31/07/2020
আসসালামুয়ালাইকুম শুভাকাঙ্ক্ষীগণ,
সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনাদের অশেষ দোয়া এবং ভালোবাসায় আমরা গত ২৪ জুলাই, শুক্রবার আমাদের মেডিসিন শপ - RAJIB Pharma 'র শুভ উদ্ভোদন করেছি।
আমরা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত খোলা আছি। আপনাদের চাহিদা এবং প্রয়োজনের কথা বিবেচনায় রেখে আমরা বিভিন্ন মেডিসিন সহজলভ্য রাখার চেষ্টা করে যাচ্ছি।
আমাদের মেডিসিন শপে আপনি আরও পাচ্ছেন On-Arrival Checkup সুবিধা।
চেক-আপ এর জন্য থাকছেন -
১। ডাঃ মোদাচ্ছের কবির (পিয়াস) প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এবং,
২। ডাঃ সায়মা সুলতানা (মৌ) প্রতিদিন রাত ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।
প্রথম ভিজিট চার্জ ৩০০ টাকা।
রিপোর্ট এবং পরবর্তী ভিজিট চার্জ ২০০ টাকা।