18/11/2025
৭০ বছর বয়স। প্রোস্টেট বৃদ্ধি এবং সিস্ট হয়ে আছে কিডনিতে। কিডনিতে সহ তার যেই মূত্রনালী ইনফেকশন।
সাথে দীর্ঘদিনের ১০-১৫ বছরের হাঁপানি শ্বাসকষ্ট। এবং তার আলসারও রয়েছে।
গত এক দেড় মাস যাবত ক্যাথেটার পড়েছে এবং অনেক এন্টিবায়োটিকও খেয়েছে।
০৯/১০/২৫ -- GHM 10 দেই। ঐ দিন কয়েক ঘন্টা প্রস্রাব হয় না। GHMR ঘনঘন 10 মিনিট পর পর খেতে, না হলে ক্যাথেটার লাগাতে হবে। কিন্তু ক্যাথেটার লাগানো লাগেনি।
১৫/১০/২৫ - GHM -10 । মোটামুটি প্রস্রাব সবই অনেকটা ভালো আছে শুধু একটু ঘুমের সমস্যা আর 15-20 বছর যাবত ঘুমের ওষুধ খেতে আমি বললাম ঘুমের সমস্যা হলে মাঝেমধ্যে খাবেন। রোগীকে যাবত প্রতিবারই চেম্বারে কয়েকজন ধরে নিয়ে আসতে হতো।
২২/১০/২৫ - এবারে শরীর আর একটু দুর্বল হয়েছে। জন্ডিস হলো কিনা। তেমন কিছু খেতে পারছে না। তবে অন্যান্য কষ্ট ভালো আছে। পায়খানার জন্য অন্যের কথা একবার পারঘেটিভ দেওয়ার পরে আরো বেশি সমস্যা হচ্ছে।
আমি বললাম কারো কথা শুনবেন না সবাই ডাক্তারি করা উচিত নয়। কোন কিছুই হয়নি ওনার দীর্ঘদিন এন্টিবায়োটিক চলা এবং প্রস্রাবের ইনফেকশন । কিডনি সমস্যা , প্রোস্টেট সমস্যার জন্য।
এবং শক্তিশালী ওষুধ দুইটা ডোজ দেওয়ার জন্য শরীর দ্রুত কাজ করতে গিয়ে আয়রন আরেকটু প্রয়োজন হয়েছে আগেই অনেক ঘাটতি ছিল ।
কারো কোন কথা না শুনে আপনার পাশের এলাকায় এলোপ্যাথির জিনিস সবচেয়ে ভালো ডাক্তার তার পরামর্শে আয়রন ইঞ্জেকশন বা ব্লাড দিবেন এবং প্রয়োজনে একটু স্যালাইন দিবেন।
এরপর খুশি মনে আনন্দের সাথে সবাই চলে যায় এবং আয়রন স্বল্পতার জন্য । স্যালাইন এবং ২ ব্যাগ রক্ত দেওয়া হল।
০৩/১১/২৫ -- এবার অনেকটা ভালো আছে শুধু খাওয়ার রুচিটা তেমন নেই। প্রস্রাবে মনে হয় একটু সুগার যায়। GHM 12
১৮/১১/২৫-- GHMR ছাড়াই ৬ দিন । সমস্যা ৯০-৯৫% ভাল। রোগী একাকী হেঁটে আসলো চেম্বারে।
No Medicine। বলা হলো কোন ওষুধ ছাড়াই থাকেন যদি কোন কিছু সমস্যা দেখা দেয় কখনো তখন আসবে। আর কোথাও হোমিও ঔষধ আছে সেখানে যাবেন না এটাই নিষিদ্ধ।
(আরেকটা ছোট্ট বাচ্চাকে সাথে নিয়ে এসেছে। চর্মরোগ এবং ইনফেকশনে এলোপ্যাথি দেখিয়েও কোন কিছু উন্নতি হচ্ছে না। আমি বললাম দুধের বাচ্চা ,বাচ্চা এবং মা দুজনের চিকিৎসা করতে হবে। এবং আলাদা আলাদা তাদের খরচ লাগবে। আগামীকাল বাচ্চার মাসহ আসবে ইনশাআল্লাহ । কারণ আজকে বাচ্চাকে তার দাদীর সাথে পাঠিয়েছিল)
GHM -12 ইনশাআল্লাহ দ্রুত রোগ আরোগ্য করবে।
মাত্র ১ মাসে সকল ঔষধ মুক্ত আরোগ্য। অসাধারণ জেনেটিক হোমিওপ্যাথি। রোগী খুবই খুশি যখন বলা হল কিছুদিনের পূর্ণাঙ্গ সুস্থতা আসবে কোন ঔষধ ছাড়াই ইনশাআল্লাহ। রোগী খুব খুশি। no Medicine
হয়ত প্রথমেই GHM-12 দিলে ২-৩ সপ্তাহে ঔষধ মুক্ত করা সম্ভব হত। এত দ্রুত কোন প্যাথিতে সম্ভব না। যেখানে প্রতিটা ডাক্তারি বলেছে অপারেশন করা বাধ্যতামূলক। আর এই বয়সে অপারেশন করাও আরো ভয়ানক ব্যাপার। এটাই জেনেটিক হোমিওপ্যাথি মিরাক্কেল।
এভাবেই জেনেটিক হোমিওপ্যাথি ইনশাআল্লাহ ধাপে ধাপে আরও আপডেট হবে এবং আমাদের যে স্বপ্ন সেটার দিকে এগিয়ে যাবে।
সুন্দর পৃথিবীর খোঁজে, সুন্দর পৃথিবীর জন্য,
Genetic homeopathy.