Women's Hijama Care Narayangonj

Women's Hijama Care Narayangonj রাসূল (স:) বলেছেন তোমরা চিকিৎসার জন্য যত পদ্ধতি অবলম্বন করো তার মধ্যে হিজামা সর্বউত্তম|

পেশি ও জয়েন্টের ব্যথা, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অর্থোপেডিক ব্যথা, জয়েন্ট ও পিঠের ব্যথার জন্য হিজামা দ্রুত আর ক...
28/11/2025

পেশি ও জয়েন্টের ব্যথা, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অর্থোপেডিক ব্যথা, জয়েন্ট ও পিঠের ব্যথার জন্য হিজামা দ্রুত আর কার্যকর উপায়।

পেশি ও জয়েন্টের ব্যথায় অনেকেই ভুগছেন, যার ব্যথা সেই বুঝে এটা এক নিরব যন্ত্রনা। এই ব্যথা থেকে মুক্তি পেতে হিজামা ও আক্যুপ্রেসার চিকি’সা চম’কার কাজ করে। একটি সুন্নাহ ও আরেকটি প্রাকৃতিক চিকি’সা।

🩸 হিজামার কাজ

হিজামা বা কাপ থেরাপি প্রাচীন পদ্ধতি যা দূষিত রক্ত যা রোগ ও রোগের সৃষ্টি করে এমন রক্ত বের করে, দিয়ে স্থানীয় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এর ফলে:
স্থায়ী ব্যথা কমে – পেশি ও জয়েন্টে জমে থাকা টক্সিন বের হয়।
রক্তপ্রবাহ বৃদ্ধি পায় – সঞ্চালন ঠিক থাকায় অঙ্গপ্রত্যঙ্গ দ্রুত সুস্থ হয়।
পেশির শিথিলতা – শক্ত মাংসপেশি শিথিল হয়ে লচক ফিরে পায়।
প্রদাহ কমে যায় – হালকা রক্তস্রাব প্রদাহজনিত ব্যথা হ্রাস করে।

💪 কোন রোগে বিশেষ উপকারি
রিউমাটয়েড আর্থ্রাইটিস: জয়েন্টে প্রদাহ ও ব্যথা হ্রাস।
অর্থোপেডিক ব্যথা: হাঁটুর, কোমরের বা পিঠের ব্যথা কমায়।
মাইগ্রেন এর ব্যথা কমায়, ডিপ্রেশন কমায়।
জয়েন্ট ব্যথা, গিরায়গিরায় ব্যথা দুর করে।
মাংসপেশি খিঁচুনি: পেশির স্টিফনেস দূর করে।
পিঠের ব্যথা ও কাঁধের শক্তি: দ্রুত আরাম দেয়।

⚡ হিজামার বিশেষ সুবিধা
দ্রুত কার্যকর, অনেক রোগীর ক্ষেত্রে ১–২ সেশনেই ব্যথা হ্রাস লক্ষ্য করা যায়।
কেবল ব্যথা নয়, শরীরের রক্তসঞ্চালন ও শারীরিক ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি করে।
প্রাকৃতিক পদ্ধতি, কোন রকম মেডিসিন বা পার্শ্বপ্রতিক্রিয়া কম
Women's Hijama Care Narayangonj
Mobile :01908916235

১–২ সেশনেই অনেক রোগীর ব্যথা কমে আসে

✅ হিজামা করার উপকারিতা:আপনি কি ঔষধ খেতে খেতে তিক্ত  বিরক্ত ? আপনার ঔষধের পরিমান ও পাওয়ার কি ক্রমশ বেড়েই চলেছে? আপনি কি ঔ...
27/11/2025

✅ হিজামা করার উপকারিতা:
আপনি কি ঔষধ খেতে খেতে তিক্ত বিরক্ত ?
আপনার ঔষধের পরিমান ও পাওয়ার কি ক্রমশ বেড়েই চলেছে?
আপনি কি ঔষধ ও খাবারে মিশ্রিত কেমিকেলের ভবিষৎ প্রতিক্রিয়া নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ?
আয়ের অর্ধেক টাকাই কি ডাক্তার আর ডায়াগোনেস্টিক সেন্টার এর পিছনে ব্যায় হয়ে যাচ্ছে ?
আপনি কি ঔষধ হীন সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আপনার জটিল শারীরিক সমস্যার সহজ সমাধান খুঁজছেন?
তাহলে সুন্নাহ সম্মত হিজামা থেরাপিই হতে পারে আপনার সঠিক চিকিৎসা । হিজামা থেরাপির মাধ্যমে আপনি কি কি শারীরিক ও মানসিক উপকারিতা পেতে পারেন তা আজ আপনাদের সাথে শেয়ার করবো।
✅ হিজামা করার উপকারিতা:
১. রক্ত পরিশোধন ও টক্সিন অপসারণ:
🔸শরীরে জমে থাকা রক্তের ক্ষতিকর উপাদানসমূহ ও টক্সিন বের হয়ে যায়।
🔸রক্ত সঞ্চালন উন্নত হয়।
🔸শরীরের কোষে অক্সিজেন সরবরাহ বাড়ে।
২. মাথাব্যথা ও মাইগ্রেন উপশম:
🔹নিয়মিত হিজামা করলে মাথাব্যথা, বিশেষ করে মাইগ্রেন অনেকটাই কমে যায়।
৩. ঘাড় ও পিঠের ব্যথা কমায়:
🔸স্পাইনাল কর্ডের কাছাকাছি হিজামা করলে ব্যথা এবং টান কমে।
🔸সার্ভাইকাল স্পনডাইলোসিস, স্লিপড ডিস্ক ইত্যাদিতে উপকার পাওয়া যায়।
৪. মানসিক চাপ ও ঘুমের সমস্যা হ্রাস:
🔹স্নায়ু শান্ত হয়, ঘুমের মান ভালো হয়।
🔹বিষণ্ণতা (ডিপ্রেশন) ও উদ্বেগ (anxiety) কমায়।
৫. হরমোন ব্যালান্স ও প্রজনন সমস্যায় উপকারী:
🔸মেয়েদের পিসিওএস (PCOS), অনিয়মিত মাসিক বা বন্ধ্যাত্ব সমস্যায় উপকারী।
🔸পুরুষদের স্পার্ম কাউন্ট ও শক্তি বাড়াতে সাহায্য করে।
৬. ত্বক ও চেহারার উজ্জ্বলতা বাড়ায়:
🔹ব্রণ, দাগ ও ত্বকের সমস্যায় কার্যকর।
🔹রক্ত সঞ্চালন বৃদ্ধির কারণে মুখে উজ্জ্বলতা আসে।
৭. অ্যাজমা ও অ্যালার্জি নিয়ন্ত্রণ:
🔸নিয়মিত হিজামা শ্বাসকষ্ট ও হাঁপানি রোগে উপকারী প্রমাণিত হয়েছে।
৮. দেহে শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়:
🔹ক্লান্তি ও দুর্বলতা দূর করে।
🔹শরীর চাঙ্গা করে তোলে।
৯. ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ:
🔸রক্তে শর্করার মাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে (সহায়ক চিকিৎসা হিসেবে)।
১০. ইমিউন সিস্টেম শক্তিশালী করে:
🔹শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রোগ প্রতিরোধে সাহায্য করে।
এ ছাড়াও কালো*যা/দু জ্বী/নের আসর সহ নানা রোগের থেকে মুক্তি পাওয়া যায় ইনশাআল্লাহ।
👇👇👇👇👇👇👇👇👇👇👇
Women's Hijama Care Narayangonj
📞 হিজামা সংক্রান্ত ফ্রি পরামর্শের জন্য কল করুন (ফোন/হোয়াট'স এপ)
০১৯০৮৯১৬২৩৫
✅আমাদের হিজামা চার্জ-
✒প্রতি পয়েন্ট (শরীর বেল মাথা) -১৫০

✅হিজামার পূর্ব প্রস্তুতি:
১. সকালে খালি পেটে নেওয়া উত্তম।
২. বিকেল, সন্ধ্যা, রাতে নিতে চাইলে ৩ ঘন্টা আগে থেকে খাওয়া, দাওয়া বন্ধ রাখবেন।
৩.হাই প্রেশার ,মাইগ্রেন, মাথাব্যথা , চুল পড়া, খুসকির জন্য চুল ফেলে হিজামা নিলে ভালো, না ফেলেও হিজামা করানোর মেশিন আছে আমাদের।
৪. দুই ঘন্টা আগে গোসল করলে ভালো, না করলেও সমস্যা নেই।
৫. বিবাহিত হলে হিজামা নেয়ার আগের ও পরের দিন সহবাস নিষেধ।
৬. হিজামা সেবা নিতে আসার এক দিন আগে অনুগ্রহ করে ফোনে বুকিং কন্ফার্ম করবেন
✅ আমাদের বৈশিষ্ট্য-
🔰 ৮বছরের অভিজ্ঞ সার্টিফাইড থেরাপিস্ট

🤢 গ্যাস্ট্রিক সমস্যা শুধু পেটে গ্যাস নয় — এটা শরীরের ভেতরের এক ধরনের “ইনফ্ল্যামেটরি অ্যালার্ম”, যা অনেক সময় মানসিক চাপ, ...
26/11/2025

🤢 গ্যাস্ট্রিক সমস্যা শুধু পেটে গ্যাস নয় — এটা শরীরের ভেতরের এক ধরনের “ইনফ্ল্যামেটরি অ্যালার্ম”, যা অনেক সময় মানসিক চাপ, অনিয়মিত খাবার, অতিরিক্ত ওষুধ, কিংবা হজমের দুর্বলতার কারণে সক্রিয় হয়ে ওঠে। সময়ের সাথে সাথে এটা বদলে দেয় আমাদের পুরো হজমপ্রণালী, তৈরি করে অম্লতা, বুক জ্বালা, ঢেকুর, এমনকি ঘুমের সমস্যাও।

🩸 এখানেই হিজামা থেরাপী কাজ করে এক অনন্য প্রাকৃতিক পদ্ধতি হিসেবে।

হিজামার মাধ্যমেঃ
✅ শরীর থেকে জমে থাকা টক্সিন ও ইনফ্ল্যামেটরি ব্লকেজ দূর হয়;
✅ রক্ত চলাচল স্বাভাবিক হয়;
✅ পাকস্থলীর চারপাশের চাপ হালকা হয়ে যায়;
✅ গ্যাস্ট্রিক অ্যাসিডের ভারসাম্য ফিরে আসে;
✅ হজম প্রক্রিয়া উন্নত হয়;
✅ পেটে ভার ও জ্বালাভাব অনেকটাই কমে যায়।

💧 অনেকে হিজামার পর শুধু পেটের আরামই নয়, মস্তিষ্কের প্রশান্তি, হালকা ঘুম, ও খাবারের প্রতি স্বাভাবিক আগ্রহ ফিরে পান।

😇 গ্যাস্ট্রিকের স্থায়ী সমাধান শুধুমাত্র ওষুধে নয়— শরীরের ভারসাম্য পুনঃস্থাপনেই। আর সেই ভারসাম্যের দরজা খুলে দেয় সুন্নাহ-ভিত্তিক হিজামা থেরাপী।

📲 এপয়েন্টমেন্ট, কনসাল্ট এবং হিজামা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন Women's Hijama Care Narayangonj
Mobile 01908916235

হিজামা (Cupping Therapy) কোন কোন রোগে সবচেয়ে উপকারী?অনেকেই মনে করেন হিজামা শুধু ব্যথার জন্য!কিন্তু সত্য হলো — হিজামা রক...
25/11/2025

হিজামা (Cupping Therapy) কোন কোন রোগে সবচেয়ে উপকারী?

অনেকেই মনে করেন হিজামা শুধু ব্যথার জন্য!
কিন্তু সত্য হলো — হিজামা রক্ত পরিষ্কার করে, শরীরের ইমিউন সিস্টেম সক্রিয় করে এবং লিম্ফেটিক সিস্টেম ঠিকভাবে চলতে সাহায্য করে।
ফলে নানান ধরনের শারীরিক সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

✅ যেসব ক্ষেত্রে হিজামা বিশেষভাবে উপকারী:

মাথা ব্যথা / মাইগ্রেন

ঘুম না হওয়া / স্ট্রেস / টেনশন

গ্যাস / বদহজম / পেটের সমস্যা

কোমর ব্যথা / ঘাড় ব্যথা / ব্যাকপেইন

হাঁটু ব্যথা / জয়েন্ট পেইন

Frozen Shoulder

Allergy / চুলকানি সমস্যা

PCOS / Period Pain

চুল পড়া

স্কিন-গ্লো ও ডিটক্সিফিকেশন

হিজামা শুধু চিকিৎসা নয়, এটি শরীরকে ভেতর থেকে পরিষ্কার করার একটি সুন্নাহ-ভিত্তিক হেলথ কেয়ার পদ্ধতি।

📍 আমাদের সেন্টার
Women's Hijama Care Narayangonj
নারায়ণগঞ্জ ডি আই টি
রিয়াজ সুপার মার্কেটেরদ্বিতীয় তলায়

আধ্যাত্মিক অস্থিরতা অনুভব করছেন? 😩 হিজামা আপনার মন ও আত্মাকে শান্ত করতে, 😌 এবং জ্বিন/যাদুর সমস্যায় ইতিবাচক প্রভাব ফেলতে...
21/11/2025

আধ্যাত্মিক অস্থিরতা অনুভব করছেন? 😩 হিজামা আপনার মন ও আত্মাকে শান্ত করতে, 😌 এবং জ্বিন/যাদুর সমস্যায় ইতিবাচক প্রভাব ফেলতে সহায়ক হতে পারে ইনশাআল্লাহ। ✨ তাই আমাদের সাথে আজই যোগাযোগ করুন। 01908916235
#হিজামা ゚viralシalシ

★হিজামা কি আমাদের শরীরে কিডনির মতো কাজ করে★এক কথায় হিজামা র সায়েন্টিফিক সংজ্ঞা হল - '𝐇𝒊𝒋𝒂𝒎𝒂 𝒊𝒔 𝒂 𝒔𝒌𝒊𝒏 𝒃𝒂𝒔𝒆𝒅 𝒆𝒙𝒄𝒓𝒆𝒕𝒐𝒓𝒚 𝒑𝒓...
20/11/2025

★হিজামা কি আমাদের শরীরে কিডনির মতো কাজ করে★

এক কথায় হিজামা র সায়েন্টিফিক সংজ্ঞা হল - '𝐇𝒊𝒋𝒂𝒎𝒂 𝒊𝒔 𝒂 𝒔𝒌𝒊𝒏 𝒃𝒂𝒔𝒆𝒅 𝒆𝒙𝒄𝒓𝒆𝒕𝒐𝒓𝒚 𝒑𝒓𝒐𝒄𝒆𝒅𝒖𝒓𝒆'

এখন প্রশ্নটা হল - সেটা কীভাবে?

আমরা সবাই জানি আমাদের শরীরের ক্ষতিকর পদার্থগুলো বের করে দেয়ার দ্বায়িত্বে যারা যারা নিয়োজিত তাদের মধ্যে কিডনীর কাজটাই প্রধান এবং সবচেয়ে বেশি।

কিডনিকে ডাক্তাররা বলে থাকেন শরীরের ছাঁকনি। ছাঁকনি যেমন ছেঁকে ছেঁকে ভালো যা লাগবে তা রেখে দেয় এবং যা লাগবে না তা বের করে দেয়, কিডনি ঠিক সেই কাজটাই করে থাকে।

এইটুকু আমরা কম বেশি সবাই জানি।
কিডনীর মত এই ছাঁকনির কাজটা আমাদের শরীরের অন্য কোন অর্গান কি করতে পারে? এই প্রশ্নটা নিয়ে conventional medicine অতটা না ভাবলেও হিজামার তাইয়িবাহ মেকানিজম কিন্তু আমাদের বাধ্য করছে নড়েচড়ে বসতে!
হিজামার excretory benefit নিয়ে যত রিসার্চ হয়েছে তার সব কয়টি এ দাবি করে যে, হিজামার মাধ্যমে স্কিন এর ক্যাপিলারি দিয়েও wide range এ excretion সম্ভব যা স্বাভাবিক অবস্থায় স্কিন করেনা।

অর্থাৎ কিডনির মত আমাদের স্কিনও excretion (নিষ্কাশন) এর কাজটা করতে পারবে - যদি হিজামার মাধ্যমে স্কিন এর প্রাকৃতিক গঠনটাকে কিডনীর মত ছাঁকন বৈশিষ্ট্য সম্পন্ন যায় তাহলে!

রিসার্চ এ উঠে এসছে যে, হিজামার মাধ্যমে কিডনির ছাঁকন কাজটার চেয়েও স্কিনের ছাঁকন কাজ অনেক বেশি শক্তিশালী করা সম্ভব!
গঠনের দিক থেকে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে দেখব -

আমাদের স্কিনের নিচে যে বিস্তৃত রক্ত নালীর নেটওয়ার্ক(Dermal Capillaries) রয়েছে তা রীতিমত কল্পনাতীত। এই রক্তনালীগুলো আবার ছাঁকনির মত ছিদ্রিত। ঠিক কিডনির ছাঁকনির মত। কিন্তু, কিডনির ছাঁকনি যে কাজগুলো করতে পারে না, সেটাই এই ছাঁকনিগুলো দিয়ে করিয়ে নেয়া সম্ভব! হিজামার মাধ্যমে!!
কিভাবে সেটা?

দেখুন, আপনার উপর যখন ডাক্তার হিজামা করছেন, তখন যে সাকশান প্রেশার ব্যবহার করছেন তা কিডনির স্বতঃস্ফূর্ত Filtration pressure এর চেয়েও ৩০-৪০ গুণ বেশি! অবিশ্বাস্য শোনালেও এটাই বাস্তবতা!
অন্যদিকে কিডনির ছাঁকন যন্ত্র যাকে Glomerulous বলে, তা সাধারণত শুধু এমন সব জিনিস বের করে যা পানিতে দ্রবীভূত হতে পারে। আবার সেই জিনিসগুলোই বের করে যার সাইজ এই ছাঁকনির সাইজের চেয়ে ছোট। কিন্তু দেখা যাচ্ছে এমন অনেক জিনিস থাকছে যা বের করা দরকার কিন্তু, সাইজে বড় এবং এদের গঠনগত কিছু কারণে এসব ছাঁকনি দিয়ে বের হতে পারছে না। অথচ বের করা দরকার। (উদাহরণ হিসেবে বলা যায় কোলেস্টেরল এর কথা। সাইজেও বড়। আবার পানিতেও দ্রবণীয় নয়।

অবশেষে বলা যায়, হিজামার মাধ্যমে স্কিন কে দিয়ে কিডনির মত excretion এর কাজ করিয়ে নেয়া সম্ভব।

তাই হিজামার সময় রোগীর শরীরে বসানো প্রতিটি কাপকে কাজের সামঞ্জস্যের দিক থেকে এক প্রকার আর্টিফিশিয়াল কিডনি বললে খুব বেশি আসলে অত্যুক্তি করা হয়না!
Women's Hijama Care Narayangonj
Mobile :01908916235
゚viralシalシ

⛔হিজামা বা Wet Cupping এজমা এবং এলার্জির প্রাকৃতিক চিকিৎসা 👇 ⛔অ্যালার্জি — এক বিশ্রী যন্ত্রণা, যা বুঝে উঠার আগেই শরীরকে ...
18/11/2025

⛔হিজামা বা Wet Cupping এজমা এবং এলার্জির প্রাকৃতিক চিকিৎসা 👇
⛔অ্যালার্জি — এক বিশ্রী যন্ত্রণা, যা বুঝে উঠার আগেই শরীরকে দুর্বল করে ফেলে। চুলকানি, হাঁচি, শ্বাসকষ্ট, ত্বকের ফুসকুড়ি, এমনকি চোখ ও নাকের জ্বালাপোড়া — সবই এর লক্ষণ।

⛔অ্যালার্জি তখনই হয় যখন শরীরের ইমিউন সিস্টেম সাধারণ কোনো পদার্থকে (যেমন ধুলো, পরাগ, খাবার, বা কেমিক্যাল) “শত্রু” ভেবে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়।

🩸হিজামা নিন্মলিখিত প্রক্রিয়ায় এলার্জির চিকিৎসায় ভূমিকা রাখে :
🌿শরীরের অভ্যন্তরীণ টক্সিন ও রক্তের দূষিত উপাদানসমূহ বের করে দেয়। এতে শরীরের ইমিউন সিস্টেম পুনরায় ব্যালেন্স হয় ।
🌿রক্ত সঞ্চালন এবং লিম্ফ্যাটিক নিষ্কাশন উন্নত করে
🌿ইনফ্লেমেটরি উপাদান বের করে দেয় ফলে প্রদাহ কমে যায়

🩸হিজামা থেরাপী দেওয়ার ফলে শরীরের যে সব উপকার হয় :
🌿এলার্জি জনিত চুলকানি দূর হয়।
🌿 দাউদ জনিত সমস্যা দূর হয়।
🌿 ডাস্ট ও কোল্ড এলার্জি দূর হয়।
🌿 হাঁপানি/এজমা জনিত সমস্যা দূর হয়।
🌿 হাঁচি কাশি জনিত সকল এলার্জি দূর হয়।
🌿 ইলিশ চিংড়ি মাছ গরু হাঁসের গোস্ত নিশ্চিন্তে খেতে পারবেন,
🌿 আবহাওয়া ও পরিবেশ পরিবর্তন করলে কোন সমস্যা হবে না,
=====================

📌হিজামা থেরাপির আরো উপকারিতা :
🔸রক্ত পরিশোধন ও টক্সিন অপসারণ করে
🔸রক্ত সঞ্চালন বৃদ্ধি করে
🔹মাথাব্যথা ও মাইগ্রেন উপশম করে
🔸ঘাড় ও পিঠের ব্যথা কমায়
🔹মানসিক চাপ ও ঘুমের সমস্যা হ্রাস করে
🔸হরমোন ব্যালান্স ও প্রজনন সমস্যায় উপকারী
🔹ত্বক ও চেহারার উজ্জ্বলতা বাড়ায়
🔹দেহে শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়
🔸ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
🔹ইমিউন সিস্টেম শক্তিশালী করে
🔸কিডনি ও লিভারকে পরিস্কার করে
🔹হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
🔸বাত/ব্যথা দূর করে

👇👇👇👇👇👇👇👇👇👇👇
Women's Hijama Care Narayangonj একটি সুন্নাহ ভিত্তিক হিজামা সেন্টার।
📞 হিজামা সংক্রান্ত ফ্রি পরামর্শের জন্য কল করুন (ফোন/হোয়াট'স এপ):০১৯০৮৯১৬২৩৫
📍ঠিকানা: নারায়ণগঞ্জ ডিআইটি রিয়াজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায়

✅আমাদের হিজামা চারজ
✒প্রতি পয়েন্ট ১৫০৳

✅হিজামার পূর্ব প্রস্তুতি:
১. সকালে খালি পেটে নেওয়া উত্তম।
২. বিকেল, সন্ধ্যা, রাতে নিতে চাইলে ৩ ঘন্টা আগে থেকে খাওয়া, দাওয়া বন্ধ রাখবেন।
৩.হাই পেসার ,মাইগ্রেন, মাথাব্যথা , চুল পড়া, খুসকির জন্য চুল ফেলে হিজামা নিলে ভালো, না ফেলেও হিজামা করানোর মেশিন আছে আমাদের।
৪. দুই ঘন্টা আগে গোসল করলে ভালো, না করলেও সমস্যা নেই।
৫. বিবাহিত হলে হিজামা নেয়ার আগের ও পরের দিন স্ত্রী সহবাস নিষেধ।
৬. হিজামা সেবা নিতে আসার এক দিন আগে অনুগ্রহ করে ফোনে বুকিং কন্ফার্ম করবেন

✅ আমাদের বৈশিষ্ট্য-
🔰 ৭ বছরের অভিজ্ঞ সার্টিফাইড থেরাপিস্ট
🔰 সম্পূর্ণ স্বাস্থ্যবিধিসম্মত প্রক্রিয়া ও পরিবেশে হিজামা

💢 "ক্লান্ত করে দিচ্ছে পিঠের ব্যথা বা পেশী টান?হিজামা হোক আপনার প্রাকৃতিক ও স্থায়ী সমাধান!" ✅🌙 হিজামা থেরাপী শুধু একটি চ...
14/11/2025

💢 "ক্লান্ত করে দিচ্ছে পিঠের ব্যথা বা পেশী টান?
হিজামা হোক আপনার প্রাকৃতিক ও স্থায়ী সমাধান!" ✅

🌙 হিজামা থেরাপী শুধু একটি চিকিৎসা নয়, এটি এক প্রাকৃতিক পুনর্জাগরণ। এটিই সেই সুন্নাহ চিকিৎসা, যা শুধু ব্যথা নয়, পুরো শরীরের ভারসাম্য ফিরিয়ে আনে।

হিজামার মাধ্যমেঃ
✅ রক্ত সঞ্চালন বেড়ে যায় 🩸
✅ ব্যথা, ইনফ্লেমেশন ও পেশীর চাপ হালকা হয় 💆‍♂️
✅ শরীর নিজেই শুরু করে স্বাভাবিকভাবে নিজেকে সুস্থ করার কাজ 🌿

রাসুলুল্লাহ ﷺ বলেছেন —
“তোমরা হিজামা করো, কারণ এতে আরোগ্য রয়েছে।”
📖 (সহীহ বুখারী, হাদীস নং-৫৬৯৬; সহীহ মুসলিম, হাদীস নং-২২০৫)

তাই নিজেকে দিন সুস্থতার স্পর্শ, দিন হিজামা থেরাপীর ছোঁয়া 🌿

📲 এপয়েন্টমেন্ট, কনসাল্ট এবং হিজামা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুনঃ
📞 +880 1908916235
Women's Hijama Care Narayangonj

প্রতিটি ব্যথার আছে আল্লাহর নির্ধারিত নিরাময় ❤️হিজামা সেই নিরাময়ের একটি সুন্দর সুন্নাহভিত্তিক পথ।আজই নিজের জন্য সময় নিন 🌸...
13/11/2025

প্রতিটি ব্যথার আছে আল্লাহর নির্ধারিত নিরাময় ❤️
হিজামা সেই নিরাময়ের একটি সুন্দর সুন্নাহভিত্তিক পথ।
আজই নিজের জন্য সময় নিন 🌸
Women's Hijama Care Narayangonj
Mobile :01908916235

শীতকাল হল এমন একটি ঋতু যখন শরীরের রক্ত সঞ্চালন তুলনামূলকভাবে ধীর হয়ে যায়, যা বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। এ...
12/11/2025

শীতকাল হল এমন একটি ঋতু যখন শরীরের রক্ত সঞ্চালন তুলনামূলকভাবে ধীর হয়ে যায়, যা বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। এই সময়ে হিজামা থেরাপি হতে পারে একটি প্রাকৃতিক এবং কার্যকর পদ্ধতি, যা আপনার শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে।

শীতকালে হিজামার কিছু বিশেষ সুবিধা:
রক্ত সঞ্চালন বৃদ্ধি:
হিজামা থেরাপি রক্ত সঞ্চালনকে উন্নত করে, যা শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে।

বিষাক্ত পদার্থ দূরীকরণ:
হিজামা শরীর থেকে ক্ষতিকারক টক্সিন দূর করে, যা শীতকালে শরীরের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

ব্যথা উপশম:
ঠান্ডা আবহাওয়ায় জয়েন্ট এবং পেশীর ব্যথা বাড়তে পারে। হিজামা থেরাপি এই ব্যথা থেকে মুক্তি দেয়।

ইমিউন সিস্টেম শক্তিশালীকরণ:
শীতকালে ঠান্ডা, সর্দি, এবং ফ্লু-এর মতো সমস্যার ঝুঁকি বেশি থাকে। হিজামা থেরাপি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে এই সমস্যাগুলো প্রতিরোধে সাহায্য করে।

মানসিক চাপ কমানো:
শীতকালের দীর্ঘ রাত ও আবহাওয়া অনেকের মধ্যে মানসিক চাপ ও বিষণ্নতা সৃষ্টি করে। হিজামা এই চাপ দূর করে মানসিক প্রশান্তি আনে।

আমাদের সেবা:
হিজামা কেয়ার নারায়ণগঞ্জে আমরা দক্ষ এবং অভিজ্ঞ থেরাপিস্টদের দ্বারা হিজামা থেরাপি প্রদান করি। আমাদের সেবা গ্রহণ করতে বা বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন।

📞 যোগাযোগ: +880 1908916235
📍 লোকেশন: হিজামা কেয়ার নারায়ণগঞ্জ, রিয়াজ সুপার মার্কেট, ২য় তলা, নারায়ণগঞ্জ।

আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব। আজই হিজামার মাধ্যমে সুস্থ জীবনের পথে এগিয়ে যান।

#হিজামা #কেয়ার #নারায়ণগঞ্জ #ডিআইটি #সদর #কাপিং #থেরাপি

!!!শরীরে কোলেস্টেরল সমস্যা!!"🤨🏙️ তোমার শরীর যেন এক শহর… আর হিজামা তার রক্ষাকবচ! ❤️ভাবো, তোমার শরীরটা একটা ব্যস্ত শহর — ঢ...
11/11/2025

!!!শরীরে কোলেস্টেরল সমস্যা!!"🤨

🏙️ তোমার শরীর যেন এক শহর… আর হিজামা তার রক্ষাকবচ! ❤️

ভাবো, তোমার শরীরটা একটা ব্যস্ত শহর — ঢাকার গুলিস্তানের মতো।
এই শহরের প্রাণকেন্দ্র — হৃদপিণ্ড।
সব রক্তরস, সব রাস্তা এক জায়গায় এসে মেশে এখানে।

কিন্তু এই শহরের একটা বড় সমস্যা আছে — কিছু সমাজবিরোধী গ্যাং এখানে দখল করতে চায়।
তাদের সর্দার হলো — কোলেস্টেরল!
তার ডান হাতের মাস্তান — ট্রাইগ্লিসারাইড।

ওরা নানাভাবে শহরের (রক্তনালী) রাস্তা ব্লক করে দেয় — যাতে পরিষ্কারভাবে রক্ত যেতে না পারে, হার্টের দিকে যেতে যেতে থেমে যায়, জমে যায়, চেপে যায়!

আর শহরে আছে এক কূট নেতা — LDL — সে সব সময় এই মাস্তানদের জামিন করিয়ে শহরে ছেড়ে দেয়।
ফলে হৃদপিণ্ড দুর্বল হতে থাকে, তৈরি হয় ব্লকেজ, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাকের ঝুঁকি!

কিন্তু চিন্তা কোরো না!
এই শহরে আছে এক অসাধারণ অস্ত্র — হিজামা (কাপিং থেরাপি)!

হিজামা হল সেই সাহসী বিশেষ বাহিনী, যারা মাস্তান কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, টক্সিন, দূষিত রক্ত চিহ্নিত করে শরীর থেকে টেনে বের করে ফেলে।
ঠিক যেন পাকা গোয়েন্দা দলের মতো— যারা খুঁজে খুঁজে শহরের লুকিয়ে থাকা সব দুষ্কৃতিকারীদের ধরে নিয়ে যায়।

---

🔶 হিজামা করলে কী হয়?

✅ রক্তনালী পরিষ্কার হয়,
✅ দূষিত রক্ত বেরিয়ে যায়,
✅ ব্লকেজ হওয়ার সম্ভাবনা কমে যায়,
✅ HDL (ভালো কোলেস্টেরল) বেড়ে যায় — যেটা মাস্তান দমন করে,
✅ LDL ও ট্রাইগ্লিসারাইডের দৌরাত্ম্য কমে যায়,
✅ হৃদপিণ্ড মুক্ত শ্বাস নিতে পারে!

তখন শরীরের শহর আবার প্রাণচঞ্চল হয়ে ওঠে

🔶 এই সমস্যার সমাধানে কয়টি হিজামা সেশন প্রয়োজন?

✅ যারা উচ্চ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বৃদ্ধি, ব্লকেজ, উচ্চ রক্তচাপ, ওজন বৃদ্ধি বা ডায়াবেটিস সমস্যায় আছেন,
তাদের জন্য সাধারণত:

🔸 ৩ থেকে ৬টি সেশন পরপর ১৫ দিন অথবা ১ মাস অন্তর অন্তর নিতে পরামর্শ দেওয়া হয়।
🔸 এরপর ৩ মাসে ১ বার রক্ষণাবেক্ষণমূলক (maintenance) হিজামা নিলেই যথেষ্ট।
🔸 যাদের ব্লকেজ বেশি অথবা অতিরিক্ত উচ্চ কোলেস্টেরল রয়েছে, তাদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৮-১০ সেশনও লাগতে পারে।
বিঃদ্রঃকতো শেষন নিতে হয় তা মূলত রোগের তীব্রতার উপর নির্ভর করে।(আল্লাহ চাইলে সহজেই ঠিক হয়ে যায়)

🔶 তাহলে কী করতে হবে?

✔️ নিয়মিত হিজামা নাও (বিশেষত পিঠ, ঘাড়, পা — যেখানে ব্লকেজের ঝুঁকি বেশি)
✔️ হাঁটো, ব্যায়াম করো, ঘাম ঝরাও
✔️ খাবারে নিয়ন্ত্রণ আনো — ফাস্ট ফুড, বেশি তেল, চর্বি বাদ দাও
✔️ স্ট্রেস কমাও, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখো

---

❤️ হিজামা — সুস্থ হৃদয়, সুস্থ জীবন!

হিজামা শরীরের ভেতর থেকে এই 'সমাজবিরোধী' দুষ্টু উপাদানগুলো বের করে দেয় — ফলে হার্ট থাকে সুস্থ, ব্লকেজের ভয় কমে যায়, রক্তচাপ নিয়ন্ত্রণে আসে, শরীর হালকা লাগে।

বিশেষত উপকার পাবেন:
✅ উচ্চ রক্তচাপ রোগী
✅ কোলেস্টেরল বৃদ্ধি পাওয়া রোগী
✅ ব্লকেজ ও হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকা ব্যক্তি
✅ ডায়াবেটিস, ওজন বৃদ্ধি ও ক্লান্তিতে ভোগা ব্যক
Women's Hijama Care Narayangonj
ডি আই টি রিয়াজসুপার মার্কেটের
দ্বিতীয় তলায়
Mobile :01908916235

Address

Narayangonj DIT
Narayanganj
1400

Telephone

+8801992419350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Women's Hijama Care Narayangonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Women's Hijama Care Narayangonj:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram