Ali Ahammed Poungu & General Hospital

Ali Ahammed Poungu & General Hospital অত্যাধুনিক সি-আর্ম মেশিনে ( চামড়া না কেটে অপারেশন করা হয়)

স্বাধীন বাংলাদেশ
06/08/2024

স্বাধীন বাংলাদেশ

22/10/2023

⚠️বিশেষ ঘোষণা
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য বসত কারনে আমাদের প্রধান অর্থোপেডিক্স বিশেষজ্ঞ সার্জন সহকারী অধ্যাপক ডা.গোলাম সারোয়ার স্যার এই সপ্তাহে বর্হিবিভাগে সোমবার এর পরিবর্তে বুধবার সকল রোগী দেখবেন।
ধন্যবাদ সবাইকে।

18/06/2023

Happy Father's Day to all the Fathers of the world from Ali Ahammed Poungu & General Hospital

14/05/2023

Happy Mother's Day to all the mothers of the world from Ali Ahammed Poungu & General Hospital

জরুরী বিভাগ :-আলী আহাম্মদ পঙ্গু এন্ড জেনারেল হাসপাতাল, রসূল্লাবাদ, নবীনগর,বি.,বাড়িয়া প্রতিদিন এইভাবে অপারেশন ব্যতিত অত্য...
14/04/2023

জরুরী বিভাগ :-
আলী আহাম্মদ পঙ্গু এন্ড জেনারেল হাসপাতাল, রসূল্লাবাদ, নবীনগর,বি.,বাড়িয়া
প্রতিদিন এইভাবে অপারেশন ব্যতিত অত্যাধুনিক সি-আর্ম মেশিনের সাহায্যে বাচ্চাদের ঝুকিপূর্ণ হাড় ভাঙ্গা নরমাল পজিশনে নিয়ে আসা হয়, আমাদের জরুরী বিভাগের অভিজ্ঞ টিমের মাধ্যমে প্রতিদিন এভাবে রোগীদের মুখে হাঁসি ফোটানো হয়, সি-আর্ম মেশিনের সাহায্যে নিশ্চিত অপারেশন প্রয়োজন ঐরকম বাচ্চাদের অপারেশন ব্যতিত আমাদের অভিজ্ঞ টিমের মাধ্যমে নরমাল সি-আর্ম মেশিনের সাহায্যে চামড়া না কেটে সুস্থ করে তোলা হয়। তাই আপনার শিশুর হাত এবং পা ভাঙ্গার পর কবিরাজের কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে আসুন।আপনার সন্তানকে সুস্থ করতে আমাদের জরুরী বিভাগের টিম ২৪ ঘন্টা আপনাদের পাশে আছি।

ইলিজারব পদ্ধতিতে ভাঙ্গা হাড়ের সফল অপারেশন। অপারেশনটি সম্পূর্ণ সফলভাবে শেষ করেছেন আমাদের সফল অপারেশন টিম এবং সবার প্রিয় স...
10/01/2023

ইলিজারব পদ্ধতিতে
ভাঙ্গা হাড়ের সফল অপারেশন।
অপারেশনটি সম্পূর্ণ সফলভাবে শেষ করেছেন আমাদের সফল অপারেশন টিম এবং সবার প্রিয় সার্জন ঃ-
ডাঃ মো.গোলাম সারোয়ার
ডি-অর্থো (বি এস এম এম ইউ)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
(সাবেক পিজি হাসপাতাল ঢাকা)
হাড় ভাঙ্গা রোগীর জন্য বিশ্বস্ত স্পেশালাইজড হাসপাতাল। আপনার স্বপ্ন বাস্তবে পরিণত করতে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ.

আলী আহাম্মদ পঙ্গু এন্ড জেনারেল হাসপাতাল, রসূল্লাবাদ, নবীনগর, বি.বাড়িয়া।

১৬ ই ডিসেম্বর, মহান বিজয় দিবস।আমাদের অস্তিত্ব ও গৌরবের দিন।সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।বিজয় দিবস উপলক্ষে দোঁয়া ও মা...
17/12/2022

১৬ ই ডিসেম্বর, মহান বিজয় দিবস।
আমাদের অস্তিত্ব ও গৌরবের দিন।
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
বিজয় দিবস উপলক্ষে দোঁয়া ও মাহফিল এবং স্পেশাল আয়োজন।
উপস্থিত ছিলেন হাসপাতালের প্রতিষ্ঠাতা ঃ-আলী আহাম্মদ
সৌজন্যে ঃ- আলী আহাম্মদ পঙ্গু এন্ড জেনারেল হাসপাতাল,রসূল্লাবাদ, নবীনগর,বি-বাড়িয়া।

আলহামদুলিল্লাহ আমরাই প্রথম-আমরাই সেরা।নতুন- সংযোজন অপারেশন থিয়েটারে আলী আহাম্মদ পঙ্গু জেনারেল হাসপাতালে অত্যাধুনিক সি-আর...
12/11/2022

আলহামদুলিল্লাহ
আমরাই প্রথম-আমরাই সেরা।
নতুন- সংযোজন অপারেশন থিয়েটারে
আলী আহাম্মদ পঙ্গু জেনারেল হাসপাতালে অত্যাধুনিক সি-আর্ম মেশিন দিয়ে (চামড়া না কেটে) কম খরচে অপারেশন শুরু করেছে। রোগীদের সকল দুর্ভোগের অবসান হবে ইনশাআল্লাহ।কিছু জটিল হাড়ভাঙ্গা রোগীর সফল অপারেশন।হাড় ভাঙ্গা রোগীর জন্য বিশ্বস্ত স্পেশালাইজড হাসপাতাল। আপনার স্বপ্ন বাস্তবে পরিণত করতে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ.

আলী আহাম্মদ পঙ্গু এন্ড জেনারেল হাসপাতাল, রসূল্লাবাদ, নবীনগর, বি.বাড়িয়া।

চোখ উঠা (ইংরেজি: Conjunctivitis)এটি হচ্ছে চোখের ভাইরাসজনিত ইনফেকশন। সাধারণভাবে প্রচলিত কথা ‘চোখ ওঠা’ বলতে চোখ লাল হওয়া ...
24/09/2022

চোখ উঠা (ইংরেজি: Conjunctivitis)
এটি হচ্ছে চোখের ভাইরাসজনিত ইনফেকশন। সাধারণভাবে প্রচলিত কথা ‘চোখ ওঠা’ বলতে চোখ লাল হওয়া বুঝানো হয়ে থাকে। কিন্তু চোখ লাল হওয়া একটি উপসর্গ মাত্র। বিভিন্ন কারণে চোখ লাল হতে পারে। যেমন-জীবাণু দ্বারা আক্রান্ত হলে, এডিনো ভাইরাসজনিত কারণে, হারপিস সিমপ্লেক্স ভাইরাসজনিত কারণে, স্কেলেরার ইনফেকশনজনিত কারণে, ইউভিয়াল টিস্যু ইনফেকশনজনিত কারণ ইত্যাদি। তবে ভাইরাস কেরাটাইটিস বা হারপেম সিমপেক্স ভাইরাসজনিত ইনফেকশনই মুলত ভাইরাসজনিত ইনফেকশন। এ ধরনের ইনফেকশনে সাধারণত এক চোখ আক্রান্ত হয়ে থাকে। পরবর্তীতে দুচোখেও হওয়ার সম্ভাবনা থাকে। চোখে চুলকানির লক্ষণও প্রতিয়মান হয়।

লক্ষণঃ-

চোখ জ্বলবে, চোখের ভেতর অস্বস্থি শুরু হয়, সামান্য ব্যথা হয়। রোদে বা আলোতে তাকাতে কষ্ট হয় ও অতিমাত্রায় পানি পড়ে। চোখ লাল হয়ে ফুলে উঠে। [৩]ঘুম থেকে উঠার পর চোখের পাতা দুটি একত্রে লেগে থাকে। চোখ থেকে শ্লেষ্মাজাতীয় পদার্থ বের হতে থাকে ও হলুদ রঙের পুঁজ সৃষ্টি হয়। সাধারণত ৭ থেকে ৮ দিনের মধ্যে উপসর্গগুলো কমে আসে। কিন্তু দৃষ্টি ঝাপসা হয়ে যায়। মণি বা কর্নিয়াতে সাদা দাগ পড়ে যায়। খালি চোখে দেখে বোঝা যায় না। এতগুলো উপসর্গ রোগীর ক্ষেত্রে একসাথে দেখা নাও যেতে পারে।

এটি একটি জটিল রোগ। দেরি করে চিকিৎসা করালে সম্পূর্ণ আরোগ্য লাভ অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। তবে প্রাথমিক অবস্হায় চিকিৎসা নিলে খুব সহজেই সেরে যায়।

সতর্কতাঃ-
যেসব সাবধানতা অবলম্বন করতে হবে তা হলো-ধুলাবালি, আগুন-আলো-রোদে কম যাওয়া, ময়লা-আবর্জনাযুক্ত স্যাতসেঁতে জায়গায় না যাওয়া, পুকুর বা নদী-নালায় গোসল না করা, চোখে কালো চশমা ব্যবহার করা, টেলিভিশন না দেখা। সম্ভব হলে ১০ থেকে ১৫ দিন সম্পূর্ণ বিশ্রাম নেয়া এবং চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেয়া। সংক্রমিত রোগীদের থেকে দূরত্ব বজায় রাখা।

যেভাবে ছড়ায় ঃ-

চোখে ভাইরাস দিয়ে প্রদাহ হলে চোখের পানিতে ভাইরাস ভেসে বেড়ায়। যখন এই অশ্রু মুছতে যাই, তখনই এটি আমাদের হাতে এসে যায়। এরপর থেকেই সেই হাত দিয়েই আমরা যা কিছুই ছুঁই না কেন, সেখানে ভাইরাস চলে আসে। যেমন কারোর সঙ্গে করমর্দন, টিভি, এয়ারকন্ডিশনার রিমোট, ব্যবহৃত তোয়ালে, বিছানার চাদর, বালিশের কভার, এমনকি মুঠোফোন ইত্যাদিতে চলে আসতে পারে। এ জন্যই আক্রান্ত ব্যক্তিকে এই সময়ে বাসায় থাকতে পরামর্শ দেওয়া হয়। তার ব্যবহৃত জিনিসপত্রও কিছুটা আলাদা রাখা ভালো।

চিকিৎসা ও প্রতিরোধঃ-
ভাইরাসজনিত চোখ ওঠার তেমন কোনো চিকিৎসা নেই। সাধারণত বেশ কয়েক দিন পর এমনিতেই সেরে যায়। আক্রান্ত রোগী থেকে সর্বত্র ছড়িয়ে পড়া প্রতিরোধে যে বিষয়ে খেয়াল রাখা জরুরি—

● চোখের পানি বা ময়লা মোছার জন্য আলাদা তোয়ালে বা রুমাল ব্যবহার করা

● পরিচ্ছন্ন থাকতে হবে। অপরিষ্কার রুমাল ব্যবহার করা যাবে না

● এই সময়ে কালো চশমা পরা যেতে পারে, এতে বাইরের ধুলাবালু বা বাহ্যিক আঘাত থেকে রক্ষা পাওয়া যায়

● বাইরের পানি দিয়ে ঝাপটা দেওয়া যাবে না

● চোখের পাতা বেশি ফুলে গেলে বরফ দেওয়া যেতে পারে

● চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ খাওয়া উচিত

● হাত না ধুয়ে যখন-তখন চোখ ঘষা বা চুলকানো যাবে না

● চোখ ওঠা শিশুদের আলাদা বিছানায় শোয়াতে হবে।

কুসংস্কারঃ-

আক্রান্ত রোগীর চোখের দিকে তাকালেই কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগে আক্রান্ত হবে; এমন একটি ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে।

কিছু জটিল হাড়ভাঙ্গা রোগীর সফল অপারেশন।হাড় ভাঙ্গা রোগীর জন্য বিশ্বস্ত স্পেশালাইজড হাসপাতাল। আপনার স্বপ্ন বাস্তবে পরিণত ক...
22/09/2022

কিছু জটিল হাড়ভাঙ্গা রোগীর সফল অপারেশন।
হাড় ভাঙ্গা রোগীর জন্য বিশ্বস্ত স্পেশালাইজড হাসপাতাল।
আপনার স্বপ্ন বাস্তবে পরিণত করতে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ.
আলী আহাম্মদ পঙ্গু এন্ড জেনারেল হাসপাতাল, রসূল্লাবাদ, নবীনগর, বি.বাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবীনগর উপজেলায় অবস্থিত-সবার বিশ্বস্ত হাসপাতাল -আলী আহাম্মদ পঙ্গু এন্ড জেনারেল হাসপাতাল।হাড় ভাঙ্গা...
15/08/2022

ব্রাহ্মণবাড়িয়া জেলায়
নবীনগর উপজেলায় অবস্থিত-
সবার বিশ্বস্ত হাসপাতাল -
আলী আহাম্মদ পঙ্গু এন্ড জেনারেল হাসপাতাল।
হাড় ভাঙ্গা রোগীর জন্য বিশ্বস্ত স্পেশালাইজড হাসপাতাল।
আপনার স্বপ্ন বাস্তবে পরিণত করতে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ.
গত-সপ্তাহের কিছু সফল অপারেশন।

গাইনী এন্ড অবস্ বিষয়ে অভিজ্ঞডা. হুজায়ফা খানমপ্রতি শুক্রবার সকাল ১০.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত রোগী দেখেন।আলী আহাম্...
15/08/2022

গাইনী এন্ড অবস্ বিষয়ে অভিজ্ঞ
ডা. হুজায়ফা খানম
প্রতি শুক্রবার সকাল ১০.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত রোগী দেখেন।

আলী আহাম্মদ পঙ্গু এন্ড জেনারেল হাসপাতাল।
রছুল্লাবাদ ঈদগাহ মোড়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।

Address

Rasullabad
Nabinagar

Telephone

+8801316712469

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ali Ahammed Poungu & General Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ali Ahammed Poungu & General Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category