পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি

পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি (একটি রক্তদান ও পরিবেশ বান্ধব সংগঠন)

"ভয়কে জয় করি,
স্বেচ্ছায় রক্তদান করি"

শুভ জন্মদিনশুভ জন্মদিনপলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি'রপ্রতিষ্ঠাতা পরিচালক Habibur Rahman Sagor এর জন্মদিন 🎂🎉পলাশবাড়ী ব্...
11/11/2025

শুভ জন্মদিন
শুভ জন্মদিন
পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি'র
প্রতিষ্ঠাতা পরিচালক
Habibur Rahman Sagor
এর জন্মদিন 🎂🎉
পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি'র পক্ষ থেকে ভাইকে জানাই,
অনেক অনেক শুভেচ্ছা

দোয়া করি সব সময় মানবতার পাশে থাকেন,
অসহায় মানুষের জন্য কাজ করেন।
আপনারা কাজ করলে আপনাদের দেখে অন্যান্য সবাই আগ্রহী হবে,
এতে করে আমাদের নতুন নতুন স্বেচ্ছাসেবী বাড়বে।

ইনশা আল্লাহ সব সময় পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি'র পাশে থাকবেন।

আসসালামু আলাইকুম, "ভয়কে জয় করি,স্বেচ্ছায় রক্তদান🩸করি"💁রোগীর সমস্যা     :- অপারেশন🔴রক্তের গ্রুপ          :- বি+💉রক্তে...
10/11/2025

আসসালামু আলাইকুম,

"ভয়কে জয় করি,
স্বেচ্ছায় রক্তদান🩸করি"

💁রোগীর সমস্যা :- অপারেশন
🔴রক্তের গ্রুপ :- বি+
💉রক্তের পরিমাণ :- ১ ব্যাগ
♦️ হিমোগ্লোবিন :- জানা নেই
🗒️রক্তদানের তারিখ :- আজ ১০-১১-২০২৫ইং
🕛রক্তদানের সময় :- পাওয়া মাত্রই
🏥রক্তদানের স্থান :- গণস্বাস্থ্য হাসপাতাল,নবীনগর
☎যোগাযোগ :- 01771710048(রোগীর স্বামী)
👤রেফারেন্স :- মো: স্বাধীন সরকার সাগর
01310110680

রক্তদানের💉 আশ্বাস দিয়ে মোবাইল☎️ অফ করে রাখলেন🥺।আপনি ব্লাড🩸 দিবেন  বলে গেলেন না🥺। 👉কিছুক্ষণ পর শুনলেন, রোগীটা সময় মত রক্ত...
05/11/2025

রক্তদানের💉 আশ্বাস দিয়ে মোবাইল☎️ অফ করে রাখলেন🥺।
আপনি ব্লাড🩸 দিবেন বলে গেলেন না🥺।

👉কিছুক্ষণ পর শুনলেন, রোগীটা সময় মত রক্ত🩸 না পাওয়ার জন্য মারা গেছে।😭

👉নিজেকে ক্ষমা করতে পারবেন তো তখন..??!

সমস্যা সবার থাকে, যদি আপনার সমস্যা হয় আগে থেকে জানিয়ে দিবেন 🙏 😢

রোগী যাতে অন্য ডোনার💉 খোজার সময় পায়🙏🙏

"ভয়কে জয় করি, স্বেচ্ছায় রক্তদান করি"
পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি

টাকা💵 দিয়া রক্তের🩸 ব্যাগ🛍️ কেনার সময় ভালো লাগে?দুই ব্যাগ নেগেটিভ রক্ত🩸  💵 ৬,০০০/= টাকাঅথচ যে রক্তদাতার💉 বিনামূল্যে রক্তদ...
05/11/2025

টাকা💵 দিয়া রক্তের🩸 ব্যাগ🛍️ কেনার সময় ভালো লাগে?
দুই ব্যাগ নেগেটিভ রক্ত🩸 💵 ৬,০০০/= টাকা

অথচ যে রক্তদাতার💉 বিনামূল্যে রক্তদান🩸 করে আসে, তাদের কোন মূ্ল্যায়ন নাই।
২০০/৩০০/=💵টাকা রক্তদাতার💉 পিছনে খরচ করা নিয়ে কত বাহানা।

অনেক সময় রক্তদাতার💉 হাতে ৫০০/=💵 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে,
রোগীর লোক মনে করেন তারা রক্ত🩸 কিনে নিয়েছেন।

রক্তদাতারা💉 কখনো টাকার💵 বিনিময়ে রক্ত🩸 দান করেনা,
তারা স্বেচ্ছায় রক্তদান💉 করে,
রক্তদাতাদের সম্মান🙋 করুণ, মূ্ল্যায়ন করুন।🩸📣

তাদের একটু উৎসাহিত করুণ,রক্ত🩸 দেওয়ার পরে,
রক্তদাতা💉 ঠিক ভাবে বাড়িতে🏠 গিয়েছে কিনা সেটার খবর☎️ নিন।
রক্তদাতার💉 শরীরের অবস্থা কেমন আছে তা একটু খোঁজ☎️ করুন।
কিন্তু তা না এখনকার রোগীর লোকেরা রক্তদাতা'র 💉 জন্য কিছুই করে না,
বরং রক্ত🩸 দেওয়ার পর রক্তদাতা💉কেই ভুলে🤔 যায়🥲
একজন রক্তদাতা'র 💉জন্য এই বিষয়টি অনেক দুঃখজনক।

ফ্রি তে পাই তো, তাই সম্মান দিতে পারিনা।🖇️
পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি

আমাদের কাছে রক্ত চাইলে কেন তথ্য জেনে শিউর হতে চাই ??ঠিক এই কারণেইইইই .......
25/10/2025

আমাদের কাছে রক্ত চাইলে কেন তথ্য জেনে শিউর হতে চাই ??
ঠিক এই কারণেইইইই .......

আসসালামু আলাইকুম, "ভয়কে জয় করি,স্বেচ্ছায় রক্তদান🩸করি"💁রোগীর সমস্যা     :- সিজারিয়ান  🔴রক্তের গ্রুপ          :- AB(+)...
24/10/2025

আসসালামু আলাইকুম,

"ভয়কে জয় করি,
স্বেচ্ছায় রক্তদান🩸করি"

💁রোগীর সমস্যা :- সিজারিয়ান
🔴রক্তের গ্রুপ :- AB(+) Positive
💉রক্তের পরিমাণ :- ২ ব্যাগ
♦️ হিমোগ্লোবিন :- ৮.৫
🗒️রক্তদানের তারিখ:- ২৪/১০/২০২৫
🕛রক্তদানের সময় :- পাওয়া মাত্রই
🏥রক্তদানের স্থান :- অ্যাপোলো হাসপাতাল, গাইবান্ধা।
☎যোগাযোগ :- 01959701570(রোগীর স্বামী)
👤রেফারেন্স :- মো: স্বাধীন সরকার সাগর
01310110680

সেচ্ছা সেবী জনতা                   গড়ে তোলো একতাপলাশবাড়ী সরকারি হাসপাতাল ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্য ...
23/10/2025

সেচ্ছা সেবী জনতা গড়ে তোলো একতা

পলাশবাড়ী সরকারি হাসপাতাল ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্য সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন।

দাবিসমূহ
১.. পলাশবাড়ী সরকারি হাসপাতালে ব্লাড ট্রান্সফিউশন চালু করতে হবে।
২.. ডায়গনস্টিক সেন্টারগুলোতে রক্তের ক্রস ম্যাচিং এর ফি কমাতে হবে।
৩.. অভিজ্ঞ মহিলা ডাক্তার দ্বারা সিজার করাতে হবে।
৪.. সরকারী হাসপাতালে রাত্রীকালীন ডাক্তার সেবা নিশ্চিত করতে হবে।
৫..সরকারি হাসপাতাল অনিময় ও সেবার মানের ক্ষেত্রে বৈষম্য বন্ধ করতে হবে।
৬.. প্রতিটি ডায়গনস্টিক সেন্টারে মাসে একদিন ভিজিট করতে হবে।
৭.. ডায়গনস্টিক সেন্টারগুলোতে উন্নত মানের মেশিন বা যন্ত্রপাতি দিয়ে সেবা নিশ্চিত করতে হবে।
৮..., ডায়গনস্টিক সেন্টারগুলোতে পিসি বন্ধ করতে হবে।

আয়োজনে: পলাশবাড়ী সকল সেচ্ছাসেবী সংগঠন ঐক্য।

সরকারি হাসপাতাল ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান গুলোতে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবীতে মানববন্ধন স্থান: পলাশবাড়ী চা...
22/10/2025

সরকারি হাসপাতাল ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান গুলোতে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবীতে মানববন্ধন

স্থান: পলাশবাড়ী চার মাথা।
তারিখ: ২৩ অক্টোবর ২০২৫ ইং
সময়: ৩ ঘটিকা।
আয়োজনে: পলাশবাড়ী সকল স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য।

বিসমিল্লাহির রাহমানির রাহিম "ভয়কে জয় করি,স্বেচ্ছায় রক্তদান🩸করি।আপনার প্রতি ফোঁটা রক্ত🩸মানবতার জন্য সবচেয়ে সেরা উপহার...
19/10/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম
"ভয়কে জয় করি,স্বেচ্ছায় রক্তদান🩸করি।
আপনার প্রতি ফোঁটা রক্ত🩸
মানবতার জন্য সবচেয়ে সেরা উপহার।
রক্তদান মানেই একটি নতুন জীবন দান

তাই আপনার রক্তদানের চার(৪) মাস পর সুস্থ্য থাকলে,
পূনরায় রক্তদান করুন এবং অন্যকে উৎসাহিত করুন।
এতে করে আপনার মাধ্যমেই একজন নতুন রক্তদাতা তৈরি হবে ইনশা আল্লাহ।
পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি

Shohan Hosain  এর ৫ম বার AB+ লাল ভালোবাসা উপহার।
09/10/2025

Shohan Hosain এর ৫ম বার AB+ লাল ভালোবাসা উপহার।

তিনদিন আগে ইউটিউবে আসা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের "ব্লাড সি*ন্ডিকেট চক্র" নিয়ে করা পর্বটা দেখে আমি অসুস্থ হয়ে...
28/09/2025

তিনদিন আগে ইউটিউবে আসা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের "ব্লাড সি*ন্ডিকেট চক্র" নিয়ে করা পর্বটা দেখে আমি অসুস্থ হয়ে গেছি মানসিকভাবে।

ঢাকা মেডিকেল ও তার আশেপাশে যত ব্লাড ব্যাংক আছে তারা প্রায় সবাই এক ব্যাগ র*ক্তকে দুইটা প্যাকেটে ভাগ করে র*ক্তের পরিবর্তে স্যালাইন/লাল রঙ মিশ্রিত করে সেই প্যাকেট ভর্তি করে এবং সে র*ক্তগুলো আপনার আর আমার কাছে চড়া দামে বিক্রি করে।

ঘটনা এখানেই শেষ নয়। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘ*টনার সময় ছোট বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য স্বেচ্ছাসেবীসহ হাজার হাজার মানুষ যে র*ক্ত দান করেছিলেন, সেই র*ক্ত দিয়ে বাচ্চাদের জীবন না বাঁচিয়ে অন্য জায়গায় বিক্রি করা হয়েছে।

যাদের কাজ র*ক্ত দিয়ে রোগীকে বাঁচানো, তারা যদি স্যালাইন আর লাল রঙ মেশানো রক্ত রোগীর শরীরে প্রবেশ করায়- সেক্ষেত্রে রোগীর অবস্থা কী হবে?

আপনি, আমি হয়তো রক্তের সন্ধান মিলেছে বলে খুশি হয়ে যাবো এই ভেবে- এবার রোগীকে বাঁচানো যাবে। বাই চান্স বাঁচাতে না পারলে কান্নাকাটি করে বলবো- হায়াত ছিল না হয়তো।

অথচ হায়াত ছিল। রোগীকে ঠিকঠাক র*ক্ত দেয়া গেলে তিনি ঠিকই বাঁচতে পারতেন। কিন্তু যার শরীরে র*ক্তের পরিবর্তে স্যালাইন বা লাল রঙ ঢুকছে- সেই রোগী কীভাবে বাঁ*চবে?

বাংলাদেশের প্রতিটা সেক্টরের বেশিরভাগ মানুষ টাকার জন্য আসলে এতটাই নিচে নেমে গেছে যে, পৃথিবীর সবচেয়ে ভ*য়ংকর প*শুর অবস্থানও তাদের চেয়ে একটু উপরে। এত নিকৃষ্ট একটা জাতির ন্যূনতম কোন উন্নতির সম্ভাবনা আছে বলে আমার আর বিশ্বাস হয় না।

- সায়েদ নাজমুস সাকিব

©️opy post

পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ব্লাড ট্রান্সফিউশন চাই।
28/09/2025

পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ব্লাড ট্রান্সফিউশন চাই।

Address

Palashbari
5730

Telephone

+8801581133777

Website

Alerts

Be the first to know and let us send you an email when পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category