Rafa-Rifa Health Center

Rafa-Rifa Health Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rafa-Rifa Health Center, Medical and health, বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন, সদর, Mymensingh.

হিজামা বা কাপিং থেরাপি থেকে শুরু করে ব্যথা মুক্ত নরমাল ডেলিভারি সহ সব ধরনের স্বাস্থ্য সেবাই পাচ্ছেন Rafa-Rifa Health Center -এ।মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় রাফা- রিফা হেলথ সেন্টারের সেবা সমূহ সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ।

☎️01337-15 75 11 RAFA-RIFA HEALTH CENTER – আপনার নির্ভরযোগ্য প্রাকৃতিক চিকিৎসার ঠিকানা 🌿

স্বাস্থ্যই সকল সুখের মূল—এই বিশ্বাসকে সামনে রেখে RAFA-RIFA HEALTH CENTER আপনাদের জন্য এনেছে আধুনিক প্রযুক্তি ও প্রাকৃতিক পদ্ধতির সমন্বয়ে গঠিত ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা 💚। এখানে আমরা চিকিৎসা করি সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপায়ে, কোনো অপারেশন ছাড়াই 🙌।

🔹 আমাদের বিশেষ সেবা সমূহঃ

🌱 নাকের পলিপাসের চিকিৎসা (বিনা অপারেশনে) – শ্বাসকষ্ট, নাক বন্ধ থাকাসহ নাকের নানা সমস্যার সমাধান হয় অত্যন্ত নিরাপদ ও আরামদায়কভাবে।

💉 হিজামা/কাপিং থেরাপি – রক্ত পরিশোধন, মাইগ্রেন, পিঠ ও কোমরের ব্যথা সহ নানা সমস্যার কার্যকর প্রাকৃতিক সমাধান। এটি সুন্নাহ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, যা আজ বিশ্বব্যাপী গ্রহণযোগ্য।

🧪 লোকাল টিউমার অপারেশন (Cyst, Abscess Drainage) – আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ হাতের ছোঁয়ায় নিরাপদ অপারেশন।

🧴 চুল পড়া ও নতুন চুল গজানোর PRP থেরাপি – PRP (Platelet Rich Plasma) থেরাপি দ্বারা আপনার চুল হবে ঘন, মজবুত ও প্রাণবন্ত। চুল পড়া এখন আর চিন্তার বিষয় নয়! 🌟

✂️ সুন্নতে খতনা / মুসলমানি (Allsklamp) – ব্যথা মুক্ত ও কসমেটিক লুকের আধুনিক প্রযুক্তিতে সম্পন্ন হয় আমাদের মুসলমানি সেবা, যা শিশুদের জন্য একদম নিরাপদ ও আরামদায়ক।

💥 পেরোনাইকিয়া ও ইনফেকশনের চিকিৎসা – নখের পাশে ফোলা, ব্যথা বা পুঁজ হওয়া সমস্যা আমরা অত্যন্ত সতর্কতার সাথে নিরাপদ পদ্ধতিতে চিকিৎসা করি।

🚽 পাইলসের চিকিৎসা বিনা অপারেশানে – পাইলস বা অর্শ রোগের সমাধান হয় কোনো কাটাকাটি ছাড়াই, সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর পদ্ধতিতে।

🎤 টনসিলের চিকিৎসা বিনা অপারেশনে – গলা ব্যথা, কণ্ঠস্বর পরিবর্তন, ও বারবার ঠান্ডা লাগার সমাধান হয় ন্যাচারাল চিকিৎসায়।

👂 নাক, কান ফুড়ানো (বাথামুক্ত পদ্ধতিতে) – একেবারে সুরক্ষিত ও ব্যথা মুক্তভাবে করানো হয় নাক ও কান ফুড়ানো। হাইজিন ও নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার।

🤰 ব্যথামুক্ত নরমাল ডেলিভারির ব্যবস্থা – মা ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করে আমরা দিচ্ছি পেইন ফ্রি ও নিরাপদ ডেলিভারি সেবা।



🎯 RAFA-RIFA HEALTH CENTER কেন সেরা?

✅ অপারেশন ছাড়া কার্যকর চিকিৎসা
✅ অভিজ্ঞ ও প্রশিক্ষিত চিকিৎসক টিম
✅ হাইজেনিক ও আধুনিক চিকিৎসা পরিবেশ
✅ নার্স ও সহকারীদের সেবা সদা প্রস্তুত
✅ স্বল্প খরচে মানসম্মত সেবা

📞 সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
📱 +8801337-157511 / +8801921-424534
📧 rafa-rifahealthcenter@gmail.com

📍 আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যেন আপনি পান আপনার সুস্থ জীবনের স্বাদ 💖।


📢 ডিসেম্বর মাসে বাচ্চাদের খৎনার সেরা সময়!🎯সিরিয়াল নেওয়া শুরু হয়ে গেছে ✔️✅ডিভাইস_কসমেটিক_সুন্নতে_খৎনা এখন আরও সহজ, নিরাপদ...
23/11/2025

📢 ডিসেম্বর মাসে বাচ্চাদের খৎনার সেরা সময়!
🎯সিরিয়াল নেওয়া শুরু হয়ে গেছে ✔️

✅ডিভাইস_কসমেটিক_সুন্নতে_খৎনা এখন আরও সহজ, নিরাপদ ও কম ঝামেলাপূর্ণ।
ডিসেম্বরে বাচ্চাদের বিদ্যালয় ছুটি থাকায় আরামে সময় নিয়ে খৎনা করানো যায়—
না থাকে পড়ার চাপ, না থাকে দৌড়াদৌড়ি!

✨ আমাদের ডিভাইস কসমেটিক খৎনার বিশেষ সুবিধাসমূহ —
✔ সেলাই লাগে না।
✔ ব্যান্ডেজ লাগে না।
✔ রক্তপাত অত্যন্ত কম।
✔ ব্যথা প্রায় নেই।
✔ শতভাগ নিরাপদ পদ্ধতি।
✔ পরদিন থেকেই গোসল করা সম্ভব।

📞 সিরিয়াল চলছে — এখনই বুক করুন:
📲 01921-424534
📱01337-157511

👉 দক্ষ ও অভিজ্ঞ হাতের নিরাপদ সার্ভিস।
👉 প্রতিদিন খৎনা করানো হচ্ছে।

🔘আমাদের ঠিকানা :
🏥 রাফা-রিফা হেলথ সেন্টার 🩺
☑️বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন কার্তিক মোড়, সদর, ময়মনসিংহ।

🩺“ওমুক তমুক ম্যাডাম নাকি শুধু নরমাল ডেলিভারি করান!”🤱এই কথাটা আমরা অনেকেই শুনি... কিন্তু আসল সত্যিটা জানেন....??? 👇🩺 নরমা...
24/10/2025

🩺“ওমুক তমুক ম্যাডাম নাকি শুধু নরমাল ডেলিভারি করান!”🤱

এই কথাটা আমরা অনেকেই শুনি... কিন্তু আসল সত্যিটা জানেন....??? 👇

🩺 নরমাল ডেলিভারি শুধু ডাক্তারের হাতে নয়।
এটা নির্ভর করে — মায়ের শরীর, বাচ্চার অবস্থান, গর্ভকালীন যত্ন, এবং প্রসবের সময়ের পরিস্থিতির ওপর। ডাক্তারের কাজ হলো বৈজ্ঞানিকভাবে মূল্যায়ন করে মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা।

❌ অনেক সময় বাচ্চার গলায় কর্ড পেচানো থাকে, বাচ্চার হার্টবিট কমে গেলে, জরায়ুর মুখ না খুললে,
বাচ্চার অবস্থান উল্টো থাকলে, এমনিউটিক ফ্লুইড কমে যাওয়াসহ আরো বিভিন্ন কারনে সি সেকশন করানোটাই জীবনরক্ষাকারী পদক্ষেপ।
এই সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত, যাতে মায়ের ও শিশুর উভয়ের জীবন নিরাপদ থাকে।

🏥 বাংলাদেশের কিছু বাস্তবতা:
দুঃখের বিষয়, কিছু ক্লিনিক বা প্রাইভেট হাসপাতালে ব্যবসায়িক কারণে রোগীকে ভয় দেখিয়ে বা সময় বাঁচাতে অপ্রয়োজনে সিজার করেন। আবার অনেক মা এমন ক্লিনিকে যান যেখানে নরমাল ডেলিভারির জন্য পর্যাপ্ত ব্যবস্থাই নেই।

✨ তাই
✅ গর্ভকালীন সময়ে নিয়মিত চেক-আপ রাখুন।

✅ যেখানে নরমাল ও সিজার—দুটোরই সঠিক সুবিধা আছে, সেখানে ডেলিভারি করুন।

✅ ডাক্তারকে শত্রু ভাববেন না — তাদের সিদ্ধান্ত সাধারণত মা ও শিশুর নিরাপত্তা লক্ষ্য করে।👩‍⚕️

✅ প্রসবে কোনো অনানুষ্ঠানিক চাপ বা ভয় দেখানো হলে অবশ্যই দ্বিতীয় মতামত নিন।(প্রয়োজন অনুসারে একাধিক ডাক্তারের পরামর্শ নিন) 🧑‍⚕️👩‍⚕️

✅ রাফা-রিফা হেলথ সেন্টারে আধুনিকভাবে জীবাণুমুক্ত পরিবেশে যত্ন সহকারে অভিজ্ঞ মহিলা চিকিৎসক দ্বারা নরমাল ডেলিভারি করানো হয়।🩺👩‍⚕️

♻️বিশেষ দ্রষ্টব্য : "আলোচনা সাপেক্ষে নরমাল ডেলিভারি হোম সার্ভিসের সুব্যবস্থাও রয়েছে। "

🔘 আমাদের ঠিকানা :
🏥 রাফা-রিফা হেলথ সেন্টার 🩺
☑️ বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন কার্তিক মোর, সদর, ময়মনসিংহ।

✅ বিস্তারিত জানতে কল করুন :

☎️ 01337- 15 75 11

# -rifahealthcenter # #

🤱নরমাল ডেলিভারি হচ্ছে ধৈর্য, এবং সময়ের ব্যাপার। এটি কিন্তু কোন তাড়াহুড়ো করার জিনিস না। ❌এখন আপনারা ধৈর্য ধরেন না এটি কিন...
19/10/2025

🤱নরমাল ডেলিভারি হচ্ছে ধৈর্য, এবং সময়ের ব্যাপার। এটি কিন্তু কোন তাড়াহুড়ো করার জিনিস না।

❌এখন আপনারা ধৈর্য ধরেন না এটি কিন্তু কেউ আপনারা বলেন না।
🔶আমরা বলি সব ভালো আছে সময় লাগবে প্রথম বাচ্চা হতে সবমিলিয়ে ১৮-২০ ঘন্টাও সময় লাগে।বাচ্চার হার্টবিট ভালে সবকিছু ভালো বলার পরেও যদি আপনারা ৩০ মিনিট পরপর গিয়ে বলেন ব্যথা হচ্ছে, আবার দেখেন,আমার রোগী সহ্য করতে পারতেছেনা,এতোক্ষণ হচ্ছে তাও বাচ্চা হচ্ছে না বাচ্চা খারাপ হয়ে যাবেনা তো। এখন বলতেছেন হবে পরে যদি না হয়????

🔶এই ধরনের কথা গুলো ৩০ মিনিট পরপর বলতে থাকেন তখন কিন্তু সবাই বিরক্ত হয়ে যাবে।এক পর্যায়ে কিন্তু আপনাকে বলবে যদি এতো তাড়াহুড়ো থাকে, আবার গ্যারেন্টি চান তাহলে নিয়ে যান আপনার রোগীকে। আর এমনটাই কিন্তু হচ্ছে প্রতিটা হাসপাতালে এবং হেলথ সেন্টারে।

📌নরমাল ডেলিভারিতে ব্যথা হবে, ব্যথা সহ্যও করতে হবে আমাদের দেশে এখনো সবজায়গায় ব্যথা ছাড়া নরমাল ডেলিভারি করা হয়না বাইরের দেশের মতো। আর নরমাল ডেলিভারি হচ্ছে একটা স্বাভাবিক প্রসেস সুতরাং স্বাভাবিক ভাবেই হবে ডেলিভারি।🌿

✅আপনাদের উচিৎ কি খেয়াল করা জানেন, আপনার বাচ্চার নড়াচড়া ঠিক আছে কিনা,বাচ্চার হার্টবিট তারা চেক করতেছে কিনা, তারা আপনার প্রেসার দেখতেছে কিনা সময় মতো, এটি খেয়াল রাখবেন এই সম্পর্কে জিজ্ঞেস করবেন।🩺🤱🩺

📌শুধু হাসপাতালের বা স্বাস্থ্য কেন্দ্রের দোষ দিবেন না।

🏥🤱 হাসপাতালে বা হেলথ সেন্টারে গিয়ে আপনাকে নিজে চেষ্টা করতে হবে, নিজে ধৈর্য ধরতে হবে।🩺

🔘 আমাদের ঠিকানা :
🏥 রাফা-রিফা হেলথ সেন্টার 🩺
☑️ বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন কার্তিক মোড়, সদর, ময়মনসিংহ।

✅ বিস্তারিত জানতে কল করুন :

☎️ 01337- 15 75 11

🌿ধন্যবাদ সবাইকে 🌿

#রাফা-রিফাহেলথসেন্টার #
#নিরাপদমাতৃত্ব # #গর্ভাবস্থা

🩺সুন্নতে খৎনা( মুসলমানি) করানোর আদর্শ  বয়স (উপযুক্ত সময়) কখন?????✅জেনে নিন!! See more....................................
19/10/2025

🩺সুন্নতে খৎনা( মুসলমানি) করানোর আদর্শ বয়স (উপযুক্ত সময়) কখন?????

✅জেনে নিন!! See more.................................................

🩺 অনেকে ভাবেন খৎনা মানে শুধু একটি সাধারণ কাজ — কিন্তু বাস্তবে এটি একটি ছোট সার্জারি (Minor Operation)।✅✅✅✅👉 খৎনা কখন করা...
19/10/2025

🩺 অনেকে ভাবেন খৎনা মানে শুধু একটি সাধারণ কাজ — কিন্তু বাস্তবে এটি একটি ছোট সার্জারি (Minor Operation)।

✅✅✅✅
👉 খৎনা কখন করানো সবচেয়ে উত্তম
👉 কেন এটি হাজাম দিয়ে নয়, রেজিস্টার্ড ডাক্তার দিয়েই করা উচিত🩺
👉 এবং কেন অভিভাবকদের সচেতন হওয়া জরুরি।

🏥 রাফা-রিফা হেলথ সেন্টার (Rafa-Rifa Health Center)- এ আমরা সেই সচেতনতার বাস্তব প্রয়োগ করছি—

✅ ব্যথাহীন Cosmetic/Device খৎনা।
✅ রেজিস্টার্ড ডাক্তার দ্বারা সম্পন্ন।
✅ সেলাই ও ব্যান্ডেজ ছাড়াই।
✅ নিরাপদ, আধুনিক ও শিশুবান্ধব পরিবেশে।

☘️ আপনার সন্তানের সুস্থতা ও নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।☘️
✅আজই সঠিক সিদ্ধান্ত নিন — খৎনা হোক অভিজ্ঞ ডাক্তারের হাতে, নিরাপদ উপায়ে।🌿

🏥 আমাদের ঠিকানা :

🔘 Rafa-Rifa Health Center🩺
🔘রাফা-রিফা হেলথ সেন্টার🩺

☑️ বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন কার্তিক মোড়, সদর, ময়মনসিংহ।

✅বিস্তারিত জানতে যোগাযোগ করুন :

📞 01337- 15 75 11
📞 01921- 42 45 34

-Rifahealthcenter
-Rifahealthcenter

?? #নরমাল_ডেলিভারি এখন রাফা-রিফা হেলথ সেন্টারে 🌸💧মায়ের জন্য সবচেয়ে নিরাপদ ও স্বাভাবিক প্রসব পদ্ধতি হলো নরমাল ডেলিভারি। এ...
07/10/2025

?? #নরমাল_ডেলিভারি এখন রাফা-রিফা হেলথ সেন্টারে 🌸

💧মায়ের জন্য সবচেয়ে নিরাপদ ও স্বাভাবিক প্রসব পদ্ধতি হলো নরমাল ডেলিভারি। এতে—
✅ মায়ের দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব হয়
✅ অপারেশনের ঝুঁকি থাকে না
✅ শিশুর জন্যও এটি অধিক নিরাপদ

🤰 গর্ভবতী মায়েদের জন্য নিয়মিত মেডিকেল চেক-আপ ও পরামর্শ
👩‍⚕️ মহিলাদের গোপন রোগের সু-চিকিৎসা
👶 সুস্থ মা ও সুস্থ শিশুর জন্য নিরাপদ নরমাল ডেলিভারি সেবা

📞 যোগাযোগ: 01337157511

👉 আপনার এবং আপনার সন্তানের সুস্থতার জন্য ভরসা রাখুন রাফা-রিফা হেলথ সেন্টারে।

♻️ গর্ভাবস্থায় ঘুমের সমস্যা খুবই সাধারণ। হরমোনগত পরিবর্তন, শারীরিক কষ্ট ও দুশ্চিন্তা রাতের পর রাত ঘুমের ব্যাঘাত ঘটায়।😫...
28/09/2025

♻️ গর্ভাবস্থায় ঘুমের সমস্যা খুবই সাধারণ। হরমোনগত পরিবর্তন, শারীরিক কষ্ট ও দুশ্চিন্তা রাতের পর রাত ঘুমের ব্যাঘাত ঘটায়।

😫 পিঠে ব্যথা:-
👉 ওজন বৃদ্ধি ও শরীরের ভঙ্গি পরিবর্তন হওয়ায় মেরুদণ্ডে চাপ পড়ে।
✅ সমাধান: কাত হয়ে হাঁটু ভাঁজ করে ঘুম এবং দুই হাঁটুর মাঝে নরম বালিশ ব্যবহার করুন।

🦵 পায়ের খিঁচুনি:-
👉 রক্ত সঞ্চালনে পরিবর্তন, পানিশূন্যতা বা ক্যালসিয়াম/ম্যাগনেসিয়ামের অভাব।
✅ সমাধান: খিঁচুনি হলে পা সোজা রেখে গোড়ালি নিজের দিকে টানুন। ঘুমানোর আগে হালকা স্ট্রেচিং বা ম্যাসেজ করুন।

🧠 ঘুম ভেঙে গেলে আর না আসা:-
👉 হরমোন, অস্থিরতা বা আসন্ন প্রসব নিয়ে দুশ্চিন্তা।
✅ সমাধান: বিছানা ছেড়ে উঠে ২০-৩০ মিনিট হালকা কিছু পড়ুন বা মেডিটেশন করুন।মোবাইল ব্যবহার নয়।

🚽 ঘন ঘন প্রস্রাব:-
👉 কিডনির অতিরিক্ত কার্যকারিতা এবং মূত্রাশয়ে শিশুর চাপ।
✅ সমাধান: সন্ধ্যার পর থেকে তরল কম পান করুন, তবে দিনের বেলায় পর্যাপ্ত পানি পান করুন।

🔥 বুক জ্বালা (হার্টবার্ন):-
👉 হরমোনের কারণে হজম প্রক্রিয়া ধীর হওয়া ও পেশী শিথিল হয়ে অ্যাসিড উপরে ওঠা।
✅ সমাধান: শোয়ার ২–৩ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করুন। মাথা ও কাঁধ সামান্য উঁচু করে ঘুমান।

👣 পায়ের অস্থিরতা (RLS):-
👉 আয়রনের ঘাটতি বা হরমোন পরিবর্তনের কারণে হয়।
✅ সমাধান: রাতে ক্যাফেইন ও মিষ্টি এড়িয়ে চলুন। ঘুমের আগে হালকা হাঁটাচলা বা পা ম্যাসেজ করুন।

✅ মনে রাখবেন: ভালো ঘুম আপনার ও শিশুর সুস্থতার জন্য অপরিহার্য। সমস্যা গুরুতর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।🤱🌿

🔘 আমাদের ঠিকানা :
🏥 রাফা-রিফা হেলথ সেন্টার 🩺
☑️ বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন, সদর, ময়মনসিংহ।

✅ বিস্তারিত জানতে কল করুন :

☎️ 01921424534

‼️‼️শিশুর জন্য বালিশ ব্যবহার কি উপকারী ❓❇️অনেক প্রচলিত অভ্যাসে সরিষার বীজের বালিশ বা তুলার বালিশ ব্যবহারের পরামর্শ দেওয়...
28/09/2025

‼️‼️শিশুর জন্য বালিশ ব্যবহার কি উপকারী ❓

❇️অনেক প্রচলিত অভ্যাসে সরিষার বীজের বালিশ বা তুলার বালিশ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়, তবে আধুনিক শিশু বিশেষজ্ঞরা এতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন ।

‼️‼️নবজাতকের জন্য কি বালিশ ব্যবহার করা উচিত? 🤔

প্রথম এক মাস শিশুর জন্য কোনো উঁচু, নরম বা তুলার বালিশ ব্যবহার না করাই ভালো 🚫। এর পরিবর্তে পাতলা কাপড় বা কাঁথা ভাঁজ করে হালকা উচ্চতা দেওয়া যেতে পারে, যা শিশুর মেরুদণ্ডের সঠিক অবস্থান বজায় রাখতে সাহায্য করে এবং অস্বস্তি দূর করে 🛌

✅শিশুর মেরুদণ্ড ও ঘাড়ের উপর বালিশ ব্যবহারের প্রভাবঃ

প্রথম দুই বছর শিশুকে যত কম বালিশে শোয়ানো যাবে, তার মেরুদণ্ড, ঘাড়ের হাড় ও পেশির জন্য ততই ভালো । শিশুর হাড় ও পেশি নরম থাকায় অতিরিক্ত উচ্চতার বালিশ চাপ সৃষ্টি করতে পারে এবং বিকাশে বাধা আনতে পারে ⚠️।

⛔শিশুর জন্য উঁচু বালিশ ব্যবহারের ঝুঁকি ⚠️

♻️অতিরিক্ত উঁচু বালিশ ব্যবহারের ফলে কিছু সমস্যা দেখা দিতে পারে:

🔶শ্বাস-প্রশ্বাসের অসুবিধা: বালিশ বেশি উঁচু হলে শিশুর থুতনি বুকের দিকে চেপে যায়, ফলে বায়ু চলাচলে বাধা সৃষ্টি হতে পারে ❌।

🔶ঘুমের ব্যাঘাত: যদি বালিশ খুব শক্ত বা উঁচু হয়, তাহলে শিশু আরামদায়কভাবে ঘুমাতে পারে না , ফলে ঘন ঘন জেগে ওঠার প্রবণতা দেখা যায় ।

🔶পোশ্চার বা অঙ্গবিন্যাসের সমস্যা: দীর্ঘদিন পুরু বা উঁচু বালিশ ব্যবহারের ফলে শিশুর মেরুদণ্ডের স্বাভাবিক গঠন ব্যাহত হতে পারে❗

✅শিশুর জন্য সঠিক বালিশ কেমন হওয়া উচিত? 🛏️

✳️যদি বালিশ ব্যবহার করতেই হয়, তবে কিছু বিষয় খেয়াল রাখা উচিত :

🟢 পাতলা ও নরম বালিশ নির্বাচন করুন: শিশুর মাথাকে স্বাভাবিকভাবে সহায়তা করার জন্য পাতলা, সমতল ও শ্বাস-প্রশ্বাস উপযোগী বালিশ ব্যবহার করুন ।

🟢 সঠিক বাতাস চলাচল নিশ্চিত করুন: শিশুর মুখের চারপাশে পর্যাপ্ত বাতাস চলাচলের সুযোগ রাখতে হবে, যাতে শ্বাসকষ্টের ঝুঁকি না থাকে।

☘️ সুস্থ শিশু, নিরাপদ ভবিষ্যৎ। ☘️

🌿শিশুর স্বাস্থ্য রক্ষা মানেই, আগামীকে নিরাপদ রাখা🌿

🔘 আমাদের ঠিকানা :
🏥 রাফা-রিফা হেলথ সেন্টার 🩺
☑️ বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন, সদর, ময়মনসিংহ।

✅ বিস্তারিত জানতে কল করুন :

☎️ 01921424534

💪🦵বিভিন্ন রকম ব্যথা সম্পর্কিত টিপসও পরামর্শ পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন 🤝🔘 আমাদের ঠিকানা :🏥 রাফা-রিফা হ...
28/09/2025

💪🦵বিভিন্ন রকম ব্যথা সম্পর্কিত টিপসও পরামর্শ পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন 🤝

🔘 আমাদের ঠিকানা :
🏥 রাফা-রিফা হেলথ সেন্টার 🩺
☑️ বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন,সদর, ময়মনসিংহ।

✅ বিস্তারিত জানতে কল করুন :

☎️ 01921424534

👶শিশুর মুখের ভেতরে ছত্রাক সংক্রমণ বা Oral Thrush, যা সাধারণত Candida albicans নামক ছত্রাক দ্বারা হয়ে থাকে। এটি মূলত শিশু...
21/09/2025

👶শিশুর মুখের ভেতরে ছত্রাক সংক্রমণ বা Oral Thrush, যা সাধারণত Candida albicans নামক ছত্রাক দ্বারা হয়ে থাকে। এটি মূলত শিশুর মুখের ভেতরে জিভ, গাল, তালু ও ঠোঁটে দেখা যায়।

♻️ শিশুর মুখে ছত্রাক সংক্রমণ এর কারণসমূহ:

১) শিশুকে দুধ খাওয়ানোর পরে শিশুর মুখ পরিষ্কার না করা।
২) শিশুকে অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনের পর শিশুর মুখে ছত্রাক বৃদ্ধি পায়।
৩) শিশুর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা – যেমন নবজাতক বা প্রিম্যাচিউর শিশু।
৪) Pacifier বা Bottle nipple's এর মাধ্যমে শিশুর মুখে ছত্রাক সংক্রমণ হয়।

♻️ শিশুর মুখে ছত্রাক সংক্রমণ এর লক্ষণসমূহ:

🔶 শিশুর জিভে, গালের ভিতরে বা ঠোঁটে সাদা বা দুধের মতো আস্তরণ গড়ে ওঠে।
🔶সাদা আস্তরণ কাপড় দিয়ে বা কিছু দিয়ে মোছার চেষ্টা করলে লাল ও রক্তঝরার মত অবস্থা তৈরি হয়।
🔶 খাবার খাওয়ার সময় শিশু কান্না কাটি করে।
🔶 মায়ের বুকের দুধের নিপলে ছত্রাক সংক্রমণ দেখা যায়। মা শিশুকে স্তন্যপান করালে তাঁর Nipples-এ ব্যথা পান, Nipples-এ লালচে ভাব দেখা যায়।

✅ শিশুর মুখে ছত্রাক সংক্রমণ রোগটির প্রতিরোধ ব্যবস্থা:

✳️ শিশুকে দুধ খাওয়ানোর পর শিশুর মুখ পরিষ্কার করা।
✳️ প্রতিদিন ফিডার, পেসিফায়ার, বোতল সঠিকভাবে জীবাণুমুক্ত করা।
✳️ শিশুর মায়ের স্তনবৃন্ত পরিষ্কার রাখা।
✳️প্রয়োজনে নবজাতককে সরাসরি স্তন্যপান করানো।

✴️ কখন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো জরুরি:

❇️ শিশুর মুখে ছত্রাক সংক্রমণ হলে।
❇️ শিশু যদি খাবার খেতে না চায়।
❇️ শিশু খাদ্য খেলে ঝাল অনুভব হয়।
❇️ শিশুর মুখে ছত্রাক সংক্রমণ দীর্ঘদিনেও উপশম হচ্ছে না।
❇️শিশুর দেহের ওজন কমছে।

✅দয়াকরে আপনারা সবাই সচেতন হবেন।🌲🩺🏥

🎯মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।🤱👧🧑

♻️পোস্টটি শেয়ার করুন। অসংখ্য বাবা-মায়ের সচেতনতা বৃদ্ধির জন্য এই পোষ্টটি পড়া অত্যন্ত জরুরী।

🔘 আমাদের ঠিকানা :
🏥 রাফা-রিফা হেলথ সেন্টার 🩺
☑️ বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন কার্তিক মোড়,সদর, ময়মনসিংহ।

✅ বিস্তারিত জানতে কল করুন :

☎️ 01921424534

👧‎সকল বয়সী মহিলাদের জানা প্রয়োজন...🤱‎🚺যোনিতে চুলকানি ও সাদা স্রাবকে হালকা ভাবছেন? সাবধান! গর্ভধারণে বড় বাধা এবং যৌন শক্ত...
19/09/2025

👧‎সকল বয়সী মহিলাদের জানা প্রয়োজন...🤱

‎🚺যোনিতে চুলকানি ও সাদা স্রাবকে হালকা ভাবছেন? সাবধান! গর্ভধারণে বড় বাধা এবং যৌন শক্তি নষ্ট হতে পারে”!

‎🛑চুলকানি ও সাদা স্রাব – আসলে কী?

☑️‎নারীর যোনিতে প্রাকৃতিকভাবে সামান্য স্রাব (discharge) হয়। এটি শরীরের স্বাভাবিক প্রক্রিয়া এবং যোনিকে পরিষ্কার ও আর্দ্র রাখতে সাহায্য করে। কিন্তু স্রাব যদি অস্বাভাবিক হয়ে যায় (রঙ, গন্ধ বা পরিমাণে), সঙ্গে চুলকানি, জ্বালাপোড়া বা ব্যথা থাকে—তাহলেই বোঝা যায় ইনফেকশন বা হরমোনজনিত সমস্যা হয়েছে।

‎⛔ গর্ভধারণে কীভাবে বাধা সৃষ্টি করে?

‎১)সংক্রমণ ও শুক্রাণু নষ্ট হওয়া:
‎ইস্ট ইনফেকশন, ব্যাকটেরিয়া বা ট্রাইকোমোনাসের মতো সংক্রমণে যোনি পরিবেশ (pH) বদলে যায়। ফলে শুক্রাণু জরায়ুর ভেতরে পৌঁছাতে পারে না বা নষ্ট হয়ে যায়।

‎২) জরায়ু ও ফ্যালোপিয়ান টিউব ক্ষতি:
‎দীর্ঘদিন অবহেলা করলে ইনফেকশন জরায়ুর ভিতর, এমনকি ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে টিউব বন্ধ হয়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হয়, যা ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে বাধা দেয়।

‎৩) ইমপ্লান্টেশনে সমস্যা:
‎সাদা স্রাবের পেছনে যদি হরমোনাল ডিসঅর্ডার (যেমন PCOS বা প্রোজেস্টেরন কম থাকা) থাকে, তাহলে জরায়ুর আস্তরণ (endometrium) ঠিকভাবে প্রস্তুত হয় না। ফলে ভ্রূণ বসতে পারে না।

‎৪) গর্ভপাতের ঝুঁকি:
‎কিছু ইনফেকশন শুরুতে গর্ভধারণে বাধা দেয়, আবার গর্ভ হলে প্রাথমিক পর্যায়ে ভ্রূণ নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি করে।

‎🎯 কী করলে সমস্যা এড়ানো যাবে?

‎👉নিয়মিত ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা।
‎👉গন্ধযুক্ত সাবান বা স্প্রে ব্যবহার না করা।
‎👉সমস্যার শুরুতেই গাইনোকলজিস্টের পরামর্শ নেওয়া।
‎👉প্রয়োজনীয় টেস্ট (যেমন ভ্যাজাইনাল সোয়াব, হরমোন টেস্ট) করানো।
‎👉চিকিৎসকের দেওয়া ওষুধের পুরো কোর্স শেষ করা।

‎✳️ তাই “চুলকানি” বা “সাদা স্রাব”কে সাধারণ ভেবে অবহেলা করলে পরে বড় সমস্যা হতে পারে। সময়মতো সঠিক চিকিৎসা নিলে আবার গর্ভধারণও সম্ভব হয়।


✅ সকল বয়সী মহিলাদের যাবতীয় রোগের সঠিক চিকিৎসা ও পরামর্শ পেতে যোগাযোগ করুন রাফা-রিফা হেলথ সেন্টারে।

🔘 আমাদের ঠিকানা :
🏥 রাফা-রিফা হেলথ সেন্টার 🩺
☑️ বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন কার্তিকের মোড়, সদর, ময়মনসিংহ।

✅ বিস্তারিত জানতে কল করুন :

☎️ 01921424534

🏥আপনি কি আপনার আপনজনদের  নরমাল ডেলিভারি করানোর জন্য উপযুক্ত প্রতিষ্ঠানটি বাছাই করতে পারছেন না? ☑️তাহলে আর নয় টেনশন আর ন...
17/09/2025

🏥আপনি কি আপনার আপনজনদের নরমাল ডেলিভারি করানোর জন্য উপযুক্ত প্রতিষ্ঠানটি বাছাই করতে পারছেন না?

☑️তাহলে আর নয় টেনশন আর নয় হতাশা।

✅মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় রাফা-রিফা হেলথ সেন্টারে সম্পূর্ণ জীবণুমুক্ত পরিবেশে আধুনিক পদ্ধতিতে অভিজ্ঞ মহিলা চিকিৎসক দ্বারা যত্ন সহকারে নরমাল ডেলিভারি করানো হয়।

⭕অপ্রয়োজনীয় সিজার কে না বলুন। নরমাল ডেলিভারি গর্ভবতীর অধিকার।

🎯বিশেষ দ্রষ্টব্য :আলোচনা সাপেক্ষে নরমাল ডেলিভারি হোম সার্ভিসের সুব্যবস্থাও রয়েছে রাফা-রিফা হেলথ সেন্টারে।

🤱নরমাল ডেলিভারি সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন :

🔘 আমাদের ঠিকানা :
🏥রাফা-রিফা হেলথ সেন্টার।
☑️ বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন কার্তিকের মোড়, সদর, ময়মনসিংহ।

✅ বিস্তারিত জানতে কল করুন :
☎️০১৯২১৪২৪৫৩৪

Address

বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন, সদর
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Rafa-Rifa Health Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram