Md.Imradur Rahman - MAMUN

  • Home
  • Md.Imradur Rahman - MAMUN

Md.Imradur Rahman - MAMUN Arthritis, pain, joint pain, paralysis, autism, PLID.
হাড়জোড়া ,বাত ব্যথ?

The goal of Md.Imradur Rahman - MAMUN is to deliver the quality Physical therapy to patient with honesty and fidelity. Patients with Stroke, Head injury, GBS, Poliomyelitis, Multiple sclerosis, Parkinson disease, Nerve injury/entrapment, Bell’s Palsy/ Facial Palsy, Charcott-Marie tooth Disease, Cerebral Ataxia, Poly-neuropathy/Peripheral neuropathy, Spinal Cord Injury, CIDP, Motor neuron disease (MND), Myelopathy, Myopathy are treated in this unit. PNF, Bobath approach, Rood approach, Carr and Shepard approach, Brunstrom, Motor relearning, Constraint Induced Movement Therapy (CIMT), Sensory reintegration Technique and other neurological rehabilitation concepts are used here to treat a wide range of neurologically impaired patients

01/01/2023
12/10/2022

#পদ্মা_নদী.
#মেঘাচ্ছন্ন_আকাশ.
#শান্ত_নদী.
#যানযটমুক্ত_ফেরিঘাট.

12/05/2022

ব্রেন স্ট্রোক থেকে - প্যারালাইসিস !!! সুস্থ হলেন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ্‌।

ব্রেন স্ট্রোক করার পরে শরীরের বাম সাইড প্যারালাইসিস হয়ে যায়!
এসেছিলেন আমাদের হাসপাতালে,আমরা উনাকে ওষুধ খাওয়ার সাথে সাথে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পরামর্শ দেই।এসেছিলেন হুইল চেয়ারে করে আলহামদুলিল্লাহ্‌ উনি এখন নিজে নিজেই হাটা চলা করতে পারছেন।

আমার পেইজ লিংক লাইক দিয়ে সাথে থাকতে পারেন।ধন্যবাদ।

https://www.facebook.com/imradurmamunofficial/

14/04/2022

ট্রিগার ফিংগার রোগ চিকিৎসায় সম্পুর্ণ সুস্থ হয়।

.
.
.

ট্রিগার ফিংগার রোগ টি হলে সাধারণত দেখা যায় যেই আংগুল টা আক্রান্ত হয় সেই আংগুলের বেস্মেন্টে তীব্র ব্যথা হয়।হাত মুষ্টি করতে ও মুষ্টি খুলতে খুব ব্যথা হয়।হাত মুষ্টি করলে আক্রান্ত আংগুল টিতে প্রচন্ড ব্যথা হয় এবং মুষ্টি খুললে অন্যান্য আংগুল গুলো খুলে গেলেও আক্রান্ত আংগুল টি খুলে না বরং মুষ্টি হয়েই থাকে,তখন খুব জোর করে মুষ্টি থাকা অবস্থা থেকে খুলতে চাইলেই প্রচন্ড ব্যথা অনুভুত হয়।

এই সমস্যায় ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিলে সম্পুর্ণ সুস্থ হওয়া যায়।

দীর্ঘ সময়ের তীব্র কোমর ব্যথা-সুস্থ হলেন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে। . . . . . .তীব্র কোমর ব্যথা দীর্ঘ সময় ধরে।কোমরে প্রচন্...
17/03/2022

দীর্ঘ সময়ের তীব্র কোমর ব্যথা-সুস্থ হলেন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে।

.
.
.
.
.
.

তীব্র কোমর ব্যথা দীর্ঘ সময় ধরে।কোমরে প্রচন্ড ব্যথা,কোমর টা ভারী লাগে,দুই পায়ের হাটুর নিচে পিছনের মাংসে টান লাগে ব্যথা হয় ঝিম ঝিম করে অবস লাগে এবং হাটুর নিচে পিছনের মাংসে কামড়ানো ব্যথা হয়। দুই পা ই ভারী ভারী লাগে।সামনের দিকে ঝুকে কোন কাজ করলে কোমরে টান লাগে ব্যথা লাগে।

এসেছিলেন আমাদের হাসপাতালে,আমরা উনার এক্স রে সহ দরকারী সব রিপোর্ট করিয়ে নিয়মিত ওষুধ খাওয়ার সাথে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পরামর্শ দেই।

আলহামদুলিল্লাহ্‌ উনি এখন সুস্থ আছেন,অল্প কিছু সমস্যা এখনো আছে তবে আশা করছি আগামী কিছু দিনের মধ্যে বাকি সমস্যাটুকুও সমাধান হবে ইনশাআল্লাহ্‌ ।

অপারেশন করে প্লাস্টার খোলার পরে পায়ের গোড়ালি  নড়াচড়া করতে পারছিলেন না।সুস্থ হলেন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে। . . . . . .রো...
15/03/2022

অপারেশন করে প্লাস্টার খোলার পরে পায়ের গোড়ালি নড়াচড়া করতে পারছিলেন না।
সুস্থ হলেন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে।

.
.
.
.
.
.

রোড এক্সিডেন্ট এ পায়ের হাড় (টিবিয়া) ফ্রাকচার হয়।এরপর অপারেশন করে প্লাস্টার করা হয়।নির্ধারিত সময় পরে প্লাস্টার খোলা হয়,হাড় জোড়া লেগে যায় কিন্তু বিপত্তি বাধে অন্য খানে।আর সেটা হচ্ছে পায়ের গোড়ালী নাড়াচাড়া করতে পারতেন না।
এসেছিলেন আমাদের হাসপাতালে আমরা উনার সব কিছু দেখে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পরামর্শ দেই।
উনি কথা মত আমাদের হাসপাতালে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিতে থাকেন।

আলহামদুলিল্লাহ্‌ উনি এখন উনার সমস্যা অতিক্রম করে সুস্থতা বোধ করছেন।পারছেন হাটতে চলতে ও নিচুতেও বসতে পারছন।

তীব্র হাটু ব্যথার যন্ত্রণা-সম্পুর্ণ সুস্থ হলেন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে। . . . . . . .দীর্ঘদিন হাটু ব্যথার যন্ত্রণায় ভুগ...
14/03/2022

তীব্র হাটু ব্যথার যন্ত্রণা-সম্পুর্ণ সুস্থ হলেন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে।

.
.
.
.
.
.
.

দীর্ঘদিন হাটু ব্যথার যন্ত্রণায় ভুগছিলেন।তীব্র ব্যথা ছিল।হাটতে চলতে খুবই ব্যথা পাচ্ছিলেন।নামায কালাম পড়তে কষ্ট হচ্ছিল।হাটু ভাজ করে বসতে পারতেন না।এমন অবস্থায় এসেছিলেন আমাদের হাসপাতালে,আমরা উনাকে এক্স রে সহ দরকারী কছু রিপোর্ট করিয়ে চিকিৎসা শুরু করেছিলাম।

আলহামদুলিল্লাহ্‌ উনি এখন সম্পুর্ণ সুস্থ আছেন।নিয়মিত ওষুধ খেয়েছেন ও নিয়ম মত ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েছেন,এখন উনি কোন রুপ ব্যথা ছাড়ায় হাটু ভাজ করতে পারছেন ,নামায কালাম পড়তে পারছেন।

ব্রেন স্ট্রোক থেকে প্যারালাইসিস।ব্রেনের রক্তনালী ফেটে গিয়ে ব্রেনে রক্তক্ষরণ হয়,ফলে বাম হাত বাম পা সম্পুর্ণ অচল ও অবস হয়ে...
06/03/2022

ব্রেন স্ট্রোক থেকে প্যারালাইসিস।ব্রেনের রক্তনালী ফেটে গিয়ে ব্রেনে রক্তক্ষরণ হয়,ফলে বাম হাত বাম পা সম্পুর্ণ অচল ও অবস হয়ে গিয়েছিল।বিগত ৪৫ দিন নিয়মিত ওষুধ খেয়েছেন ও ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েছেন।
আলহামদুলিল্লাহ্‌ উনি এখন কোন ধরণের অন্যের সাহায্য ছাড়ায় নিজে নিজেই হাটতে পারছেন।

.
.
.

.

পি,এল,আই,ডি (সায়াটিকা)র ব্যথা সম্পুর্ণ সুস্থতা পেলেন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে। . . . . . . .এক মাস আগে থেকে কোমর সহ পায়ে...
26/02/2022

পি,এল,আই,ডি (সায়াটিকা)র ব্যথা সম্পুর্ণ সুস্থতা পেলেন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে।

.
.
.
.
.
.
.

এক মাস আগে থেকে কোমর সহ পায়ে তীব্র ব্যথা অনুভব করছিলেন।কোমর থেকে পা পর্যন্ত ঝিম ঝিম অবস ও ভারী লাগতো।কিছু দুর হেটে গেলে হাটুর নিচে পিছন দিকের মাংসে প্রচন্ড টান লাগতো।এসেছিলেন আমাদের হাসপাতালে আমরা উনার এম আর আই রিপোর্ট দেখে পি এল আই ডি (সায়াটিকা) রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করি।

উনি নিয়ম মত ওষুধ খেয়েছেন ও নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েছেন বিগত এক মাস।

আলহামদুলিল্লাহ্‌ উনি এখন সম্পুর্ণ সুস্থ আছেন।এই ধরনের সমস্যা নিয়মিত ওষুধ খেলে ও রেস্টে থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে সম্পুর্ণ ভাল হয়ে যায়।

প্লাস্টার খোলার পরে (এলবো জয়েন্ট) কনুই নড়াচড়া করতে পারছিলেন না ।সম্পুর্ণ সুস্থ হলেন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে।এখন হাতের ফ...
25/02/2022

প্লাস্টার খোলার পরে (এলবো জয়েন্ট) কনুই নড়াচড়া করতে পারছিলেন না ।
সম্পুর্ণ সুস্থ হলেন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে।এখন হাতের ফুল মুভমেন্ট করতে পারছেন।

.
.
.
.
.
.

হঠাৎ করে পড়ে গিয়ে বাম হাতের কনুই (এলবো জয়েন্ট) তে চোট পান।সাথে সাথে হাসপাতালে গিয়ে দেখানোর পরে প্লাস্টারের ডিসিশন নেওয়া হয়।প্লাস্টার খোলার পরে কনুইয়ের নড়াচড়া করা অর্থাৎ মুভমেন্ট লস হয়, তখন তিনি কনুই ভাজ ও লম্বা করতে পারেন না।এসেছিলেন আমাদের হাসপাতালে আমরা উনার এক্স রে দেখে নিয়ম মত ওষুধ খাওয়ার সাথে সাথে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিতে বলি।উনি নিয়মিত ফিজিওথেরাপি নিয়েছেন।
আলহামদুলিল্লাহ্‌ উনি এখন সম্পুর্ণ সুস্থ।হাত আর কোন প্রকার বাকা নাই।
এই ধরণের সমস্যা সঠিক ফিজিওথেরাপি চিকিৎসায় সম্পুর্ণ ভাল হয়ে যায়।

দুই বছর যাবৎ হাটু ব্যথা সুস্থ হলেন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে।  . . . . .হাটুতে প্রচন্ড ব্যথা ছিল।হাটাচলা করা খুবই কষ্টসাধ...
24/02/2022

দুই বছর যাবৎ হাটু ব্যথা সুস্থ হলেন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে।


.
.
.
.
.

হাটুতে প্রচন্ড ব্যথা ছিল।হাটাচলা করা খুবই কষ্টসাধ্য ছিল।নামায কালাম পড়তে অনেক কষ্ট পাইতেন।হাটু ভেংগে বসতে পারতেন না।একটু কিছুটা পথ হেটে গেলেই হাটুর মধ্যে খুব ই ব্যথা পাচ্ছিলেন।আমরা উনার এক্স রে সহ দরকারী রিপোর্ট করিয়ে চিকিৎসা শুরু করি উনি নিয়ম মত ওষুধ খেয়েছেন ও নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েছেন।
আলহামদুলিল্লাহ্‌ উনি এখন সুস্থ আছেন।

হাটুর ব্যথা কিছু নিয়ম মেনে চিকিৎসা নিলে সম্পুর্ণ ভাল হয়।

অস্টিওআর্থারাইটিস (হাটু ব্যথা), সম্পুর্ণ সুস্থ হলেন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে। . . . . .দীর্ঘ ৫ মাস যাবৎ হাটু ব্যথায় ভুগছ...
18/02/2022

অস্টিওআর্থারাইটিস (হাটু ব্যথা), সম্পুর্ণ সুস্থ হলেন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে।

.
.
.
.
.

দীর্ঘ ৫ মাস যাবৎ হাটু ব্যথায় ভুগছিলেন।দুই হাটুতেই তীব্র ব্যথা ছিল।হাটা চলা করা খুব ই কষ্টসাধ্য ছিল।হাটু ভেংগে বসতে পারতেন না ।নামায কালাম পড়তে পারতেন না।এসেছিলেন আমাদের হাসপাতালে আমরা উনাকে এক্স রে সহ দরকারী সব রিপোর্ট করিয়ে রেস্টে থেকে নিয়ম মত ওষুধ খেতে বলি ও নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পরামর্শ দেই। উনি নিয়ম মত ওষুধ খেয়েছেন এবং নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েছেন রেস্টে থেকে।
আলহামদুলিল্লাহ্‌ উনি এখন সম্পুর্ণ সুস্থ আছেন।

Address


Telephone

+8801718051670

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Imradur Rahman - MAMUN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Md.Imradur Rahman - MAMUN:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram