26/08/2025
আসসালামু আলাইকুম ।
প্রিয় চাটখিলবাসী।
আজকে আপনাদের সাথে আলোচনা করবো পেটে বা বুকে পানি জমে অনেক ফুলে যাওয়া রোগ সম্পর্কে।
সাধারনত পেটে বা বুকে যদি কারো ক্যান্সার, যক্ষা এসব রোগ হয়, তাদের পেট অস্বাভাবিক ফুলে যায়। এতো বেশী ফুলে যায় যে শ্বাসকষ্ট হয় অথবা পেটে খুব ব্যাথা অনুভব হয়।
তখন যে কারনে পানি জমে সেটার চিকিৎসার পাশাপাশি পেট থেকে কিছু পানিও বের করে দিতে হয়।
এতে রোগী কিছুটা স্বস্তি অনুভব করে।
চাটখিলের এই রোগে আক্রান্ত যেসব রোগী আছেন প্রায়ই শুনি ঢাকায় যেয়ে প্রতিবার অনেক টাকা খরচ করে পানি বের করতে হয়৷
অথচ মানুষ যদি জানতো চাটখিলেই পেটের বা বুকের পানি বের করা সম্ভব তাহলে রোগীদের অনেক উপকার হতো।
জনস্বার্থে শেয়ার করে জানিয়ে দিন চাটখিলে আমি এসব সেবা দিয়ে থাকি।
গত সপ্তাহে কোলন ক্যান্সারের এক রোগীর পেট থেকে ৫লিটার পানি বের করা হয় আমার চেম্বারে। অসহ্য ব্যাথা আর শ্বাসকষ্ট নিয়ে রোগী আমার কাছে আসে।
পানি গুলো রক্ত মিশ্রিত ছিলো। পানি বের করার পর রোগী স্বস্তি পায়। অনেক দোয়া করে কারন রোগী সুস্থতা অনুভব করে এবং আর্থিক ভাবে অনেক খরচ কমে যায়।
যেকোনো প্রয়োজনে--
ডা নুর মোহাম্মদ
আইএমও
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
+8801325565262
চেম্বার: চাটখিল নরমাল ডেলিভারি হসপিটাল