04/01/2020
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্।
আলহামদুলিল্লাহ্ সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামীনের জন্য, “Arabic Lesson BD” এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমি মো: সাহাদাত হোসেন, আপনাদেরকে সম্পুন্ন ফ্রী’তে, কোন টাকা পয়সা ছাড়া ছহি শুদ্ধভাবে কুরআন শরীফ শিখানোর আশা নিয়ে আমার আরাবিক লেসন বি ডি, চ্যানেল’টি আপনাদের জন্য নিয়ে আসলাম। ভিডিওগুলো এমনভাবে বানানো যাতে করে যে কেউ / যে কোন বয়সের, এমনকি ২য়, ৩য় শ্রেনী’র ছাত্রদের উপযোগী করে বানানো। মুসলিম প্রধান আমাদের এই বাংলাদেশে হাজার-হাজার, লক্ষ-কোটি লোক আছেন, যারা ইচ্ছা থাকা স্বত্বে’ও (লোক লজ্জার ভয়ে) “যারা বয়স্ক” অনেক লোক আছে যারা কোরআন শরীফ পড়তে পারেন না, বা সময় হয়না বা অর্থনৈতিক কারনে শিখতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি, আমার এই চ্যানেলটি (A টু Z) পার্ট বাই পার্ট, ভিডিও গুলো দেখলে কোন প্রকার শিক্ষকের প্রয়োজন হবে না। বিশেষত একটি কথা না বললেই নয়, বিভিন্ন শিক্ষক (যারা বাসায় গিয়ে কোরআন শরীফ শিখিয়ে থাকেন, তারা স্থান, কাল ও পাত্রভেদে মাসিক ২০০০/- টাকা থেকে ১০,০০০/- পর্যন্ত হাদিয়া বা ফি নিয়ে থাকেন। তাই সেই সমস্ত ভাই’দের বলছি, আপনে নিজে ও নিজের পরিবার সহ আমার চ্যানেলের প্রত্যেক’টি ভিডিও পার্ট বাই পার্ট দেখবেন, উল্লেখ্য যে, একেবারে শুরু থেকে (আলিফ, বা, তা .... সিপারা.... সহ পুরা কোরআন শরীফ ঘরে বসে বা চলাফেরা করতে করতে শিখতে পারবেন। আর এর জন্য আপনাকে প্রতিদিন ৫/১০ মিনিট সময় ব্যয় করতে হবে।
ইনশাআল্লাহ পুরা কুরআন শরীফ সাহি শুদ্ধ ভাবে ঘরে বসে নিজে এবং নিজের পরিবার সহ শিখতে পারবেন তবে, হ্যাঁ ভিডিও গুলো পাট টু পাট অবশ্যই দেখতে হবে।
যেকোনো প্রজনে যোগাযোগ করুন :
01714489237(IMO)
উল্লেখ্য যে, আপনাদের কোন কিছু বুঝতে সমস্যা হলে, উক্ত ভিডিওর নিচে মোবাইল নাম্বার সহ কমেন্ট করবেন, তাহলে অল্প সময়ের মধ্যে আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন, ইনশাআল্লাহ।
নিজে শিখুন ও অন্যকে সেখাতে আগ্রহী করতে আমার ভিডিওগুলো সেয়ার করবেন। আর প্রতিদিনের ভিডিও পেতে আমার চ্যানেল’টি অবশ্যই Subscribe করবেন আর ভাল লাগলে লাইক দিবেন। আমার কোন ভুল থাকলে সেটাও কমেন্টে জানাবেন। কারন আপনাদের দেওয়া মন্তব্যগুলো আমাকে উৎসাহিত করবে।
এটি আমার কোন ব্যবসা না, (আমি অতি সাধারন নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান) আল্লাহর প্রেরিত নেয়ামত (কোরআন শিক্ষা) সবার মধ্যে ছড়িয়ে দেওয়ায় আমার লক্ষ ও উদ্দেশ্য।
ধন্যবাদ.
Learn Al Quran From Home@ Without Any Cost.