04/11/2025
আসসালামু আলাইকুম সম্মানিত অফিশিয়াল ভলান্টিয়ার টিম।
আগামী ৮ নভেম্বর রোজ শনিবার সকাল আটটায়
পান্থশালা ঘাটে, রায়পুরা,নরসিংদী।
রায়পুরা মেরাথন ২০২৫ অফিশিয়াল রেজিষ্টার ভলান্টিয়ার টিমের সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ রইল।
সকল অফিশিয়াল ভলান্টিয়ার টিম, অফিশিয়াল টি শার্ট পরিধান করে, নৌকাতে প্রবেশ করতে হবে।
অফিশিয়াল নৌকা পান্থশালা ঘাট থেকে সকাল ১০:০০ মিনিটে ছেড়ে যাবে কারো জন্য অপেক্ষা করবে না।
সময়মতো সকলের উপস্থিতি একান্ত ভাবে কাম্য।
গন্তব্য মেঘনা নদীতে চলমান নৌকা রেখে, নৌকাতে লাইভ রান্না করে দুপুরের খাবার একসাথে।
কোনো এক চরে মাঝে বসে।
পরবর্তী তে রায়পুরা মেরাথন ভলান্টিয়ার টিমদের মধ্য থেকে বিশেষ ভাবে ডেডিকেটেড কাজ করার জন্য ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হবে।
ও সকল ভলান্টিয়ার টিমের জন্য অফিসিয়াল সার্টিফিকেট প্রদান করা হবে।
আশা করি ৮ই নভেম্বর দিনটি সকলের জন্য স্মরণীয় হয়ে থাকবে
Organized by. upazila administration Raipura, Narsingdi & Raipura Runners Community -RRC
#সবারআগেরায়পুরা