Amena Memorial General Hospital

Amena Memorial General Hospital Amena Memorial General Hospital.

26/12/2024

Say NO to fireworks.

আসসালামুআলাইকুম, সম্মানিত সুধী, আগামীকাল ১০/০৮/২০২৩ইং রোজ বৃহস্পতিবার কালঘড়া আমেনা মেমোরিয়াল জেনারেল হাসপাতালে  সকাল ০৮...
09/08/2023

আসসালামুআলাইকুম, সম্মানিত সুধী,
আগামীকাল ১০/০৮/২০২৩ইং রোজ বৃহস্পতিবার
কালঘড়া আমেনা মেমোরিয়াল জেনারেল হাসপাতালে সকাল ০৮ টা হইতে বিকাল ০৩ টা পর্যন্ত শিশু রোগী দেখবেন- কালঘড়া গ্রামের কৃতি সন্তান
(নবজাতক ও শিশু বিশেষজ্ঞ , শিশু নিউরোলজিষ্ট)
ডাঃ মোহাম্মদ মনির হোসেন।
এম বি বি এস, এফ সি পি এস ( শিশু)
এমডি ( শিশু নিউরোলজি) সহকারী অধ্যাপক, শিশু নিউরােলজী বিভাগ। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল, ঢাকা।
চেম্বার, আমেনা মেমোরিয়াল জেনারেল হাসপাতাল, কালঘড়া, নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া।
যোগাযোগঃ- ০১৩০৯-৩৭৪০৩৩, ০১৩০৯-৩৭৩৭৯৮

আসসালামুআলাইকুম, সম্মানিত সুধী, আগামী ১০/০৮/২০২৩ইং রোজ বৃহস্পতিবার কালঘড়া আমেনা মেমোরিয়াল জেনারেল হাসপাতালে  সকাল ০৮ টা...
08/08/2023

আসসালামুআলাইকুম, সম্মানিত সুধী,
আগামী ১০/০৮/২০২৩ইং রোজ বৃহস্পতিবার
কালঘড়া আমেনা মেমোরিয়াল জেনারেল হাসপাতালে সকাল ০৮ টা হইতে বিকাল ০৩ টা পর্যন্ত শিশু রোগী দেখবেন- কালঘড়া গ্রামের কৃতি সন্তান
(নবজাতক ও শিশু বিশেষজ্ঞ , শিশু নিউরোলজিষ্ট)
ডাঃ মোহাম্মদ মনির হোসেন।
এম বি বি এস, এফ সি পি এস ( শিশু)
এমডি ( শিশু নিউরোলজি) সহকারী অধ্যাপক, শিশু নিউরােলজী বিভাগ। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল, ঢাকা।
চেম্বার, আমেনা মেমোরিয়াল জেনারেল হাসপাতাল, কালঘড়া, নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া।
যোগাযোগঃ- ০১৩০৯-৩৭৪০৩৩, ০১৩০৯-৩৭৩৭৯৮

আজকে আমরা জানবো সাইনোসাইটিস রোগের লক্ষণ এবং প্রতিকারের উপায় সম্পর্কে✔️ ডাঃ সাদ সুলতান (এমবিবিএস,এফসিপিএস)ইবনে সিনা কনসাল...
02/12/2022

আজকে আমরা জানবো সাইনোসাইটিস রোগের লক্ষণ এবং প্রতিকারের উপায় সম্পর্কে

✔️ ডাঃ সাদ সুলতান (এমবিবিএস,এফসিপিএস)
ইবনে সিনা কনসালটেশন সেন্টার,লালবাগ,ঢাকা
আল-মানার হাসপাতাল, মোহাম্মদপুর, ঢাকা।

🔻 সাইনোসাইটিস রোগের লক্ষণঃ-
১.সাইনোসাইটিস রোগে প্রচন্ড মাথাব্যথা হয়। সকালে কম থাকে, দুপুরের দিকে ব্যথার তীব্রতা বেড়ে যায় আবার বিকেলের দিকে সামান্য কমে যায়।

২. মাথা নাড়াচাড়া করলে, হাঁটলে বা মাথা নিচু করলে ব্যথার তীব্রতা আরো বেড়ে যায়।

৩. জ্বর জ্বর ভাব থাকে, কোনো কিছুতেই ভালো লাগে না এবং অল্পতেই ক্লান্ত হয়ে যায়।
৪. নাক বন্ধ থাকে। পরীক্ষা করলে নাকের ভেতর পুঁজ পাওয়া যেতে পারে।

৫. সাইনাস এক্স-রে করলে তা ঘোলাটে দেখায়।

৬. নাকের এলার্জি থাকলে, নাকের হাড্ডি বাঁকা থাকলে, নাকের ভেতর বাইরের কিছু ঢুকলে এবং এডিনয়েড (নাকের পেছনের টনসিল) বড় হলে।

৭. দাঁতের ইনফেশন থেকে বা দাঁত তুলতে গিয়েও সাইনাসে ইনফেকশন হতে পারে।

৮. সাইনাসের হাড্ডি ফেটে গেলেও এরূপ হতে পারে

৯. ময়লা পানিতে ঝাঁপ দিলে ঐ পানি নাকের ভেতর দিয়ে সাইনাসে ঢুকেও এ ধরণের সমস্যা তৈরি করতে পারে।

