14/08/2025
প্রতিদিন চেম্বারে এমন অনেক রোগী আসেন, যাদের চোখে ঘুম কম, মুখে ক্লান্তি আর মনে অজানা ভয়। কেউ বলেন, "ডাক্তার সাহেব, খুব ঘন ঘন প্রস্রাব হয়, শরীর দুর্বল হয়ে যাচ্ছে…" আবার কেউ জানান, "ওজন কমে যাচ্ছে, অথচ কিছু বুঝতে পারছি না।"
এভাবেই অনেক মানুষ বুঝতেও পারেন না—তারা ডায়াবেটিসে আক্রান্ত। এই রোগ নীরবে শরীরকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু সঠিক সময়ে শনাক্ত ও নিয়ন্ত্রণ করলে জীবন হয়ে উঠতে পারে স্বাভাবিক।
আমি, ডা. মাজিদ মাহমুদ, চেষ্টা করি প্রতিটি রোগীর জন্য ব্যক্তিগতভাবে সঠিক পরীক্ষা, চিকিৎসা ও লাইফস্টাইল পরামর্শ দিতে—যাতে তারা দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করতে পারেন।
📍 রোগী দেখার সময়:
শনিবার–বৃহস্পতিবার বিকাল ২টা – রাত ৮টা
শুক্রবার সকাল ৯টা–রাত ৮টা
📞 সিরিয়ালের জন্য যোগাযোগ: 01303-667575, 01334-761747