21/08/2022
(আর্সেনিক আয়োড)
------------------
ঠান্ডা হাঁচিতে সব চেয়ে বেশী যার- ভোট ,
দ্রুত কাজ হয় – নাম তার আর্সেনিক আয়োড ।
খুব হাঁচি এবং হালকা সর্দ্দি জ্বরে ,
নাক দিয়ে অনবরত কাঁচা সর্দ্দি ঝরে ,
এ লক্ষনে অভিজ্ঞ ডাক্তারগণ এ ঔষধ বেশী প্রয়োগ করে ।
আর্সেনিক খুব শীত কাতর কম বেশী জানি- সবাই ,
পরিস্কার পরিছন্নতার কারনে সব স্থানে সে আলাদা মযার্দা পাই ,
অন্য দিকে আয়োডাম খুব গরম কাতর -হওয়ায় ,
ক্ষুধা আর গরম- আয়োডামের একদমই সহ্য না হয়
সুতারাং -আর্স আয়োড -উভয় কাতর হয়ে যায় ,
ঠান্ডা - গরম সহ্য হয়না তার –কোনটাই ,
একটু ক্ষুধা লাগলে তার নড়ার আর ক্ষমতা নাই ,
এমন চরিত্রের মানুষদের যে কোন রোগে এ ঔষধে ভাল কাজ দেয় ,
দিনে গরম রাতে ঠান্ডা এমন -আবহাওয়ায় ,
যাদের ঘন ঘন হাঁচি কাশি সর্দি -জ্বর হয় –
হাঁচতে হাঁচতে নাক –চোখ মুখ ব্যথা হয়ে যায় ,
খুবই কাজ দেবে –সেই সব সুচিবায়ুদের -বেলায় ।
নাক চোখ দিয়ে পানি ঝরে –ব্যথা করে কপালে ,
নাক চোখ মুছতে মুছতে নাকের ভিতর- জ্বলে ,
রাতে ঘুমের ঘোরে –গা গরম হয় জ্বরে - খেতা দেয় ফেলে ,
যে সব বাচ্চাদের সর্দিজ্বর হয় –একটু আবহাওয়া পাল্টালে ,
তাদের কান্না থামাতে হয় –হাজার রকম কথা বলে ,
একটু ঠান্ডা একটু গরমে যাদের – গ্ল্যান্ড ফোলে ,
শুয়ানো বা বসানো যায়না –সারাদিন রাখতে হয় কোলে –কোলে ।
যথেষ্ঠ খায় তবু ও শরীরের তেমন কোন উন্নতি নাই ,
এই ঔষধ সেই সব বাচ্চাদের ধাতুদোষ সংশাধন করে দেয় ,
হোক আলসার ক্যান্সার মাথা ব্যথা –থাক হাজারও বিষয় ,
যদি তার চরিত্রের সাথে এ ঔষধের চরিত্র মিলে যায় ,
যে কোন রোগে এ ঔষধে উপকার পাবেন নিশ্চয় ।
সমগুনে –এলিয়াম সিপা ন্যাট্টাম মিউর স্কুলা আর এরালিয়া ,
পরবর্তী-ব্যসিলিনাম –টিউবারকুলিনাম আর ক্যালক্যারিয়া ।