02/04/2020
বিপদের সময় বুঝা যায় সত্যিকারের দেশপ্রেম, সত্যিকারের আপনজন, করোনার ভয়ে পুরো পৃথিবীর মানুষ যখন নিজেকে বাঁচাতে ব্যস্ত সেখানে এই বীরের সন্তানেররা নিজের জীবনের মায়া, তার পরিবার, ছেলে মেয়ে কারো কথা চিন্তা না করে এমন ঝুকিপূর্ণ কাজে নিজেকে নিয়োজিত করেছেন, সেলুট এমন মহান কাজের জন্য। ডাক্তার ভাইয়েরা কষ্ট পাবেননা আমি একজন চিকিৎসক হয়ে কথা গুলো বলছি কাউকে ছোট করার জন্য না, একজন চিকিৎসককে রোগীরা এতোটা আপন, এতো বিশ্বাস করে যে প্রায়ই বলতে শোনা যায় আল্লাহর পরে কাউকে ভক্তি শ্রদ্ধা করলে সেটা একজন চিকিৎসককেই করে থাকেন। আর এই মুহূর্তে দেশের খারাপ পরিস্থিতিতে প্রায় হাস্পাতাল গুলোতেই নাকি ডাক্তার নাই, চেম্বারে খোঁজ নিয়েও দেখা যায় তারা রোগী দেখেনা। প্রতিদিন বিনা চিকিৎসায় অসংখ্য রোগী মারা যাচ্ছে, এইসব দেখে এখন নিজের প্রতিই একটা ঘৃণা সৃষ্টি হচ্ছে এমন একটা মহান পেশার মানুষ কিভাবে তারা রোগীর সেবা বাদ দিয়ে নিজের সেবায় ব্যস্ত হয়ে যায়? তারা কি শুধু দেশের সু- সময়ের জন্য অতিথি পাখির মতো আসবে যখন দেশের খারাপ পরিস্থিতি দেখবে আবার নিজেকে আড়াল করবে? আবার সবাই কিন্তু খারাপ না অনেক ভালো চিকিৎসকও আছেন তারা নিয়মিত সেবা দিচ্ছেন কিন্তু আমার কথা হলো এই মুহূর্তে সকল চিকিৎসককে তাদের নিজ নিজ জায়গা থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।