১০. এছাড়াও অপুষ্টি, আবহাওয়া দূষণ এবং ঠান্ডা স্যাঁতসেতে আবহাওয়ায় এই রোগ বেশি হয়। সাইনোসাইটিস-এর জটিলতা সাইনাসগুলো চোখ এবং ব্রেইনের পাশে থাকে বলে সাইনাসের ইনফেকশন হলে তা চোখ এবং মস্তিষ্কেরও জটিলতা সৃষ্টি করতে পারে।

১১. অরবিটাল সেলুলাইটিস এবং এবসেস বা চোখের ভেতরের ইনফেকশন।

***সাইনোসাইটিস রোগ প্রতিকারের উপায়:
সাইনোসাইটিসের কারণে মাথব্যথা হয়েছে বলে মনে হলে যতদ্রুত সম্ভব একজন নাক, কান, গলারোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে হবে।

এ রোগের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক, এন্টিহিস্টামিন, নাকের ড্রপ এবং ব্যথানাশক ওষুধ ব্যবহার করা হয়। যদি ওষুধপত্রে এই রোগ নিরাময় না হয় তবে সাইনাসের ওয়াশ বা আরো বড় ধরনের অপারেশনের প্রয়োজন হতে পারে।

30/11/2022
দেশে সবচেয়ে বেশী নারী মৃত্যু হয় জরায়ু মুখের ক্যান্সার এর কারণে....
23/10/2022

দেশে সবচেয়ে বেশী নারী মৃত্যু হয় জরায়ু মুখের ক্যান্সার এর কারণে....

12/08/2022

সুখবর, সুখবর, সুখবর

আগামী ১৫ই আগষ্ট (রোজ সমবার) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আমেনা মেমোরিয়াল জেনারেল হাসপাতাল আপনাকে দিচ্ছে বিনামূল্যে চিকিৎসা সেবা/ফ্রি মেডিকেল ক্যাম্প।

তাছাড়া ও রয়েছে সকল ধরনের পরিক্ষা নিরিক্ষায় ২৫% ছাড়।

উক্ত মেডিকেল ক্যাম্পে ফ্রি সেবা প্রধান করবেনঃ

✅ ডাঃ সাদ্দাম হোসেন
এম বি বি এস, বি সি এস ( স্বাস্হ্য)
পি জি টি ( মেডিসিন) সিএমইউ ( আল্ট্রা)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
মেডিসিন, ডায়াবেটিস , বাত ব্যথা,জয়েন্ট পেইন,ব্যাক পেইন, বাতজ্বর, মা ও শিশু,চর্মও যৌন, এবং গ্যাস্ট্রোলিভার রোগে বিশেষ অভিজ্ঞ।
মেডিকেল অফিসার, নবীনগর সরকারী হাসপাতাল।
চেম্বারঃ- আমেনা মেমোরিয়াল জেনারেল হাসপাতাল কালঘড়া।

🟥 সময়ঃ- দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা।

আরও রয়েছেন আমেনা মেমোরিয়াল জেনারেল হাসপাতালের সুনামধন্য আবাসিক চিকিৎসক

✅ ডাঃ মোঃ আবদুর রহিম
এম বি বি এস ( আরইউ) পি জি টি ( মেডিসিন)
সি এম ইউ ( আল্ট্রা
মেডিসিন ও সকল ধরনের ব্যথা,
মা ও শিশু রোগে বিশেষ অভিজ্ঞ।
চেম্বারঃ-আমেনা মেমোরিয়াল জেনারেল হাসপাতাল কালঘড়া।

🟥 সময়ঃ- সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা।

"নবজাতকের পরিচর্যা এবং ভারনিক্স"বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লার মত পদার্থ দেখা যায় সেটা...
26/05/2022

"নবজাতকের পরিচর্যা এবং ভারনিক্স"

বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লার মত পদার্থ দেখা যায় সেটাকে "ভারনিক্স "বলে। "ভারনিক্স " নামের পদার্থটি প্রায় সকল বাচ্চার শরীরেই দেখা যায়। কোন কোন বাচ্চা শরীরে এত ভারনিক্স নিয়ে জন্মগ্রহণ করে আবার কোন কোন বাচ্চা একেবারে পরিষ্কার থাকে।

এই ভারনিক্স টা সম্পর্কে অনেকে অবগত নয়, বাচ্চাকে মুছে যখন অভিভাবকদের কাছে দেওয়া হয় তখন শরীরে ভারনিক্স থাকলে তারা ভাবেন বাচ্চাকে ক্লিয়ারলি ক্লিন করা হয়নি বা নিজেরাই মুছতে বসে যান।

সৃষ্টির সবকিছুর পিছনেই গভীর রহস্য লুকায়িত আছে, তাঁর অসীম জ্ঞান বুঝার ক্ষমতা আমাদের কারোরি নেই!

সদ্যজাত শিশুর শরীরে ভারনিক্স নামের এক ধরণের তেল জাতীয় পদার্থ থাকে যা মায়ের গর্ভে থাকাকালীন তরল পদার্থ থেকে শিশুর ত্বককে রক্ষা করে। এটি অ্যান্টিবডির মত শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে।

জন্মের পর পরই শিশুকে পরিষ্কার বা মোছার সময় খেয়াল রাখতে হবে যেন ভারনিক্স ওঠে না যায়। (WHO) এর মতে শিশুর শরীরে ভারনিক্স কমপক্ষে ৬ ঘন্টা রাখা এবং সবচেয়ে ভালো হয় ২৪ ঘন্টা রাখলে।

World Health Organization

॥সংগৃহীত॥

courtesy Dr Nilufar Parveen Mitu

Address

Nabinagar
3410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amena Memorial General Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category