Women's Hijama Care Narayangonj

Women's Hijama Care Narayangonj রাসূল (স:) বলেছেন তোমরা চিকিৎসার জন্য যত পদ্ধতি অবলম্বন করো তার মধ্যে হিজামা সর্বউত্তম|

মাইগ্রেনের ব্যথা নিয়ে এখনও বসে আছেন হিজামা করান  মাইগ্রেন থেকে মুক্তি পানWomen's Hizama Care Narayanganj Mobile :01908 ...
03/11/2025

মাইগ্রেনের ব্যথা নিয়ে এখনও বসে আছেন হিজামা করান মাইগ্রেন থেকে মুক্তি পান
Women's Hizama Care Narayanganj
Mobile :01908 916 235
゚viralシalシ

30/10/2025

হিজামার পরে করণীয়ঃ
সর্ব প্রথম আল্লাহর শোকর আদায় করে দু’আ করা। হিজামা একটি সুন্নাহ, তাই এটি একটি ইবাদতের অংশ।

-- পর্যাপ্ত পানি ও তরল পান করা।
– ফল, খেজুর, স্যুপ ইত্যাদি খাওয়া ভালো।
– অন্তত কয়েক ঘণ্টা ভারী কাজ বা ব্যায়াম না করা।
-হিজামার জায়গা পরিষ্কার ও শুকনো রাখা।
– গোসল করতে চাইলে ১২–২৪ ঘণ্টা পরে করা।
- অয়েল বা হালকা অ্যান্টিসেপটিক লাগানো। এতে ইনফেকশন প্রতিরোধে সহায়ক হয়।

21/10/2025
21/10/2025

হিজামার পূর্বে করনীয়ঃ
– হিজামার দিন ভারী পরিশ্রম বা ব্যায়াম না করাই ভালো।
– সম্ভব হলে খালি পেটে বা অন্তত ২–৩ ঘণ্টা আগে হালকা খাবার খাও।
– অতিরিক্ত ভরা পেটে হিজামা না করা।
– গোসল করে বা পরিষ্কার হিজামা করা

Alhamdulillah
21/10/2025

Alhamdulillah

আমাকে কামড়াতে চাওয়াকুকুর গুলো নিজেরা কামড়াকামড়ি করে ক্ষতবিক্ষত অথচ আমি আমার জায়গায়  আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তোশ ...
07/10/2025

আমাকে কামড়াতে চাওয়াকুকুর গুলো নিজেরা কামড়াকামড়ি করে ক্ষতবিক্ষত অথচ আমি আমার জায়গায় আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তোশ বাহির ভিতর দুইটাই দেখে। আল্লাহ ন্যায় বিচারক।

07/10/2025
যে চিকিৎসা সবচেয়ে ভালো বলেছেন মহানবীহযরত মুহাম্মদ(স.)রাসুল (সা.)-এর অন্যতম চিকিৎসাপদ্ধতি হলো- হিজামা। তিনি হিজামার উপকার...
20/09/2025

যে চিকিৎসা সবচেয়ে ভালো বলেছেন মহানবী
হযরত মুহাম্মদ(স.)

রাসুল (সা.)-এর অন্যতম চিকিৎসাপদ্ধতি হলো- হিজামা। তিনি হিজামার উপকারিতা সম্পর্কে অবহিত করেছেন। উৎসাহিত করেছেন এবং নিজে চিকিৎসা গ্রহণ করেছেন। হিজামার ব্যবহার রাসুল (সা.) ও সাহাবাদের কাছে ব্যাপকভাবে প্রচলিত ছিল।

হিজামা হলো- (Wet Cupping) অতি প্রাচীন চিকিৎসাপদ্ধতি। হিজামা আরবি শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পরিভাষায় বলে কাপিং (Cupping)।

বিজ্ঞাপন

হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxin) বের করে নেওয়া হয়। এতে শরীরের মাংসপেশিগুলোতে রক্তপ্রবাহ দ্রুততর হয়। পেশি, চামড়া, ত্বক ও শরীরের ভেতরের অরগানগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়। আরব বিশ্বে হিজামা বেশ জনপ্রিয়। এটি তিন হাজার বছরেরও বেশি পুরনো চিকিৎসাপদ্ধতি। মধ্যপ্রাচ্য থেকে উৎপত্তি হলেও চিকিৎসাপদ্ধতি হিসেবে চীন, ভারত ও আমেরিকায় বহু আগে থেকেই এটি প্রচলিত ছিল।

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুল (সা.) মিরাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলের কাছ দিয়ে অতিক্রম করেন, তারা বলেন, ‘আপনি অবশ্যই হিজামা করাবেন।’ (তিরমিজি, হাদিস : ৩৪৬২)

মিরাজের রাত সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘এই রাতে ফিরিশতাদের যে দলের সম্মুখ দিয়েই তিনি যাচ্ছিলেন, তারা বলেছেন, ‘আপনার উম্মতকে হিজামার নির্দেশ দিন।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৪৭৯; তিরমিজি, হাদিস : ২০৫২)

আবু কাবশাহ আনমারি (রা.) থেকে বর্ণিত আছে, রাসুল (সা.) মাথার মাঝখানে এবং দুই কাঁধের মাঝে হিজামা করতেন এবং বলতেন, যে ব্যক্তি নিজ শরীরের এ অংশে হিজামা করাবে, সে তার কোনো রোগের চিকিৎসা না করালেও কোনো ক্ষতি হবে না। (আবু দাউদ, হাদিস : ৩৮৫৯; ইবনে মাজাহ, হাদিস : ৩৪৮৪)

হিজামা করলে টিস্যু থেকে বিষ মুক্ত হয়,ফলে লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।রক্তনালী ক্লীন করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে,ল...
08/09/2025

হিজামা করলে টিস্যু থেকে বিষ মুক্ত হয়,ফলে লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।রক্তনালী ক্লীন করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে,লিম্ফ্যাটিক গ্রন্থি ও রক্ত নালী পরিষ্কার করে,বডিতে শক্তি চলাচলের পথ পরিষ্কার করে জীবনী শক্তি বৃদ্ধি করে।

13/08/2025

ব্যথা নিয়ে ভুগছেন? নানা রকম ব্যথার যন্ত্রণায় অসহনীয় হয়ে পড়েছেন? তাহলে সুন্নাহ চিকিৎসা হিজামা হতে পারে আপনার একমাত্র ব্যথা মুক্তির পথ।

ঘাড়ে হিজামা করার উপকারিতাঃ১ # ঘাড় ও কাঁধের ব্যথা উপশমে অত্যন্ত কার্যকর। ২ # মাথাব্যথা ও মাইগ্রেন কমাতে সহায়তা করে। ৩ # ঘ...
15/07/2025

ঘাড়ে হিজামা করার উপকারিতাঃ
১ # ঘাড় ও কাঁধের ব্যথা উপশমে অত্যন্ত কার্যকর।
২ # মাথাব্যথা ও মাইগ্রেন কমাতে সহায়তা করে।
৩ # ঘাড়ের রক্তসঞ্চালন স্বাভাবিক করে।
৪ # ঘাড়ের শক্ত ভাব ও স্টিফনেস দূর করে।
৫ # ঘুমের কোয়ালিটি বৃদ্ধি করে ও অনিদ্রা কমাতে সাহায্য করে।
৬ # উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।
৭ # টেনশন ও স্ট্রেস রিলিফে কার্যকর ভূমিকা রাখে।
📌 হিজামা অবশ্যই একজন দক্ষ এবং অভিজ্ঞ হিজামা থেরাপিস্টের কাছ থেকে করা উচিত।
হিজামা কেয়ার নারায়ণগঞ্জে দক্ষ এবং অভিজ্ঞ থেরাপিস্টদের দ্বারা হিজামা থেরাপি প্রদান করা হয়। আমাদের সেবা গ্রহণ করতে বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন।]
📞 যোগাযোগ: +880 1902-285878
📍 লোকেশন: হিজামা কেয়ার নারায়ণগঞ্জ, রিয়াজ সুপার মার্কেট, ২য় তলা, নারায়ণগঞ্জ।
#হিজামা #কেয়ার #নারায়ণগঞ্জ #ডিআইটি #সদর #কাপিং #থেরাপি

Address

Narayangonj DIT
Narayanganj
1400

Telephone

+8801992419350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Women's Hijama Care Narayangonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Women's Hijama Care Narayangonj:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram