Sandhani National Eye Donation Society, MMCH Zone

Sandhani National Eye Donation Society, MMCH Zone 'চোখ বেঁচে থাক চোখের আলোয়'................................

রীতা রানী সরকার (৬১ বৎসর) এর মৃত্যুর পর দান করা দুটি চোখে নতুন করে পৃথিবীর আলো দেখতে পেয়েছেন ২৪ বছরের এক তরুণ এবং আরেক ম...
08/11/2021

রীতা রানী সরকার (৬১ বৎসর) এর মৃত্যুর পর দান করা দুটি চোখে নতুন করে পৃথিবীর আলো দেখতে পেয়েছেন ২৪ বছরের এক তরুণ এবং আরেক মধ্যবয়স্কা মহিলা। অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ সহকারী এই মহিয়সী নারী গত ৪ নভেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে শোকে পাথর হয়েও তার পরিবারের সদস্যরা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ওয়াসিম খানের মাধ্যমে যোগাযোগ করেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির (ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল জোন) সাথে। তৎক্ষণাৎ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে ডা. কৃপাধন চক্রবর্তী ও ডা. হাসানুজ্জামান এর নেতৃত্বে, সন্ধানীর কর্মীবৃন্দের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম রাত ১২ টায়
ময়মনসিংহের ইউনাইটেড চক্ষু ক্লিনিক ও ফ্যাকো সেন্টারে ডোনারের কর্ণিয়া দুটো সংগ্রহ করে। মেডিকেল টিমের অন্যান্য সদস্য বৃন্দ ছিলেন- ডা. সাকিব আহমেদ, ডা. শাম্মা যাকওয়ান, ডা. ওয়ালিউর রহমান বিজয় এবং সন্ধানী ম.মে.ক ইউনিটের সভাপতি ডা. দেলোয়ার হোসেন জীবন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সহ সন্ধানীর অন্যান্য কর্মীবৃন্দ।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সার্বিক তত্ত্বাবধানে সংগৃহীত দুটি কর্ণিয়া ঢাকার নীলক্ষেতে অবস্থিত সন্ধানী চক্ষু হাসপাতালে দুজন কর্ণিয়াজনিত অন্ধত্বে আক্রান্ত ব্যক্তির চোখে সফলভাবে প্রতিস্হাপন করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. শিষ রহমান।

সার্বিকভাবে সহযোগিতা করেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সম্মানিত সভাপতি - অধ্যাপক ডা. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী জামাল, মহাসচিব - ডা. জয়নুল ইসলাম, ডা. ফারিহা হাসিন এবং ডা. মির্জা মিনহাজুল ইসলাম।

রীতা রানী মানবতার এক অনন্য দৃষ্টান্ত। আমরা এই মহৎপ্রাণ নারীর আত্মার শান্তি কামনা করি। মরণোত্তর চক্ষুদান নিয়ে কোনো ধর্মেই কোনো আপত্তি করা হয়নি। মৃত্যুর আগে নিজে দান করে না গেলেও ওই ব্যক্তির মৃত্যুর পর পরিবারের সদস্যরাও চক্ষুদানের সিদ্ধান্ত নিতে পারেন। যেমনটি সিদ্ধান্ত নিয়েছেন রীতা রানীর পরিবারের সদস্যরা। চক্ষুদানের ধর্মীয় প্রেক্ষাপট জানতে ক্লিক করুন নিচের লিংকেঃ https://www.eyedonationbd.com/

মানুষের মাঝে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে, চোখ দান করলে লাশের বিকৃতি ঘটবে। কিন্তু, কর্নিয়া নেওয়ার পর মৃত ব্যক্তির চোখে কৃত্রিম কর্নিয়া লাগিয়ে দেওয়া হয়। বিশেষ প্রয়োজনে পুরো চোখ সংগ্রহ করতে হলেও এমনভাবে সেলাই করে দেওয়া হয় যাতে কোন বিকৃতি একদমই বোঝা যায় না।

১৯৮৪ সাল থেকে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি মরণোত্তর চক্ষুদান আন্দোলন কে জনপ্রিয় করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে ১৪ লক্ষ মানুষ অন্ধত্বে ভুগছেন। হাজার হাজার আবেদন জমা পড়ে আছে সন্ধানীর কাছে। আমাদের আন্তর্জাতিক মানের চক্ষু ব্যাংক এবং চক্ষু হাসপাতাল আছে। কিন্তু, কর্ণিয়ার চাহিদার তুলনায় দাতার পরিমাণ খুবি নগণ্য।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির হিসাব বলছে, দেশে মোট ৫ লাখ ২৬ হাজার মানুষ কর্নিয়াজনিত কারণে দৃষ্টিহীন। কর্নিয়া প্রতিস্থাপন ছাড়া এই মানুষগুলোর চোখের আলো ফিরিয়ে দেওয়ার আর কোনো উপায় নেই।

স্বাধীনতা পদকজয়ী স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে সারা বাংলাদেশে জনপ্রিয় করে তুলতে অগ্রগণ্য ভূমিকা রেখেছে। কিন্তু, মরণোত্তর চক্ষুদান আন্দোলন এখনো জনপ্রিয় হতে পারেনি নানা রকম কুসংস্কার ও ভুল ধর্মীয় ব্যাখ্যার বেড়াজালে। মৃত্যুর ৬ ঘন্টার মধ্যে কর্ণিয়া সংগ্রহ করা গেলে তা ৯৫ শতাংশ ক্ষেত্রে অন্যের চোখে সফলভাবে প্রতিস্থাপন করা সম্ভব।

সারা দেশে যত জন মারা যান, তার অন্তত ২% যদি কর্ণিয়া দান করেন তাহলে আগামী ৮-১০ বছরের মধ্যে দেশ হতে কর্ণিয়া জনিত অন্ধত্ব দূর করা সম্ভব। মৃত্যুর পর এই দেহ, চোখ সবকিছুই তো মিশে যাবে মাটির সাথে। তারচেয়ে বরং আমার দেয়া দুটি চোখে দুজন মানুষ যদি পৃথিবীর আলো দেখতে পারেন এর চেয়ে বড় সদকায়ে জারিয়াহ আর কি হতে পারে?" মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকার করতে চাইলে কল করুন এই নাম্বারে- 01725358478 অথবা মেসেজ করুন অফিশিয়াল পেজেঃ https://www.facebook.com/Sandhani-National-Eye-Donation-Society-MMCH-Zone-980250935379481/
মরণোত্তর চক্ষুদান সম্পর্কে বিশদভাবে জানতে চাইলে ক্লিক করুন -
https://www.eyedonationbd.com/

'জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস' -২০২১ এবং প্রচার সপ্তাহ উপলক্ষে সন্ধানী ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট এ...
03/11/2021

'জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস' -২০২১ এবং প্রচার সপ্তাহ উপলক্ষে সন্ধানী ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল জোন যৌথভাবে বিভিন্ন কর্মসূচি আয়োজন করে। এসকল কর্মসূচির মধ্যে ছিল রক্তদান, লিফলেট বিতরণ, র‌্যালি, দেয়ালিকা উদ্বোধন, আলোচনা সভা।
সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -
অধ্যাপক ডা. চিত্তরঞ্জন স্যার, অধ্যক্ষ ময়মনসিংহ মেডিকেল কলেজ।
অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্যার,
বিভাগীয় প্রধান, সার্জারি, ম.মে.ক.হা
ডা. মো. হাবিবুল্লাহ স্যার, বিভাগীয় প্রধান, চক্ষু বিভাগ, ম.মে.ক.হা সহ আরো অনেক শ্রদ্ধেয় অতিথি। উপস্থিত ছিলেন সন্ধানী ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি ডা. দেলোয়ার হোসেন জীবন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ; সন্ধানী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল জোনের সম্মানিত সভাপতি ডা. কৃপাধন চক্রবর্তী স্যার এবং সাধারণ সম্পাদক ডা. হাসানুজ্জামান ।
আলোচনায় বক্তারা রক্তদান ও মরণোত্তর চক্ষুদানের হার বৃদ্ধির জন্য নানা বিষয়ে আলোকপাত করেন।
আমাদের এই প্রয়াস সফল হোক। মানুষ হোক রক্তদান ও চক্ষুদান বিষয়ে সচেতন - এই আশাবাদ ব্যক্ত করছি।

[বিঃদ্রঃ আলোচনার মাঝে শ্রদ্ধেয় অধ্যক্ষ ডা. চিত্তরন্জন স্যার হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় আলোচনা সংক্ষিপ্ত করা হয়। সন্ধানী পরিবার স্যারের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী ]

30/05/2021

সন্ধানীর উপদেষ্টা এবং সাবেক সভাপতি ম-৪৩ ব্যাচের ডা.তৌফিক এনামের মৃত্যুতে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল জোনের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মৃতের রূহের মাগফিরাত কামনা করছি।

শুভ জন্মদিন অধ্যাপক ডা.কামরুল হাসান খান স্যার।(প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, সন্ধানী ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট)। স্যারের...
28/02/2021

শুভ জন্মদিন অধ্যাপক ডা.কামরুল হাসান খান স্যার।(প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, সন্ধানী ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট)। স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।

31/03/2016

এ পর্যন্ত ৩ হাজার ২৫০ জন অন্ধের চোখে আলো ফিরিয়ে দিয়েছে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি। ২০১৫ সালে ৫০ জন অন্ধ

Address

Mymensingh Medical College
Mymensingh
2200

Telephone

+8801725358478

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sandhani National Eye Donation Society, MMCH Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sandhani National Eye Donation Society, MMCH Zone:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram