নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Nabinagar
  • নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন

নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন "রক্তদান করুন, জীবন বাঁচাতে সাহায্য করুন"

জরুরী প্রয়োজনে আমরা আছি আপনাদের পাশে।
(1)

আলহামদুলিল্লাহ নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর সকল স্বেচ্ছাসেবীদের গত কয়েকদিনের নিরলস পরিশ্রম ও আমন্ত্রিত সংগঠন এ...
12/09/2025

আলহামদুলিল্লাহ নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর সকল স্বেচ্ছাসেবীদের গত কয়েকদিনের নিরলস পরিশ্রম ও আমন্ত্রিত সংগঠন এর স্বেচ্ছাসেবীদের আগমন আর আমন্ত্রিত অতিথিবৃন্দদের উপস্থিতি আমাদের প্রিয় সংগঠন নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সফল হয়ছে। সকলের জন্য মন থেকে দোয়া ও শুভকামনা রইলো 💖

12/09/2025

নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৫।

শুভ জন্মদিন আবেগ ও ভালবাসার একটি অংশ নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন  💝মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, রক্তদান...
11/09/2025

শুভ জন্মদিন আবেগ ও ভালবাসার একটি অংশ নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন 💝

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, রক্তদান করুন জীবন বাঁচাতে সাহায্য করুন। আজকের দিনটা স্পেশাল আমার, আমাদের জন্য কারণ এই দিনটাতে এই পরিবারটির জন্ম হয়েছে বলেই আমরা নিয়মিত রক্ত দিতে সাহস পেয়েছি। পেয়েছি শত, শত মানুষরের আন্তরিক দোয়া ও ভালবাসা 🌺 শিখেছি সততা ও ভালবাসার মাধ্যমে মানবতার কাজ করার উপায়। দেখেছি রক্ত যোদ্ধারদের স্বেচ্ছায় পরিশ্রম গুলো 🖤 এই পরিবার এর কাছে আমি প্রতিনিয়ত হার না মানার কৌশল শিখেছি 💝 শিখেছি কিভাবে মানুষকে নিঃস্বার্থ ও আন্তরিকভাবে ভালবাসতে হয়। বুঝেছি জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনটা কতটুকু। মহান আল্লাহ তায়ালা নিঃস্বার্থভাবে কাজ করা প্রত্যেকজন মানবিক স্বেচ্ছাসেবীদের উওম বিনিময় দান করুক। আমিন।🤲🌺❤️

 #প্রাণের_স্পন্দন নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক। সকলের নিকট দোয়ার দরখাস্ত রইলো.. 🤲
10/09/2025

#প্রাণের_স্পন্দন
নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক।
সকলের নিকট দোয়ার দরখাস্ত রইলো.. 🤲

আলহামদুলিল্লাহ নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর ৫ম বর্ষে পদার্পণ ও মরহুম এডমিন হাবিবউল্লাহ ভাই আর মরহুম  মডারেটর স...
10/09/2025

আলহামদুলিল্লাহ নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর ৫ম বর্ষে পদার্পণ ও মরহুম এডমিন হাবিবউল্লাহ ভাই আর মরহুম মডারেটর সিহাব উদ্দিনের জন্য বাড়িখলা বহুমূখী হাফিজিয়া মাদরাসা ও সিতারামপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ২ টা মাদরাসার ৬৫ জন কোরআনের পাখিদের নিয়ে দোয়ার আয়োজন। মহান আল্লাহ তায়ালা আমাদের সকল মানবিক স্বেচ্ছাসেবীদের মানবিক কাজ গুলোতে বারাকা দান করুন। মরহুম হাবিবউল্লাহ ভাই ও বন্ধু সিহাবকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক। আমিন 🤲🤲

বিদায় একটি শব্দ মাত্র,বিদায় মানেই হচ্ছে কষ্টদায়ক।😒নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন  এর সম্মানিত মডারেটর  প্রিয় সহযোদ্...
22/08/2025

বিদায় একটি শব্দ মাত্র,
বিদায় মানেই হচ্ছে কষ্টদায়ক।😒

নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর সম্মানিত মডারেটর প্রিয় সহযোদ্ধা, Md Mozammel Hque ভাইয়ের বিদেশগমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা।
মন জুড়ে কতো স্মৃতির আনাগোনা।
কিন্তু এর পেছনে থাকে হাজার অনুভূতি।
আর আপনার মতো সহকর্মী- সহযোদ্ধাকে আমাদের সাথে পাওয়া বিশাল ছিল।
আপনার বিদায় যাত্রা শুভ হোক।🤲
বিদায় বলা মানে একে অপরের থেকে দূরে সরে যাওয়া নয়,
বরং নতুন দিগন্তের দিকে এগিয়ে যাওয়া। 🖤
আপনার প্রবাস জীবন সুন্দর হোক সুখময় হোক,
এই দোয়া করি।🤲❤️

নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর নিবেদিত প্রান মরহুম আশিক ভাইয়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআনের পাখিদের নিয়ে দোয়া...
15/08/2025

নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর নিবেদিত প্রান মরহুম আশিক ভাইয়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআনের পাখিদের নিয়ে দোয়ার আয়োজন। মহান আল্লাহ তায়ালা মরহুম আশিক ভাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক। আমিন 🤲🤲

সিহাব ও হাবিবউল্লাহ ভাই 💖🤲🤲
13/08/2025

সিহাব ও হাবিবউল্লাহ ভাই 💖🤲🤲

চোখের পলকে একটি বছর হয়ে গেল সবার প্রিয় হাবিবউল্লাহ ভাই আমাদের মাঝে নেই। নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর নিবেদিত প...
13/08/2025

চোখের পলকে একটি বছর হয়ে গেল সবার প্রিয় হাবিবউল্লাহ ভাই আমাদের মাঝে নেই। নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর নিবেদিত প্রান ছিল মানবিক, পরিশ্রমী ও সুন্দর মনের স্বেচ্ছাসেবী Engr Atm Habibullah ভাই 💖 চেহারায় সব সময় সুন্দর মনোরম হাসি থাকত। মহান আল্লাহ তায়ালা হাবিবউল্লাহ ভাইয়ের ভাল কাজ গুলো কবুল করুক। জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক। আমিন। সবাই হাবিবউল্লাহ ভাইয়ের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন 🤲

"রক্তদান করুন জীবন বাচাঁতে সাহায্য করুন"আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালবাসায় ও সহযোগিতায় প্রাণের প্রিয় সংগঠন নবীনগর স্ব...
04/08/2025

"রক্তদান করুন জীবন বাচাঁতে সাহায্য করুন"

আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালবাসায় ও সহযোগিতায় প্রাণের প্রিয় সংগঠন নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে,,,

নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর সকল স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে গত জুলাই মাসে বিভিন্ন জেলা উপজেলায় ৩৯ ব্যাগ ব্লাড দেওয়ানো হয়েছে🤲💖

এ পজেটিভ = ৭ জন
বি পজেটিভ = ১৭ জন
ও পজেটিভ = ১২ জন
এবি পজিটিভ = ৩ জন
নবীনগর = ৩৫ জন
ঢাকা = ২ জন
ব্রাহ্মণবাড়িয়া = ১ জন
হবিগঞ্জ = ১ জন
মোট = ৩৯ জন


বিঃ দ্রঃ ব্লাড দেওয়ানোর ক্ষেত্রে যে সকল স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা অক্লান্ত পরিশ্রম সেসকল মানবতার ফেরিওয়ালাদের জন্য সকলে আন্তরিকভাবে দোয়া ও আশীর্বাদ করবেন।
আপনাদের রক্তের প্রয়োজনে নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন সর্বদা সজাগ।
মানবতার জয় হোক..

নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর জয় হোক..

আসসালামু আলাইকুম""রক্ত দান করুন মানুষের জীবন বাঁচাতে সাহায্য করুন" #আলহামদুলিল্লাহ আজকে ৩১ জুলাই রোজঃ বৃহস্পতিবার  নবীনগ...
31/07/2025

আসসালামু আলাইকুম"

"রক্ত দান করুন মানুষের জীবন বাঁচাতে সাহায্য করুন"
#আলহামদুলিল্লাহ আজকে ৩১ জুলাই রোজঃ বৃহস্পতিবার নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে করিমশাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও সচেতনতামূলক ক্যাম্পেইন সুন্দর ভাবে করতে সফল হয়েছি।

* করিমশাহ্ গ্রামবাসী ও শিক্ষার্থীদের উপস্থিতি ও আন্তরিকতার মাধ্যমে আমরা আজকে প্রায় ১০০০ লোকের রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়ছি। এবং প্রায় ৩০০ লোকের ডায়াবেটিস পরিক্ষা করেছি।

*বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি করিমশাহ্ গ্রামের সচেতন যুব সমাজ ও মেহেদী হাছান ফয়সালকে সবার সার্বিক সহযোগিতায় আমরা আজকে এতো সুন্দর করে মনোরম প্রকৃতির মাঝে একটি ক্যাম্পেইন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ।

ইনশাআল্লাহ আমাদের এই ক্যাম্পেইন অদূর ভবিষ্যতে ও চলমান থাকবে 💝💝

আসসালামু আলাইকুম। রক্তদান করুন, জীবন বাঁচাতে সাহায্য করুন''নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন  এর উদ্যােগে বিনামূল্যে র...
29/07/2025

আসসালামু আলাইকুম।
রক্তদান করুন, জীবন বাঁচাতে সাহায্য করুন''
নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যােগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং সচেতনতামূলক ক্যাম্পেইন।
তারিখ: ৩১/০৭/২০২৫ ইং রোজ: বৃহস্পতিবার , সময়: সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
স্থান: করিমশাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
আয়োজনে : নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন

Address

গোলাপ চেয়ারম্যান মার্কেট (ইসলামি ব্যাংকের ৩য় তলা)।
Nabinagar
3410

Alerts

Be the first to know and let us send you an email when নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category