Dr Nur's Consultancy

Dr Nur's Consultancy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Nur's Consultancy, Doctor, চাটখিল উপজেলা , নোয়াখালী।, Noakhali Sadar Upazila.

নিমোক্ত রোগসমূহের চিকিৎসা করা হয় :- মেডিসিন, নিউরোমেডিসিন, ডায়াবেটিস-হাইপ্রেসার, চর্ম ও যৌন ,
শিশু, হাড়-জোড়া ও বাতব্যাথা এবং জেনারেল সার্জারী।
রোগী দেখার সময় :- প্রতি শুক্রবার - সকাল ৮ টা থেকে রাত ৮ টা

আসসালামু আলাইকুম । প্রিয় চাটখিলবাসী। আজকে আপনাদের সাথে আলোচনা করবো পেটে বা বুকে পানি জমে অনেক ফুলে যাওয়া রোগ সম্পর্কে। স...
26/08/2025

আসসালামু আলাইকুম ।
প্রিয় চাটখিলবাসী।
আজকে আপনাদের সাথে আলোচনা করবো পেটে বা বুকে পানি জমে অনেক ফুলে যাওয়া রোগ সম্পর্কে।
সাধারনত পেটে বা বুকে যদি কারো ক্যান্সার, যক্ষা এসব রোগ হয়, তাদের পেট অস্বাভাবিক ফুলে যায়। এতো বেশী ফুলে যায় যে শ্বাসকষ্ট হয় অথবা পেটে খুব ব্যাথা অনুভব হয়।
তখন যে কারনে পানি জমে সেটার চিকিৎসার পাশাপাশি পেট থেকে কিছু পানিও বের করে দিতে হয়।
এতে রোগী কিছুটা স্বস্তি অনুভব করে।
চাটখিলের এই রোগে আক্রান্ত যেসব রোগী আছেন প্রায়ই শুনি ঢাকায় যেয়ে প্রতিবার অনেক টাকা খরচ করে পানি বের করতে হয়৷
অথচ মানুষ যদি জানতো চাটখিলেই পেটের বা বুকের পানি বের করা সম্ভব তাহলে রোগীদের অনেক উপকার হতো।
জনস্বার্থে শেয়ার করে জানিয়ে দিন চাটখিলে আমি এসব সেবা দিয়ে থাকি।
গত সপ্তাহে কোলন ক্যান্সারের এক রোগীর পেট থেকে ৫লিটার পানি বের করা হয় আমার চেম্বারে। অসহ্য ব্যাথা আর শ্বাসকষ্ট নিয়ে রোগী আমার কাছে আসে।
পানি গুলো রক্ত মিশ্রিত ছিলো। পানি বের করার পর রোগী স্বস্তি পায়। অনেক দোয়া করে কারন রোগী সুস্থতা অনুভব করে এবং আর্থিক ভাবে অনেক খরচ কমে যায়।

যেকোনো প্রয়োজনে--
ডা নুর মোহাম্মদ
আইএমও
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
+8801325565262
চেম্বার: চাটখিল নরমাল ডেলিভারি হসপিটাল

আনাস নামের ছোট বাবুটা চর্ম সমস্যা নিয়ে সপ্তাহ খানেক আগে ওর আম্মু ওকে নিয়ে আমার চেম্বারে আসে।সঠিক চিকিৎসা ও পরামর্শে ৭দিন...
20/06/2025

আনাস নামের ছোট বাবুটা চর্ম সমস্যা নিয়ে সপ্তাহ খানেক আগে ওর আম্মু ওকে নিয়ে আমার চেম্বারে আসে।
সঠিক চিকিৎসা ও পরামর্শে ৭দিনেই বাবুটি রোগমুক্তি লাভ করে।
বাংলাদেশে প্রচুর চর্ম রোগের প্রকপ বিদ্যমান এটার অন্যতম কারন হচ্ছে সঠিক ও সুচিকিৎসার অভাব।
সঠিক চিকিৎসা ও পরামর্শের জন্য নুন্যতম এমবিবিএস ডাক্তারের কাছে যাওয়া উচিত।

যেকোনো প্রয়োজনে--
ডা নুর মোহাম্মদ
আইএমও
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
+8801325565262

Eid Mobarak to all.Dr Nur Mohammad IMO.Dhaka medical College hospital.
06/06/2025

Eid Mobarak to all.
Dr Nur Mohammad
IMO.
Dhaka medical College hospital.

৩৮ বছর বয়সী যুবক সুমন!  রাস্তায় হাটতে গিয়ে পায়ের উপর দূভাগ্যক্রমে উপর থেকে নারিকেল এসে পরে।ডান পায়ের বৃদ্ধা-আঙুলের সামনে...
08/09/2024

৩৮ বছর বয়সী যুবক সুমন!
রাস্তায় হাটতে গিয়ে পায়ের উপর দূভাগ্যক্রমে উপর থেকে নারিকেল এসে পরে।ডান পায়ের বৃদ্ধা-আঙুলের সামনের দুই হাড় একটা আরেকটার উপর উঠে যায়। যেটাকে মেডিকেল এর ভাষায় বলে ডিস লোকেশন। প্রথম এক্সরেতে দেখানো আছে। এরপর আমি সঠিক চিকিৎসা দিয়ে হাড় ঠিক পজিশনে নিয়ে আসি।যেটা দ্বিতীয় এক্সরেতে দেখানো আছে।

ব্যাথায় কাতরানো রোগী মুহূর্তের মধ্যে আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠে।

যেকোনো প্রয়োজনে- 01325-565262

07/09/2024

চাটখিল মুক্তারপুর গ্রামের মাইজের বাড়ির মোঃ শাহাজানকে
দুই মাস আগে রাস্তার কুকুরে কামড় দিয়েছিল।
সঠিক চিকিৎসা এবং ভ্যাক্সিন না নেওয়ায়
জলাতঙ্ক রোগে আক্রান্ত হন।
গতকাল চাটখিল সরকারী হাসপাতালে এই জলাতঙ্ক রোগীকে নিয়ে আসা হয়, রোগীকে সাথে সাথেই ঢাকা রেফার করে কর্তব্যরত মেডিকেল অফিসার।
দুঃজনক রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।
কারন জলাতঙ্কে আক্রান্ত রোগীর মৃত্যু ১০০%!
অর্থ্যাৎ কেউ একবার জলাতঙ্কে আক্রান্ত হলে উনি অবশ্যই মারা যাবে।
এরকম মৃত্যু কখনো কারো কাম্য নয়!
সবাইকে সচেতন হইতে হবে।
সবাই সচেতন হোন, কুকুর বিড়াল অথবা অন্য কোন প্রানী কামড়/ আঁচড় দিলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিন।
ডা নুর মোহাম্মদ
মেডিকেল অফিসার ডিজিস কন্ট্রোল
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
যেকোনো প্রয়োজনে -- 01325-565262

৫ বছরের বাচচা তাবিদ!  দরজায় ধাক্কা লেগে ডান হাতের ২ টা  হাড্ডি নিচের দিকে ভেঙে যায়। ওর মা বাবা ২ জনই কান্নায় অস্থির হয়ে ...
31/08/2024

৫ বছরের বাচচা তাবিদ!
দরজায় ধাক্কা লেগে ডান হাতের ২ টা হাড্ডি নিচের দিকে ভেঙে যায়।
ওর মা বাবা ২ জনই কান্নায় অস্থির হয়ে আমার কাছে আসে।
এক্স-রে করে দেখি হাড্ডিগুলো খুব বাজেভাবে আলাদা হয়ে আছে (প্রথম এক্স-রে তে দেখা যাচ্ছে)
ওর বাবা মাকে আশ্বস্ত করে কাজ শুরু করি। অপারেশন না করে হাড্ডি জায়গা মত আনা খুবই কষ্ট ্সাধ্য।
আমার শ্রদ্ধেয় মহসিন স্যারের নির্দেশনায় ক্লোজ রিডাকশন করি। মোটামুটি পজিশনে আসার পর আবার প্লাস্টার দেই।
এখন বাচ্চা ভালো আছে। ওর হাতটা সোজা হয়ে মিলবে ইনশাআল্লাহ।

যেকোনো প্রয়োজনে -- 01325-565262

বাচ্চাদের নিউমোনিয়া!!!  খুবই কমন একটা রোগ।এই রোগে আক্রান্ত বাচ্চা অনেক বেশী জ্বর, কাশি,বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে ডাক্...
28/04/2024

বাচ্চাদের নিউমোনিয়া!!!

খুবই কমন একটা রোগ।

এই রোগে আক্রান্ত বাচ্চা অনেক বেশী জ্বর, কাশি,বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে ডাক্তারের কাছে আসে।

এবং রোগী শারীরিক ভাবে খুবই দূর্বল থাকে।

প্রথম দেখাতেই সম্ভাব্যডায়াগনোসিস করা যায়।

এর পর বুকের একটা এক্সরে করেই কনফার্ম হওয়া যায়।

ছবিতে যে এক্সরে টা আছে ওইটা ৩বছরের একটা ছেলে বাবুর।

উপরে উল্লেখিত সমস্যা গুলো নিয়েই আমার কাছে আসে কয়েকদিন আগে।

এক্সরে করে দেখি ফুসফুসে নিউমোনিয়া ধরা পরেছে(মার্ক করা আছে)

সঠিক চিকিৎসা, পূর্ণাঙ এন্টিবায়োটিক ডোজ দিতে পারলে এই রোগে আক্রান্ত রোগী খুব দ্রুত সাড়া দেয়।

আমি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি।

আল্লাহর রহমতে বাচ্চা টা সঠিক চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে উঠে।

একবুক ভরা দোয়া দিয়ে যায় বাচ্চার দুখিনী জননী!

মানুষের এসব দোয়া আমার ডাক্তারি করার প্রেরণা।



অভিভাবকদের কাছে অনুরোধ, বাচ্চাদের অসুস্থতা অবহেলা করবেননা।

দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন,এবং সুস্থ থাকুন।

26/04/2024
সুবহা ২ বছরের মেয়ে, আমার মিষ্টি রোগী!  কিছুদিন আগে খেলারচ্ছলে পরে যায়। পরে ডান হাতের বড় হাড় (যেটাকে ডাক্তারি ভাষায় রেডিয়...
26/04/2024

সুবহা ২ বছরের মেয়ে, আমার মিষ্টি রোগী!

কিছুদিন আগে খেলারচ্ছলে পরে যায়। পরে ডান হাতের বড় হাড় (যেটাকে ডাক্তারি ভাষায় রেডিয়াস বলে) নিচের অংশ ভেঙে যায়।

এটাকে কলি'স ফ্র্যাকচার বলে।

ওর বাবা ব্যবসায়ী মানুষ,

একমাত্র আদুরের সন্তান কে নিয়ে হন্তদন্ত হয়ে আমার কাছে আসে।

এক্সরে করার পর আমি যখন বললাম হাত ভেঙে গেছে উনি তখন ভীষন চিন্তিত হয়ে পরে৷ মেয়ে নিয়ে এখনই ঢাকায় চলে যাবে এমন সিন্ধান্ত নিতে যায়।

আমি আশ্বস্ত করলাম। বললাম এখানেই ওর চিকিৎসা হবে, ভয় পাওয়ার কিছু নাই।

উনি রাজি হলো, হাতে প্লাষ্টার করে দিলাম।

যেটাকে বলে কলি'স ফুল প্লাষ্টার।

আলহামদুলিল্লাহ ৩ সপ্তাহ পর রোগী আসলো। সে পুরোপুরি সুস্থ।হাড্ডি একদম সোজা হয়ে জোড়া নিয়েছে।

এখন সে আগের মতই খেলা দুলা করতে পারে।

৮ বছরের মেয়ে আয়েশা। দীর্ঘদিন ধরে জ্বর কাশি,বুকে ব্যাথায় ভুগছে।পারিবারিক আর্থিক অবস্থা অতটা স্বচ্ছল না।সেজন্য ডাক্তারের শ...
24/04/2024

৮ বছরের মেয়ে আয়েশা।
দীর্ঘদিন ধরে জ্বর কাশি,বুকে ব্যাথায় ভুগছে।
পারিবারিক আর্থিক অবস্থা অতটা স্বচ্ছল না।সেজন্য ডাক্তারের শরণাপন্ন হইতে পারে নাই।
কিছুদিন আগে আমার কাছে আসে।
শুধুমাত্র বুকের এক্সরে করিয়ে দেখি বুকের ডানদিকে মাঝখান এবং কিছুটা উপরে ফুসফুসে ইনফেকশন হয়ে আছে।
সাথে সাথে সরকারি ভাবে কফ পরীক্ষা করিয়ে দেখি যক্ষা জীবানু ধরা পড়েছে।
সরকারি ভাবে যক্ষা ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়।কিছুদিন ঔষধ খাওয়া পর রোগী আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ হয়ে উঠে।
৬ মাস ঔষধ খাওয়ার পর রোগী পুরোপুরি সুস্থ হবে ইনশা আল্লাহ।

বক্ষব্যাধীর দীর্ঘদিনে সমস্যায় ডাক্তারের কনসালটেসন না নিয়ে থাকা উচিত না। জ্বর, সর্দি,কাশি,বুকে ব্যাথা,শ্বাসকষ্ট, এজমা এসব কিছু থাকলে এখনই কনসালটেসন নিন
ডা নুর মোহাম্মদ
মেডিকেল অফিসার
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
মোবাইল - +88 01325-565262
চেম্বার - চাটখিল নরমাল ডেলিভারি হসপিটাল

রোগী দেখার সময় - প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৮ টা।শুক্রবার - সকাল ৮ টা থেকে রাত ৮ টা।Mobile - 01325-565262 রোগী দেখা হয়...
24/04/2024

রোগী দেখার সময় - প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৮ টা।
শুক্রবার - সকাল ৮ টা থেকে রাত ৮ টা।
Mobile - 01325-565262
রোগী দেখা হয় --
***মেডিসিন,নিউরোমেডিসিন, ডায়াবেটিস-হাইপ্রেসার,চর্ম ও যৌন,
শিশু,
হাড়-জোড়া ও বাতব্যাথা,
এবং জেনারেল সার্জারী****

Address

চাটখিল উপজেলা , নোয়াখালী।
Noakhali Sadar Upazila
১৩৭০

Opening Hours

Monday 14:00 - 20:00
Tuesday 14:00 - 20:00
Wednesday 14:00 - 20:00
Thursday 14:00 - 20:00
Friday 10:00 - 13:00
15:00 - 20:00
Saturday 14:00 - 20:00
Sunday 14:00 - 20:00

Telephone

+8801325565262

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Nur's Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Nur's Consultancy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category