Messrs Sarker Pharmacy

Messrs Sarker Pharmacy চিকিৎসা জনিত বা ওষুধের জন্য যে কোন কারনে আমাদের কে ফোন করুন।

 #শুভ_হালখাতা আগামী ১৯ জুন ২০২৫ রোজ বৃহস্পতিবার আমার ওষুধের দোকান  #মেসার্স_সরকার_ফার্মেসীতে শুভ হালখাতা অনুষ্ঠিত হইবে। ...
11/06/2025

#শুভ_হালখাতা
আগামী ১৯ জুন ২০২৫ রোজ বৃহস্পতিবার আমার ওষুধের দোকান #মেসার্স_সরকার_ফার্মেসীতে শুভ হালখাতা অনুষ্ঠিত হইবে। উক্ত অনুষ্ঠানে আপনার সদয় উপস্থিতি ও সহযোগিতা আন্তরিকভাবে কামনা করছি।
আমন্ত্রণে
বাপ্পা কুমার সরকার (মিঠুন)

ভিটামিন ই ক্যাপসুল কী উপকারীঃ------------------------------------------------ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে, চোখের তলায় কালি...
31/03/2025

ভিটামিন ই ক্যাপসুল কী উপকারীঃ
------------------------------------------------

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে, চোখের তলায় কালি তুলতে ভিটামিন ই ক্যাপসুল খুবই কার্যকরী। শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতেও ফেস মাস্কের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মুখে মাখা যায়। শুধু কী তাই, ত্বক ও চুলের নানা সমস্যার সমাধান এই ভিটামিন ই। ত্বকের বিভিন্ন বলিরেখা, কুঁচকে যাওয়া ত্বক ও অন্যান্য দাগ দূর করতেও উপকারী ভিটামিন ই ক্যাপসুল।

এটি ‘অ্যান্টি-এইজিং’ ক্রিম হিসেবেও ব্যবহারযোগ্য।

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে ‘ভিটামিন ই’ ক্যাপসুলের বিভিন্ন অঙ্গে ব্যবহারের পদ্ধতি ও গুণাগুণ সম্পর্কে জানিয়েছে...

* ত্বকে ভিটামিন ই তেল মালিশ করলে ত্বকের গঠন স্বাস্থ্যকর হয়, উজ্জ্বলতা বাড়বে।

* নখের যত্নে ভিটামিন ই ক্যাপসুল আদর্শ। ক্যাপসুল খুলে তার ভিতরের তেল নখ ও এর চারপাশে ভালোভাবে মাখাতে হবে।

* রোদপোড়া ত্বকে জ্বালাপোড়া বা চুলকানি হলে ‘কুলিং ক্রিম’য়ের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ব্যবহার করলে উপকার পাবেন।

* ভিটামিন ই ক্যাপসুল ওভারনাইট ক্রিম হিসেবেও বেশ কার্যকর। আপনি যে ওভারনাইট ক্রিম ব্যবহার করেন, তার সঙ্গে কয়েক ফোঁটা ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে ব্যবহার করলে বেশি উপকার পাবেন।

* চুল ও মাথার ত্বকে ভিটামিন ই ক্যাপসুলের তেল প্রয়োগ করে- অন্তত দুই, তিন ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলতে হবে, কুসুম গরম পানি ব্যবহারে ভালো ফল পাবেন।

তবে ভিটামিন ই ক্যাপসুল সরাসরি ত্বকে ব্যবহার উচিত নয়। এই ক্যাপসুল ব্যবহার করতে হলে তা দই, মধু, লেবুর রসের সঙ্গে মিলিয়ে নিন। পাকা পেঁপে, মধু আর লেবুর রসের সঙ্গে মিশিয়েও ভিটামিন ই মাখতে পারেন।

Shout out to my newest followers! Excited to have you onboard! Parvajomi Molla, Sajal Biswas, Dilip Mitra, সিক্ত সাফা, K...
10/07/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Parvajomi Molla, Sajal Biswas, Dilip Mitra, সিক্ত সাফা, Kanai Dutta, Alok Sikder, Santona Adhikary, Tutul Kar, Majidul Islam

শুভ হালখাতা ৮ জুন ২০২৩ ইং
05/06/2023

শুভ হালখাতা ৮ জুন ২০২৩ ইং

17/04/2023
ল্যামপিক স্ক্রিন ডিজিজ (L*D) চিকিৎসায় সর্বাধিক ব্যবহৃত ঔষধ। মূলত দ্বিতীয় পর্যায়ের সংক্রমণে এন্টিবায়োটিক ইঞ্জেকশন হিস...
23/10/2022

ল্যামপিক স্ক্রিন ডিজিজ (L*D) চিকিৎসায় সর্বাধিক ব্যবহৃত ঔষধ। মূলত দ্বিতীয় পর্যায়ের সংক্রমণে এন্টিবায়োটিক ইঞ্জেকশন হিসেবে ডেজা এসপি (Dexa sp) ব্যবহার করা হয়ে থাকে। একটি ব্যবহারের ফলে দ্রুত ঘা শুকিয়ে যায়। এছাড়া সংক্রমণ বাড়তে দেয় না। অপরদিকে পিংক স্প্রে ক্ষতস্থান টি তে দিনে দুই থেকে তিনবার স্প্রে করলে দ্রুত ঘা শুকিয়ে যায়। দ্রুত ঘা শুকানোর ফলে এবং ঘা এর উপরে আবরণ সৃষ্টির ফলে এক গরু থেকে আরেক গরুতে সংক্রামণ কমে যায়।

★★প্রশ্ন-১ঃ গরু মোটাতাজাকরণে ব্রয়লার ফিড ব্যবহারে মাংস কি দ্রুত বৃদ্ধি হয়? ধারনা কি সত্যি? ইহা কি লাভজনক?🗣️উত্তরঃএক কথায়...
08/10/2022

★★প্রশ্ন-১ঃ গরু মোটাতাজাকরণে ব্রয়লার ফিড ব্যবহারে মাংস কি দ্রুত বৃদ্ধি হয়? ধারনা কি সত্যি?
ইহা কি লাভজনক?

🗣️উত্তরঃ
এক কথায় উত্তর হলো- না।
একটু বুজিয়ে বলি-
খামারী যখন গরু মোটাতাজাকরণ করার জন্য ব্রয়লারের খাবার কিনতে দোকানে আসে তখন সেই খামারীকে আমি ১টি প্রশ্ন করি-

🗣️ক) ব্রয়লারের খাবার আপনি কেন গরুকে খাওয়াবেন?
উত্তরে বলেন- এই খাবার খেয়ে ব্রয়লার ৩০-৩৫ দিনে প্রায় ২ কেজি হয়। এই খাবারে এমন কোন মেডিসিন আছে যেটি গরুকে খাওয়ালেও খুবই দ্রুত মাংস আসবে।
-তখন খামারীকে বলি এই খাবার দেশি মুরগীকে খাওয়ালে কি ৩০-৩৫ দিনে ২ কেজি হবে??
তখন তিনি তার ভুল ধারনাটি বুজতে পারেন।

🗣️★এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ যুক্তি দিয়ে আলোচনা করছি-

🗣️যুক্তি-১ঃ
দুইটি ফিডের রেশন ফরমুলেশন সম্পুর্ণ ভিন্ন। গরু-মোটাতাজাকরনের ফিড ও ব্রয়লারের ফিডের রেশনে অনেক পার্থক্য আছে।

🗣️যুক্তি-২ঃ
হজম প্রক্রিয়ার উপর ভিত্তি করে ব্রয়লার ফিডের পুষ্টি উপাদান ও ফিডের সাইজ তৈরি করা হয় ঠিক তেমনি গরুর হজম প্রক্রিয়ার উপর ভিত্তি করে পুষ্টি উপাদান ও ফিডের সাইজ তৈরি করা হয়।

🗣️যুক্তি-৩ঃ
গরুর হজম প্রক্রিয়া হলো মাইক্রোবিয়াল। এর পাকস্থলি ব্রয়লারের মত নয় বরং চার চেম্বার বিশিষ্ট কম্পাউন্ড পাকস্থলি।
এরা জাবরকাটা প্রানী। সেলুলোজ থেকে প্রয়োজনীয় শক্তি তৈরি করে যাহা Volatile Fatty Acid (VFA) হয়ে রুমিনাল ওয়ালে শোষিত হয়।
ব্রয়লার ফিড সাধারনত স্টার্চ খাদ্য উপাদান সমনন্বয়ে তৈরি হয় ফলে যখন সরাসরি গরুকে (ওজন অনুপাতে) খাওয়ানো হবে তখন তা গাজন প্রক্রিয়ায় রুমেনে ল্যাকটিক এসিড তৈরি করবে ফলে রুমিনাল PH এর তারতম্য ঘটে হজম প্রক্রিয়া ব্যাহত হয়ে ব্লট (Frothy Gas) হয়ে গরু মারাও যেতে পারে।

🗣️যুক্তি-৪ঃ
ব্রয়লারের রক্ত আমাশার কন্ট্রোল করার জন্য ফিডে এন্টি কক্সিডিয়াল ড্রাগ ব্যবহার হয়। এতে ফিড ফরমুলেশনে খরচ হয়। যাহা গরুর জন্য অপ্রয়োজনীয় ও গরুতে ক্ষতি করে।

🗣️যুক্তি-৫ঃ
দাম অনুপাতেও আপনি ঠকছেন! ১ কেজি ব্রয়লার ফিডের দাম ৬৮-৬৯/- টাকা (প্রোটিন ২১%, বিপাকীয় শক্তি ২৯৫০ কিলোক্যালরি/কেজি)। গরুকে খাওয়াচ্ছে দিনে ১ পোয়া থেকে ২ পোয়া। না হচ্ছে প্রোটিনের চাহিদা পুরন; না হচ্ছে এনার্জির ঘাটতি পুরন।
অন্যদিকে ক্যাটল ফিডের (মোটাতাজা) মুল্য প্রতি কেজি ৫৫-৫৬/- টাকা প্রতি কেজি (প্রোটিন- ১৯-২০% ও বিপাকীয় শক্তি ২৭০০ কিলোক্যালরি/কেজি)। আপনি নির্ভয়ে প্রতি ৭৫ কেজি লাইভ ওজনের জন্য ১ কেজি ক্যাটল ফিড খাওয়াতে পারবেন। ওজন অনুযায়ী ৩/৪ কেজি ফিড দিনে খাওয়ালেও কোন সমস্যা নেই। ওজন অনুপাতে সঠিক পরিমান ফিড প্রদান করলে বাড়তি খোলা দানাদার খাবারের প্রয়োজন নেই।

(প্রতি সপ্তাহেই গরুর ওজন মেপে নিন, তাহলেই নিজের ভুল ধারনা থেকে বের হয়ে আসতে পারবেন)
.....................

06/10/2022

সবাইকে বিজয়াদশমীর প্রীতি ও শুভেচ্ছা।

Address

Mirzapur Bazar, Chatmohar
Pabna
6640

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801711132547

Website

Alerts

Be the first to know and let us send you an email when Messrs Sarker Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Messrs Sarker Pharmacy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram