হোমিওপ্যাথি সাস্থ্যকেন্দ্র

হোমিওপ্যাথি সাস্থ্যকেন্দ্র Personal business

21/08/2022

(আর্সেনিক আয়োড)
------------------
ঠান্ডা হাঁচিতে সব চেয়ে বেশী যার- ভোট ,
দ্রুত কাজ হয় – নাম তার আর্সেনিক আয়োড ।
খুব হাঁচি এবং হালকা সর্দ্দি জ্বরে ,
নাক দিয়ে অনবরত কাঁচা সর্দ্দি ঝরে ,
এ লক্ষনে অভিজ্ঞ ডাক্তারগণ এ ঔষধ বেশী প্রয়োগ করে ।
আর্সেনিক খুব শীত কাতর কম বেশী জানি- সবাই ,
পরিস্কার পরিছন্নতার কারনে সব স্থানে সে আলাদা মযার্দা পাই ,
অন্য দিকে আয়োডাম খুব গরম কাতর -হওয়ায় ,
ক্ষুধা আর গরম- আয়োডামের একদমই সহ্য না হয়
সুতারাং -আর্স আয়োড -উভয় কাতর হয়ে যায় ,
ঠান্ডা - গরম সহ্য হয়না তার –কোনটাই ,
একটু ক্ষুধা লাগলে তার নড়ার আর ক্ষমতা নাই ,
এমন চরিত্রের মানুষদের যে কোন রোগে এ ঔষধে ভাল কাজ দেয় ,
দিনে গরম রাতে ঠান্ডা এমন -আবহাওয়ায় ,
যাদের ঘন ঘন হাঁচি কাশি সর্দি -জ্বর হয় –
হাঁচতে হাঁচতে নাক –চোখ মুখ ব্যথা হয়ে যায় ,
খুবই কাজ দেবে –সেই সব সুচিবায়ুদের -বেলায় ।
নাক চোখ দিয়ে পানি ঝরে –ব্যথা করে কপালে ,
নাক চোখ মুছতে মুছতে নাকের ভিতর- জ্বলে ,
রাতে ঘুমের ঘোরে –গা গরম হয় জ্বরে - খেতা দেয় ফেলে ,
যে সব বাচ্চাদের সর্দিজ্বর হয় –একটু আবহাওয়া পাল্টালে ,
তাদের কান্না থামাতে হয় –হাজার রকম কথা বলে ,
একটু ঠান্ডা একটু গরমে যাদের – গ্ল্যান্ড ফোলে ,
শুয়ানো বা বসানো যায়না –সারাদিন রাখতে হয় কোলে –কোলে ।
যথেষ্ঠ খায় তবু ও শরীরের তেমন কোন উন্নতি নাই ,
এই ঔষধ সেই সব বাচ্চাদের ধাতুদোষ সংশাধন করে দেয় ,
হোক আলসার ক্যান্সার মাথা ব্যথা –থাক হাজারও বিষয় ,
যদি তার চরিত্রের সাথে এ ঔষধের চরিত্র মিলে যায় ,
যে কোন রোগে এ ঔষধে উপকার পাবেন নিশ্চয় ।
সমগুনে –এলিয়াম সিপা ন্যাট্টাম মিউর স্কুলা আর এরালিয়া ,
পরবর্তী-ব্যসিলিনাম –টিউবারকুলিনাম আর ক্যালক্যারিয়া ।

21/08/2022

দোষ আসলে কারো না, দোষ হলো নৈতিকতার।

খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন & বই।
16/08/2022

খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন & বই।

03/04/2022

সকলকে রমজানের শুভেচ্ছা।

29/03/2022

হোমিওপ্যাথিক ডক্টরস' পয়েন্ট গ্রুপের নিয়মিত ক্লাস লিংক।
প্রতিদিন রাতে যথাসময়ে ক্লাসে জয়েন করতে নিচের লিংকে ক্লিক করুন।

To join the meeting on Google Meet, click this link:
https://meet.google.com/oih-jsee-bst

Or open Meet and enter this code: oih-jsee-bst

12/03/2022

**IGNATIA এর কিছু অদ্ভুত লক্ষণ**

১. অনিচ্ছায় দীর্ঘনিঃশ্বাস ফেলে।
২. কানে গর্জনধ্বনি অথচ গানবাজনায় সেই অবস্থার উপশম।
৩, নরম কিছু গিলতে কষ্ট বোধ, শক্ত কিছু গিলতে কষ্ট হয়না।
৪. গলার ক্ষতের ব্যথা কিছু খেলে উপশম।
৫. মল তরল হলে অর্শের বলি বেরিয়ে পড়ে, মল কঠিন হলে বের হয় না।
৬. শোকে না কেঁদে হাসে।
৭. যৌন দুর্বলতায় যৌন ভোগের আকাঙ্খা তীব্র হয়।

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when হোমিওপ্যাথি সাস্থ্যকেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram