08/11/2025
📸 এক ঝলক নিবেদিতপ্রাণ চিকিৎসা দলের অক্লান্ত পরিশ্রমের মুহূর্ত থেকে — আমাদের অর্থোপেডিক সার্জন ডা. জয়ন্ত সাহা ও তাঁর টিমের সফল এক অপারেশনের দৃশ্য।
মানবিক সেবায় ও দক্ষ চিকিৎসায় আমরা প্রতিদিনই নতুন আস্থার গল্প লিখে চলেছি 💚
---
🏥 কেপিএস জেনারেল হসপিটাল লিমিটেডের অর্থোপেডিক বিভাগে সফল অপারেশন সম্পন্ন
সম্প্রতি কেপিএস জেনারেল হসপিটাল লিমিটেডে আমাদের অর্থোপেডিক বিভাগের অভিজ্ঞ সার্জন ডা. জয়ন্ত সাহা ও তাঁর দক্ষ সার্জারি টিমের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়েছে ৮৫ বছর বয়সী জনাব শুক্কুরি (ঠিকানা: তারইল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ) এর একটি জটিল অর্থোপেডিক অপারেশন।
অপারেশনের মাত্র তিন দিনের মাথায় রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ পায়ে হেঁটে হাসপাতাল থেকে ছাড়পত্র গ্রহণ করেন, যা আমাদের জন্য ছিল অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার মুহূর্ত।
অপারেশনের প্রতিটি ধাপে ছিল নিখুঁত পরিকল্পনা, টিমওয়ার্ক ও সর্বোচ্চ যত্ন। রোগীর নিরাপত্তা এবং দ্রুত আরোগ্য নিশ্চিত করতে প্রতিটি চিকিৎসক ও নার্স তাঁদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছেন।
এই সাফল্যের পেছনে রয়েছে কেপিএস জেনারেল হসপিটাল টিমের পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক মনোভাব। রোগীর হাসিই আমাদের সবচেয়ে বড় পুরস্কার।
আমরা কেপিএস জেনারেল হসপিটাল পরিবার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ —
মানসম্মত চিকিৎসা, আধুনিক সুবিধা এবং আন্তরিক সেবার মাধ্যমে “রোগীর প্রতি পূর্ণ আস্থা ও যত্নের প্রতিশ্রুতি” রক্ষা করতে।
🙏 জনাব সুখ শুক্কুরির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
💚 আস্থা ও সেবায় — কেপিএস জেনারেল হসপিটাল লিমিটেড
👉 আপনার অর্থোপেডিক বা অন্যান্য চিকিৎসা সেবার জন্য যোগাযোগ করুন:
📞 ০১৮৮৯-৯৮৪০১১, ০১৮৮৯-৯৮৪০১২