Tilottoma Blood Bank / তিলোত্তমা ব্লাড ব্যাংক
- Home
- Bangladesh
- Noakhali Sadar Upazila
- Tilottoma Blood Bank / তিলোত্তমা ব্লাড ব্যাংক
"স্বেচ্ছায় করুন রক্তদান, কান্নার চোখে স্বেচ্ছায় করুন রক্তদান
কান্নার চোখে হাসি ফোটান।
(32)
Address
Hatiya
Noakhali Sadar Upazila
3890
Website
Alerts
Be the first to know and let us send you an email when Tilottoma Blood Bank / তিলোত্তমা ব্লাড ব্যাংক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Practice
Send a message to Tilottoma Blood Bank / তিলোত্তমা ব্লাড ব্যাংক:
Category
Tilottoma Blood Bank
তিলোত্তমা ব্লাড ব্যাংক ┟ⓣⓑⓑ পরিবারে আপনাকে স্বাগতম।
আমরা মানুষরাই পৃথিবীর শ্রেষ্ঠ জীব। তবুও আমাদের এই সমাজে আমাদের আশেপাশে আমরা অনেক অসহায় মানুষকে দেখি যারা তাদের এই জীবন নিয়ে শ্রেষ্ঠত্বটা প্রকাশ করতে পারে না। এই পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যারা নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে। তাই আমরা সমাজের অসহায় মানুষের সাহায্যের মাধ্যমে সমাজটা কে পরিবর্তন করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই।
আমরা সবাই মানব সমাজে বসবাস করি। মানুষ হিসেবে আমাদের অনেক দায়িত্ব - কর্তব্য রয়েছে। এর মধ্যে আমরা কিছু কাজ একা সম্পাদন করি, কিছু কাজ দলগত ভাবে সম্পন্ন করতে হয়। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটা সুন্দর সমাজ উপহার দিয়ে যাই। যা আমার আপনার একার পক্ষে করা সম্ভব না। তাই আমরা আমাদের এই সংগঠন এর মাধ্যমে সেসব কাজগুলো ধীরে ধীরে সুষ্ঠুভাবে করতে চাইতেছি। প্রতিটা সংগঠনের নিজস্ব কিছু নিয়মাবলী থাকে। তাই অনুগ্রহ করে তিলোত্তমা ব্লাড ব্যাংক গ্রুপের পিন পোস্টের নিয়মাবলী পড়বেন। যদি ভাল লাগে আপনিও আমাদের সাথে সামিল হয়ে সুন্দর সমাজ গঠনে আমাদের সাহায্য করতে পারেন। একজন মানুষ হিসেবে আমরা আপনার কাছ থেকে এটা আশা করতেই পারি।
আমাদের কার্যক্রম: ★ রক্ত দান কর্মসূচি এবং অসুস্থ ও দরিদ্র রোগী, গরিবকে অার্থিক ভাবে সাহায্য করা। ★ প্রচন্ড শীতে অসহায়, গরিব মানুষকে শীত বস্ত্র বিতরণ। ঈদে মৌসুমে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। ★ প্রাকৃতিক দুর্যোগে বন্যায় ক্ষয়-ক্ষতি হলে নিদিষ্ট এলাকায় গিয়ে সাহায্য করা। ★ শহরের বস্তি এবং অনুন্নত মহল্লায় গিয়ে তাদের পরিষ্কার পানি ও খাবার খেতে সচেতন করা ও নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। ★ বাল্য বিবাহ বন্ধ করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনসহ নানা সামাজিক কাজ করা। ★ টাকার অভাবে স্কুলে যেতে পারে না, এমন ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পড়ার সুযোগ করে দেওয়া। অামাদের লক্ষ্য অবহেলায় ঝরে পরবে না অার কেউ।