Sajib Homoeo Care

Sajib Homoeo Care A Complete Homoeo Care Center

Alhamdulillah ❤️ Taraweeh Prayers at Masjid Al Haram.
22/03/2023

Alhamdulillah ❤️ Taraweeh Prayers at Masjid Al Haram.

03/12/2022

জরুরি ঘোষণা:
ভবন সংস্কার কাজ চলমান, বিধায় সজীব হোমিও ফার্মেসি আগামী ১ মাস বন্ধ থাকবে। জরুরী প্রয়োজনে Msg ইনবক্স করুন

24/08/2022

#কৃমির_ওষুধ_কখন_খাব?

কৃমি আকারে খুবই ছোট। প্রায় দেখাই যায় না। কিন্তু জেনে অবাক হবেন, এ রকম একটি কৃমি মানুষের অন্ত্র থেকে দিনে শূন্য দশমিক ২ মিলিলিটার রক্ত শুষে নেয়। অনেক কৃমি শরীরে থাকলে প্রতিদিনই বেশ কিছু পরিমাণ রক্ত হারিয়ে যায়। ফলে শিশুরা অপুষ্টি ও রক্তশূন্যতায় ভোগে। বড়রাও কম ভোগেন না।

এ ছাড়া কৃমির কারণে অ্যালার্জি, ত্বকে চুলকানি, শুকনো কাশি, শ্বাসকষ্ট হতে পারে। কখনো অন্ত্রের বা পিত্তথলির নালিতে কৃমি আটকে গিয়ে বড় ধরনের জটিলতা হয়। কৃমি সংক্রমণ তাই বড় ধরনের স্বাস্থ্যসমস্যা।

কৃমি দূর করতে হলে প্রথমেই জানা দরকার এটি কেন হয়? নোংরা পরিবেশ, অনিরাপদ পানি পান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, খালি পায়ে হাঁটা কৃমি সংক্রমণের জন্য দায়ী।

কৃমি হলেও ওষুধের মাধ্যমে দূর করার উপায় আছে। কিন্তু অনেকে নানা ভুল ধারণার জন্য ভয়ে কৃমির ওষুধ খান না। শিশুদেরও খাওয়াতে চান না। কিন্তু ওষুধ নিয়ম মেনে খেলে আর সহজ কিছু উপায় মেনে চললে সহজেই কৃমি দূর করা যায়।

জেনে নেওয়া যাক সহজ কিছু উপায়:

১. প্রতি তিন মাস পরপর পরিবারের সবাই একটি করে অ্যালবেনডাজল বড়ি সেবন করতে পারেন। মেবেনডাজল হলে খেতে হবে পরপর তিন দিন। সাত দিন পর আরেকটা ডোজ খাওয়া যায়। শিশুদেরও একইভাবে সিরাপ খাওয়াতে হবে। দুই বছরের নিচে কোনো শিশুকে খাওয়াতে হলে চিকিৎসকের পরামর্শ নিন অথবা হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোমিও ঔষধ গ্রহণ করতে পারেন।

২. চিনি খেলে বা মিষ্টি খেলে কৃমি হবে বলে যে ধারণা প্রচলিত, তা ঠিক নয়। মিষ্টি বা চিনি খাওয়ার সঙ্গে কৃমির কোনো সম্পর্ক নেই। বরং নোংরা হাতে বা অস্বাস্থ্যকর খাবার খেলে কৃমি হবে।

৩. কৃমি হলে পায়ুপথ চুলকায় বলে শিশুরা সেখানে হাত দেয়। পরে আবার সেই হাত মুখে দেয়। এভাবেই সংক্রমণ ছড়াতে থাকে। তবে পায়ুপথ চুলকানো মানেই কৃমি সংক্রমণ নাও হতে পারে। কৃমি সংক্রমণের আরও উপসর্গ আছে। যেমন: ওজন না বাড়া, পেট ফাঁপা, পেট কামড়ানো, আমাশয়, অপুষ্টি, রক্তশূন্যতা ইত্যাদি।

৪. গরমকালে কৃমিনাশক খাওয়া যাবে না—এমন ধারণারও কোনো ভিত্তি নেই। গরম, শীত, বর্ষা যেকোনো সময়ই কৃমিনাশক খাওয়া যাবে। তবে খাওয়ার পর বা ভরা পেটে খাওয়া ভালো।

৫. কৃমিনাশক নিরাপদ ওষুধ। এর তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে কারও কারও পেট ফাঁপা বা বমি ভাব হতে পারে। অনেক সময় কৃমিনাশক খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার যে খবর পাওয়া যায়, তা বেশির ভাগ ক্ষেত্রেই অজ্ঞতা ও কুসংস্কারজনিত।

৬. পানি অবশ্যই ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করবেন। শাকসবজি ও মাংস খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। খাবার প্রস্তুত ও পরিবেশনের আগে ভালো করে হাত ধুতে হবে। শিশুদের খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে কীভাবে ভালো করে হাত কচলে ধুতে হয়, তা শেখানো জরুরি।

৭. বাইরের খোলা অপরিচ্ছন্ন খাবার না খাওয়াই ভালো। মাঠঘাটে শিশুদের খালি পায়ে খেলতে দেবেন না।

৮. কেবল গ্রামে বা রাস্তায় থাকা শিশুদের কৃমি হয়—এই ধারণাও ভুল। বাংলাদেশের প্রেক্ষাপটে যে-কারও কৃমি সংক্রমণ হতে পারে। তাই অপুষ্টি এড়াতে নিয়মিত কৃমিনাশক খাওয়াই ভালো।
সজিব হোমিও কেয়ার
কৃতজ্ঞতায়: প্রথম আলো

হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিনসুস্থ থাকুন
13/12/2021

হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিন
সুস্থ থাকুন

Covid 19 বা করোনা ভাইরাস এর টিকা নিবন্ধন করেছেন কি???৩৫ বছরের উপরে যে কেউ টিকা নিবন্ধন করতে পারবেন NID কার্ড দিয়ে। আজই ...
08/07/2021

Covid 19 বা করোনা ভাইরাস এর টিকা নিবন্ধন করেছেন কি???
৩৫ বছরের উপরে যে কেউ টিকা নিবন্ধন করতে পারবেন NID কার্ড দিয়ে। আজই টিকার রেজিস্ট্রেশন করুন।

https://surokkha.gov.bd/

এই পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন। অনলাইনে ...

লকডাউন সময়সীমা বাড়লো ১৪ জুলাই পর্যন্ত-সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।।
05/07/2021

লকডাউন সময়সীমা বাড়লো ১৪ জুলাই পর্যন্ত-
সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।।

26/04/2021

হোমিও ওষুধে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় সফল হওয়ার দাবি | GTV NewsFollow us on Social Media:Facebook: https://www.facebook.com/rabbitholebdRabbitho...

 যে ঔষধটির কথা বলা হচ্ছে এটি মূলত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।  #এন্টিবডি তৈরি করে, তাই   ভাইরাস আমাদের...
19/06/2020



যে ঔষধটির কথা বলা হচ্ছে এটি মূলত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। #এন্টিবডি তৈরি করে,
তাই ভাইরাস আমাদের শরীরে তার কার্যক্ষমতা হারায় ।
এই ওষুধটি প্রতিকারের চেয়ে প্রতিরোধে অর্থাৎ #প্রতিষেধক হিসেবে অধিক কার্যকরী ক্ষমতা রাখে বলে প্রমাণিত।
#সেবনবিধিঃ- প্রতিদিন সকালে একবার খাবেন। (৩/৫ দিন)প্রাপ্ত বয়স্কদের ৪/৬ বড়ি/ফোঁটা।
অপ্রাপ্তবয়স্কদের ২/৩ বড়ি/ফোঁটা।
পরবর্তী ১০/১৫ দিন পর পর সকালে একই নিয়মে একবার খাবেন।
(ঔষধ খালি পেটে গ্রহণ করা অধিক কার্যকরী)
প্রয়োজনে যোগাযোগ করুন:-

#সজিব_হোমিও_কেয়ার
জেলা পরিষদ, নারায়ণগঞ্জ।
01674 784 984
#জরুরী_হোমিও_ঔষধের_প্রয়োজনে
#ঢাকা_নারায়ণগঞ্জ_সদরে_হোম_ডেলিভারি,
#ডেলিভারি_চার্জ_১০০_টাকা।

আপনার শরীরে ভাইরাস প্রতিরোধে হোমিও ওষুধ গ্রহণ করুন।  #ইমিউনিটি_বুস্টার
18/06/2020

আপনার শরীরে ভাইরাস প্রতিরোধে হোমিও ওষুধ গ্রহণ করুন। #ইমিউনিটি_বুস্টার

18/06/2020

#বুস্টাপ_করুন_আপনার_শরীরের_ইমিউনিটি_সিস্টেম
-------------------------------------------------------
আর্সেনিকাম অ্যালবাম ৩০ নিয়ে অনেক আগেই অ্যাডভাইজরি দিয়েছিল আয়ুশ মন্ত্রক। পরে দেখা যায়, নোভেল করোনা ভাইরাস এতটাই শক্তিশালী যে আসের্নিকাম একা এঁটে উঠছে না। ফলে শুরু হয় সঙ্গী খোঁজার পালা। তখনই উঠে আসে টিউবারকিউলিনাম ও ফরফরাসের নাম। চিকিৎসকদের দাবি, এই দুই ওষুধ যোগ করা গেলে আর্সেনিকামের কার্যকারিতা বাড়বে। দীর্ঘস্থায়ী হবে প্রতিরোধ ক্ষমতার ‘লাইফলাইন’।

কেরল এবং তামিলনাড়ুতে এই অ্যানালজি মেনেই জাপানি এনসেফেলাইটিস প্রতিরোধে অন্ধ্র সরকার বেলেডোনা, ক্যালকেরিয়া কার্ব এবং টিউবারকিউলিনাম প্রয়োগ করেছিল। দাবি, তাতে দারুণ কাজ হয়েছে। COVID-এও সেই ফর্মুলা কতটা কাজ করবে, জানতে শুরু হচ্ছে ট্রায়াল। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল, গুজরাত, দিল্লির কনটেনমেন্ট জোনে থাকা বাসিন্দাদের উপর এই তিন ওষুধ প্রয়োগ হবে। গবেষণাপর্বের প্রধান দায়িত্বে দুই হোমিওপ্যাথি চিকিৎসক ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি’, কলকাতার প্রাক্তন অধ্যাপক ডা. অশোককুমার দাস এবং ভারত সরকারের প্রাক্তন উপদেষ্টা তথা তামিলনাড়ুর সারদাকৃষ্ণ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের পরামর্শদাতা অধ্যাপক ডা. রবি এম নায়ার। কন্যাকুমারীর এই হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের তত্ত্বাবধানেই চলবে ট্রায়াল।
অশোকবাবুর পর্যবেক্ষণ, স্প্যানিশ ফ্লু, ডেঙ্গু, কলেরা—সহ বহু মহামারীতে হোমিওপ্যাথি কার্যকর ভূমিকা নিয়েছে। এর অন্যতম কারণ, হোমিওপ্যাথি চিকিৎসা প্যাথোজেনের উপর ভিত্তি করে হয় না। উপসর্গের উপর ভিত্তি করে হয়। অর্থাৎ SARS-CoV-2 ভাইরাস চরিত্র বদলালেও সমস্যা নেই। এই ওষুধ তখনও কাজ করবে।
করোনাপর্বে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে হরেক পরীক্ষানিরীক্ষা চলেছে। ডাক্তারবাবুরা ‘রেপার্টোরাইজেশন’ করে দেখেছেন, আর্সেনিকামের সঙ্গে ফসফরাসকে যুক্ত করা গেলে তার কার্যকারিতা বাড়ে। অশোকবাবু জানান, সম্প্রতি ইতালিতে ৩৮ জন COVID রোগীর অটোপসিতে দেখা যায়, করোনা ভাইরাসে মৃত্যুর কারণ ‘ডিসিমিনেটেড ইন্ট্রাভাসকুলার কোয়াগুলেশন’। অর্থাৎ ধমনি-শিরা-উপশিরায় রক্ত জমাট বেঁধেই রোগীর মৃত্যু হচ্ছে। ফলে অক্সিজেন বা ভেন্টিলেশন তেমন কাজে আসছে না। ফসফরাস এই রক্ত জমাট বাঁধার সমস্যা প্রতিরোধ করতে পারবে। কিন্তু টিউবারকিউলিনাম? মার্কিন গবেষকরা সম্প্রতি দাবি করেছেন, বিসিজি ভ্যাকসিন দেওয়া থাকলে COVID হলেও তা জটিল আকার নেয় না। কমে মৃত্যুর হারও।
বিসিজি ভ্যাকসিন তৈরি টিউবারকিউলোসিসের বীজাণু থেকে টিউবারকিউলিনাম ওষুধটিও তাই। তাছাড়া ঘন ঘন সর্দি-কাশির হাত থেকে মুক্তি দিতে সক্ষম টিউবারকিউলিনাম ওষুধটি ফসফরাসের কার্যকারিতা বাড়িয়ে দেয়। ফলে, আর্সেনিকাম, ফসফরাস, টিউবারকিউলিনাম (এপিটি) পরপর একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রয়োগ করলে প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয়। চিকিৎসকদের দাবি, মিউটেশনের ফলে বারবার চরিত্র বদল করছে COVID-19। HIV’র মতোই একে নিয়েও বাঁচতে হবে। ফলে ‘লং টার্ম ইমিউনিটি’ খুব জরুরি। হোমিওপ্যাথিই হয়ে উঠতে পারে লড়াইয়ের পাসওয়ার্ড। Collected.


Sajib Homoeo Care

জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে বের হবেন না।।
25/03/2020

জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে বের হবেন না।।

Address

Narayanganj

Opening Hours

Monday 17:00 - 22:00
Tuesday 17:00 - 22:00
Wednesday 17:00 - 22:00
Thursday 17:00 - 22:00
Friday 17:00 - 22:00
Saturday 17:00 - 22:00

Telephone

+8801674784984

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sajib Homoeo Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sajib Homoeo Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram