Attaqwa Pharma and Consultation Center

Attaqwa Pharma and Consultation Center মেডিসিন , সার্জিক্যাল আইটেম, ডাক্তার এপয়েন্টমেন্টসহ স্বাস্থ্যসেবা কেন্দ্র ।

দেশি-বিদেশি সকল প্রকার মেডিসিন ও সার্জিক্যাল আইটেম সরবরাহের পাশাপাশি ডাক্তার এপয়েন্টমেন্ট সহ স্বাস্থ্যসেবা সম্পর্কিত আপনার যে কোন প্রয়োজনে পাশে থাকাই মূল লক্ষ্য।

সারাদেশে বিভিন্ন জেলায় "চোখ ওঠা" কিংবা "ভাইরাল কনজাংটিভাইটিস" ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। যেভাবে সর্তক থাকবেন এবং পরিচিত বন্ধু ...
16/09/2022

সারাদেশে বিভিন্ন জেলায় "চোখ ওঠা" কিংবা
"ভাইরাল কনজাংটিভাইটিস" ভাইরাসটি ছড়িয়ে পড়ছে।

যেভাবে সর্তক থাকবেন এবং পরিচিত বন্ধু বান্ধবী পরিবার এর সবাইকে এই বিষয়ে সচেতন করবেন।

দ্রুত বিষয়টি সবাইকে জানাতে শেয়ার এবং মেনশন করে সর্তক করুন।

চোখ ওঠা একটি স্পর্শকাতর রোগ।

চোখ ওঠাকে কনজাংটিভাইটিস বা রেড/পিংক আই বলে। অর্থাৎ কনজাংটিভা নামক চোখের পর্দায় প্রদাহ হলে তাকে চোখ ওঠা রোগ বলা হয়। চোখ ওঠার মূল কারণ ভাইরাসজনিত এবং এটি অতিমাত্রায় ছোঁয়াচে।

চোখ ওঠায় আক্রান্ত কারও চোখের দিকে তাকালে কারোর চোখ ওঠে না। ভাইরাস দ্বারা আক্রান্ত চোখ কিছুদিন পর ভালো হয়ে যায় ঠিক, কিন্তু আশপাশে অনেককেই আক্রান্ত করে বা করতে পারে। তবে চোখ ওঠা রোগী মূলত সে তার নিজের জন্য সমস্যা নয়, বরং অন্যের জন্য সমস্যা।

কারও চোখ ওঠা হয়তো তিন দিনে ভালো হয়ে যায়, কারোর আবার ৩ সপ্তাহ লাগতে পারে। সেটা নির্ভর করে কার কী ধরনের ভাইরাস আক্রান্ত করেছে এবং সেই রোগীর রোগপ্রতিরোধ ক্ষমতা কেমন তার ওপর।

""" যেভাবে ছড়াচ্ছে এই বিষয় গুলো মাথায় রেখে সবাই সচেতন হলে এটি থেকে রক্ষ্যা পাওয়া সম্ভব। """

চোখে ভাইরাস দিয়ে প্রদাহ হলে চোখের পানিতে ভাইরাস ভেসে বেড়ায়। যখন এই অশ্রু মুছতে যাই, তখনই এটি আমাদের হাতে এসে যায়।

এরপর থেকেই সেই হাত দিয়েই আমরা যা কিছুই ছুঁই না কেন, সেখানে ভাইরাস চলে আসে। যেমন কারোর সঙ্গে করমর্দন, টিভি, এয়ারকন্ডিশনার রিমোট, ব্যবহৃত তোয়ালে, বিছানার চাদর, বালিশের কভার, এমনকি মুঠোফোন ইত্যাদিতে চলে আসতে পারে।

এ জন্যই আক্রান্ত ব্যক্তিকে এই সময়ে বাসায় থাকতে পরামর্শ দেওয়া হয়। তার ব্যবহৃত জিনিসপত্রও কিছুটা আলাদা রাখা ভালো।

এটি হলে ভয় পাওয়ার একদমই কোন কারণ নেই তবে সচেতন থাকতে হবে যাতে কারো মাধ্যমে এটি না ছড়ায়।

জনসচেতনতায়ঃ সাইবার ৭১

বিঃদ্রঃ স্বাস্থ্য বিষয়ক আপনার যে কোন পরামর্শ সহ মেডিসিন সংক্রান্ত আপনার যে কোন প্রয়োজনে লাইক কমেন্টস করে যুক্ত থাকুন। ধন্যবাদ

31/05/2022

প্রেসক্রিপশন নিয়ে হন্য হয়ে ঘুরছেন
কিন্তু আপনি মেডিসিন খুঁজে পাচ্ছেন না?

টেনশনে আছেন??

ডাক্তারের সাথে যোগাযোগ করার সুযোগ নেই এমতাবস্থায় আপনি কি করবেন?

বিচলিত হবার কোন কারন নেই। আপনার চিকিৎসক আপনাকে যে গুরুত্বপূর্ণ মেডিসিন প্রেসক্রাইব করেছেন তা আপনাকে সরবরাহ করার জন্য আমরা নিয়ে আসছি
ফাস্ট সার্ভিস ।।

আপনার প্রয়োজন আমাদের জানান। ৪৮ ঘন্টার মধ্যে সেবা পৌঁছে যাবে আপনার ঠিকানায় ইনশাআল্লাহ

ছবিতে সৌদি আরব প্রবাসী এক ভাই কে কিছু ঔষধ সরবরাহ করতে পেরে মেডিকেয়ার পরিবার গর্বিত।।

ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।।

26/05/2022

তথ্য প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে জীবন যাত্রার মান যেমন উন্নত হয়েছে ঠিক তেমনি ভাবে পাল্লা দিয়ে বেড়েছে নানান রকম শারীরিক সমস্যাও।
শারীরিক সমস্যার ধরন অনুযায়ী আছে পৃথক পৃথক ডাক্তার কিন্তু আমরা বেশিরভাগ সাধারণ মানুষ ই এই জায়গায় ভুল করে বসি। ফলশ্রুতিতে চিকিৎসা খরচ আমাদের অনেক বেড়ে যায় ।
আমরা লক্ষ্য করেছি শুধুমাত্র সঠিক পরামর্শের অভাবে অনেকেই আর্থিক এবং শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নির্দিষ্ট ডাক্তার পাবার আগেই অনেকেই আর্থিকভাবে দুর্বল হয়ে আশা ছেড়ে দেন এবং চিকিৎসকদের প্রতি বিরূপ ধারণা পোষণ করেন।

আপনাদের সেই সকল বিষয় চিন্তা করেই আমাদের এই উদ্যোগ।
এখন থেকে প্রয়োজনীয় দেশি বিদেশি সকল প্রকার ঔষধ , সার্জিক্যাল আইটেম সহ ডাক্তার এপয়েন্টমেন্ট খুব সহজেই নিতে পারছেন আমাদের কাছ থেকে।

আমাদের সাথে থাকুন । ধন্যবাদ

We are coming ...
24/05/2022

We are coming ...

Address

Pourosova Mur , City Centar
Narsingdi
1630

Alerts

Be the first to know and let us send you an email when Attaqwa Pharma and Consultation Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram