সিফাত হাছান সুমাইয়া

সিফাত হাছান সুমাইয়া I am a student of pharmacy. I am a content writer, blogger, recitation artist and associated with c

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৭ এপ্রিল ।বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি অনন্য এক দিন। ১৯৭১ সাল...
17/04/2021

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৭ এপ্রিল ।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে।

পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।

মুজিবনগর সরকারের ৫০ বছর, মুজিবনগরের ৫০ বছর❤️❤️

মুক্তিযুদ্ধে একই পরিবারের শহীদ পাচ জনের ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ১৫ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রংপুর জেলার সৈয়দপ...
15/04/2021

মুক্তিযুদ্ধে একই পরিবারের শহীদ পাচ জনের ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ১৫ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রংপুর জেলার সৈয়দপুর রেলওয়ে সরকারি বাসভবনে পাকিস্তানী হানাদার সহ তাদের দোসরদের আক্রমণে প্রকৌশলী ফজলুর রহমান তার স্ত্রী এনজিও প্রশিক্ষক হোসনে আক্তার এবং তাদের তিন ছেলে কলেজ ছাত্র মুস্তাফিজুর রহমান, স্কুল ছাত্র হাসিনুর রহমান ও আজিজুর রহমান শহীদ হয়েছিলেন।

তাদের আত্মার শান্তি কামনা করি ❤️

১৯৫২ সালের, ২১শে ফেব্রুয়ারিতে গুলিবিদ্ধ হয়ে ৭ই এপ্রিল মারা গিয়েছিলেন ভাষা শহীদ আবদুল সালাম। আজ উনার প্র‍য়ান দিবস, বিনম্র...
07/04/2021

১৯৫২ সালের, ২১শে ফেব্রুয়ারিতে গুলিবিদ্ধ হয়ে ৭ই এপ্রিল মারা গিয়েছিলেন ভাষা শহীদ আবদুল সালাম।

আজ উনার প্র‍য়ান দিবস, বিনম্র শ্রদ্ধা জানাই 🙏

মানুষটার আত্মজীবনী, তার জেলখানার কাটানো দিন গুলো, তার লড়াইয়ের দিন গুলো সম্পর্কে যত জানবেন বুঝতে পারবেন কি অসম্ভব ব্যক্তি...
17/03/2021

মানুষটার আত্মজীবনী, তার জেলখানার কাটানো দিন গুলো, তার লড়াইয়ের দিন গুলো সম্পর্কে যত জানবেন বুঝতে পারবেন কি অসম্ভব ব্যক্তিত্ত্বের অধিকারী ছিলেন তিনি, কি অসাধারণ লড়াইয়ের মন মানসিকতা। হার না মানা তেজ, কি অসাধারণ ভাবে সাধারণ কথা বলার ক্ষমতা!!

হাজার বছরে এমন লোক একবারেই আসে, আসবে।

শুভ জন্মদিন শেখ সাহেব❤️
আল্লাহ আপনাকে বেহেশতবাসী করুক

মার্চ ০২, ১৯৭১।সাধারণ ছাত্র জনতার পক্ষে, ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে তৎকালীন ডাকসু সহ-সভাপতি আ.স.ম. আবদুর রব আনুষ্ঠান...
02/03/2021

মার্চ ০২, ১৯৭১।
সাধারণ ছাত্র জনতার পক্ষে, ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে তৎকালীন ডাকসু সহ-সভাপতি আ.স.ম. আবদুর রব আনুষ্ঠানিকভাবে মুক্ত বাংলাদেশের মানচিত্র খচিত প্রথম পতাকা উত্তোলন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বটতলায় এই পতাকা উত্তোলন করা হয়।

#বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন দিবস 🇧🇩🇧🇩

বই কেন্দিক কিছু করার তীব্র বাসনা আমার মনে, ভেবে পাইনা কি থেকে শুরু করবো। কিন্তু এই পলান সরকার নিজের জীবনের ৩০ বছর পায়ে হ...
01/03/2021

বই কেন্দিক কিছু করার তীব্র বাসনা আমার মনে, ভেবে পাইনা কি থেকে শুরু করবো। কিন্তু এই পলান সরকার নিজের জীবনের ৩০ বছর পায়ে হেটে সবার কাছে বই পৌছে দিয়েছে। জ্ঞান বিতরণ করেছে, আলোকিত করেছে। উনার বিতরণ করা জ্ঞানে সত্যিকারের জ্ঞানী হয়েছেন নিশ্চয়ই অনেকে। 🥰

উনার আজকে প্রয়ান দিবস, আলোর পথের এই দিশারি ২ বছর আগে না ফেরার দেশে চলে গেছেন।

শ্রদ্ধা জানাই আপনাকে, আপনার কাজকে🙏🙏

শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজকে। মুক্তিযুদ্ধের ৯ মাস পাকিস্তানের কারাগারে বন্ধী থাকার পর ১৯৭২ সালের ১০...
10/01/2021

শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজকে।
মুক্তিযুদ্ধের ৯ মাস পাকিস্তানের কারাগারে বন্ধী থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি নিজের স্বাধীন দেশে ফিরে এসেছিলেন সকলের নেতা শেখ মুজিবুর রহমান ❤️

২০২০ এর সমস্ত খারাপকে পিছনে ফেলে নতুন বছর শুরু হোক নতুন উদ্যমে। সবাই ভালো থাকেন, সুস্থ আর নিরাপদ থাকেন ❤নতুন বছরের শুভেচ...
31/12/2020

২০২০ এর সমস্ত খারাপকে পিছনে ফেলে নতুন বছর শুরু হোক নতুন উদ্যমে। সবাই ভালো থাকেন, সুস্থ আর নিরাপদ থাকেন ❤

নতুন বছরের শুভেচ্ছা সবাইকে ❤

বিজয়ের অহংকার ❤️
17/12/2020

বিজয়ের অহংকার ❤️

17/12/2020

একটি পতাকা পেলে
হেলাল হাফিজ
কন্ঠেঃ শাহাদাৎ আহমেদ সাহাদ
সিফাত হাছান সুমাইয়া

বাঙালি জাতি মানে ১৬ ডিসেম্বর- এই কথা মন থেকে মানার লোক নেহায়েত কম নয়, বিজয় দিবস বাঙালি জাতির আবেগ, ভালবাসা আর অস্তিত্ব। ...
16/12/2020

বাঙালি জাতি মানে ১৬ ডিসেম্বর- এই কথা মন থেকে মানার লোক নেহায়েত কম নয়, বিজয় দিবস বাঙালি জাতির আবেগ, ভালবাসা আর অস্তিত্ব। দেশে বিজয় এসেছে ৪৯ বছর আগে কিন্তু এখনও ১৬ ডিসেম্বর দেশপ্রেমীদের মনে এক অন্য রকম আবেগ-অনুভূতির দিন।
১৯৭১ সালে আজকের এই দিন আনতে বাঙালি জাতিকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল। অনেক কষ্টে আর বহু দামে অর্জিত আমাদের লাল সবুজের পতাকা।

১৬ ডিসেম্বর বাঙালি জাতির নিজস্ব দিন, অনেক আনন্দের দিন। ৪৯ বছরেও সেই আনন্দ ম্লান হয়ে যায়নি। এ এক পরম পাওয়া আর তৃপ্তির দিন। আমাদের বিজয় এসেছিল সেদিন।

দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ, ত্রিশ লক্ষ শহীদের প্রাণ আর দুই লক্ষ মা-বোনের ইজ্জত, গোটা দেশ ধ্বংসস্তুপে পরিণত হওয়া- এই সবকিছুর বিনিময়ে পেয়েছিলাম একটি নিজস্ব নাম, “বাংলাদেশ”, একটা মানচিত্র, একটা লাল সবুজের পতাকা।

যাদের ত্যাগে অর্জিত এই বিজয় তাদের ঋণ কোন দিন শোধ হবার নয়। শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদের 🙏🙏

Address

Bandar
Narayanganj
1410

Alerts

Be the first to know and let us send you an email when সিফাত হাছান সুমাইয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram