13/06/2025
রক্তদানের চর্চা যেন শুধু জরুরি অবস্থার জন্য সীমাবদ্ধ না থাকে, বরং এটি হয়ে উঠুক আমাদের নিত্যদিনের দায়িত্ববোধ ও মানবিকতার প্রতিফলন—এই ভাবনাকে কেন্দ্র করে নোবিপ্রবি ব্লাড ব্রিগেড আগামী ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস, ২০২৫ উপলক্ষে "সংকটে নয়, অভ্যাসে হোক রক্তদান" শীর্ষক একটি সচেতনতামূলক ফেসবুক লাইভ আলোচনা অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন,
মোঃ শামীম গাজী
সভাপতি
বাঁধন, কেন্দ্রীয় পরিষদ
হাসানুল ইসলাম
সভাপতি
সন্ধানী, নোয়াখালী মেডিকেল কলেজ ইউনিট
ডা. আওসাফ তাজওয়ার
উপদেষ্টা
সন্ধানী, কেন্দ্রীয় পরিষদ
মোঃ মোশারফ হোসেন
সাধারণ সম্পাদক
নোয়াখালী ব্লাড হান্টার
মোঃ জোবায়ের হোসেন
বিভাগীয় প্রধান, সংগঠন ও নিয়োগ বিভাগ
যুব রেড ক্রিসেন্ট, নোয়াখালী
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকবেন,
আথিয়া শ্রেয়া
কার্যনির্বাহী সদস্য
নোবিপ্রবি ব্লাড ব্রিগেড
🗓️ তারিখ: ১৪ই জুন, ২০২৫
🕖 সময়: সন্ধ্যা ৭টা
📍 স্থান: NSTU Blood Brigade অফিসিয়াল ফেসবুক পেইজ (লাইভ)
নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের সকল শুভাকাঙ্ক্ষী যারা নিয়মিত রক্তদান করেন, রক্তদানে আগ্রহী বা রক্তদান সম্পর্কে বিস্তারিত জানতে চান আপনারা সবাই উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত।