RITE Polytechnic Institute

RITE Polytechnic Institute 4 Years Diploma Engineering and Medical Assistant Institute.

06/09/2025

💦 ভর্তি চলছে! 💦ভর্তি চলছে!
স্কলার পলিটেকনিক ইন্সটিটিউট নিয়ে এসেছে ছেলে মেয়ে সকলের জন্য সম্পূর্ণ ফ্রি আবাসিক প্রশিক্ষণ কোর্স – সরকারের সহযোগিতায় PKSF (SICIP Project) এর আওতায়।

🎓 কোর্স সমূহ:
1️⃣ ফ্যাশন গার্মেন্টস
2️⃣ বিউটিফিকেশন
3️⃣ ফুড এন্ড বেভারেজ প্রডাকশন
4️⃣ বেকারি এন্ড পেস্ট্রি প্রডাকশন

🕒 কোর্সের মেয়াদ : মাত্র ৩ মাস
💸 কোর্স ফি: একেবারে ফ্রি!

♦️ ভর্তি যোগ্যতা:
⚫ বয়স ১৮–৪৫ বছর
⚫ জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন
⚫ ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
⚫ স্বল্প আয়ের পরিবারকে অগ্রাধিকার

🎇কোর্স শেষে সুবিধাসমূহ:
⚫ দেশে বিদেশে চাকরি করার সুযোগ
⚫ কোর্স সম্পন্নকারীদের উদ্যোক্তা হওয়ার সুযোগ
⚫ সার্টিফিকেট প্রদান।

ভর্তির জন্য প্রয়োজনীয়ঃ
👉NID বা জন্মনিবন্ধ এর কপি
👉পাসপোর্ট সাইজ ছবি ২ কপি
👉শিক্ষাগত যোগ্যতার কপি

🏚️ঠিকানা:
বাাসাইল(সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন), নরসিংদী।

📞 যোগাযোগ: 01999938299, 01712918611
🔺আবেদন এর শেষ সময়: ১০ই সেপ্টেম্বর ২০২৫

👉 ক্যারিয়ার গড়তে আর দেরি নয়!
আজই ভর্তি হয়ে নিন এবং দক্ষ হয়ে গড়ে তুলুন নিজের কর্মসংস্থান।







02/09/2025
01/09/2025

Job opportunity
Apply now!

"Only for students of Scholar Polytechnic.”

27/08/2025

📢 সুবর্ণ সুযোগ✨ নিজেকে গড়ে তুলুন বিউটি জগতে — এই সুযোগ হারাবেন না💥

🎨 ৫ দিনব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণ 🧵

WEAB Association এর সহযোগিতায় আয়োজন করা হয়েছে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা!

📅 সম্ভাব্য তারিখ ৩০ আগস্ট টু ০৩ সেপ্টেম্বর

⏰ সময়: সকাল ৯টা থেকে বিকেল ৫টা

📍 স্থান: (স্কলার পলিটেকনিক ইনস্টিটিউট, বাসাইল, নরসীংদি )

👗 প্রশিক্ষণের বিষয়: বিউটিফিকেশন

🔸 স্কিন কেয়ার, হেয়ার কেয়ার

🔸 মেকআপ

🔸 ক্লায়েন্ট ডিমান্ড অনুযায়ী হেয়ার স্টাইল স্কিল

🔸 মেহেদি ডিজাইন ।

👩‍🏫 ট্রেইনারের পরিচিতি:

প্রশিক্ষণ প্রদান করবেন অভিজ্ঞ বিউটিশিয়ান যিনি

✔️ ৮+ বছর ধরে এই খাতে কাজ করছেন

✔️ দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে

✔️ NSDA কতৃক প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রাপ্ত।

🎁 অংশগ্রহণকারীদের জন্য থাকবে:

✅ সকালের নাস্তা ও দুপুরের লাঞ্চ

✅ ট্রেনিং ব্যাগ

✅ অংশগ্রহণ সনদ (সার্টিফিকেট)

🧑‍🎓 যোগ্যতা:

🔹 বয়স: ১৮ থেকে ৪৫ বছর

🔹 ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: যেকোনো

💰 রেজিস্ট্রেশন ফি: মাত্র ৩০০ টাকা!

📞 আসন সংখ্যা সীমিত! আজই রেজিস্ট্রেশন করুন!

যোগাযোগ: 01999938299

🛑🛑🛑জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি🛑🛑🛑
26/08/2025

🛑🛑🛑জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি🛑🛑🛑

25/08/2025

📢 নিয়োগ বিজ্ঞপ্তি

পদবী: লিড ট্রেইনার ও অ্যাসোসিয়েট ট্রেইনার

ট্রেড:
🌼ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন
🌼বেকারী এন্ড পেস্ট্রি
🌼ফ্যাশন গার্মেন্টস
🌼 বিউটিফিকেশন

বেতন: আলোচনা সাপেক্ষ
আবেদনের শেষ তারিখ: ২৭/০৮/২৫
আবেদন পাঠান: ০১৯৯৯৯৩৮২৯৯(হোয়াটসঅ্যাপ) আপডেটেড সিভি সাথে প্রয়োজনীয় সকল সনদ সহ।

14/08/2025

Public কিংবা National যেখানেই থাকুন ২০/২২ বছর বয়সে এই বিষয়গুলো তোমার আয়ত্তে থাকলে কেউ আটকাতে পারবে না।

💁‍♀️,,,,,,,,,,,,,,,,🔥

১. পাসপোর্ট - খুবই দরকারি। বিদেশে আমাদের দেশের ID Card এর চেয়ে বেশী গ্রহণযোগ্য। আজকাল এইটা করা আগের চেয়ে অনেক সহজ। না থাকলে নিজের জন্য কইরা ফালান। তাছাড়া কখন হঠাত লাগতে পারে জানবেন ও না।

২. ব্যাংক একাউন্ট - এইটা বলাই বাহুল্য। না থাকলে নিদেনপক্ষে একটা সেভিং একাউন্ট থাকা উচিৎ। কোন ঝামেলা ছাড়াই। আজই?

৩. Powerpoint Skill - আপনাকে নিজে নিজে একটা ১৫ স্লাইডের প্রেজেন্টেশন বানানো আর তা ২০ জনের সামনে present করার স্কিল থাকতেই হবে।

৪. TIN Certificate - আয় করেন আর নাই করেন, একটা TIN নাম্বার নিয়া ফেলেন। সার্টিফিকেট এর মর্যাদাই আলাদা। প্রতি বছর ০ ট্যাক্স থাকলেও রিটার্ন দাখিল করেন। নিজেরে অনেক অনেক ভালো লাগবে।

৫. Basic Excel - আর কত কমু এই নিয়া। Basic Excel জানা কত্ত জরুরী তা ঠেকার আগেই শিখা নেন। ১ মাস লাগবে মাত্র। আর Advanced Level এর জন্য Chandoo মামুর সাইট তো আছেই।

৬. Academic Paper - অন্তত ৩০ পাতার একটা একাডেমীক পেপার/ থেসিস লিখার এক্সপেরিয়েন্স, Citation সহ, থাকা প্রফেশনাল জীবনে লাগবে।

৭. Official/ Formal Letter - দুই পাতার একটা ফর্মাল বা অফিশিয়াল চিঠি লিখতে গ্র‍্যাজুয়েট হইয়া না পারলে কোন জিপিএ ৫ কাজে আসবে না ভাই।

৮. Formal Attire/ Etiquette - একটা টাই বানতে জানা উচিৎ। একটা সাধারণ মানের স্যুট হইলেও থাকলে মন্দ হয় কি? কাটা চামচ দিয়া খাওয়া সহ ফরমাল ডাইনিং এর রীতিনীতি ইউটিউব এই দেখা যায়। মাত্র ২ মিনিট টাইম লাগাই।

৯. Religion - নিজের ধর্মগ্রন্থ একবার হইলেও মানে বুইঝা শেষ করা। সারাজীবন মোল্লা/ পুরোহিত এর কথায় চলমু, এইডা কিছু হইলো?

১০. Geography / History/ General Knowledge - UK, Great Britain, England এর পার্থক্য জানেন? জানেন Scandinavian বা Nordic দেশ মানে কি? বা প্লেন ক্যামনে আকাশে উড়ে? আমরা বাজারে দাঁড়িপাল্লায় কি মাপি - ভর না ওজন?

১১. গাড়ি চালানো - শিখা ফালান আর একটা লাইসেন্স নেন। গাড়ি থাকার দরকার নাই। অন্তত ড্রাইভিং টা শিখা রাখেন।

১২. সাঁতার জানা - না জানলে জীবন ১৬ আনাই মিছে!

১৩. নিজের সিভি - এক্সপেরিয়েন্স নাই? তাতে কি? পড়াশুনা শেষ হয় নাই? মাফি মুশকিলা! লিখা ফালান না একটা! অনেক অনেক আগায় থাকবেন।

ভাইরে! শেষ কথা কই। কিছু কিছু জিনিষ এর জন্য ২৩/২৪ বছর হইতে হয় না। খালি মানুষ হইতে হয়।

-সংগৃহীত-

শ্রদ্ধা জানাই সকল মেহনতি মানুষদের যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা ভালো আছি ✊✊✊সকলকেই মহান মে দিবসের শুভেচ্ছা ❤️❤️❤️
01/05/2025

শ্রদ্ধা জানাই
সকল মেহনতি মানুষদের
যাদের অক্লান্ত পরিশ্রমে
আমরা ভালো আছি ✊✊✊
সকলকেই মহান মে দিবসের শুভেচ্ছা ❤️❤️❤️

প্রতিবারের ন্যায় এবারও সর্বমোট তিনজন,রিসোর্স ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর  ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো: মন...
26/04/2025

প্রতিবারের ন্যায় এবারও সর্বমোট তিনজন,
রিসোর্স ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো: মনির হোসেন,ইমতিয়াজ হাসান অভি এবং মোঃ নুর আলম কে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (NTEC) ভর্তি পরীক্ষায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে টেক্সটাইল বিভাগে চান্স পাওয়ায় রাইট পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🎓🎓🎓

30/03/2025

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ

উচ্চারণ : ‘তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
আল্লাহ আমাদের নেক আমলগুলো কবুল করুক।
ঈদ মোবারক।

Address

138/1, Bashail (Besides Of Sub Register Office)
Narsingdi
1602

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801999938299

Alerts

Be the first to know and let us send you an email when RITE Polytechnic Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to RITE Polytechnic Institute:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram