Rapidly Spread Blood Bank

Rapidly Spread Blood Bank Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rapidly Spread Blood Bank, Nawabganj.

A non-political voluntary organization dedicated to serving humanity.

•Donate blood, save lives.
•Ensure child protection for a better future generation.
•Raise awareness about thalassemia.

✅Join us in reaching out a helping hand to the underprivileged.

💙💜
21/11/2025

💙💜

18/11/2025

Alhamdulillah, Bangladesh win an end to 22 years.🤍🇧🇩🔥

৩য় বারের মতো আয়োজনে চৌডালা জোহুর আহম্মেদ মিঞা কলেজ শিক্ষার্থীদের নিয়ে ১ম ধাপে থ্যালাসেমিয়া ও রক্তদানে সচেতনতা এবং সমসাময়...
23/09/2025

৩য় বারের মতো আয়োজনে চৌডালা জোহুর আহম্মেদ মিঞা কলেজ শিক্ষার্থীদের নিয়ে ১ম ধাপে থ্যালাসেমিয়া ও রক্তদানে সচেতনতা এবং সমসাময়িক প্রশ্ন নিয়ে সম্পন্ন হলো কুইজ প্রতিযোগিতা ২০২৫ইং। উক্ত অনুষ্ঠানে সহযোগিতা করেছেন Sasthodoot ও Zoraiz ICT Care Point। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে থ্যালাসেমিয়া সম্পর্কে সঠিক জ্ঞান প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত রক্তদানে অনুপ্রাণিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

থ্যালাসেমিয়া ও রক্তদানে সচেতনতা সেমিনার এবং কুইজ প্রতিযোগিতা ২০২৫থ্যালাসেমিয়া প্রতিরোধ এবং রক্তদানের গুরুত্ব তুলে ধরতে “...
22/09/2025

থ্যালাসেমিয়া ও রক্তদানে সচেতনতা সেমিনার এবং কুইজ প্রতিযোগিতা ২০২৫

থ্যালাসেমিয়া প্রতিরোধ এবং রক্তদানের গুরুত্ব তুলে ধরতে “থ্যালাসেমিয়া ও রক্তদানে সচেতনতা সেমিনার এবং কুইজ প্রতিযোগিতা ২০২৫” আয়োজন করা হচ্ছে। এ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে থ্যালাসেমিয়া সম্পর্কে সঠিক জ্ঞান, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত রক্তদানে অনুপ্রাণিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

📌 অনুষ্ঠানের মূল বিষয়সমূহ:

• থ্যালাসেমিয়া রোগের কারণ, প্রতিরোধ ও করণীয়।
• রক্তদানের প্রয়োজনীয়তা ও উপকারিতা।
• স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উপায়।
• কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই ও উৎসাহ প্রদান।

📌 কারা অংশগ্রহণ করতে পারবে:
• কলেজের বর্তমান সকল শিক্ষার্থী।

📌 উদ্দেশ্য:

• থ্যালাসেমিয়া প্রতিরোধে জনগণকে সচেতন করা।
• নিরাপদ ও নিয়মিত রক্তদানের মাধ্যমে মানবিক মূল্যবোধ জাগ্রত করা।
• তরুণ প্রজন্মকে সামাজিক কাজে সম্পৃক্ত করা।

📌 বিশেষ আকর্ষণ:
• কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র।

আয়োজন: Rapidly Spread Blood Bank
সহযোগিতায়: Sasthodoot & Zoraiz ICT Care
ক্যাম্পাস কানেক্টেড: চৌডালা জোহুর আহম্মেদ মিঞা কলেজ

#কুইজ #থ্যালাসেমিয়া_সচেতনতা

14/09/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
-এর স্বেচ্ছাসেবী Farjana Fariya আপুর দুই দিনের নবজাতক সন্তান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে ইন্তেকাল করেছেন।

সন্তান ও সন্তানের মায়ের জন্য দোয়া রাখবেন।
আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।

✨ ছোট ছোট ইচ্ছে, বড় আনন্দ ✨আপনার ছোট ছোট ইচ্ছে আর পরিকল্পনা কোনো এক সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পারে, হয়ে উঠতে পারে ...
11/09/2025

✨ ছোট ছোট ইচ্ছে, বড় আনন্দ ✨

আপনার ছোট ছোট ইচ্ছে আর পরিকল্পনা কোনো এক সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পারে, হয়ে উঠতে পারে তাদের খুশির অন্যতম কারণ। আসলেই, ব্যতিক্রম কিছু করার মাধ্যমেই আমাদের আনন্দ দ্বিগুণ হয়। আর এই ব্যতিক্রম কিছু করা নিয়েই আমাদের পথচলা।

আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়—আমরা সবসময় চেষ্টা করি ব্যতিক্রম কোনো উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের ভালোবাসা অর্জন করতে। ❤️

📌 ১১ সেপ্টেম্বর ২০২৫, আমাদের স্বেচ্ছাসেবী "ষ্টেলা রিয়া বাড়ৈ" তার জন্মদিন উপলক্ষে নিজ উদ্যোগে বৃদ্ধাশ্রমের মানুষদের সাথে আনন্দ ভাগাভাগি করেছেন। এই ক্ষুদ্র আয়োজন আমাদের জন্য ছিল এক বড় প্রাপ্তি।

🤝 চাইলে আপনিও পারেন আপনার জন্মদিন বা যেকোনো বিশেষ দিনে এমন কোনো ব্যতিক্রম ইচ্ছে বা পরিকল্পনা পূরণ করতে।

🔹 অনেকে জন্মদিনে আমাদের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগী কিংবা বিভিন্ন অসহায় মানুষের জন্য রক্তদান করেন।
🔹 আবার যাদের রক্তদানের সক্ষমতা নেই, তারাও চাইলে ব্যতিক্রম পরিকল্পনা নিয়ে অসহায় মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারেন।

একটা উদ্যোগ হয়তো কারো জীবনে এনে দিতে পারে অপার আনন্দ ও ভালোবাসা। 🌸

#স্বেচ্ছাসেবী #ব্যতিক্রম_আনন্দ #রক্তদান #ভালোবাসা #মানবসেবা

০৯ম বছরপূর্তির শুভক্ষণ  #স্পর্শ ফাউন্ডেশন মানবিক কর্মকাণ্ডে স্পর্শ ফাউন্ডেশনের ০৯ বছর পূর্ণ হয়েছে এবং ১০ম বছরে পদার্পণ। ...
03/09/2025

০৯ম বছরপূর্তির শুভক্ষণ #স্পর্শ ফাউন্ডেশন

মানবিক কর্মকাণ্ডে স্পর্শ ফাউন্ডেশনের ০৯ বছর পূর্ণ হয়েছে এবং ১০ম বছরে পদার্পণ। এই যাত্রায় আপনাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।

আগামী পথচলায়ও মানবিক যেকোনো প্রয়োজনে RSBB টিম আপনাদের পাশে থাকবে, ইনশাআল্লাহ।

• মানবতার পথে একসাথে থাকি, সহমর্মিতার আলো ছড়িয়ে দিই।

আছেন কোন এ+ পজেটিভ রক্তদাতা.?থ্যালাসেমিয়া রোগী  #সাব্বির, তার জন্য আগামীকাল ৩১/০৮/২০২৫ তারিখ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বি...
30/08/2025

আছেন কোন এ+ পজেটিভ রক্তদাতা.?

থ্যালাসেমিয়া রোগী #সাব্বির, তার জন্য আগামীকাল ৩১/০৮/২০২৫ তারিখ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে- ১ব্যাগ এ+ পজেটিভ রক্তের প্রয়োজন।

যোগাযোগ: 01605090103

AchievementSocial and Humanitarian Work (Award)We sincerely thank Caring Blood Foundation for presenting the Social and ...
28/08/2025

Achievement
Social and Humanitarian Work (Award)

We sincerely thank Caring Blood Foundation for presenting the Social and Humanitarian Work (Award) to the volunteer organization Rapidly Spread Blood Bank (RSBB). We firmly believe that our unity and mutual cooperation will further advance humanitarian efforts and play a significant role in building a new Bangladesh.🇧🇩

This prestigious award was presented to RSBB during the 3rd anniversary celebration of Caring Blood Donate Foundation.

25/08/2025

থ্যালাসেমিয়া সচেতনতা ও রোগীদের রক্তের চাহিদা পূরণে নতুন ডোনার তৈরি ও প্রতিষ্ঠানিক সচেতনতার বিকল্প নেই।

শুভ জন্মদিন Rumel Rahman স্যার 🌼প্রতিষ্ঠাতা ও পরিচালক Rokto Bondhon Foundation জন্মদিনে Rapidly Spread Blood Bank পরিবার...
24/08/2025

শুভ জন্মদিন Rumel Rahman স্যার 🌼
প্রতিষ্ঠাতা ও পরিচালক Rokto Bondhon Foundation

জন্মদিনে Rapidly Spread Blood Bank পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা ও ভালোবাসা রইলো।

শুভ জন্মদিন, প্রিয় রক্তযোদ্ধা রুমেল স্যার। আপনার আগামীর পথচলা হোক আরও মানবিক, মহানুভবতা ও সৃষ্টিকর্তার কল্যাণে পরিপূর্ণ।
জীবন ভরে উঠুক আনন্দ, সুস্থতা ও মানবসেবার মহান ব্রত দিয়ে।

আলহামদুলিল্লাহ, RSBB (Rapidly Spread Blood Bank)-এর নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী ও মানবতাবোধে উদ্বুদ্ধ রক্তদাতা ভাই-বোনদের ...
22/08/2025

আলহামদুলিল্লাহ, RSBB (Rapidly Spread Blood Bank)-এর নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী ও মানবতাবোধে উদ্বুদ্ধ রক্তদাতা ভাই-বোনদের স্বেচ্ছায় রক্তদান ও আন্তরিক সহযোগিতায় এখন পর্যন্ত ৩৯০০ ব্যাগ রক্ত সফলভাবে সংগ্রহ করে বিভিন্ন রোগীর মাঝে প্রদান করা হয়েছে।

এই মহৎ উদ্যোগের মাধ্যমে RSBB কেবল রক্তদান কার্যক্রমকেই গতিশীল করেনি, বরং সমাজে স্বেচ্ছাসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জরুরি মুহূর্তে রোগীদের পাশে দাঁড়ানো এবং জীবন বাঁচাতে সহায়তা করাই ছিল এ কার্যক্রমের মূল লক্ষ্য, যা সফলভাবে বাস্তবায়ন হয়েছে।

এই ৩৯০০ ব্যাগ রক্তে লুকিয়ে আছে হাজারো রক্তদাতার নিঃস্বার্থ ভালোবাসা, আর আছে রোগী ও তাঁদের পরিবারের প্রাণবন্ত হাসি।

RSBB'র সকল স্বেচ্ছাসেবী ও রক্তদাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও মানবসেবায় একযোগে কাজ করার প্রত্যাশা করছি।

Address

Nawabganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rapidly Spread Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rapidly Spread Blood Bank:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram