Naogaon Blood Circle

Naogaon Blood Circle সৃষ্টির সেবায় নিয়োজিত একটি সামাজিক সংগঠন।

নওগাঁয় জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উদযাপনরবিবার (২ নভেম্বর ২০২৫) নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় নওগাঁ ব্লাড সার্কেল,...
02/11/2025

নওগাঁয় জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উদযাপন

রবিবার (২ নভেম্বর ২০২৫) নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় নওগাঁ ব্লাড সার্কেল, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ইউনিটের উদ্যোগে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে মানববন্ধন এবং রক্তদানে সচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন করা হয়।

এসময় শিক্ষার্থীদের সাথে রক্তদানের সচেতনতা বাড়াতে আলোচনা করা হয়। নওগাঁ শহরের বিভিন্ন জায়গায় হাতে লেখা সচেতনতামূলক পোস্টারিং করা হয়।

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে দুই দিন ব্যাপী ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন১ম দিন:• ব্লাডগ্রুপিং: ১৫৫ জন• সদস্য সংগ্রহ: ১৩ জ...
23/10/2025

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে দুই দিন ব্যাপী ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন

১ম দিন:
• ব্লাডগ্রুপিং: ১৫৫ জন
• সদস্য সংগ্রহ: ১৩ জন
• নতুন রক্তদাতা সংগ্রহ: ৪৩ জন
• তারিখ: ২২ অক্টোবর ২০২৫

২য় দিন:
• ব্লাডগ্রুপিং: ৭৫ জন
• সদস্য সংগ্রহ: ০৮ জন
• নতুন রক্তদাতা সংগ্রহ: ২৬ জন
• তারিখ: ২৩ অক্টোবর ২০২৫

সর্বমোট:
• ব্লাডগ্রুপিং: ২৩০ জন
• সদস্য সংগ্রহ: ২১ জন
• নতুন রক্তদাতা সংগ্রহ: ৬৯ জন
• ক্যাম্পেইন নং: ৫০ তম, ইউনিটে: ৪র্থ

আলহামদুলিল্লাহ, সাথে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জাযাকাল্লাহু খয়রান।

ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইনশনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বাদ আসর নওগাঁ নওজোয়ান মাঠে ইস...
20/10/2025

ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বাদ আসর নওগাঁ নওজোয়ান মাঠে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে নওগাঁ ব্লাড সার্কেলের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়।

ফ্রি ব্লাড গ্রুপিং: ১০০ জন
উপস্থিত ভলেন্টিয়ার: ৮ জন
ক্যাম্পেইন নং: ৪৯

আলহামদুলিল্লাহ, প্রোগ্রাম শেষে নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে শায়খ আব্দুল্লাহ হাই মুহাম্মদ সাইফুল্লাহ এবং কলরবের শিল্পীদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে৷

রক্তদানের সেবায় নওগাঁ ব্লাড সার্কেলের অফিস উদ্বোধন'মা তোমার সন্তানকে রক্ত দিতে নিষেধ করো না' স্লোগানকে সামনে রেখে ২০১৭ স...
03/09/2025

রক্তদানের সেবায় নওগাঁ ব্লাড সার্কেলের অফিস উদ্বোধন

'মা তোমার সন্তানকে রক্ত দিতে নিষেধ করো না' স্লোগানকে সামনে রেখে ২০১৭ সাল থেকে বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও রক্তদানে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সেবামূলক আয়োজন করে আসছে নওগাঁর স্বেচ্ছাসেবী সংগঠন 'নওগাঁ ব্লাড সার্কেল'।

রক্তদানের সেবাকে অধিকতর সহজলভ্য করতে বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) নওগাঁ শহরের সরকারি কলেজ রোডে পুলিশ শপিং কমপ্লেক্সের বিপরীতে অফিস উদ্বোধন করে নওগাঁ ব্লাড সার্কেল।

নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, 'আলহামদুলিল্লাহ, দীর্ঘ আট বছরের পথচলায় আমরা প্রায় ছয় হাজার ব্যাগ রক্ত বিনামূল্যে সংগ্রহ করে দিতে সক্ষম হয়েছি। কিন্তু, চাহিদার তুলনায় তা খুবই অল্প ছিলো। বেশির ভাগ রক্তের রিকুয়েস্টেরই আমরা কোনো রেসপন্স করতে পারিনি। রক্তের চাহিদা অধিক পূরণ করতে আমাদের নতুন অফিস ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ। আমরা নিয়মিত নির্দিষ্ট কোনো সময় অফিস সর্বসাধারণের জন্য খোলা রাখার ব্যাপারে পরামর্শ করছি।'

নওগাঁ ব্লাড সার্কেলের উপদেষ্টা এবং বিশিষ্ট সমাজসেবী রেজানূর রহমান বিরোর সহযোগিতায় নওগাঁ ব্লাড সার্কেলের নতুন কার্যালয় শুরু করা হয়। তিনি জানান, 'নওগাঁয় রক্তের চাহিদা পূরণে আমাদের সংগঠন আরো সক্রিয় এবং তৎপর ভূমিকা রাখবে বলে আশা করছি। ইনশাআল্লাহ।'

নওগাঁ ব্লাড সার্কেলের ২০২৪ সালের রিপোর্ট• মোট রক্তদান: ৭০৬ ব্যাগ• বন্যার্তদের ত্রাণ: ২,০০০ জন• ফ্রি ব্লাডগ্রুপিং: ১,৯৪২ ...
13/08/2025

নওগাঁ ব্লাড সার্কেলের ২০২৪ সালের রিপোর্ট

• মোট রক্তদান: ৭০৬ ব্যাগ
• বন্যার্তদের ত্রাণ: ২,০০০ জন
• ফ্রি ব্লাডগ্রুপিং: ১,৯৪২ জন
• শীতবস্ত্র বিতরণ: ৬০ টি
• ইফতার বিতরণ: ২২০ জন
• ঈদের পোশাক উপহার: ৪০ জন শিশু
• বৃক্ষরোপণ: ১৫ টি
• ফ্রি চিকিৎসা: ১৫০ জন
• মন্দির পাহাড়া: ২ দিন
• ট্রাফিক ভলেন্টিয়ারিং: ৫ দিন, ১২ জন
• সেমিনার: ৩ টি (মেধাবী সংবর্ধণা সহ)
• আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ, আমরা অযোগ্য ছিলাম। আল্লাহ তায়ালাই কবুল করেছেন। কৃতিত্ব সব আল্লাহ তায়ালার। দুর্বলতা ও ভুলত্রুটি সব আমাদের পক্ষ থেকে। নওগাঁ ব্লাড সার্কেলের সকল সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা। জাযাকাল্লাহু খয়রান।

২০২৪ সালের রিপোর্ট (মাস ভিত্তিক)

• জানুয়ারি
• রক্তদান: ৫৯ ব্যাগ
• শীতবস্ত্র বিতরণ: ৬০ টি

• ফেব্রুয়ারি
• রক্তদান: ৭৮ ব্যাগ
• ফ্রি ব্লাডগ্রুপিং: ৯১০ জন

• মার্চ
• রক্তদান: ৮৭ ব্যাগ
• ইফতার বিতরণ: ২২০ জন

• এপ্রিল
• রক্তদান: ৬৯ ব্যাগ
• ফ্রি ব্লাডগ্রুপিং: ৯২ জন
• ঈদের পোশাক উপহার: ৪০ জন শিশু

• মে
• রক্তদান: ৬০ ব্যাগ
• সেমিনার: ১ টি

• জুন - জুলাই
• রক্তদান: ১০৮ ব্যাগ
• সেমিনার: ২ টি

• আগস্ট
• রক্তদান: ৬২ ব্যাগ
• বৃক্ষরোপণ: ১৫ টি
• ট্রাফিক ভলেন্টিয়ারিং: ৫ দিন, ১২ জন
• মন্দির পাহাড়া: ২ দিন

• সেপ্টেম্বর
• রক্তদান: ৬৮ ব্যাগ
• ফ্রি ব্লাডগ্রুপিং: ৫২ জন
• বন্যার্তদের ত্রাণ: ২,০০০ জন

• অক্টোবর
• রক্তদান: ৫৭ ব্যাগ
• ফ্রি ব্লাডগ্রুপিং: ৩০ জন

• নভেম্বর
• রক্তদান: ২৭ ব্যাগ
• ফ্রি ব্লাডগ্রুপিং: ১৫৩ জন
• ফ্রি চিকিৎসা: ১৫০ জন

• ডিসেম্বর
• রক্তদান: ৩১ ব্যাগ
• ফ্রি ব্লাডগ্রুপিং: ৬২৭ জন

জুলাই শহীদদের স্মরণে নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নওগাঁর উদ্যোগে এবং নওগাঁ ব্লাড সার...
04/08/2025

জুলাই শহীদদের স্মরণে নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নওগাঁর উদ্যোগে এবং নওগাঁ ব্লাড সার্কেলের সহযোগিতায় 'জুলাই বর্ষপূর্তি' উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৪ আগস্ট ২০২৫) নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় (ব্লাড গ্রুপিং) এবং সম্ভাব্য রক্তদাতাদের তথ্য সংগ্রহ করে একটি ডাটাবেজ প্রস্তুত করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে কার্যক্রমটি দিনব্যাপী চলে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সাদনান সাকিব, জাহানে মোতায়েন যুক্ত, রাজন, ফজলে রাব্বী, আব্দুল মোমিন, আরমান এবং নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান, রাহাদ হাসান আকাশ, রাসেল, রাফি ও শাহনেওয়াজ রক্সি সহ অন্যান্য সদস্যরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে রক্তদানের বিষয়ে সচেতন করা এবং জরুরি সময়ের জন্য একটি কার্যকর রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।

স্থানীয় যুবসমাজ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই আয়োজন প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহানে মোতায়েন যুক্ত বলেন, 'শুধু প্রতিবাদ নয়, মানবিক কাজে সক্রিয় ভূমিকা রাখার মধ্য দিয়েই একটি প্রগতিশীল ছাত্র আন্দোলনের আদর্শ প্রতিষ্ঠিত হয়। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।'
নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, 'আমাদের সমাজে অনেকেই রক্ত দিতে চান, কিন্তু সঠিক তথ্য ও সংযোগের অভাবে অনেক সময় তা সম্ভব হয় না। এ ধরনের ডাটাবেজ তৈরির মাধ্যমে আমরা রক্তদানের একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। ভবিষ্যতেও আমরা এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব।'

নওগাঁ ব্লাড সার্কেল এর পক্ষ থেকে এমন জনসেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ক্যাম্পেইন নং: ৪৮

বার্তা প্রেরক:
রিজভী আহম্মেদ রিজোয়ান
সাধারণ সম্পাদক, নওগাঁ ব্লাড সার্কেল

আলহামদুলিল্লাহ
23/07/2025

আলহামদুলিল্লাহ

নওগাঁয় রক্তদাতা দিবসে পথচারীদের মাঝে শরবত বিতরণ শনিবার (১৪ জুন ২০২৫) বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নওগাঁ সদর হাসপাতালের সা...
14/06/2025

নওগাঁয় রক্তদাতা দিবসে পথচারীদের মাঝে শরবত বিতরণ

শনিবার (১৪ জুন ২০২৫) বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নওগাঁ সদর হাসপাতালের সামনে পথচারীদের মাঝে দিনব্যাপী বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ করেছে সামাজিক সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল।

প্রচন্ড গরমে তৃষ্ণার্ত পথচারীরা। নওগাঁ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ সদর হাসপাতালে আসছে রোগী ও রোগীর স্বজনেরা। প্রচন্ড রোদের মাঝে পথচারীদের তৃপ্তি দিতে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ কর্মসূচীর আয়োজন করে সামাজিক সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল। সারাদিনে প্রায় ৪০০ পথচারীর মাঝে শরবত বিতরণ করা হয়।

নওগাঁ ব্লাড সার্কেলের নির্বাহী পরিচালক সৈয়ব আহমেদ সিয়াম বলেন, "তৃষ্ণার্তদের পিপাসা নিবারণ করা প্রশংসনীয় এবং আল্লাহর কাছে প্রিয় একটি কাজ। এবার গরম আবহাওয়ার মাঝে আমরা মাসব্যাপী নওগাঁ শহরের বিভিন্ন পয়েন্টে ঠান্ডা শরবত বিতরণের উদ্যোগ নিয়েছি। প্রথম দিনেই ব্যাপক সাড়া এবং প্রশংসা পেয়েছি, আলহামদুলিল্লাহ।"

নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, "প্রতি বছরই ১৪ জুন সারা পৃথিবীর সাথে একযোগে আমরা নওগাঁয় বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করে থাকি। বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ) এর সর্বশেষ গবেষণা অনুযায়ী বাংলাদেশে এক লাখ থ্যালাসেমিয়া রোগী আছে। যাদের প্রতি মাসে এক বা একাধিক ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এছাড়াও এনিমিয়া, ডায়ালাইসিস, সিজার, অপারেশন, এক্সিডেন্ট সহ প্রচুর রোগীর নিয়মিত রক্তের প্রয়োজন হয়। রক্তদাতাদের সাথে নিয়ে এবার আমরা পিপাসার্তদের তৃষ্ণা মেটাতে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণের উদ্যোগ নিয়েছি।"

ডা. মোঃ আব্দুল মতিন (এমবিবিএস, এমসিপিএস) বলেন, "নওগাঁ ব্লাড সার্কেলের মাধ্যমে অসহায় রোগীরা রক্তের সন্ধান পেয়ে থাকে৷ প্রাণ বাঁচানোর উসিলা তারা। আর এই প্রাণে উৎফুল্লতা আনতে পিপাসার্তদের মাঝে ঠান্ডা শরবত বিতরণের কর্মসূচী সত্যিই প্রশংসনীয়।"

নওগাঁ ব্লাড সার্কেলকে নিয়ে ফিচার নিউজ। মারজিয়া, মেহজাবিন আর ডাক্তার আব্দুল মতিন ভাইয়ের স্টোরি তুলে ধরা হয়েছে। 🤍
09/06/2025

নওগাঁ ব্লাড সার্কেলকে নিয়ে ফিচার নিউজ। মারজিয়া, মেহজাবিন আর ডাক্তার আব্দুল মতিন ভাইয়ের স্টোরি তুলে ধরা হয়েছে। 🤍

আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া লিল্লাহিল হামদ। ঈদ মোবারক 🐐🌙তাকাব্...
06/06/2025

আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া লিল্লাহিল হামদ।

ঈদ মোবারক 🐐🌙
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 😊

নওগাঁয় থ্যালাসেমিয়া প্রতিরোধে রাষ্ট্রীয় উদ্যোগের দাবীতে মানববন্ধননওগাঁ ব্লাড সার্কেলের উদ্যোগে বৃহস্পতিবার (৮ মে ২০২৫) ...
08/05/2025

নওগাঁয় থ্যালাসেমিয়া প্রতিরোধে রাষ্ট্রীয় উদ্যোগের দাবীতে মানববন্ধন

নওগাঁ ব্লাড সার্কেলের উদ্যোগে বৃহস্পতিবার (৮ মে ২০২৫) দুপুর ১২ টা ৩০ মিনিটে নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা সুনির্দিষ্ট কিছু দাবীতে এই মানববন্ধনে আয়োজন করেন। কর্মসূচিতে বক্তারা থ্যালাসেমিয়ার প্রতিরোধ ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং এই জিনগত রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সরকার ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নওগাঁ ব্লাড সার্কেলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক মীর রাগীব মাসুম, সাংগঠনিক সম্পাদক আবরার রাকিন, সরকারি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক রাফিউল বারী রাজন, নূর মোহাম্মদ রফি ও হৃদয় সহ অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।

নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ মানববন্ধনে বলেন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সুনির্দিষ্ট ৫ দফা দাবিতে আমরা মানববন্ধন করছি। আমাদের দাবিগুলো হচ্ছে, ১. সরকারি খরচে ছাত্রজীবনেই থ্যালাসেমিয়ার বাহক টেস্টের ব্যবস্থা করতে হবে। ২. মাধ্যমিক পাঠ্যপুস্তকে প্রতিটি শ্রেণিতে থ্যালাসেমিয়া সংক্রান্ত স্বতন্ত্র অধ্যায় সংযোজন করতে হবে। ৩. প্রতি জেলায় থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য স্পেশালাইজড হাসপাতাল তৈরি করতে হবে। ৪. থ্যালাসেমিয়া আক্রান্তদের ফ্রি চিকিৎসা ও এবিষয়ে গবেষণার জন্য জাতীয় বাজেটে বরাদ্দ রাখতে হবে। ৫. থ্যালাসেমিয়া আক্রান্তদের শারীরিক প্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি দান করে সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ও কোটা প্রদান করতে হবে।

নওগাঁ ব্লাড সার্কেলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রাগীব মাসুম বলেন , প্রতিটি মানুষের উচিত বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করানো। সচেতনতা ছাড়া এই রোগের বিস্তার ঠেকানো সম্ভব নয়।” তিনি আরও জানান, সংগঠনের পক্ষ থেকে থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে নিয়মিত ক্যাম্পেইন ও রক্তদান কার্যক্রম পরিচালনা করা হয়।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে থ্যালাসেমিয়া প্রতিরোধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

অরফানেট জার্নাল অব রেয়ার ডিজিজেসে প্রকাশিত ‘থ্যালাসেমিয়া ইন সাউথ এশিয়া: ক্লিনিক্যাল লেসনস লার্ন্ট ফ্রম বাংলাদেশ’ শীর্ষক ...
07/05/2025

অরফানেট জার্নাল অব রেয়ার ডিজিজেসে প্রকাশিত ‘থ্যালাসেমিয়া ইন সাউথ এশিয়া: ক্লিনিক্যাল লেসনস লার্ন্ট ফ্রম বাংলাদেশ’ শীর্ষক গবেষণার তথ্য অনুযায়ী, ‘বাংলাদেশের ১০-১২ ভাগ মানুষ থ্যালাসেমিয়ার বাহক।’ বিশ্বে থ্যালাসেমিয়া রোগের বাহক সংখ্যা প্রায় ২৫ কোটি। যার মধ্যে ২ কোটিই বাংলাদেশে! অর্থাৎ পৃথিবীর মোট থ্যালাসেমিয়া বাহকের ৮ শতাংশই আমাদের দেশের। বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশনের (বিআরএফ) তথ্য অনুযায়ী, দেশে কমপক্ষে ৬০-৭০ হাজার থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু-কিশোর রয়েছে। আর এক গবেষণায় দেখা গেছে, ৪০ শতাংশের বেশি উপজাতি শিক্ষার্থী থ্যালাসেমিয়া রোগের বাহক হওয়া সত্ত্বেও তাদের বেশিরভাগ এ রোগের নামই শোনেনি। থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। যখন স্বামী ও স্ত্রী দুজনই বাহক হয় তখন তাদের সন্তানের ক্ষেত্রে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। থ্যালাসেমিয়ার চিকিৎসার চেয়ে প্রতিরোধই সর্বোত্তম পন্থা। এ ক্ষেত্রে দুজন বাহকের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে বিরত থাকতে হবে। নিজে বাহক কি না, তা জানতে হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস টেস্ট করে নিতে হবে। থ্যালাসেমিয়া প্রতিরোধে, মাধ্যমিক পাঠ্যপুস্তকে প্রতিটি শ্রেণিতে থ্যালাসেমিয়া-সংক্রান্ত স্বতন্ত্র অধ্যায় সংযোজন করা যেতে পারে। সরকার বিয়ের আগে প্রত্যেকের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক থ্যালাসেমিয়া টেস্টের ব্যবস্থা নিতে পারে। আমাদের সম্মিলিত প্রচেষ্টা দেশ থেকে থ্যালাসেমিয়া নির্মূলে সহায়ক হবে, ইনশাআল্লাহ।

Address

Khas Naogaon
Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when Naogaon Blood Circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Naogaon Blood Circle:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram