Hashina Genetic homeopathic clinic 05

Hashina Genetic homeopathic clinic 05 MD.sirajul Islam

18/11/2025

৭০ বছর বয়স। প্রোস্টেট বৃদ্ধি এবং সিস্ট হয়ে আছে কিডনিতে। কিডনিতে সহ তার যেই মূত্রনালী ইনফেকশন।
সাথে দীর্ঘদিনের ১০-১৫ বছরের হাঁপানি শ্বাসকষ্ট। এবং তার আলসারও রয়েছে।

গত এক দেড় মাস যাবত ক্যাথেটার পড়েছে এবং অনেক এন্টিবায়োটিকও খেয়েছে।

০৯/১০/২৫ -- GHM 10 দেই। ঐ দিন কয়েক ঘন্টা প্রস্রাব হয় না। GHMR ঘনঘন 10 মিনিট পর পর খেতে, না হলে ক্যাথেটার লাগাতে হবে। কিন্তু ক্যাথেটার লাগানো লাগেনি।

১৫/১০/২৫ - GHM -10 । মোটামুটি প্রস্রাব সবই অনেকটা ভালো আছে শুধু একটু ঘুমের সমস্যা আর 15-20 বছর যাবত ঘুমের ওষুধ খেতে আমি বললাম ঘুমের সমস্যা হলে মাঝেমধ্যে খাবেন। রোগীকে যাবত প্রতিবারই চেম্বারে কয়েকজন ধরে নিয়ে আসতে হতো।

২২/১০/২৫ - এবারে শরীর আর একটু দুর্বল হয়েছে। জন্ডিস হলো কিনা। তেমন কিছু খেতে পারছে না। তবে অন্যান্য কষ্ট ভালো আছে। পায়খানার জন্য অন্যের কথা একবার পারঘেটিভ দেওয়ার পরে আরো বেশি সমস্যা হচ্ছে।
আমি বললাম কারো কথা শুনবেন না সবাই ডাক্তারি করা উচিত নয়। কোন কিছুই হয়নি ওনার দীর্ঘদিন এন্টিবায়োটিক চলা এবং প্রস্রাবের ইনফেকশন । কিডনি সমস্যা , প্রোস্টেট সমস্যার জন্য।

এবং শক্তিশালী ওষুধ দুইটা ডোজ দেওয়ার জন্য শরীর দ্রুত কাজ করতে গিয়ে আয়রন আরেকটু প্রয়োজন হয়েছে আগেই অনেক ঘাটতি ছিল ।

কারো কোন কথা না শুনে আপনার পাশের এলাকায় এলোপ্যাথির জিনিস সবচেয়ে ভালো ডাক্তার তার পরামর্শে আয়রন ইঞ্জেকশন বা ব্লাড দিবেন এবং প্রয়োজনে একটু স্যালাইন দিবেন।

এরপর খুশি মনে আনন্দের সাথে সবাই চলে যায় এবং আয়রন স্বল্পতার জন্য । স্যালাইন এবং ২ ব্যাগ রক্ত দেওয়া হল।

০৩/১১/২৫ -- এবার অনেকটা ভালো আছে শুধু খাওয়ার রুচিটা তেমন নেই। প্রস্রাবে মনে হয় একটু সুগার যায়। GHM 12

১৮/১১/২৫-- GHMR ছাড়াই ৬ দিন । সমস্যা ৯০-৯৫% ভাল। রোগী একাকী হেঁটে আসলো চেম্বারে।
No Medicine। বলা হলো কোন ওষুধ ছাড়াই থাকেন যদি কোন কিছু সমস্যা দেখা দেয় কখনো তখন আসবে। আর কোথাও হোমিও ঔষধ আছে সেখানে যাবেন না এটাই নিষিদ্ধ।

(আরেকটা ছোট্ট বাচ্চাকে সাথে নিয়ে এসেছে। চর্মরোগ এবং ইনফেকশনে এলোপ্যাথি দেখিয়েও কোন কিছু উন্নতি হচ্ছে না। আমি বললাম দুধের বাচ্চা ,বাচ্চা এবং মা দুজনের চিকিৎসা করতে হবে। এবং আলাদা আলাদা তাদের খরচ লাগবে। আগামীকাল বাচ্চার মাসহ আসবে ইনশাআল্লাহ । কারণ আজকে বাচ্চাকে তার দাদীর সাথে পাঠিয়েছিল)

GHM -12 ইনশাআল্লাহ দ্রুত রোগ আরোগ্য করবে।

মাত্র ১ মাসে সকল ঔষধ মুক্ত আরোগ্য। অসাধারণ জেনেটিক হোমিওপ্যাথি। রোগী খুবই খুশি যখন বলা হল কিছুদিনের পূর্ণাঙ্গ সুস্থতা আসবে কোন ঔষধ ছাড়াই ইনশাআল্লাহ। রোগী খুব খুশি। no Medicine

হয়ত প্রথমেই GHM-12 দিলে ২-৩ সপ্তাহে ঔষধ মুক্ত করা সম্ভব হত। এত দ্রুত কোন প্যাথিতে সম্ভব না। যেখানে প্রতিটা ডাক্তারি বলেছে অপারেশন করা বাধ্যতামূলক। আর এই বয়সে অপারেশন করাও আরো ভয়ানক ব্যাপার। এটাই জেনেটিক হোমিওপ্যাথি মিরাক্কেল।
এভাবেই জেনেটিক হোমিওপ্যাথি ইনশাআল্লাহ ধাপে ধাপে আরও আপডেট হবে এবং আমাদের যে স্বপ্ন সেটার দিকে এগিয়ে যাবে।
সুন্দর পৃথিবীর খোঁজে, সুন্দর পৃথিবীর জন্য,
Genetic homeopathy.

চকলেট সিস্ট যার হয়েছে কেমন ব্যথা সেই বুঝে! জেনেটিক হোমিওপ্যাথিতে এক ডোজেই ৯৫% ব্যথা নেই!!এত দূত রেজাল্ট পাওয়ার বড় কার...
12/11/2025

চকলেট সিস্ট যার হয়েছে কেমন ব্যথা সেই বুঝে! জেনেটিক হোমিওপ্যাথিতে এক ডোজেই ৯৫% ব্যথা নেই!!
এত দূত রেজাল্ট পাওয়ার বড় কারন হলো -রোগী জীবনে প্রচলিত হোমিওপ্যাথিক ঔষধ সেবন করেনি।
তাই এবার আমাদের আধুনিক ও বিজ্ঞানসম্মত জেনেটিক হোমিওপ্যাথিক ঔষধে এত দূত আরোগ্যের দিকে যাচ্ছে..... আলহামদুলিল্লাহ

12/11/2025

কি সুন্দর চিকিৎসা, এটাই ছিল আমার স্বপ্ন!

সকাল থেকে যত গুলি রোগী দেখলাম Genetic Homeopathy Medicine চেম্বারে প্রটেকশনসহ খাইয়ে দিলাম।
ইনশাআল্লাহ,যার যেই সমস্যা আছে ৩-৫ দিনের মধ্যে অন্তত ৭০% কমে যাবেই আশা করি।
বাসায় কোন মেডিসিন খেতে হবে না। অর্থাৎ NO Medicine। রোগী সামান্য কিছু ফি+ GHM যা খাওয়ানো হল সেটার মূল্য দিয়ে গেল ,সবাই খুবই খুশি।

কতদিন পর আসবো? যতদিন ভাল থাকেন! সেটা ২/৩ মাস বা ১ বছর।

**অবশ্য এখনও কিছু মানুষকে GHMR দিতে হয় । কারণ এখনো মানুষ "ঔষধ ছাড়াই আমাদের ইমিউনিটিই শক্তিশালী করা হলে একাকী অসুখ সারায় এই বিশ্বাসে অটল নয়। আর বহু মানুষ ঔষধ নামক ড্রাগস খেতে খেতে এতটাই আসক্ত নিয়মিত ঔষধ নামক কিছুই খাওয়া লাগবেই"।

ইনশাআল্লাহ, অচিরেই একদিন আসবে যখন: জেনেটিক হোমিওপ্যাথ নয় মানুষ (patient) নিজেই সিদ্ধান্ত নিবে আমার ১ ডোজ Genetic Homeopathy Medicine(GHM) অথবা শুধু GHMR প্রয়োজন।
জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসার চেয়ে "সহজ-নিরাপদ-দ্রুততর থেরাপিউটিক চিকিৎসা পৃথিবীতে দ্বিতীয়টি আর থাকবে না"।
Dr-Iqbal Bin Jinnah Salafi @জেনেটিক হোমিওপ্যাথি

07/10/2025

জেনেটিক হোমিওপ্যাথি এবং প্রচলিত হোমিওপ্যাথির মধ্যে বিশেষ পার্থক্য:
১) ঔষধ কে যথেষ্ট লঘুমাত্রায় না দেওয়া।
২) ঔষধ নির্বাচনে ভুল করা।
৩) প্রত্যেক মাত্রাকে পূর্ণ সময় কাজ করতে না দেওয়া।

উপরোক্ত তিনটি ভুল জেনেটিক হোমিওপ্যাথিতে সমাধান হয়েছে ।
এখন কোন ডাক্তারের ঔষধ নির্বাচনে ভূল হওয়ার কোন সুযোগ নেই(আলহামদুলিল্লাহ)।

16/09/2025

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

সকল দিক থেকে জেনেটিক হোমিওপ্যাথির সাংগঠনিক কাজ সম্পন্ন হলো- আলহামদুলিল্লাহ
11/09/2025

সকল দিক থেকে জেনেটিক হোমিওপ্যাথির সাংগঠনিক কাজ সম্পন্ন হলো- আলহামদুলিল্লাহ

জেনেটিক হোমিওপ্যাথির প্রথম শিক্ষা সফরের প্রথম অংশ ছিল ঔষধ প্রস্তুত পদ্ধতি।কী ঔষধ, কিভাবে তৈরি করা হয়? তারপর সংগঠন ঘোষণা...
06/09/2025

জেনেটিক হোমিওপ্যাথির প্রথম শিক্ষা সফরের প্রথম অংশ ছিল ঔষধ প্রস্তুত পদ্ধতি।কী ঔষধ, কিভাবে তৈরি করা হয়? তারপর সংগঠন ঘোষণা করা হয় এবং দুপুরে ভুঁড়ি ভোজ শেষে সাফারি পার্কে প্রকৃতির সৌন্দর্য উপভোগ।

"জেনেটিক হোমিওপ্যাথি"
04/09/2025

"জেনেটিক হোমিওপ্যাথি"

28/08/2025

রোগীর নাম: শোভন সাহা
বয়স:২৮
সমস্যা: মাইগ্রেন, চোখে কম দেখা, dust Allergy, cold Allergy, ঘামে দূর্গন্ধ, urin এর সাথে semen বের হওয়ার মতো অনুভূতি (৫ বছর ধরে)দুধের খাবারে সমস্যা,হাতের চামড়া ওঠে, ঘুম কম, নাকের পলিপাস
✅✅এত গুলো সমস্যার মাত্র ৩ ডোজ GM এ সমাধান।সকল সমস্যা দূর হয়েছে এবং ইমিউনিটি বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ।
তাই, আপনার দীর্ঘদিনের সমস্যা দূর করতে জেনেটিক হোমিওপ্যাথির চিকিৎসা গ্রহণ করুন।
যোগাযোগ : আরোগ্যে জেনেটিক হোমিও কেয়ার
হাজী সবু খান রোড, জয়নাল মার্কেট ( আলিফ টাওয়ারের দিকে), দক্ষিণ খান, উত্তরা,ঢাকা
০১৩১৪৯৯৮২৩০

27/08/2025
26/08/2025

রোগী নিয়ে আলোচনা✅✅
নাম: সুমনা
বয়স: ১৭ বছর
সমস্যা: ৪ বছর ধরে মাথাব্যথা। প্রায় বমি হয়।পিরিয়ডও অনিয়মিত। প্রচুর পড়ালেখার আগ্রহ।কিন্তু মাথাব্যথার কারণে পড়তে কষ্ট হয়।ঔষধ খেয়েও কাজ হয় না। বাবা যেহেতু স্বল্প বেতনের চাকরি করে, বেশি টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারছেনা।কেউ একজন আমার কার্ড দিয়েছিলো।
মাত্র ১ ডোজ GM দিয়েছি।বললাম,৩ দিন পর জানাতে।৮দিন পর খোঁজ নিয়ে জানতে পারলাম,রোগী একদম সুস্থ। তার কোন মাথাব্যাথা বা বমি নেই। বাসায়ও কোন GMR লাগছে না।
তার ৪ বছরের সমাধান মাত্র ১ ডোজে।অবিশ্বাস্য!
এরকম অনেক রোগীই আছে,যারা ১/২ ডোজে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
আপনার সমস্যা সমাধানে নিকটস্থ জেনেটিক হোমিওপ্যাথিক সেন্টারে যোগাযোগ করুন।

26/08/2025

#মূলধারার চিকিৎসা দুটি:-
১) homeopathy (হোমিওপ্যাথি)
২)(Allopathic বা Modern Medicine(+অন্যান্য).

#হোমিওপ্যাথি সকল চিকিৎসা পদ্ধতি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। যারা জানেন না তারাই এসে হোমিওপ্যাথিতে ধাক্কাধাক্কি করে।তাই ইতিহাস জানতে হয়।

Address

Trishal, Mymenshingh
Mymensingh
2220

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hashina Genetic homeopathic clinic 05 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hashina Genetic homeopathic clinic 05:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram