"There is no better gift that a parent gives to their child than good manners." Al-Hadith Life Member: Dhaka University Alumni Association (DUPPA). Chamber:
1.
(1)
Dr. Sultana Razia
Child psychologist
B.Sc Hons (Psychology), University of Dhaka
MSc Child (Psychology), University of Dhaka
Fellowship Training: Institute of Child and Mother Health, Matuail Dhaka. Diploma of Homeopathic Medicine and Surgery (DHMS), Bangladesh Homeopathic Medical College and Hospital. Member: Bangladesh Association for Child and Adolescence Mental Health (BACAMH)
Former Consultant: Islami Bank Central Hospital Kakrail, Dhaka. Prime Hospital Ltd. Maijdi, Noakhali.
2. Goodhill Hospital, Maizdi, Noakhali.
08/11/2025
মনের অজান্তেই আমরা আমাদের শিশুকে অথর্ব করে গড়ে তুলি, অন্যের উপর নির্ভরশীল করে গড়ে তুলি। আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারিনা।
#মনোবিজ্ঞানী #বায়না #জেদ #আত্মনির্ভরশীল
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন : 01716-354500
07/11/2025
আপনার ছোট্ট শিশুর শৈশব টা নষ্ট করে দিচ্ছেন না তো❓
ভারী ব্যাগের বইখাতার নিচে তার আনন্দময় সময়টাকে চাপা দিচ্ছেন না তো❓
কঠোর শাসন এবং নিয়ম-শৃঙ্খলার মাঝে তাকে বন্দী করছেন না তো❓
শিশু মনোবিজ্ঞানী
সুলতানা রাজিয়া
সিরিয়ালের জন্য যোগাযোগ : 01716-354500
#মনোবিজ্ঞানী #বায়না #জেদ
06/11/2025
বর্তমানে শিশুদের অতিরিক্ত জেদ ও বায়নার পেছনে মূল কারণ কি?
fans #জেদ #বায়না #মনোবিজ্ঞানী
05/11/2025
আজকে অফিস থেকে ফেরার পথে এই লোকটা আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো। তার কাঁধের উপর একটা বর্ষার মতো জিনিস আর পিঠে মাছ ধরার একটা ঝোলার মতো দেখে আমি জিজ্ঞেস করলাম, "এটা দিয়ে কি মাছ ধরেন?"
উত্তরে লোকটি বলল, "না এটা দিয়ে কানের দুল তুলি" আমি তার কথা বুঝতে পারলাম না। আবার জিজ্ঞেস করলাম কি করেন? উনি বললেন, "কানের দুল, গলার চেইন এগুলো পানির থেকে তুলে আনি।" আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলাম কিভাবে?
আসলে এই প্রথম আমি এই জিনিসটা দেখলাম। হয়তো অনেকের কাছে এ বিষয়টা জানা আছে। কিন্তু সত্যিকার অর্থে আমি আজকেই জানলাম। আমি খুব অবাক হলাম, এটাও নাকি এক ধরনের পেশা। এই কাজ করে ওনারা জীবিকা নির্বাহ করে।
কাঁধের উপর রাখা হাতের মতো এই জিনিসটা দিয়ে পুকুর থেকে কাদা-মাটি তুলে নিয়ে আসে। তারপর সেই কাদামাটি পিঠে ঝোলানো ঝোলার ভিতর রেখে পানি দিয়ে ধোয়। যদি স্বর্ণের জিনিস উঠে আসে তাহলে তার মালিককে ফিরিয়ে দেয়। এবং বিনিময়ে মজুরি নিয়ে যায়।
তাদের এই পেশার নাম স্বর্ণ খোঁজা ডুবারি। লোকটা আমাকে বলল আমার ফোন নাম্বারটা ফেসবুকে দিয়ে দিয়েন। যদি কারো লাগে সে আমাকে খুঁজে পাবে। এই নাম্বারে কল দিবে।
তাই আমি তার ফোন নাম্বার শেয়ার করলাম। যদি কারো স্বর্ণের জিনিস পুকুরে হারিয়ে যায় তাহলে তাকে কল দিতে পারেন।
স্বর্ণ খোজা ডুবারি
বিপুলাসার, মনোহরগঞ্জ, কুমিল্লা
01325424151
04/11/2025
পরিবার হলো শিশুর প্রথম শিক্ষাঙ্গন
02/11/2025
একটি নব্য আদর্শ সভ্যতা বিনির্মাণের জন্য শিশুদের সুষ্ঠু বিকাশে নিজেকে বিলিয়ে দিতে চাই। কর্মের মাঝে হাজার বছর বেঁচে থাকার স্বপ্ন।
30/10/2025
একটা হাইপার+অটিজমের শিশু সে এখন শান্ত স্থির হয়ে মনোযোগের সাথে ছবি আঁকছে
28/10/2025
প্রাইম রোজ স্কুল এন্ড কলেজ উত্তরায় আজ
অভিভাবকদের সাথে একটি মুক্ত আলোচনার আয়োজন করা হয়।
25/10/2025
মা হচ্ছেন শিশুর প্রথম শিক্ষক। তাই মাকে হতে হয় মায়া-মমতায় পূর্ণ, সততা আর সাহসিকতায় পরিপূর্ণ একজন আদর্শবান মা।
24/10/2025
আজকের একটা প্যারেন্টিং ট্রেনিং প্রোগ্রামে
21/10/2025
নব সভ্যতার দ্বারপ্রান্তে আমরা।
চোখ মেলে দেখো, ঐ যে দেখা যায়...
17/10/2025
অজ্ঞতা ও কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে
Address
Good Heal Hospital & Prime Hospital Lt. Maijdee Noakhali Sadar Upazila 3827
Be the first to know and let us send you an email when Sultana Razia Child Psychologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Practice
Send a message to Sultana Razia Child Psychologist:
ছোটবেলা থেকেই আমার বাবার মুখে একটা কথা শুনতাম, বাবা প্রায় বলতেন, মেয়েদের জন্য সম্মানজনক পেশা হলো দু’টি, চিকিৎসা আর শিক্ষকতা। তখন থেকেই ডাক্তার হওয়ার একটা বাসনা মনে পোষণ করতে শুরু করি। যখন নবম শ্রেণিতে উঠি তখন বিভাগ পছন্দের সময় আমি গণিতে দুর্বল হওয়ার কারণে আর বিজ্ঞান বিষয়ে পড়ার সাহস করলাম না। তারপর এস. এস. সি এবং এইচ. এস. সি শেষ করে যখন বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করি তখন সেকেন্ড অপশন হিসেবে শিক্ষকতা করার আশায় ফার্স্ট চয়েজ দিই ইংরেজী। কিন্তু সিট সংখ্যা সীমিত থাকায় সেটাও আমার হাতছাড়া হয়ে যায়। পরবর্তীতে কোনো বিষয় আর পছন্দ হলো না। সব পছন্দকে জলাঞ্জলী দিয়ে মনোবিজ্ঞান বিষয়ে ভর্তি হলাম। বন্ধুবান্ধবরা বলতো এইটা কোনো পড়ার বিষয় হলো? তখন খুব খারাপ লাগতো।
একদিন আমাদের এক শিক্ষক বললেন, পৃথিবীতে সবচেয়ে বৈচিত্রময়, রহস্যময় চরিত্র হলো মানবচরিত্র। আমরা সেই মানুষের আচরণ নিয়ে কাজ করি। এইটা খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং কাজ। তখন মনে আবারও নতুন করে আশার সঞ্চার হলো। মার্স্টাসে শিশু মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করি। এই বিষয়ের উপর ইন্টার্ন করি শিশু-মাতৃ স্বাস্থ্য Institute of Child and Mother Health ICMH এ। ইন্টার্ন করার সময় সেখানে বাচ্চাদের সাথে কাজ করতে গিয়ে এই বিষয়ের প্রতি ভালোলাগা সৃষ্টি হয়। তবে দুর্ভাগ্যবশত তখন তেমন কোনো সুযোগ না পাওয়াতে কাজ করতে পারি নি। এর মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুইবছর শিক্ষকতা করি আর অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে একবছর স্টুডেন্ট কাউন্সেলিং করি। তবে শিশুদের নিয়ে কাজ করার আগ্রহটা প্রবলভাবে মনের মধ্যে গেঁথে ছিল। যা হোক, তারপর সেই হাসপাতালে কাজ করার সুযোগ হয়।
গত ৮ বছর যাবত আমি ইসলামী ব্যাংক হাসপাতালে শিশু মনোবিজ্ঞানী হিসেবে কর্মরত আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে বেসিক থেরাপিউটিক কাউন্সেলিং এবং এডভান্স কাউন্সেলিং বিষয়ে ট্রেনিং করি। শিশুদেরকে নিয়ে কাজ করতে গিয়ে আমি আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার অনেক অসঙ্গতি লক্ষ্য করি। এছাড়াও বাবা-মায়েরাও শিশুদের পরিপূর্ণ বিকাশের ব্যাপারে খুবই অসেচতন। ফলে আমার মনের মধ্যে শিশুদের এইসব সমস্যা নিয়ে আরও ব্যাপকভাবে কাজ করার ইচ্ছা জাগে। তবে এই কাজ ব্যক্তিগতভাবে করে বেশিদূর এগুনো যাবে না। তাই একটি ফাউন্ডেশন করার উদ্যেগ গ্রহণ করি। সেই উদ্যোগ থেকে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের যাত্রা শুরু করি। ইচ্ছা হলো আমি বাংলাদেশের গ্রামে-গঞ্জে, স্কুলে, শিশু প্রতিষ্ঠানগুলোতে শিশু বিকাশের উপর সচেতনতামূলক প্রোগ্রাম করবো। এই ইচ্ছা থেকেই আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের যাত্রা শুরু করি এবং আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করার প্রচেষ্টা করছি।। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। কারন সুস্থ শিশু মানেই সুস্থ জাতি।
( DHMS) Bangladesh Homeopathic Medical College and Hospital.
আজীবন সদস্য: Dhaka University Alumni Association ( DUPPA).
চেম্বার: কনসালটেন্ট: ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল, ঢাকা।