RAHMAN MEDICAL HALL

RAHMAN MEDICAL HALL একটি সচেতনতা মুলক সাইড, এই পেইজ লাইক দ?

18/11/2025
04/11/2025

আপনি জানলে অবাক হবেন, গর্ভাবস্থায় শিশুর শরীরের কিছু কোষ মায়ের রক্তে প্রবেশ করে এবং পরে আবার শিশুর শরীরে ফিরে যায়। একে বলা হয় মাদার-ফিটাল মাইক্রোকাইমেরিজম।

টানা ৪১ সপ্তাহ ধরে এই কোষগুলো মা ও শিশুর মধ্যে আদান-প্রদান হয়। শিশুর জন্মের পরও অনেক কোষ মায়ের শরীরে থেকে যায় এবং তার টিস্যু, হাড়, মস্তিষ্ক ও ত্বকে স্থায়ী ছাপ ফেলে দেয়। এই কোষগুলো দশকের পর দশক ধরে মায়ের শরীরে টিকে থাকে।

মায়ের পরবর্তী প্রতিটি সন্তানের কোষও তার দেহে একইরকমভাবে প্রভাব ফেলে। এমনকি গর্ভধারণ অসম্পূর্ণ হলেও বা গর্ভপাত হলেও এই কোষগুলো রক্তপ্রবাহে ছড়িয়ে পড়ে। যদি কোনো কারণে মায়ের হৃদপিণ্ডে আঘাত লাগে, তখন সন্তানের কোষ সেই আঘাতের স্থানে দ্রুত ছুটে যায় এবং এমন ধরনের কোষে রূপান্তরিত হয়, যা হৃদপিণ্ডের ক্ষত সারাতে বিশেষ ভূমিকা রাখে।

এই কারণেই গর্ভাবস্থায় বা পরবর্তী সময়ে মায়ের শরীরের অনেক রোগ আপনাআপনি সেরে যায়। গবেষণায় দেখা গেছে, সন্তানের জন্মের ১৮ বছর পরও মায়ের শরীরে সন্তানের কোষের উপস্থিতি থেকে যায়। গর্ভকালে মায়ের শরীর যে কোনো মূল্যে সন্তানকে রক্ষা করে, আর এর প্রতিদান স্বরূপ সন্তান মায়ের শরীরকে মেরামত ও পুনর্গঠন করতে সাহায্য করে, যাতে উভয়েই নিরাপদে বিকশিত হতে পারে। এজন্যই বলা হয়, মা এবং শিশুর সম্পর্ক হলো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক।

শেয়ার দিয়ে একটু কষ্ট করে সবাইকে জানিয়ে দিইঅনেক শিক্ষনীয় জিনিস।।শাসন নাকি আদর?ধরা যাক, একটি শিশু খেলছে। হঠাৎ কিছু ভুল...
31/08/2025

শেয়ার দিয়ে একটু কষ্ট করে সবাইকে জানিয়ে দিই
অনেক শিক্ষনীয় জিনিস।।

শাসন নাকি আদর?

ধরা যাক, একটি শিশু খেলছে। হঠাৎ কিছু ভুল করল।
আপনি চিৎকার করলেন— "এটা কী করছো!"
সেকেন্ডের মধ্যেই তার মুখে ভয়ের ছাপ।

নিউরোসায়েন্স বলে— এই মুহূর্তে তার ব্রেইনে কর্টিসল নামে এক স্ট্রেস হরমোন বেড়ে যায়।
এই হরমোন সরাসরি সক্রিয় করে অ্যামিগডালা— ব্রেইনের সেই অংশ, যা ভয় প্রক্রিয়া করে।
ফলাফল? শিশু মনে রাখে ভয়, নিরাপত্তাহীনতা, আর আপনার কণ্ঠের কঠোরতা।
বারবার এমন হলে সে হয়ে পড়ে ভীতু, আত্মবিশ্বাসহীন… এমনকি শেখার ক্ষমতাও কমতে পারে।

অন্য দৃশ্যটা ভাবুন—
একই ভুল করল, কিন্তু আপনি ধীরে গিয়ে বললেন,
"দেখো, এটা এমন করলে ভালো হয়…"
তার চোখে ভয় নয়, বরং কৌতূহল।

এবার ব্রেইনে নিঃসৃত হয় অক্সিটোসিন ও ডোপামিন— সেই "ফিল-গুড" হরমোন, যা প্রিফ্রন্টাল কর্টেক্সকে সক্রিয় করে।
এটাই তাকে শেখায় আত্মবিশ্বাস, নিরাপত্তা, আর নতুন কিছু শেখার আগ্রহ।

তাহলে প্রশ্ন হলো—
চিৎকার কি সত্যিই শাসন? নাকি শুধু ভয়ের স্মৃতি তৈরি করা?

ধৈর্যই একমাত্র পথ, যা শিশুর মনে গড়ে তোলে ভালোবাসা, বিশ্বাস আর আজীবনের আত্মনির্ভরতা।
চিৎকার মুহূর্ত বদলায়,
আদর বদলায় পুরো জীবন। ❤️
RAHMAN MEDICAL HALL RAHMAN MEDICAL HALL ড্রাগিস্ট এন্ড কেমিস্ট (সাপোর্ট গ্রুপ)

টাইম লাইনে রেখে দেন কাজে আসতে পারে 🩺 রোগ অনুযায়ী কোন ডাক্তার দেখাবেন🔹 মাথা, মস্তিষ্ক ও স্নায়ুর সমস্যামাথা ব্যথা, খিঁচুনি...
27/08/2025

টাইম লাইনে রেখে দেন কাজে আসতে পারে

🩺 রোগ অনুযায়ী কোন ডাক্তার দেখাবেন

🔹 মাথা, মস্তিষ্ক ও স্নায়ুর সমস্যা

মাথা ব্যথা, খিঁচুনি, পক্ষাঘাত, স্নায়ুর ব্যথা → নিউরোলজিস্ট (Neurologist)

মস্তিষ্কের অস্ত্রোপচার, টিউমার → নিউরোসার্জন (Neurosurgeon)

---

🔹 চোখের সমস্যা

চোখের ঝাপসা, লাল হওয়া, ছানি, গ্লুকোমা → চক্ষু বিশেষজ্ঞ (Ophthalmologist)

---

🔹 কান, নাক ও গলার সমস্যা

কানে কম শোনা, কানে পুঁজ পড়া, টনসিল, সাইনাস, নাক দিয়ে রক্ত পড়া → ইএনটি বিশেষজ্ঞ (ENT Specialist)

---

🔹 দাঁত ও মুখের সমস্যা

দাঁতের ব্যথা, মাড়ির সমস্যা, দাঁত তোলা/ব্রেস → ডেন্টিস্ট (Dentist)

---

🔹 হৃদরোগ ও রক্তচাপ

বুক ধড়ফড়, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, উচ্চ/নিম্ন রক্তচাপ → কার্ডিওলজিস্ট (Cardiologist)

হার্টের অপারেশন লাগলে → কার্ডিয়াক সার্জন (Cardiac Surgeon)

---

🔹 শ্বাসকষ্ট / ফুসফুস

হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি, যক্ষ্মা → মেডিসিন / চেস্ট বিশেষজ্ঞ (Pulmonologist)

---

🔹 পেট ও হজমের সমস্যা

গ্যাস্ট্রিক, পেট ব্যথা, লিভারের সমস্যা, আলসার → গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট (Gastroenterologist)

---

🔹 কিডনি / প্রস্রাবের সমস্যা

কিডনির পাথর, প্রস্রাবে জ্বালা, ইউরিন ইনফেকশন → নেফ্রোলজিস্ট (Nephrologist)

অপারেশন লাগলে → ইউরোলজিস্ট (Urologist)

---

🔹 হাড়, জয়েন্ট ও মেরুদণ্ড

কোমর ব্যথা, হাঁটু ব্যথা, হাড় ভাঙা, বাত → অর্থোপেডিক সার্জন (Orthopedic Doctor)

---

🔹 ত্বক ও যৌন রোগ

চুলকানি, চুল পড়া, ফুসকুড়ি, যৌন রোগ → ডার্মাটোলজিস্ট (Skin & VD Specialist)

---

🔹 নারী রোগ

মাসিকের সমস্যা, গর্ভাবস্থা, সন্তান জন্ম → গাইনোকলজিস্ট (Gynecologist & Obstetrician)

---

🔹 শিশু রোগ

শিশুদের জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া → পেডিয়াট্রিশিয়ান (Child Specialist)

---

🔹 মানসিক রোগ

দুশ্চিন্তা, ডিপ্রেশন, ঘুম না আসা, সিজোফ্রেনিয়া → সাইকিয়াট্রিস্ট (Psychiatrist)

---

🔹 সাধারণ অসুখ

সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, শরীর ব্যথা → মেডিসিন বিশেষজ্ঞ (Medicine Specialist)

জরুরি বা ছোটখাটো সমস্যা → MBBS ডাক্তার (General Physician)

RAHMAN MEDICAL HALL ড্রাগিস্ট এন্ড কেমিস্ট (সাপোর্ট গ্রুপ) RAHMAN MEDICAL HALL

31/07/2025
24/07/2025
এই যে হাতে তুলে রাখা অদ্ভুত সুন্দর জিনিসটা দেখছেন, এটা কোনো গাছের শিকড় বা শৈল্পিক ভাস্কর্য নয়। এটি আমাদের মস্তিষ্কের ঠিক...
08/07/2025

এই যে হাতে তুলে রাখা অদ্ভুত সুন্দর জিনিসটা দেখছেন, এটা কোনো গাছের শিকড় বা শৈল্পিক ভাস্কর্য নয়। এটি আমাদের মস্তিষ্কের ঠিক গভীরে থাকা রক্তনালীর একটি চক্র, যার নাম “সার্কেল অফ উইলিস (Circle of Willis)”।

ভাবুন তো, এটা আমাদের মস্তিষ্কের জন্য সৃষ্টিকর্তা দেয়া নিজস্ব এক ‘ব্যাকআপ প্ল্যান’! 😮

আমাদের মস্তিষ্ক সচল থাকার জন্য নিরবচ্ছিন্ন রক্ত সরবরাহ চায়। কোনো কারণে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী কোনো ধমনী যদি বন্ধ হয়ে যায় বা সরু হয়ে আসে (যেমনটা ভয়াবহ স্ট্রোকে হয়), তখন সৃষ্টি হয় মহাবিপদ। ঠিক এই সময়েই ত্রাতার ভূমিকায় আসে এই সার্কেল অফ উইলিস। এটি একটি ‘রিং রোডের’ মতো কাজ করে। একদিকের রাস্তা বন্ধ থাকলে, সে অন্যদিক দিয়ে রক্ত পাঠিয়ে দিয়ে মস্তিষ্কের কোষগুলোকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে। এক কথায়, এটি আমাদের মস্তিষ্কের জীবনরক্ষাকারী এক নিরাপত্তা ব্যবস্থা।

কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটি হলো...
গবেষণা বলছে, “৫০% এরও কম মানুষের শরীরে” এই সার্কেল অফ উইলিস ‘পাঠ্যবইয়ের বা নিচের ছবির মতো’ নিখুঁত বা সম্পূর্ণ থাকে! 🤯

হ্যাঁ, ঠিকই পড়েছেন। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই চক্রের কোনো না কোনো অংশ “সরু, ছোট বা অনুপস্থিত” থাকে। 😢 সৃষ্টিকর্তা কতটা বৈচিত্র্যময় আর অদ্ভুত সুন্দরভাবে আমাদের শরীরকে গড়ে তুলেছে, তা ভাবলে অবাক হতে হয়!

নিউরোভাসকুলার অ্যানাটমি কতটা জটিল, সূক্ষ্ম আর অবিশ্বাস্য। নিজের শরীরকে জানুন, ভালোবাসুন। সৃষ্টিকর্তার দেওয়া এই অমূল্য উপহারের যত্ন নিন। ❤️
RAHMAN MEDICAL HALL RAHMAN MEDICAL HALL ড্রাগিস্ট এন্ড কেমিস্ট (সাপোর্ট গ্রুপ)

Radiopaedia.org, the peer-reviewed collaborative radiology resource.

★ কোলেস্টেরল —- আমাদের শরীর যদি একটা ছোট্ট শহর হয় তবে এই শহরের প্রধান সমাজবিরোধী হচ্ছে কোলেষ্টেরল,★ ট্রাইগ্লিসারাইড —- ...
26/06/2025

★ কোলেস্টেরল —- আমাদের শরীর যদি একটা ছোট্ট শহর হয় তবে এই শহরের প্রধান সমাজবিরোধী হচ্ছে কোলেষ্টেরল,

★ ট্রাইগ্লিসারাইড —- কোলেস্টেরলের কিছু সাঙ্গ পাঙ্গ থাকে, তবে একেবারে ডান হাতের মস্তান হচ্ছে — ট্রাইগ্লিসারাইড, এদের কাজ হচ্ছে রাস্তায় মাস্তানি করে রাস্তা ব্লক করা , অর্থাৎ শহরকে অচল করার চেষ্টা করা ,

★ হৃৎপিন্ড হচ্ছে শরীর নামের শহরটির প্রাণকেন্দ্র বা মেন জায়গা। যেমন কলকাতার ধর্মতলা এলাকা, শহরের সব রাস্তাগুলি এসে মিশেছে এই হৃৎপিন্ড নামক প্রাণকেন্দ্রে ,

কিন্তু সমাজবিরোধীদের সংখ্যা বেশী হলে কি হয় আমরা সবাই জানি । এরা নিত্য নতুন হাঙ্গামা বাধিয়ে শহরের প্রাণকেন্দ্রকে অর্থাৎ হৃৎপিন্ডকে অচল করে দিতে চায় ।
তাহলে আমাদের শরীর নামক শহরে কি পুলিশ নেই ? যারা মাস্তানদের ক্রসফায়ার করবে , তাদের ছত্রভঙ্গ করে জেলে‌ ভরবে ?

হ্যাঁ, আছে, পুলিশ থাকবে না এমন জায়গা আছে?

★ একজন কড়া পুলিস অফিসারের নাম –H D L, এই পুলিশ অফিসারটি পাড়ায় পাড়ায় মাস্তানী করা মাস্তানদের রাস্তা থেকে ধরে এনে জেলে পাঠিয়ে দেয় ।

★ জেলের মধ্যে থাকে জেল সুপারিন্টেন্ডেন্ট, তার নাম– লিভার বাবু, এই লিভার বাবু ট্রাইগ্লিসারাইড সমাজবিরোধীদের পিটিয়ে বাইল সল্ট বানায়, তারপর শহরের পয়োনিষ্কাশন পাইপ লাইনের মাধ্যমে পায়খানার সাথে শহর থেকে ঘাড় ধরে বের করে দেয়,
শাস্তি পায় মাস্তানরা,

★ কিন্তু সরষের মধ্যে ভূত থাকে, কিছু নেতারা আবার এই সব মাস্তানদের হাতছাড়া করতে চায় না, ভোটের সময় তো কাজে লাগে এদের!

★ এইরকম একজন নেতার নাম—L D L, তিনি ক্ষমতার জোরে নানান কায়দাকানুন করে এই সব মাস্তানদের কোর্ট থেকে জামিন করিয়ে আবার রাস্তায় নামিয়ে দেয়,

আবার মাস্তানদের মাতলামো আর বাঁদরামো আরম্ভ হয়, আবার রাস্তা ব্লক হয়, আবার পুরো শহরে জ্যাম লেগে যায়,

★ আবার সেই কড়া পুলিস অফিসার H D L বাবু পিস্তল উঁচিয়ে কিছু পুলিস নিয়ে দৌড়ে আসে।
কিন্তু তারা L D L নেতা, আর কোলেস্টেরল মাস্তানদের যৌথ শক্তির সাথে কখনও কখনও পেরে ওঠে না, বেশ কিছু পুলিশ মারাও পড়ে। পুলিশের সংখ্যা কমতে থাকে, কড়া অফিসার H D L ও এক সময় ম্রিয়মান হয়ে পড়ে, মাস্তানরা তখন আরও উল্লসিত হতে থাকে,

শহরের পরিবেশ অস্বাস্থ্যকর হতে থাকে,

শহরের প্রানকেন্দ্র হৃৎপিণ্ড ও অচল হয়ে পড়ে,

তাহলে উপায়?
উপায় হলো— মাস্তান মাফিয়াদের কমাতে কড়া পুলিশ অফিসার বাড়াতে হবে,

অনেক H D L , অর্থাৎ অনেক কড়া পুলিস অফিসার চাই,

এইসব কড়া পুলিশ অফিসার যত বাড়বে , ততই —

* মাস্তানরা, মানে– Cholesterol,
* মাস্তানের চামচেরা — মানে– Triglycerides ,
* দুষ্টু নেতা— মানে L D L রা কমতে থাকবে, ।

শরীর শহর আবার প্রানচাঞ্চল্য ফিরে পাবে,

শহরের প্রানকেন্দ্র হার্ট আবার মাস্তানদের অবরোধ থেকে মুক্তি পাবে, হার্ট ব্লকও আর হবে না,

আর শহরের প্রানকেন্দ্র হার্ট সুস্থভাবে বাঁচা মানে শরীর শহরের সবাই সুস্থভাবে বাঁচতে পারবে ।

তাহলে এই থিওরি অনুযায়ী দুষ্টদের দমন করে ভালো কড়া পুলিস অফিসারদের বহাল রাখতে হলে কি
করতে হবে?

পুরো শহরের সবাইকে এ্যাকটিভ হতে হবে, সবাইকে নড়াচড়া করতে হবে, কঠোর পরিশ্রম করে ঘাম ঝরাতে হবে,

—- হাঁটতে হবে,
দিনের মধ্যে কিছুটা সময় বের করে পই পই করে দৌড়ানোর মতন করে হাঁটতে হবে,

হাতে হাত ধরে গল্প করতে করতে হাঁটা নয়,

জোরে জোরে দ্রুুতগতিতে কমপক্ষে আধঘন্টা হাঁটার শেষে সারা শরীর যেন ঘামে ভরে যায়!

” কদম কদম বাড়ায়ে যা ”
এই ছন্দের হাঁটা নয়!

তাহলেই শরীর নামক শহরের সবাই ঠিক থাকবে, কেউ ঝিমিয়ে পড়বে না,

শহরের প্রানকেন্দ্র হৃৎপিণ্ডও ঠিক থাকবে!

✍️ RAHMAN MEDICAL HALL ড্রাগিস্ট এন্ড কেমিস্ট (সাপোর্ট গ্রুপ) RAHMAN MEDICAL HALL

Address

SOYEDPUR BAZAR
Nabiganj
3203

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 02:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

01612115589

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAHMAN MEDICAL HALL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to RAHMAN MEDICAL HALL:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram