ্রণ)। যদি শুধুমাত্র সয়াবিন থেকে তেল বের করে বাজারজাত করা হতো, সেক্ষেত্রে প্রতি লিটারের মূল্য হতো কয়েক হাজার টাকা।

একইভাবে এক লিটার ভেজিটেবল অয়েল তৈরি করতে এক মিনি ট্রাক শাক-সবজি দরকার- যার বাজার মূল্য অর্ধ লক্ষাধিক টাকা।

আখের রস থেকে গুড় বানালে যে দাম হয়, বাজারে তার চাইতে সস্তায় সাদা চকচকে (কেমিক্যাল যুক্ত) চিনি পাওয়া যায়!

কিভাবে সম্ভব?!? আসলে ভোগ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে ঘটছে-টা কী?

কনজিউমারিজম আপনাকে সস্তায় সয়াবিন তেল, রিফাইন্ড চিনি, প্রসেসড চাল, রিফাইন্ড আটা ইত্যাদি খাওয়াচ্ছে বটে, কিন্তু হেলথ কেয়ার-এর নামে সুদে-আসলে লাভ তুলে নেওয়া হচ্ছে..!

সয়াবিন তেল, চিনি, পলিশড চাল, ময়দা- এসব খাবার উচ্চমাত্রায় প্রক্রিয়াজাত এবং পুষ্টিহীন। আর এগুলোই বাজারে সবচেয়ে সস্তা ও সহজলভ্য। কারণ এগুলো বিপুল পরিমাণে উৎপাদন, ট্রান্সপোর্টেশন ও স্টোরেজ করা সহজ। অনেক সময় সরকারি ভর্তুকি থাকে। আবার কর্পোরেট লবিং সরকারের খাদ্য-নীতি প্রভাবিত করে (যেমন রিফাইন্ড ভোজ্যতেলের আমদানি বাধ্যতামূলক করা)।

ভোজন-রসিক মানুষ এগুলো বেশি বেশি খেয়ে দীর্ঘমেয়াদে ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, স্থূলতা, হরমোনাল সমস্যা, ক্যান্সার ইত্যাদি রোগে আক্রান্ত হয়। আর এখানেই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির লাভের খেলা!

আপনি যখন ওইসব সস্তা অখাদ্যের কারণে অসুস্থ হন, তখন আপনাকে যেতে হয় হেলথ কেয়ার সিস্টেমে। সেখান থেকে চিকিৎসা, ওষুধ, ল্যাব টেস্ট, সার্জারি ইত্যাদির মাধ্যমে দীর্ঘমেয়াদি মুনাফা উঠে আসে। কেননা সেখানে রোগ নিরাময় না করে উপশমের ব্যবস্থা করা হয় যেন রোগী আজীবন অসুস্থ থাকে। ইনসুলিন, রক্তচাপ বা কোলেস্টেরল কমানোর ড্রাগসের বেশিরভাগই আজীবন খাওয়ার জন্য নকশাকৃত!

Consumer capitalism মানুষকে প্রথমে সস্তা খাবারে অভ্যস্ত করে, তারপর তাদের অসুস্থতাকে পুঁজি করে মূল লাভটা উসুল করে নেয়। এজন্যই আপনি বাজারে সয়াবিন তেল, চিনি, পলিশড চাল, ময়দা এসব সস্তায় পান। অন্যদিকে Whole food বা অপ্রক্রিয়াজাত প্রাকৃতিক খাবার (যেমন লাল চাল, ঘানির তেল, দেশি ফলমূল, শাকসবজি, লাল আটা, গুড় ইত্যাদি)-এর দাম তুলনামূলক বেশি (এখানে তো profit cycle নেই)!

সস্তা, অস্বাস্থ্যকর, উচ্চ প্রক্রিয়াজাত খাদ্য দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা, গ্যাস্ট্রিকের কারণ হয়ে জনস্বাস্থ্যের অবনতি ঘটায়। মানুষ অসুস্থ হলে ফার্মা কোম্পানিগুলো ওষুধ/চিকিৎসা সরবরাহ করে। ক্রনিক রোগের চিকিৎসা চলে আমৃত্যু। এদেশে শুধু গ্যাস্ট্রিকের ওষুধের বাজারই বছরে ১২,০০০+ কোটি টাকার!

লোকাল জায়ান্ট গ্রুপগুলো সমান্তরালভাবে ফুড, ফার্মা, হাসপাতালে বিনিয়োগ করেছে.. ফুড ডিভিশন অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রি করে রোগ সৃষ্টি করে, ফার্মা ডিভিশন তা ম্যানেজ করে মুনাফা কামায়!

যারা প্রক্রিয়াজাত খাদ্যপণ্য consume করছে, এরাই কিছুদিন পর কর্পোরেশনগুলোতে রোগীর জোগান দেবে। সাধারণ মানুষ তো আর ফুড-ফার্মা কমপ্লেক্স-এর ইনভেস্টমেন্ট সাইকেল বোঝে না?

সস্তা খাদ্যপণ্য গরিব, মধ্যবিত্ত, অসচেতন মানুষদেরকে আকৃষ্ট করে। দীর্ঘমেয়াদে তাঁদের চিকিৎসা ব্যয়ে দারিদ্র্য বাড়ে (শুধুমাত্র চিকিৎসা সেবা গ্রহণ করতে গিয়ে বাংলাদেশে প্রত্যেক বছর সাড়ে ৫২ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছেন)!

সস্তার খাবার আর হাসপাতালের বিল একই কর্পোরেটের হাতে। এই চক্র ভাঙতে ভোক্তা সচেতনতা আর নীতিগত হস্তক্ষেপ (যৌথ প্রয়াস) প্রয়োজন। আপনি সস্তা খাবারের প্রলোভন এড়িয়ে স্থানীয়, ঐতিহ্যবাহী, অপ্রক্রিয়াজাত, পুষ্টিকর খাদ্য বেছে নিন। এটাই হোক হোক কর্পোরেট লাভ চক্রের ফাঁদ ভাঙার প্রথম পদক্ষেপ..!
©

09/07/2025

What made you decide to become doctor?









আপনার একটা ভুল টানে বাচ্চার হাত ডিসলোকেট হতে পারে 😢 জানুন 'Pulled Elbow' সম্পর্কেএকটি ছোট শিশুকে হাত ধরে টেনে বা তুলে নে...
01/06/2025

আপনার একটা ভুল টানে বাচ্চার হাত ডিসলোকেট হতে পারে 😢 জানুন 'Pulled Elbow' সম্পর্কে

একটি ছোট শিশুকে হাত ধরে টেনে বা তুলে নেওয়ার সময় সাবধান থাকতে হবে। "নার্সমেইডস এলবো" বা "পুল্ড এলবো" হলো এমন একটি অবস্থা, যখন শিশুর কনুই হঠাৎ টানা, টানাটানি, ঝাঁকুনি বা দোলানোর কারণে স্থানচ্যুত (dislocate) হয়ে যায়।

#শিশুর_যত্ন #মা_বাবার_সচেতনতা

খুবই বিরল একটি ছবি। যারা ১৬ সপ্তাহ পরেও এ্যাবোরেশন করতে চান তাদের জন্য। একটি এক্টোপিক গর্ভাবস্থা থেকে বের করা প্রায় ৯ স...
25/05/2025

খুবই বিরল একটি ছবি। যারা ১৬ সপ্তাহ পরেও এ্যাবোরেশন করতে চান তাদের জন্য।
একটি এক্টোপিক গর্ভাবস্থা থেকে বের করা প্রায় ৯ সপ্তাহেরও বেশি বয়সী ভ্রূণ!!

এভাবে সম্পূর্ণ শরীরকে অক্ষত অবস্থায় দেখার সুযোগ পাওয়া একটি বিরল ঘটনা। এমনকি বের করার সময় তার হাতের কিছু ছোটখাটো নড়াচড়াও! কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হওয়ার পর সে চিরতরে চুপ হয়ে যায়..!

" পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন,,,তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে "

©

সা*ন্ডা-লিনা...🙃কফিলের রূপচর্চায় আভিজাত্য!😐🙂
19/05/2025

সা*ন্ডা-লিনা...🙃
কফিলের রূপচর্চায় আভিজাত্য!😐🙂

যারা শিশুকে ঘনঘন এ্যান্টিবায়োটিক দিচ্ছেন🤷‍♀️,পোস্ট টা তাদের জন্য। এ্যান্টিবায়োটিক শিশুদের জন্য খুব ক্ষ*তিকর হতে পারে কিছ...
26/04/2025

যারা শিশুকে ঘনঘন এ্যান্টিবায়োটিক দিচ্ছেন🤷‍♀️,পোস্ট টা তাদের জন্য।
এ্যান্টিবায়োটিক শিশুদের জন্য খুব ক্ষ*তিকর হতে পারে কিছু গুরুত্বপূর্ণ কারণে:
1. গাট ফ্লোরা নষ্ট করে😞: এ্যান্টিবায়োটিক শুধু খা*রাপ ব্যাকটেরিয়া নয়, উপকারী ব্যাকটেরিয়াও মেরে ফেলে। বাচ্চাদের অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়া তাদের হজম ও ইমিউন সিস্টেম গঠনে সাহায্য করে।

2. ইমিউন সিস্টেম দুর্বল করে😞: ঘন ঘন এ্যান্টিবায়োটিক খাওয়ালে শিশুর শরীর নিজে থেকে জীবাণুর সঙ্গে লড়ার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে যেকোনো স্বাভাবিক অসুখ ও বাচ্চার সহজে ঠিক হয়না।
3. ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি হয়😞: অপ্রয়োজনে বা অসম্পূর্ণ ডোজে এ্যান্টিবায়োটিক দিলে ব্যাকটেরিয়া ধীরে ধীরে ওই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। পরবর্তীতে সিরিয়াস সংক্রমণ হলেও ওষুধ কাজ না-ও করতে পারে। ইদানিং অনেক শিশু পাওয়া গিয়েছে, যাদের শরীরে ৬-৭ ধরনের এ্যান্টিবায়োটিক এখন আর রেসপন্স করে না।যার ভয়া*বহতা আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন।
4. পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে😞: যেমন ডায়রিয়া, বমি, অ্যালার্জি, স্কিন র‍্যাশ ইত্যাদি। কিছু শিশুদের ক্ষেত্রে মারাত্মক রিঅ্যাকশনও দেখা যায়।
5. ব্রেইন ডেভেলপমেন্টে প্রভাব😞: গবেষণায় দেখা গেছে, জীবনের শুরুতে অপ্রয়োজনীয় এ্যান্টিবায়োটিক ব্যবহারে নিউরোডেভেলপমেন্টাল ইস্যু (যেমন মনোযোগের ঘাটতি, আচরণগত সমস্যা) বাড়ার সম্ভাবনা থাকে।

তাই কী করণীয়?💁‍♀️

👶শুধুমাত্র যখন ডাক্তার পরামর্শ দেন তখনই এ্যান্টিবায়োটিক দিন।( ডাক্তারদের কাছে অনুরোধ হুটহাট এ্যান্টিবায়োটিক ধরিয়ে দেবেন না, আপনারা সচেতন হলে সমস্যা সমাধান খুব ভালো ভাবে সম্ভব)

👶ভাইরাল ইনফেকশনে (যেমন সর্দি, কাশি, জ্বর) সাধারণত এ্যান্টিবায়োটিক দরকার হয় না।

👶পুরো কোর্স শেষ করুন – মাঝপথে বন্ধ করলে সমস্যা।
দয়াকরে সচেতন হবেন।
আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।
ধন্যবাদ

03/02/2025

Eating healthy foods can help you stay healthy by keeping your skin, teeth, and eyes healthy, and by strengthening your bones and muscles. It can also help you maintain a healthy weight and lower your risk of chronic diseases like heart disease, type 2 diabetes, and some cancers.

23/01/2025
18/01/2025

Friday hangout ✌️✌️✌️

18/01/2025

Friday Hangout

📌স্ত্রীকে কেন ভালো লাগে না পুরুষের??সকল পুরুষের পড়া উচিত।🙏👇(আমি ১০০% সিওর আপনি যদি আমার এই পোস্টটি পড়েন খুব দ্রুত আপনি ...
01/01/2025

📌স্ত্রীকে কেন ভালো লাগে না পুরুষের??সকল পুরুষের পড়া উচিত।🙏👇(আমি ১০০% সিওর আপনি যদি আমার এই পোস্টটি পড়েন খুব দ্রুত আপনি আপনার wife কে অনেক ভালোবাসবেন)

আমার স্ত্রী দেখতে সুন্দর । তবু কেনো জানি তাকে এখন আর ভালো লাগে না। আমাদের বিয়ে হয়েছে আট বছর হলো। পাঁচ বছর বয়সী একটা মেয়ে সন্তান রয়েছে। 👇

অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই। ফিরি রাত করে। কারণ বাসায় যেতে ইচ্ছে করে না। অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রীর টানে অফিস থেকে বেরিয়ে ছুটতাম বাসার দিকে। অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতাম। ওকে নিয়ে ঘুরতে যেতাম। কী যে ভালো লাগতো স্ত্রীকে তখন!👇

আর এখন ওর দিকে তাকাতে ইচ্ছে করে না। কথা বলতে ইচ্ছে করে না। ও আশেপাশে থাকলে বিরক্ত লাগে। 👇

বাইরে থাকা অবস্থায় ওর ফোন এলে ধরি না। মেসেজ পাঠালে দেখি না। আর বাসায় থাকা অবস্থায় ও কিছু বললে অনাগ্রহের সাথে হু হা করে চুপ করে থাকি। 👇

আর রাতে যদি ও কাছে আসতে চায় আমি রূঢ় ভাষায় বলি, "জ্বালাতন করো না। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে আছি। ঘুমাতে দাও।"👇

আসলে ক্লান্তি ট্লান্তি কিছু না। স্ত্রীকে ভালো লাগে না এটাই মূল কথা। 👇

কেনো এমন হচ্ছে বুঝতে পারছি না। এই সমস্যা যে একা আমার হচ্ছে তা নয়। আমি আরো অনেক পুরুষের মধ্যে এই সমস্যা দেখেছি। তাদের কেউ কেউ স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকীয়া করছে। আমি নিজে এখনো পরকীয়া করি নি। তবে করার দিকে এগিয়ে যাচ্ছি। 👇

কেনো পুরুষেরা একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এটা জানার জন্য আমি যতো পুরুষের সাথে কথা বলেছি তাদের সবার উত্তর ছিলো এরকম, "এটাই তো স্বাভাবিক। এক জিনিস কী আর বেশিদিন ভালো লাগে?"👇

তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয় নি। কারণ এক জিনিস বেশিদিন ভালো না লাগা যদি স্বাভাবিক হতো তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও সেটা হতো। কিন্তু তা তো হচ্ছে না। স্ত্রীরা বিয়ের যতো বছর পরই হোক তারা ঠিকই আগ্রহ নিয়ে স্বামীর সাথে কথা বলতে চায়। ঘুরতে যেতে চায়। মিলিত হতে চায়। 👇

একটা সময় আমার মনে হলো এটা কি পুরুষের কোনো মানসিক সমস্যা? ডাক্তার দেখালে কি ভালো হয়ে যাবে? 👇

আমি দ্বিধান্বিত মনে একদিন গোপনে এক মানসিক ডাক্তারের কাছে গেলাম। 👇

ডাক্তার আমার সমস্যার কথা শোনার পর বললেন, "আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন?"👇

বললাম, "জী করি।"👇

"আল্লাহর একটা নির্দেশের কথা আপনাকে বলবো। যদি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। কোনো ওষুধপত্র লাগবে না। গ্যারান্টি দিচ্ছি।"👇

"কী সেটা?"

"সুরা আন নূরে আল্লাহ বলেছেন, 'হে নবী, পুরুষদের বলে দাও, তারা যেনো নিজেদের দৃষ্টিকে সংযত করে রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাজত করে। এটা তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি'।"👇

এরপর ডাক্তার দৃঢ় কণ্ঠে বললেন, "আল্লাহর এই নির্দেশ আপনি এক মাস পালন করুন। তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন।"👇

সন্দেহ নিয়ে বললাম, "এটাতেই কাজ হয়ে যাবে?"

ডাক্তার হেসে বললেন, "অবশ্যই হবে। তবে আমাকে কথা দিতে হবে আল্লাহর এই নির্দেশ আপনি নিখুঁত ভাবে পালন করবেন। কোনো ফাঁকি দেবেন না।"👇

"কথা দিলাম। ফাঁকি দেবো না। নিখুঁত ভাবে পালন করবো।"👇

শেষে ডাক্তার বললেন, "এক মাস পর আমার কাছে আসবেন।"👇

আসবো কথা দিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরুলাম। চেম্বার থেকে বেরুনোর সময় দেখলাম একটা যুবতী রূপবতী মেয়ে একজন বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে। মেয়েটার দেহ দুর্দান্ত আকর্ষণীয়। আমি লোলুপ দৃষ্টিতে মেয়েটার পুরো অঙ্গের দিকে তাকাতে গেলে আচমকা মনে পড়ে গেলো আল্লাহর নির্দেশের কথা। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম। এবং মাথা নিচু করে হেঁটে চলে গেলাম। এরপর পথে ঘাটে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়তো তবে চোখ সরিয়ে নিতাম। দৃষ্টি নত করে হাঁটতাম।👇

এভাবে দুদিন যাওয়ার পর অনুভব করলাম নারী শরীর দেখার জন্য ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে। কিন্তু তখনো স্ত্রীর প্রতি টান বোধ করি নি। অস্থিরতা দূর করার জন্য মোবাইল হাতে নিলাম। এবং পর্ণ দেখার সিদ্ধান্ত নিলাম। তারপর হস্তমৈথুন করে নিজেকে শীতল করবো।👇

গুগলে পর্ণ ওয়েবসাইটের নাম লিখে সার্চ করার মুহূর্তে আল্লাহর নির্দেশের কথা মনে পড়ে গেলো। সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করলাম। এবং মোবাইল রেখে দিলাম। 👇

এর পরদিনের কথা বলি। আপনাদের বলেছিলাম, আমি পরকীয়া না করলেও পরকীয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ঘটনা হলো, আমার এক বন্ধুর পরিচিত এক মেয়ের সাথে গোপন এক সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছে। মেয়েটি প্রবল যৌন আকর্ষণীয়। ঠিক করেছিলাম মেয়েটিকে নিয়ে কয়েকদিনের জন্য কক্সবাজার থেকে ঘুরে আসবো। আমি যে বিবাহিত এটা মেয়েটিকে বলি নি। 👇

সেই মেয়েটি ঐদিন সন্ধ্যায় ফোন দিলো। আমি তখন অফিস থেকে বেরিয়েছি। ওর ফোন দেখে মনটা খুশিতে ভরে উঠলো। কিন্তু ফোনটা ধরার সময় মনে পড়লো আল্লাহর নির্দেশের কথা। তৎক্ষণাৎ মনকে শক্ত করলাম। এবং ফোনটা ধরলাম না। মেয়েটা যতোবারই ফোন দিলো ধরলাম না।👇

এভাবে দৃষ্টি সংযত রেখে এবং লজ্জাস্থান হেফাজত করে পনেরো দিন কাটানোর পর লক্ষ্য করলাম আমার মাথায় স্ত্রীর ভাবনা ছাড়া আর কিছু কাজ করছে না।

সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের আড্ডায় না গিয়ে উন্মাদের মতো ছুটলাম বাসার দিকে। 👇

বাসায় ঢুকেই ব্যাকুল হয়ে ডাকলাম, "এষা, কোথায় তুমি?"👇

স্ত্রী তখন রান্নাঘরে ছিলো। আমার চিৎকার শুনে দৌড়ে এলো। কারণ স্ত্রীর নাম ধরে বহুদিন ডাকি নি।

ও আশ্চর্য হয়ে বললো, "কী হয়েছে তোমার? ডাকছো কেনো?"👇

সে কথার জবাব না দিয়ে কাঁধ থেকে অফিসের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে স্ত্রীকে ঝট করে পাঁজা কোলে তুলে নিলাম। বিয়ের শুরুর দিকে যেমন করতাম।👇

সে ততোক্ষণে আমার উদ্দেশ্য বুঝে গেছে।

সে লজ্জায় লাল হয়ে বললো, "ছেলেটা ঘুমাচ্ছে। ও জেগে যাবে। কী করো, কী করো?"👇

স্ত্রীকে পাঁজা কোলে করে রুমে যেতে যেতে আচ্ছন্ন স্বরে বলতে লাগলাম, "ভালোবাসি এষা। ভালোবাসি।"

পরদিন ডাক্তারের কাছে গেলাম। 👇

ডাক্তার বললেন, "এখনো তো এক মাস পার হয় নি।"

হেসে বললাম, "সমস্যা দূর হয়ে গেছে। আমি এখন বুঝতে পেরেছি কেনো পুরুষেরা স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে? অতীতের ভুল আর কখনো করবো না।"👇

ডাক্তার বললেন, "স্বাগতম আপনাকে। আপনার সংসারের জন্য আন্তরিক শুভ কামনা রইলো।"

ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে খুশিয়াল গলায় বললাম, "ধন্যবাদ আল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ।"
আমার মনে হয় এই সমস্যাটা শুধু আমার না আমাদের দেশের প্রায় ৯০% পুরুষেরই হয়।

©

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medical students posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram