Holy Care Clinic & Diagnostic Center

Holy Care Clinic & Diagnostic Center "আপনার আস্থা, আমাদের প্রচেষ্টা" এই স্লোগান নিয়েই আপনাদের স্বাস্থ্য সেবায় ২৪ ঘন্টা।
ব্যবস্থাপনা পরিচালক
মো: বখতিয়ারুল ইসলাম
মোবা: ০১৩১৪১৬৩১৫৫

Big thanks to Mohtasim Billahfor all your support! Congrats for being top fans on a streak 🔥!
18/09/2025

Big thanks to Mohtasim Billah

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

🍼 অ্যানোমালি স্ক্যান (Anomaly Scan)অ্যানোমালি স্ক্যান হলো গর্ভাবস্থার একটি গুরুত্বপূর্ণ আল্ট্রাসাউন্ড পরীক্ষা, যেটি সাধা...
26/08/2025

🍼 অ্যানোমালি স্ক্যান (Anomaly Scan)

অ্যানোমালি স্ক্যান হলো গর্ভাবস্থার একটি গুরুত্বপূর্ণ আল্ট্রাসাউন্ড পরীক্ষা, যেটি সাধারণত ১৮–২২ সপ্তাহে করা হয়।

---

🔹 কেন করা হয়?

👉 শিশুর বৃদ্ধি ও অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকভাবে গড়ে উঠছে কিনা তা দেখতে।
👉 কোনো জন্মগত ত্রুটি (congenital anomaly) আছে কিনা তা শনাক্ত করতে।

---

🩺 অ্যানোমালি স্ক্যানে কী কী দেখা হয়?

1. শিশুর অঙ্গ-প্রত্যঙ্গ

মস্তিষ্ক, স্পাইন/মেরুদণ্ড, হার্ট, পেট, কিডনি, ব্লাডার, ফুসফুস, লিভার।

2. শিশুর শরীরের গঠন

মাথা, মুখ (যেমন cleft lip), হাত, পা, আঙুল।

3. প্লাসেন্টা ও অ্যামনিয়োটিক ফ্লুইড

প্লাসেন্টার অবস্থান, পানি ঠিক আছে কিনা।

4. নাভির নাড়ি (Umbilical cord)

রক্ত প্রবাহ ও নালির সংখ্যা।

5. শিশুর নড়াচড়া ও বৃদ্ধি

---

🔍 কী কী সমস্যার খোঁজ মেলে?

মেরুদণ্ডের সমস্যা (Spina bifida)

হার্টের জন্মগত সমস্যা

ঠোঁট ও তালুর ফাঁক (Cleft lip/palate)

কিডনি বা পেটের অঙ্গের সমস্যা

হাত-পায়ের গঠনগত ত্রুটি

শিশুর বৃদ্ধি কম হওয়া (IUGR) বা জমজ শিশুর জটিলতা

---

💡 গুরুত্বপূর্ণ তথ্য

এটি প্রায় সবার জন্য রুটিন পরীক্ষা।

সম্পূর্ণ নিরাপদ, কারণ এতে শুধু সাউন্ড ওয়েভ ব্যবহার হয়, রেডিয়েশন নয়।

সব ধরনের সমস্যা ধরা না পড়লেও বেশিরভাগ বড় ত্রুটি শনাক্ত করা যায়।

প্রয়োজনে ডাক্তার আরও পরীক্ষা (Echo, Genetic test, MRI) করতে বলতে পারেন।

(Copied)

26/08/2025
✅ বেশিরভাগ সময়ে গর্ভবতী মায়েরা আল্ট্রাসনোগ্রাম করতে আসেন ৮মাস/৯ মাসের সময়। এতো দেরিতে কেন আসলেন প্রশ্ন করলে উত্তর আসে,"ক...
25/08/2025

✅ বেশিরভাগ সময়ে গর্ভবতী মায়েরা আল্ট্রাসনোগ্রাম করতে আসেন ৮মাস/৯ মাসের সময়। এতো দেরিতে কেন আসলেন প্রশ্ন করলে উত্তর আসে,"কি বাবু সেটা তো এখনই ভালো বুঝা যাবে।"

✅ নিয়মিত ফলোআপে আসা রোগীকে যদি ৩ মাসের সময় বলি একটা আল্ট্রা করে ফেলেন। উত্তর আসবে,"এখন না ।৭/৮ মাসের সময় করাবো।"

✅ ব্যপারটা এমন হয়ে দাড়িয়েছে আল্ট্রাসনোগ্রামের একমাত্র লক্ষ্য গর্ভের সন্তানের লিঙ্গ জানা। কিন্তু সত্যিই কি তাই? এতো কষ্ট করে এতো বছরের অক্লান্ত পরিশ্রম করে আল্ট্রাসনোগ্রাম মেশিন তৈরি কি শুধুই ছেলে না মেয়ে জানার জন্য?

✅ ডাক্তাররা যে কয়েকবার আল্ট্রা করায় সেটার কি সত্যিই দরকার আছে ?
নাকি সব টাকা খাওয়ার ধান্দা?!!!

আজকে জানবো গর্ভকালীন সময়ে আল্ট্রাসনোগ্রাম করার উদ্দেশ্য। অন্তত ৩ বার আল্ট্রাসনোগ্রাম করা উচিত।

♦♦ ১ম আল্ট্রাসনোগ্রাম করাতে হবে ৩মাসের মধ্যে। ২য় মাসে করানোই সবচেয়ে ভালো। এসময় আমরা জানতে পারবো-

~রোগী আসলেই গর্ভবতী কিনা।
অনেক সময় দেখা যায় প্রস্রাব টেস্টে পজিটিভ দেখালেও আসলে গর্ভে সন্তান নেই। অনেক সময়ই শুধুমাত্র বাচ্চার থলি আসে কিন্তু বাচ্চা থাকেনা।

~বাচ্চা জরায়ুতে আছে নাকি অন্য কোথাও। জরায়ুতে না থেকে অন্য কোথাও থাকাকে বলে এক্টপিক প্রেগন্যান্সি। এ ক্ষেত্রেও প্রস্রাব টেস্ট পজিটিভ আসে। কিন্তু বাচ্চা বেশিদিন বাঁচে না।

~ বাচ্চা কি গর্ভে একটি নাকি একের অধিক;

~অনেকে মাসিকের তারিখ মনে রাখতে পারেনা। এসময়ই বাচ্চার বয়স জানা যায়।

~মায়ের জরায়ুতে কোন সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে অনেক সময় গর্ভপাত হয়ে যায়।

♦♦২য় বার করাতে হবে ৫ম মাসে। এসময় জানা যাবে-

~ বাচ্চার কোন জন্মগত ত্রুটি আছে কিনা। আগে থেকে জানা থাকলে সে অনুযায়ী বাচ্চার ডেলিভারির পরপরই চিকিৎসার ব্যবস্থা করা যায়।

~ প্লাসেন্টা যেটা অনেকেই ফুল নামে জানে তার অবস্থান কোথায়। প্লাসেন্টার অবস্থানের উপর ডেলিভারি কতটা নিরাপদ হবে বুঝা যায়। অনেক মা ই ডেলিভারির পর অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। তার কারণ হলো আগে থেকে প্লাসেন্টার অবস্থান না জেনে ব্যবস্থা নিতে না পারা।

~ ডেলিভারির ডেট কবে তা জানা যায়।

~বাচ্চা জীবিত কিনা;

♦♦ শেষ আল্ট্রা করতে হয় ৮/৯ মাসে।এ সময় জানতে পারবে-

~ বাচ্চার ওজন;

~ জরায়ুতে পানি কতটা আছে। পানি কম থাকলে বাচ্চা প্রয়োজনীয় পুষ্টি ও অক্সিজেন পায়না।এতে বাচ্চার নির্দিষ্ট ডেলিভারির তারিখ পর্যন্ত বেচে থাকা কঠিন। তাই বলে অতিরিক্ত পানি থাকাও ভালোনা।

~প্লাসেন্টাতে কোন সমস্যা আছে কিনা;

~ বাচ্চার পজিশন। সাধারণত মাথা নিচের দিকে থাকলে নরমাল ডেলিভারি করা সহজ।

✅ দয়া করে শুধুমাত্র গর্ভের সন্তান ছেলে না মেয়ে জানার জন্য আল্ট্রাসনোগ্রাম করাবেন না। আল্লাহ যা দিয়েছেন তা তো আর বদলাতে পারবেন না। বরং যা জানতে পারলে মা ও সন্তানের সুস্থ থাকা আরেকটু নিশ্চিত করতে পারবেন তা জানুন।

✅ মায়ের যত্ন নিন। একজন সুস্থ মা ই জন্ম দিবেন একজন সুস্থ বাচ্চা।

25/08/2025

Address

Lack City, Near Gordharpar Bridge
Nageswari
5660

Telephone

+8801314163155

Website

Alerts

Be the first to know and let us send you an email when Holy Care Clinic & Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Holy Care Clinic & Diagnostic Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram